নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
এই সুখী শহরে
এই সুখী শহরে,
বিপদসঙ্কুল এ পথে সূর্যের প্রখর দীপ্তি চোখ-মুখে ছড়ায় ভয়,
জীবনের সমীকরণে যন্ত্রমানবের এ পথচলা তবুও দুর্গম নয়।
চারিদিকে ঘোর অন্ধকারে কান্নার শব্দে হয় আকাশ ভারি,
এ পথে চলে কত উপহাস-পরিহাস; সময়ের আহাজারি।
হতবিহ্বল চোখে অরণ্যের ছায়ায় দেখি গাঢ় নীল জল,
দীর্ঘকাল আমায় দগ্ধ করে;মিথ্যা মায়া ভালোবাসার ছল।
এ জাদুর শহরে,সরল মনের আড়ালে খেলা করে ভ্রান্তিবিলাস,
স্বপ্নের কাঁটাতারে বিস্তীর্ণ বন্ধুর পথে বড়োই মিতব্যয়ী নি:শ্বাস।
কতটা জীবন যুদ্ধ পেরিয়ে পাওয়া যায় নীল জলের রেখা!
আর কতদিন চলবে প্রত্যাশিত ঝিনুকের নৌকার অপেক্ষা!
এ আলো ঝলমলে শহরে,সুখের চলে বডড একমুখী রূপান্তর,
জীবনের ক্লান্তি,ক্ষুধা,আকাঙ্খা যেন ঘোমটা-টানা মাথার উপর।
আজ হৃদয় বিদীর্ণ বোবা কান্নায় কেটে যায় বিনিদ্র রাত,
নতুন নাটকীয়তায়; নিশি খুঁজে ভোরের প্রভাত।
উৎসর্গ --- গুরু ঠাকুর মাহমুদের মতে আমাদের ব্লগের ''ভোরের পাখি'' প্রতিদিন ব্লগে যার সরব উপস্থিতি, জ্ঞান পিপাসুদের একজন, সহজ সরল অবিরাম বাংলার মুখ কবি--ইসিয়াক কে
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৯
ল বলেছেন: আসলেই তাই - মানুষের এই অসম প্রতিযোগিতা দিন দিন সভ্য সমাজে অস্হিরতা বৃদ্ধি করছে।।
সময় নিয়ে পড়ার জন্য অশেষ ধন্যবাদ।।।
ভালো থাকু৷।।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩২
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো একটি লেখা পড়ার সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুভকামনা রইলো!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৯
ল বলেছেন: কবি,
আপনার জন্য শুভকামনা রইল।।
সময় করে পড়ার জন্য অশেষ ধন্যবাদ।।।
ভালো থাকুন।।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৩
ইসিয়াক বলেছেন: আমি ..............। পরে মন্তব্য করবো ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৯
ল বলেছেন: ধন্যবাদ নিরন্তর।।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
হাত বাড়িয়ে ছুঁই না তোকে
মন বাড়িয়ে ছুঁই
দুইকে আমি এক করি না
এক কে করি দুই।
- এই মুহুর্তে এর চেয়ে ভালো কোনো কবিতা মনে পড়েনি যা আপনাকে উপহার দেওয়া যায়। আর নেট থেকে ছবিটি নিয়ে আপনাকে তৈরি করতে চেয়েছি তার মধ্য কিছু কথা দিয়ে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩০
ল বলেছেন: কসবার ঐ নীল দেয়ালের ঘর
সাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে
তোমার আমার লাল-নীল সংসার
এটা কি 2441139?
বেলা বোস তুমি পারছো কি শুনতে?
১০-১২ বার wrong number পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
Hello! 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
Meter যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার
চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো?
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি!
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
Hello, তুমি শুনতে পাচ্ছো কি?
চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো?
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি!
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
Hello, তুমি শুনতে পাচ্ছো কি?
এটা কি 2441139?
বেলা বোস তুমি পারছো কি শুনতে?
১০-১২ বার wrong number পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
Hello! 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
Meter যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার
Hello! 2441139
2441139 ধুর ছাই!
2441139
Hello! 2441139
Hello! 2441139
2441139..........
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩৫
জাহিদ অনিক বলেছেন:
গোলাম আলী খানের একটা গজল মনে এসে গেলো,
'হাম তেরে শ্যাহেরমে আয়ে হে মুসাফির কি তারা'
কবিতা ভালো হয়েছে মিঃ ল
শুভেচ্ছা
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:০৫
ল বলেছেন: ভাল্লাগছে নাগরিক কবির দেয়া গজল।।।
ধন্যবাদ প্রিয় কবি৷।
বেঁচে থাকুন।।।
গোলাম আলী - হ্যাম তেরি শহর মেগোলাম আলী - হ্যাম তেরি শহর মে
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৩৮
ইসিয়াক বলেছেন: প্রিয় লতিফ ভাই
আপনি মানুষের ভেতরটা এমনভাবে পড়ে ফেলেন কিভাবে।
কবিতা চমৎকার হয়েছে ।
শুভসকাল
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:৫৭
ল বলেছেন: প্রতিদিন কত খবর আসে কাগজের পাতা ভরে
জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে।।।
জীবন কবিতায় ভালো থাকুন এই প্রত্যাশা রইলো।।।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫১
বিজন রয় বলেছেন: প্রতিটি গভীর শব্দে এক একটি জীবন লুকিয়ে থাকে। কবিরা সেই জীবনকে আলোতে তুলে এনে আলোকিত করে।
সে আলো বর্ণময়, সে আলো জীবনের জলছবি।
আপনার এই কবিতা পড়ে আমি এভাবেই ভাবতে পারলাম।
"ভোরের পাখি... ইসিয়াক'কে উৎসর্গ করা যথার্থ। উনি ব্লগটিকে অনেক মুখর করে রেখেছেন।
আপনাদের দুজনের জন্যই শুভকামনা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:৫৯
ল বলেছেন: আহ কবি!!!
আহা কবিতার ছায়া!!
এক একটি শব্দের ভেতর লুকিয়ে থাকে শত সহস্র আশা দুরাশার কথা।।।।
এমন অম্লমধুর মন্তব্য পেয়ে পুলকিত হলাম।।।
ভালো থাকুন সবসময়।।।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
অনেক ভালো লাগা রইল
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:৫৯
ল বলেছেন: ধন্যবাদ জমিদার বাড়ির মাইয়া
সময় নিয়ে পড়ার জন্য অশেষ ধন্যবাদ।।।
ভালো থাকুন বেশ করে।।
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: ভালোলাগলো কবিতা আর উৎসর্গ । ভোরের পাখি... ইসিয়াক অভিনন্দন হে !!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:০০
ল বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।।।
ভালো থাকুন।।
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:০০
ল বলেছেন: সহজ সরল স্বীকারোক্তিতে ভালোলাগা।।
ভালো থাকুন।।
১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতা অসম্ভব ভালো লেগেছে। আপনাকে অশেষ ধন্যবাদ। সেই সাথে শুভেচ্ছা জানায় ইসিয়াক কে। সবার জন্য শুভকামনা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:০১
ল বলেছেন: ধন্যবাদ কবিবর।।।
সময় নিয়ে পড়ার জন্য অশেষ ধন্যবাদ।।।
ভালো থাকুন।।।।
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিফ ভাই,
দেরিতে কমেন্ট করার জন্য দুঃখিত। চমৎকার কাব্যে পোষ্টের সপ্তম লাইক ++
এমন হাস্যজ্জল প্রাণবন্ত মানুষটিকে কাব্যে উৎসর্গে ভালোলাগা রেখে গেলাম।
দু'জনের উদ্দেশ্যে অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:০২
ল বলেছেন: সপ্তম লাইকের জন্য সাত আসমানী শুভকামনা রইল।।।
কবিতা ও উৎসর্গে ভালোলাগাটুকু হৃদয়ে নিলাম।।।
ভালো থাকুন।।।
১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪১
আরোগ্য বলেছেন: কবিতাটা অনেক বেশি ভালো লাগলো বড় ভাই। এতো সুন্দর কবিতা সামুর উদীয়মান তারকা ইসিয়াক ভাইকে উৎসর্গ করায় উনাকে আন্তরিক অভিনন্দন জানাই।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:০৩
ল বলেছেন: ধন্যবাদ মেরি পেয়ারি ছোড ভাই।।।
ভালো থেকো ঠিক তোমার মতো।।।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।।
১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:৫৫
এমজেডএফ বলেছেন: দেরিতে কমেন্ট করার জন্য দুঃখিত। চমৎকার কাব্যে পোষ্টের নবম লাইক ++
আমাদের একতলা থেকে দেখি
তোমাদের ন্যাড়া ছাদে
কখনো রঙীন শাড়ি, কখনো আকাশ।
আকাশ সুদূর, নীল, চিরদিন একইরকম–
শাড়িগুলি শুধু রঙ বদলায়।
"দর্শন - সুজিত সরকার"
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৪৫
ল বলেছেন: সামনে কুয়াশা
পেছনে কুয়াশা,
মাঝখানে স্পষ্ট এই আমি।
তবু
সামনে যে আছে
-তার কাছে
পেছনে যে আছে
-তার কাছে
আমিও কুয়াশা!’৷
------------------
আপনি আসলেই একজন খাঁটি সাহিত্য বোদ্ধা।।।
আপনার বুদ্ধিদীপ্ত মন্তব্যে শুদ্ধ হই, ঋদ্ধ হই।।।!!
আপনার দীর্ঘায়ু কামনা করছি।।। ভালো থাকুন।।
১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭
শেহজাদী১৯ বলেছেন: +++
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৭
ল বলেছেন: পাঠে ও প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।।
ভালো থাকুন।।
১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৭
আহমেদ জী এস বলেছেন: ল,
আলো ঝলমল, যাদুর শহরের মতোই যতো ক্লান্তি-ক্ষুধা-আকাঙ্খা-কান্নার শব্দ নিয়ে উচ্চকিত এক কবিতা।
এ শহর সুখী নয়, এ এক বিচিত্র বারোয়ারী শহর!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৯
ল বলেছেন: শঙ্কিত মনে বলি এমন শহর তো চাইনি --
ভালো থাকুন প্রিয় ভাই।।।
ধন্যবাদ রইলো।।
১৭| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৪০
ইসিয়াক বলেছেন: আবারো পড়তে ইচ্ছে হলো .............
২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪১
ল বলেছেন: ধন্যবাদ রইলো।।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১২
চাঁদগাজী বলেছেন:
মানুষ মেতেছে অকারণ প্রতিযোগীতায়