নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত অজানারে, চৌরঙ্গী, চরন ছুঁয়ে যাই, এপার বাংলা ওপার বাংলা এসব বই দিয়ে পরিচয় হয় ।
তবে চৌরঙ্গী বাংলা সাহিত্যে এক অনবদ্য সৃষ্টি ।
এখন হাতের কাছে "শংকর কিশোর রচনা সমগ্র " ।
এই শংকর যে কলকাতার এক আনুষ্ঠানিক পদ অলংকৃত করলেন জেনে ভাল লাগল।
কলকাতার নতুন শেরিফ হতে চলেছেন লেখক শংকর ওরফে মণিশংকর মুখোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের মনোনয়ন অনুযায়ী আগামী সোমবার আনুষ্ঠানিক ভাবে এই পদের দায়িত্ব নিতে চলেছেন তিনি। এর আগে চিকিৎসক সঞ্জয় মুখোপাধ্যায় কলকাতার শেরিফ ছিলেন।
১৯৩৩-এর ৭ ডিসেম্বর অধুনা বাংলাদেশের যশোহরের বনগ্রামে জন্ম শংকরের। বাবা হরিপদ মুখোপাধ্যায় পেশায় ছিলেন আইনজীবী। শংকরের ছোটবেলা কেটেছে হাওড়ায়। জীবনের শুরুতে কখনও শিক্ষকতা, কখনও হাইকোর্ট পাড়ায় কাজ করলেও লেখালেখির প্রতি গোড়া থেকেই অনুরক্ত তিনি।
কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার নোয়েল ফ্রেডরিক বারওয়েলের অধীনেও কাজ করেছেন শংকর। ১৯৫৩–তে বারওয়েলের মৃত্যুর পরেই লেখালিখিতে পাকাপাকি ভাবে চলে আসেন তিনি। ‘চৌরঙ্গী’, ‘জনঅরণ্য’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’, ‘সীমাবদ্ধ’ ‘কত অজানারে’ সমেত অসংখ্য জনপ্রিয় বইয়ের প্রণেতাও শংকর।
( গত বছরের আনন্দবাজার পত্রিকা থেকে সংগৃহীত)
২| ২৭ শে মে, ২০২০ রাত ১১:১৪
শায়মা বলেছেন: আমরা দেখতে পাচ্ছি আপুনি!!!
২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৫
মেহবুবা বলেছেন: পরে পেরেছি দেখতে ।
৩| ২৭ শে মে, ২০২০ রাত ১১:৪৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এক সময়ে অনেক ভক্ত ছিলাম,
আজকাল তো পড়ার সময় পাই না ।
২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১১
মেহবুবা বলেছেন: চৌরঙ্গী পড়েছেন নিশ্চয় ? জীবন ঘনিষ্ট কাহিনী ।
ওটা নাকি শংকরের আত্মজীবনীমূলক।
৪| ২৭ শে মে, ২০২০ রাত ১১:৪৫
আর্কিওপটেরিক্স বলেছেন: প্রথম পাতায় আসতে একটু সময় লাগতে পারে আপু।
৫| ২৭ শে মে, ২০২০ রাত ১১:৪৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ৭ বৎসর কোথায় ডুব দিয়ে ছিলেন ???
.......................................................................
পাতালে কি কোন ঘরবাড়ী আছে !!!
২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১৫
মেহবুবা বলেছেন: করোনা বলে ভাসমান তা নাহলে সময় পাই না ।
নিজের একটা পাতালপূরী করে নিলে মন্দ হয় না।
৬| ২৭ শে মে, ২০২০ রাত ১১:৪৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: চৌরঈী এবং জনঅরন্য ছায়াছবি দেখেছি,বই পড়া হয়নি।ছবিগুলো মন ছুয়ে যায়।জনঅরন্য সত্যজিৎতের ছবি তাই কয়েকবার দেখেছি ।ভাল লাগলো
২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১৮
মেহবুবা বলেছেন: আমার প্রিয় সাহিত্যকর্মের চলচিত্রায়ণ মন খারাপ করে দেয়।
৭| ২৭ শে মে, ২০২০ রাত ১১:৫০
শায়মা বলেছেন: লেখক শংকরের কথা জেনে ভালো লাগলো। শংকর আমার মায়ের প্রিয় লেখক। আর একজন তার প্রিয় নীহাররঞ্জন। আমার কাছে অন্যরকম লেখকেরা প্রিয়। তবে ইনারাও একেকজন একেক হীরা চূনী পান্না!
অবাক করা লেখনী......
২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২২
মেহবুবা বলেছেন: আমার মনে হয় চৌরঙ্গী তোমার পড়া।
এত পছন্দ করি বই পড়া কিন্তু পারি না সময়ের অভাবে।
শংকরের কিশোর রচনা সমগ্র একন হাতের কাছে, ঐটুকু স্বান্তনা ।
৮| ২৭ শে মে, ২০২০ রাত ১১:৫১
রাজীব নুর বলেছেন: আমার আফসোস লাগে এত এত লেখক আর তাদের এত এত বই, অথচ জীবন কত ছোট।
২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৩
মেহবুবা বলেছেন: এই কথাটা একদম আমার মনের কথা ।
৯| ২৭ শে মে, ২০২০ রাত ১১:৫৫
নেওয়াজ আলি বলেছেন: জানলাম তথ্যটা । ভালো লিখেছেন ।
২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৫
মেহবুবা বলেছেন: মনে হল অন্যদের সাথে শেয়ার করি তাই দিলাম।
১০| ২৮ শে মে, ২০২০ সকাল ৭:৫৭
ইসিয়াক বলেছেন: আমার প্রিয় লেখক।
২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৬
মেহবুবা বলেছেন: ভাল লাগল জেনে।
১১| ২৮ শে মে, ২০২০ দুপুর ১২:০০
পদ্মপুকুর বলেছেন: আইডিটা কি নতুন কারো কাছে হস্তান্তরিত হয়েছে?
২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩১
মেহবুবা বলেছেন: এত কষ্ট করে এতদিন পর তার পরেও এমন কথা ?
এক সময়ে কত দ্রুত কত কি লিখেছি আর এখন নিজের হাসি পাচ্ছে !
সাতক্ষীরায় একটা গ্রামের নাম পদ্মপুকুর , জান তুমি ?
১২| ২৮ শে মে, ২০২০ রাত ১০:০৭
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ।
২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩১
মেহবুবা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৩| ২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
শায়মা বলেছেন: সবই পড়েছি আপুনি। আমার মায়ের প্রিয় বই চৌরঙ্গী। তার ভাষ্যে এর উপরে নাকি বই নাই!
২৯ শে মে, ২০২০ রাত ৮:৫৬
মেহবুবা বলেছেন: তোমার আম্মাকে আমার সালাম জানাবে; শংকরের শেরিফ হবার সংবাদ টা দিও ।
চৌরঙ্গী, দৃষ্টিপাত, পথের পাঁচালী, শ্রীকান্ত, শেষের কবিতা , পূর্ব পশ্চিম ,উত্তরাধিকার, দেবদাস, চলাচল ,শঙ্খ নীল কারাগার এবং এমনি সব কত কত বই আমাদের ভাবনাকে সমৃদ্ধ করে, আনন্দ বেদনা অপার।
১৪| ২৯ শে মে, ২০২০ রাত ৮:২১
পদ্মপুকুর বলেছেন: সাতক্ষীরায় একটা গ্রামের নাম পদ্মপুকুর, জান তুমি ?[/sb
সাতক্ষীরা কি না জানিনা, তবে যশোরের ঝিকরগাছায় আছে। এবং তার স্মরণেই আমি পদ্মপুকুর
৩০ শে মে, ২০২০ বিকাল ৩:৫১
মেহবুবা বলেছেন: দুটো পদ্মপুকুর কাছাকাছি ? আবার তুমি সেই তাদের প্রতিনিধি !
১৫| ২৯ শে মে, ২০২০ রাত ৮:২২
পদ্মপুকুর বলেছেন: ফিরে আসার জন্য ধন্যবাদ। পুরোনোদের দেখলে একটা অপার্থিব আনন্দ হয়।
৩০ শে মে, ২০২০ বিকাল ৩:৫৩
মেহবুবা বলেছেন: ফিরে এসে আরো কষ্ট ভীড় করছে সেই সব দিনের অনেক কে না দেখে !
এ এক মায়ার জগৎ !
১৬| ২৯ শে মে, ২০২০ রাত ১০:৪২
মিরোরডডল বলেছেন: শংকরের চৌরঙ্গী পড়েছিলাম । উনি যে বাংলাদেশী জানতাম না । এই লেখা থেকে জানলাম ।
গুড টু নো আপু ।
একসময় বইয়ের পোকা ছিলাম । এখন সময় হয়না ।
এখনও পড়া হয় কিন্তু খুব কম ।
৩০ শে মে, ২০২০ বিকাল ৩:৫৪
মেহবুবা বলেছেন: আশা করি জানো যে চৌরঙ্গী শংকরের আত্মজৈবনিক লেখা।
১৭| ২৯ শে মে, ২০২০ রাত ১০:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন: শংকর বাবুর জন্য শুভকামনা রইলো।
৩০ শে মে, ২০২০ বিকাল ৩:৫৬
মেহবুবা বলেছেন: পছন্দের একজন লেখক শেরিফ পদ অলংকৃত করলেন কলকাতার চমৎকৃত হলাম।
শেরিফ পদ যে এখনো আছে সেটাই জানতাম না।
১৮| ৩১ শে মে, ২০২০ সকাল ৯:২৭
খায়রুল আহসান বলেছেন: শংকর এর চৌরঙ্গী কলেজে থাকতে পড়েছিলাম, পড়ে অভিভূত হয়েছিলাম। কত অজানারে ও পড়েছিলাম।
আমার অনেক দিনের ধারণা ছিল যে শংকর এর আসল নাম ছিল অন্নদা শংকর রায়। পরে ভুল ভেঙে জেনেছিলাম, তার নাম মণিশংকর মুখোপাধ্যায়।
উনি ঐতিহাসিক মেগা সিটি কোলকাতার শেরিফ হতে চলেছেন, এ কথা জেনে প্রীত হ'লাম। ওনাকে অভিনন্দন। খবরটি এখানে শেয়ার করার জন্য আপনাকেও ধন্যবাদ।
১৯| ৩১ শে মে, ২০২০ রাত ১১:৪৫
মেহবুবা বলেছেন: শংকরের শেরিফ হবার বিষয়টি জেনে আমার বেশ মজা লেগেছে।
Western movie তে দেখতাম শেরিফ , ঐ পর্যন্ত ।
২০| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৬
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
নতুন পোস্ট দিন।
০১ লা জুলাই, ২০২০ বিকাল ৪:৫৮
মেহবুবা বলেছেন: নতুন পোষ্ট? আজকাল একটু সময় পাই কিন্তু উৎসাহ পাই না।
ভাল থাকবেন।
২১| ০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৫
মাহমুদ রহমান (মাহমুদ) বলেছেন: নতুন পোষ্ট দিন সাহিত্য নিয়ে।
খবরটা জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
ভাল থাকবেন/
০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৯
মেহবুবা বলেছেন: পোষ্ট দিতে গিয়ে মনে পড়ল আপনার কথা ।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০২০ রাত ১১:০৬
মেহবুবা বলেছেন: প্রথম পাতায় কেন যে দেখতে পারছি না।