নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

সারাবেলা তোমাকে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪১

সারাবেলা তোমাকে


আজও সাগর হারায়নি তার এতটুকু সুগভীর বিশালতা,
এখনো ফুরায়নি স্রোতস্বিনী নদীর সুবাসিত শীতলতা।
তবে এ প্রণয়ের উৎসমূল ছোঁবে কি বলো'না ?

সাদা মেঘের ভেলায় ভেসে আসে তোমার মায়াবী ছায়া,
দখিনা সমীরণে কানে কানে বাজে তোমার কোমল সুরের মায়া ।
তবেই তো বলো দুরত্বের ব্যবধানে যায় আসে কিই'বা ?

এ নৈশপ্রহরীর চৌহদ্দিতে নিশুতি রাতে তুমি হয়ে থাকো আধখানা চাঁদ,
এ প্রাণে বয়ে চলে ঝর্নার জলের মিহি সুরের 'উঁহু' ভালবাসার বৃষ্টিপাত।
তবে কি তোমার উদ্দেশ্যেই স্পন্দনে জাগ্রত রয় অন্তুহীন বিশ্বাস ?

ভুল করে ভাবনা'কো ইচ্ছেরা সব উড়ে গেছে দূরে,
শান্ত আকাশের গোধূলীতে মহার্ঘসঙ্গ যে লেগেই থাকে
আমার মসলিন ভালবাসার মকমল নীড়ে!

''ওগো বিষ্ণুপ্রিয়া''
কারণ তো নয় কিছু আশ্চর্য হবার এবেলা !
কাঙাল প্রাণে প্রণয় সুতোয় টান পড়ে বলে-------
কঠিন পৃথিবীকে পদতলে ফেলে--------------------
করুন পথিক তোমাকেই চায় সারাবেলা।

মন্তব্য ৪১ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: পথ হারা ক্লান্ত পথিক তার বন্ধুর পথে - - - -

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৬

বলেছেন: আমার ছোড ভাই ইসিয়াক বললো,
আমার অকবিতা আর সুনীলের কবিতা নাকি তাকে টানে তাই সুনীল গঙ্গোপাধ্যায়ের স্টাইলে একটি কবিতা লেখার অপচেষ্টা।।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:



ব্লগে অনেক কবিতা পড়ছি, কোনটাই মনে থাকছে না তেমন!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৭

বলেছেন: একদম সত্যি কথা,
প্রতিদিন এতো কবিতা পোস্ট হয় তার হিসাব বিজয় রায়ের সংকলন থেকে বুঝা যায়।।৷


এতে কবি আর কবিতা এই ভার্চুয়াল জগতে দেখা যায় কয়টা মনে রাখা যায়।।।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: তিনবার পড়েছি। ভালো লাগলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:১৭

বলেছেন: একজন কবির কাছে ভালোলাগাটা আলাদা ভালোলাগার।।

তিনবার পড়ার জনজন্য তিনরঙা ভালোবাসা ।।।।


ভালো থাকুন।।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৪১

রাকু হাসান বলেছেন:


রোমান্টিক । প্লাস ভাইয়া। আমিও মনে রাখতে পারি না :(

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:১৮

বলেছেন: কিন্তু তোমার গেঁয়ো সুখ কবিতাটা বেশ মনে আছে।।।


কৃতজ্ঞতা রইলো।।।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৪১

ইসিয়াক বলেছেন: অনেক কথা যাও যে ব'লে কোনো কথা না বলি।

তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি॥

যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বাণে,

চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী।

তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি।

আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে--

তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে।

তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন-কাছে--

নিজের অগোচরেই পাছে আমারে যাও ছলি

তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি॥

= রবীন্দ্রনাথ ঠাকুর
রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২১ চৈত্র, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ৪ এপ্রিল, ১৯২৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৮

বলেছেন: তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে।-- ঠাকুরকে দিয়েই সম্ভব।।

চমৎকার রবীন্দ্র রচনা শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ।।।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৫৮

ইসিয়াক বলেছেন: কবিতাটি আমার খুব ভেলো লেগেছে ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৮

বলেছেন: কৃতজ্ঞতা রইলো।।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:২৩

ইসিয়াক বলেছেন: কবি আর কবিতা একই বৃন্তে দুটি ফুল
ভালোবাসার পরতে পরতে প্রেমেতে আকুল ।।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৯

বলেছেন: সবাই কবি নয় -- যেমন আমিও না।।।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১৬

রাজীব নুর বলেছেন: আমি যে কেন কবিতা লিখতে পারি না!!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১

বলেছেন: আপনি নিজেই একজন পুরোদমে গদ্যে - পদ্যে রাজীব নূর।।।
আপনিই হয়ে ওঠেন শব্দের ভেতরের সুশৃঙ্খল বিন্যাসে ভরপুর ।।।



ভালো থাকুন সবসময়।।



৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:





সেদিন ব্লগার ইসিয়াক বড় বাঁচা বেঁচে গেছেন, সেদিন ব্লগার নতুন, হাসান কালবৈশাখী, কাওসার চৌধুরী, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উদাসী স্বপ্ন, ভূয়া মফিজ, ঢাবিয়ান প্রমুখ থাকলে বুঝতো ব্লগে ব্লগ কাকে বলে? ব্লগার ইসিয়াক কি জানেন তারঁ সেই পোষ্টে কমেন্ট মাইনিং করা হয়েছে এটা তার স্বরণকালের ব্লগিং ইতিহাস?

আপনি আপনার মতো লিখেন এখানে সুনীলের কোনো লেখার ধরাছোয়া হাজার হাজার মাইলেও পাইনা। ল, সুনীল বাবুর নকল করে লেখার ধার ধারে না।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫

বলেছেন: ব্লগার ইসিয়াক এক সময় আলো ছড়াবে যদি হাবিব স্যার সহ অনেকের মতো শুরুতে শেষ করে না দেয়।।
ধৈর্য নিয়ে ব্লগে লেগে থাকলে একদিন সে সামরিক সূর্যদয় হয়ে কিরণ দিবো।।



আপনার অনুপ্রেরণা সবসময় অমৃতের মতো রসালো।।

ভালো থাকুন।।।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পরিপূর্ণ কবিতা , পরিতৃপ্তির কবিতা। ভালো থাকবেন প্রিয়। অসম্ভব ভালো লাগা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭

বলেছেন: একজন কবির পরিপূর্ণ ও পরিতৃপ্তির ঢেঁকুর আহ্লাদিত করে, ভাবায়, মনোযোগ দিতে সাহায্য করে।।


ভালো থাকুন।।।


সময় নিয়ে পড়ার জন্য অশেষ ধন্যবাদ।।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০০

বিজন রয় বলেছেন: অনেকেই ভুল করে ভুল ভেবে বসে। এটাতে লস হয় সবারই।
কষ্ট বাড়ে, সময় চলে যায়।

আরো গাঢ় কবিতা চাই।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

বলেছেন: ভুলগুলো ফুল হয়ে ফুটে উঠুক।।



পাঠান্তে কৃতজ্ঞতা রইলো কবিতার রায়।।।


ভালো থাকুন।।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সারাক্ষণ সারাবেলা তোমাতেই হল সারা।+++++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

বলেছেন: তুমি আছো বলে কবিতা, গান পেলো সুর আর মাদকতা।।


কৃতজ্ঞতা রইলো কিন্তু ভাইয়া।।।


ভালো থাকুন।।

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

করুণাধারা বলেছেন: আপনার কি কবিতার বই প্রকাশ হয়েছে?

কবিতাগুলো চমৎকার লিখেন আপনি। +++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

বলেছেন: আপু,
আপনার তীক্ষ্ণ মন্তব্য সবসময় আলাদা ভালোলাগার।।


জ্বি।।
রকমারী ডট কমে পাবেন।।

কবিতার বই -- জীবনের ব্যাকরণ।।।
আগামী কোন এক বইমেলায় বাংলা ও ইংরেজি ভার্সনে কবিতা ছাপানোর ইচ্ছে আছে।।

কৃতজ্ঞতা এক আকাশ।।।
আসসালামু আলাইকুম।।

আল্লাহ আপনার মঙ্গল করুন।।।

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগার ইসিয়াককে আমি ধরতে চেয়েছি তার প্রয়োজন আছে,সেটা সে বুঝলেই হবে। তাকে আগানোর পথ কবিতা হতে হবে এটা জরুরী নয় সে গ্রাফিক্স ডিজাইন করছে এটিও একটি মাধ্যম - এছাড়া আরো অসংখ্য মাধ্যম আছে।
আপনার গল্পের কি অবস্থান? আর আপনার নেক্সট দেশে আসা কবে জানাবেন।

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১২:১৮

বলেছেন: @ব্লগার ইসিয়াক ----বুঝলে বুঝপাতা .............

@আপনার গল্পের কি অবস্থান?------------এখন ভাবছি .....

@নেক্সট দেশে আসা কবে জানাবেন। --Sep-২০২১ .


আল্লাহ আপনার মঙ্গল করুন।।।

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: "এ নৈশ্যপ্রহরীর চৌহদ্দিতে নিশুতি রাতে তুমি হয়ে থাকো আধখানা চাঁদ।"
কাব্য বেশ ভালো লাগলো।
তবে বেশ কিছু টাইপো আছে।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় লতিফ ভাইকে।

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১২:১৬

বলেছেন: কৃতজ্ঞতা ।।।


আল্লাহ আপনার মঙ্গল করুন।।।

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

আহমেদ জী এস বলেছেন: ল,




সারাবেলা কারো জন্যে জেগে থাকা অন্তহীন বিশ্বাসের নামই যে ভালোবাসা! এই যদি হয়, তবে সমুদ্রের গভীরতাও পারেনা তাকে ছুঁতে। দুরত্বের ব্যবধান আকর্ষন বাড়ায়, মেঘের ভেলায় চলে তারই অভিসার।



০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১২:১৯

বলেছেন: কৃতজ্ঞতা রইলো ।।।


ভালো থাকুন।।

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

মুক্তা নীল বলেছেন:
ওগো বিষ্ণুপ্রিয়া''
কারণ তো নয় কিছু আশ্চর্য হবার এবেলা !
কাঙাল প্রাণে প্রণয় সুতোয় টান পড়ে বলে-------
কঠিন পৃথিবীকে পদতলে ফেলে--------------------
করুন পথিক তোমাকেই চায় সারাবেলা।

অনেক সুন্দর রোমান্টিক কবিতা পড়লাম, অনেকদিন পরে।

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১২:২০

বলেছেন: Thanks dear for ur inspiration. Much love.


কৃতজ্ঞতা রইলো কিন্তু ।।।


ভালো থাকুন।।

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ টান যে চিরন্তনী বাউল!
জনম জনম আপনা থেকেই এ টান আসে?
কে দেয় এ অনুভব?
কেন এত উতলা হয় এ মন!
এই শুন্যতার জনম কই???

ভাল লাগলো কবি। তাইেতা এত প্রশ্ন এলো ;)

++++++

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১২:২২

বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



কে দেয় এ অনুভব?
কেন এত উতলা হয় এ মন!
এই শুন্যতার জনম কই???--------------------জানে দয়াময় .........

১৯| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১২:২৯

নীল আকাশ বলেছেন: ব্লগার ইসিয়াক ঘটনা কি লতিফ ভাই? মাহমুদ ভাই তো সহযে ক্ষেপে না!
নতুন ছেলেটা ভালোই সময়ই দেয় ব্লগে। কি এমন অপরাধ করেছে এ?

কবিতাটা সকালেও পড়েছি। তখনও বুঝিনি দেখে মন্তব্য করিনি। এখন বুঝিনি। শেষ ৫টা লাইনে কি বুঝিয়েছেন?
কবিতা রেগুলার না লেখার ফলাফল এটা! এন্টিনার উপর দিয়ে যাচ্ছে!
শুভ রাত্রী।

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১২:২৫

বলেছেন: ব্লগার ইসিয়াক ঘটনা কি লতিফ ভাই?----- প্রিয় মানুষকে সদুপদেশ ......
চাঁদগাজী বলেছেন: ব্লগে অনেক কবিতা পড়ছি, কোনটাই মনে থাকছে না তেমন!
শেষ ৫টা লাইনে কি বুঝিয়েছেন?----- ব্লগে অনেক কবিতা পড়ছি, নিজেরটাই মনে থাকছে না তেমন!

২০| ০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ১১:০০

কথার ফুলঝুরি! বলেছেন: করুন পথিক তোমাকেই চায় সারাবেলা 8-|
সুন্দর কবিতা 8-|

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১২:২৬

বলেছেন: কথার ফুলঝুরি! মদণ কুমারকেই চায় সারাবেলা

২১| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৮

ইসিয়াক বলেছেন: বিষন্ন মন নিয়ে আবারো প্রিয় ভাই এর ব্লগবাড়ি ঘুরে গেলাম।
নিশ্চয় ভালো আছেন?
দোয়া রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.