নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

দ্যা হিপোক্রেসি - নরকের কীটের সাথে সহবাস

২৭ শে আগস্ট, ২০১৯ রাত ১১:১৪



পর্ব - ০১-০২
পর্ব ০৩-০৪
পর্ব -০৫
পর্ব-0৬
পর্ব -০৭
অস্বাভাবিক কোন কিছু স্বাভাবিক ব্যাপার হিসাবে মেনে নেয়া একটি আর্ট আর সেক্ষেত্রে আমি মনে হয় একজন দক্ষ আর্টিস্ট। মানব চরিত্রের একটা মস্ত বড় গুণ হলো পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়া। যদিও কাজটি সবাই সমানভাবে করতে পারে তা নয়। এ প্রসঙ্গে নিজের কথা বলতে একটু ইতস্তত লাগছে। তবুও বলি ছোট থেকে বাবার মুখে কথাটি এত বেশি বার শুনে এসেছি যে যেকোন প্রতিবন্ধকতাকে মানিয়ে নিতে আমার তেমন কোন অসুবিধা হয় না। সময়ের সাথে বেড়ে ওঠা আমার এই পরিবর্তন নিজে থেকেই অনুধাবন করি। বাবা প্রায়ই বলতেন আমি আজ আছি তো কাল নেই, কাজেই জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে সংগ্রামশীল ও সহিষ্ণু হতেই হবে।লন্ডনে শাশুড়ির বাড়িতে যে কারণে ফুফাতো ভাই জাহাঙ্গীর সাহেবকে কারণে-অকারণে আসতে দেখে আমার মধ্যে কোন দিন কোন প্রশ্ন বোধ জাগে নি। তাই বলে ওনার আগমনের উদ্দেশ্য যে আমি বুঝতাম না, তা নয়। সামনাসামনি হঠাৎ দেখা হলে চূড়ান্ত ব্যস্ততা দেখিয়ে মুখে এক ঝলক হাসি প্রদান করে গন্তব্যস্থানের লক্ষ্যে পা বাড়াতাম। কিন্তু সেদিন সময়টি পাশ কাটিয়ে যাওয়ার ঠিক উপযুক্ত ছিলনা। একটা বিশেষ কাজে আমিও গেছিলাম শাশুড়ির সঙ্গে দেখা করতে। গিয়ে দেখি জাহাঙ্গীর ভাই সোফায় বসে আছেন। জাহাঙ্গীর ভাইকে অগত্যা আমার শাশুড়ীর সাথে গল্প করতে দেখে মনে মনে ভিরমি খেলেও স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে সালাম দিলাম। কুশলাদি বিনিময় করে নিজে উপযাচক হয়ে বলতে লাগলেন,
- তোর শাশুড়ি কয়েকদিন আগে দেশে টাকা পাঠানোর জন্য আমাকে ডেকেছিলেন। এই মুহূর্তে একটু চাপ কম থাকায় ভাবলাম আজই টাকাটা নিয়ে আসি। উনি অসুস্থ মানুষ আমার অফিস কষ্ট করে যাওয়ার কি দরকার !
- তবে তো ভালোই হলো। আপনার মাধ্যম টাকা পাঠালে তো কোন ঝামেলা হবে না।
তা এক হিসেবে ঠিক বলেছিস।তো তোর খবর কি বল? একা একা সময় কাটছে কিভাবে?
-না না একা থাকলেও যথেষ্ট কাজ আছে। কাজ নিয়েই সময় কেটে যায়।
-আরে! বিয়ে করলেও তুই হলি ব্যাচেলর মানুষ। সময় পেলেই তো আমার বাসায় চলে আসতে পারিস। সেদিন তোর ভাবি তোর কথাই জিজ্ঞেস করছিল। বলছিল ছেলেটা সেই যে গেল তারপর থেকে আর কোনো খোঁজ নেই। আমি কোনো খোঁজখবর নিয়েছি কিনা ও আবার আমার কাছে সেটা জানতে চাইছিল।
-তাই ?ভাবি আমার কথা জিজ্ঞেস করছিলেন? ধন্যবাদ ভাবিকে। আমার সালাম পৌঁছে দেবেন।
-তো বল কবে আসছিস আমার বাসায়?
-জ্বি ভাই যাব। নিশ্চয়ই একদিন যাব।
- আজ আমাদের একাকার ছেলে তমিজ উদ্দিন কে পেলাম সোতো বিরাট মৌলানা হয়ে গেছে।
- এদেশে তোর মতো সবাই এক কাজ নিয়ে বসে নেই। তুই তো চাইলে অন্য কিছু করতে পারছ।
- আমিতো একসময় গান করতাম ! আবার কি গান শুরু করবো?
- গুড গুড, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুই গানটা আবারো শুরু কর।
- তুই তো ভালো করে জানার কথা এদেশ বাঙালী গায়কের অভাব।
- তাহলে কি তমিজ মৌলভীর মতো আমিও গায়ক বুলবুল হয়ে যাবো !
এরপর জাহাঙ্গীর ভাই যেন আমার কাছে দৈব আশীর্বাদ হয়ে এলেন। কোন কারণে, কোন সাধে আমাকে এতে সময় দিতে লাগলেন মাথায় এলো না। প্রতিদিন আমার রুমে এসে বন্ধুর মতো রিহার্সেলে সহযোগিতা করেন। আমাকে নিজ টাকায় একটা হারমোনিয়াম ও গিটার কিনে দিলেন। তার পরিচিত সবাইকে ফোন দিয়ে আমার পরিচয় তুলে ধরলেন। এমনি করে সময় গড়ার সাথে সাথে পরিচিত, অপরিচিত কেউ কেউ ঘরোয়া পার্টি, বিয়ে শাদি, ষ্টেজ শো, অডিও, ভিডিও সহ বিভিন্ন অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্য ডাক পরতে লাগলো। আধুনিক ও ফোক গানে আমার জনপ্রিয়তা শুরু হয়ে গেলো। এরিমধ্যে জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যম একটি টিভি চ্যানেল থেকে ডাক পেলাম। প্রথম গানেই হিট হয়ে গেলাম। নিজের লেখা ও সুর করা গানটি বিলেতে মুখে মুখে রটে গেলো। আমি হয়ে গেলাম বিলেতের গানের জগতের বাদশা বুলবুল। সবাই আমাকে দেখলেই আমার জনপ্রিয় গানের কলি বলে ---

সবিতা.......অহঅ সবিতা.....
এ জীবনটা যেন কষ্টের গীতিকবিতা!!
পাহাড়ি ঢল বয়ে চলে দু'চোখের পাতা
সর্বনাশা এ স্রোত হায় বাঁধা মানে না....
হৃদয়ে জমা রয় না-বলা কষ্টের শ্লোক গাঁথা ....
সবিতা,অহহ সবিতা....
এ জীবনটা যেন কষ্টের গীতিকবিতা!!(ঐ)
সবিতা... অহহ সবিতা... এ জীবন যেন কষ্টের গীতিকবিতা!!

হীরা জহরতে মোড়া তোমার শহর জানি অনেক দামী,
আমার শহরে বয়ে চলে বেদনার সুনামী...
যে দিকে তাকাই দেখি শুধু ঘোর শূণ্যতা.....
মন মনজিলে পুষে রাখি হায় যত ব্যাথা.......
সবিতা অহ সবিতা... এ জীবন যেন কষ্টের গীতিকবিতা!!

পাথর চাপা বুকে এ পথচলা যে বড়ই সকরুণ...
নিয়তি বরণ করে জীর্ণদশা চলছে নিদারুণ ...
ভুল করে পৌঁছাবে কি এই আরাধনা.. ওগো দেবী প্রতিমা.. ..
আসবে কি আবার কভু নিয়ে সুখের সুবার্তা...
সবিতা অহ সবিতা... এ জীবন যেন কষ্টের গীতিকবিতা!


জাহাঙ্গীর ভাই পরিবারের সদস্যের মতো বানেছা বিবি ও আমার কাছে অতি আপন হয়ে গেলেন। একসাথে খাবার থেকে শুরু করে গান বাজনা সবিই চলে। আমি বাসায় না থাকলেও বানেছা বিবির সাথে গল্প করেন। আমি চোখ ও কানকে শিকল পড়িয়ে রাখি। কি কি করলো তাতে কোন ভ্রুক্ষেপ নেই। যা দেখি তার সবটাই দৃষ্টিগ্রাহ্য হয় না, যা শুনি তার সবটাতে মনোযোগ দেই না।.......

কোন জিনিস সহজ নয় আর স্হায়ী হয় না। মানুষের রুপ,যশ, সম্পদ সবকিছু ক্ষণস্থায়ী যা একসময় আপনা আপনি হারিয়ে যায় আর কেউ কেউ অসময়ে সুখগুলো ছুঁড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করে না। কোন এক অজানা অদ্ভুত ভয়ে কুঁকড়ে যাওয়া আমি খুব সহজেই নিজের শিল্পী জীবনের রাজ- রাজর্ষী থেকে গুটিয়ে নিতে শুরু করলাম। একবার লন্ডন থেকে দুরের শহর কার্ডফে যাচ্ছি উদ্দেশ্য সেখানি বাংগালী বৈশাখী মেলায় পারফরম্যান্স করা। একটি প্রাইভেট কারযোগে আমরা পাঁচজনের একটা টিম যাচ্ছি। কিবোর্ড আর্টিষ্ট বাদল ভাই নিজের গাড়ি ড্রাইভ করছিলেন । সিনিয়র আর্টিষ্ট ওবায়দুল ভাই সামনের সিটে বসে আছেন । দুইজন নারী সহশিল্পীর সাথে আমি পিছনে বসলাম। আমার পাশে বসা সুরভী চৌধুরী নামক শিল্পী। তার কড়া পারফিউম সুমিষ্টঘ্রাণ ও রক্তজবা লিপষ্টিকে দুই ঠোঁটের পাড় বেয়ে ফুলেল হাসি খুব সহজেই যেকোন পুরুষ মনে আঘাত দিতে পারে। আমার পাশে বসে টুকটাক কথা বলার পর দেখলাম তার বাহুতে আমার বাহুর সাথে ম্যাগনেটিক কানেকশন চালু হয়ে গেছে ৷ এত কাছাকাছি আর ঘেঁষাঘেঁষিতে আমার অবস্থা বৃষ্টিতে ভেজা শকুনের মতো হয়ে গেছে। কি করবো কিছুই বুঝতে পারছিলাম না ? একে'তো সব শিল্পীদের সাথে সম্মান ও চক্ষু লজ্জা তারপর কেউ মুখ ফোটে কিছু বললে কি মনে করে? এসব চিন্তা করতে করতে কোনভাবে যাবার রাস্তা শেষ হলো ৷পারফরম্যান্স করে আসার সময় তারচেয়েও খারাপ অবস্থা। একদিকে মটোরওয়ে ধরে হাইস্পিড গাড়ির শব্দ তার উপর অন্ধকার রাতের জার্নি যা কামুক মনে উঞ্চতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। সুরভি চৌধুরী আমাকে বললেন তার বাসায় যাওয়ার জন্য। তিনি একাই মেয়েকে নিয়ে থাকেন। স্বামী দু বছর হলো সাথে নেই । আমি বিনয়ের সহিত তার পস্তাব ফিরিয়ে দেয় কিন্তু কিছুক্ষণ পর তিনি আমার কাঁধে হেলেন দিয়ে আরামে ঘুমিয়ে পড়লেন। সেদিনের পর থেকে গানের জগতকে ইতি দিলাম ৷এই শিল্পী জীবনে অনেকেই এমন খোলামেলা প্রসৃতবাক্য ছুড়ে দিয়েছিলে কিন্তু সবিই হাসিমুখে ফিরিয়ে দিয়েছে। তার কারণ আমাকে ভালে থাকতে হবে। ভালো থাকতে হবে আমার বাঁধনের জন্য । কিন্তু মনে শংকা আর সংশয় চলে এলো এভাবে চলতে থাকলে একদিন না একদিন আমার প্রাইড নষ্ট হয়ে যাবে। বাঁধনের কাছে ছোট হয়ে যাবো। আমি এসব করলে বাঁধনওতো করতে পারে ! আমার সহাবস্থান হোক সাদার সাথে তাহলেই কালোর সাথে সহবাস থেকে বিরত থাকার শুদ্ধতা চর্চার সুযোগ আসবে। নিজেকে ভালো রাখি ভালো সঙ্গী পাওয়ার জন্য এই মূলমন্ত্র নিয়ে যবনিকা হলো আমার শিল্পী জীবনের।.........

মন্তব্য ২৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ১২:১২

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রবাসের ভয়ংকর সময়!!!

২৮ শে আগস্ট, ২০১৯ রাত ২:৫৯

বলেছেন: নিয়তির খেলা বুঝার নেই কোন উপায়,
অযাচিত বেদনা নিয়ে করি হায় হায় হায়।।।।।।


ধন্যবাদ প্রিয় গুরু।।

২| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৩:৩৭

আনমোনা বলেছেন: সাথেই আছি

২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৫

বলেছেন: থাংকুউ স ভেরী মাচচ।।।


ভালো থাকুন।।।

৩| ২৮ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: শেষটা বেশ ভালো লেগেছে প্রিয় লতিফ ভাই। অনেকগুলো টাইপো চোখে পড়লো। সময় নিয়ে আবার আসছি।

২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৬

বলেছেন: ওকে স্যার।।।

আপনার অপেক্ষায় ইনবক্সে

৪| ২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:৩১

ইসিয়াক বলেছেন: শেষ অংশটা আমার বেশী ভালো লেগেছে।
নিজেকে ভালো রাখি ভালো সঙ্গী পাবার জন্য
সহমত
শুভসকাল

২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৭

বলেছেন: শুভ সকাল।।।

ভালোয় কাটুক সারাবেলা।।।।

ধন্যবাদ নিরন্তর।।।

৫| ২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বেশ জমে উঠছে ক্লাইমেক্স!

ভাল লাগছে ।

শুদ্ধতার এই সাধন বুজি বিফলেই যায়!
জীবন এমনি কত অগনন প‌্যরাডক্স তৈরী করে রেখেছে- বুঝিবা জীবন নিজেও জানে না।!!!

+++

২৯ শে আগস্ট, ২০১৯ ভোর ৫:১৭

বলেছেন: প্রিয় কবি,
আপনি কবিতার প্রাণ,

শুঁয়োপোকা পাখা মেলার আগেই আহত হয়
শুদ্ধস্বর বন্ধ হয়ে যায় সুখ সঙ্গীত সুর দেওয়ার আগে।
জীবন শুধুই এক জটিল ধাঁধা।।।
সাগরের ঢেউ বুকে নিয়ে আছে রাধা।।


সময় করে পড়ার জন্য অশেষ ধন্যবাদ।।


ভালো থাকুন।।।

৬| ২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:২২

জুনায়েদ বি রাহমান বলেছেন: গীতিকা'টা ভালো লেগেছে।
"আমিও এসব করলে, আমার সঙ্গীও তো করতে পারে।" এই ভাবনা থেকে অনেকেই উল্টাপাল্টা কিছু করা থেকে বিরত থাকে।

২৯ শে আগস্ট, ২০১৯ ভোর ৫:১৮

বলেছেন: জীবনের এক সরল সমীকরণ, সরল স্বীকারোক্তি তবে পরিণতি কখনো হয়নি সরলতম।।।


পাঠে ও মন্তব্য করার জন্য অশেষ কৃতজ্ঞতা।।।

ভালো থাকুন।।

৭| ২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৬

মুক্তা নীল বলেছেন:
ল 'ভাই
সুরভী চৌধুরীর সাথে ম্যাগনেটিক কানেকশন ....হা হা হা
এই ধরনের লেখাগুলো আপনি খুব মজা করে লিখেন আমি তো আগেও বলেছি । গীতিকা ভালো হয়েছে।
অনেক শুভকামনা ।

২৯ শে আগস্ট, ২০১৯ ভোর ৫:৫৬

বলেছেন: আপনার আগমনে কিঞ্চিত আস্বস্ত হলাম।
আশাকরি ভালো আছেন।।


গীতিকা ভালো লাগায় আপ্লুত হলাম।।।

ভালো থাকুন।।

সবসময় প্রাণবন্ত থাকুন।।।

৮| ২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: পোষ্ট এবং মন্তব্য গুলো মন দিয়ে পড়লাম।

২৯ শে আগস্ট, ২০১৯ ভোর ৫:৫৭

বলেছেন: আপনার উপস্থিতি সবসময় অনুপ্রেরণার, ভালোলাগার, ভালোবাসার,,

সময় নিয়ে পড়ার জন্য অশেষ কৃতজ্ঞতা।।।।


ভালোবাসা রইলো।।।

৯| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪২

এমজেডএফ বলেছেন:
লতিফ ভাই, পর্বটা কয়েকবার পড়লাম। এক কথায় ভালো হয়েছে।
"অস্বাভাবিক কোন কিছু স্বাভাবিক ব্যাপার হিসাবে মেনে নেয়া একটি আর্ট আর সেক্ষেত্রে আমি মনে হয় একজন দক্ষ আর্টিস্ট।"
শুরুটা খুবই ভালো লেগেছে। :)

তবে আমার কাছে মনে হয়েছে আপনি কিছুটা তাড়াহুড়ো করে এগিয়ে যাচ্ছেন! নায়কের শিল্পী জীবনের শুরু ও শেষ এক পর্বেই খতম! কেন? প্রবাসী শিল্পীরা অনেক হাস্যাস্পদ ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়। যেমন: বিভিন্ন দল, উপদল ও উপজেলা ভিত্তিক সংঘটনগুলো স্থানীয় শিল্পীদের দিয়ে অনুষ্ঠান করানোর পর টাকা দেয় না, সিলেটের জগন্নাথগঞ্জ থেকে আসা পংকি মিয়া আধুনিক গানের বাদশা বুলবুলকে কালা মিয়ার বাউলা গান গাইতে অনুরোধ করে, সুন্দরী ভাবী ও সম্পদশালী স্বামীওয়ালা মহিলাদের ঘরোয়া অনুষ্ঠানে পারফরম্যান্স করতে গিয়ে অনেক তিতা-মিঠা অভিজ্ঞতা - ইত্যাদি অনেক কিছুই মূল গল্পের সীমার মধ্যে থেকেও তুলে ধরতে পারতেন।

শিল্পীরা সাধারণত "ডোন্ট মাইন্ড ফ্যামিলি'র সন্তান হয়ে থাকে! ওদের বসনা হবে স্বল্প, রসনার একটা অংশ হবে রঙিন নেশা, কথার ভাষা হবে বাংলিশ, জীবন ভোগের অবলম্বন হবে যৌনপ্রবৃত্তি, চাল-চলনে প্রকাশ পাবে আবেদনময়ী যৌনতা। আর আপনার গল্পের নায়ক জনৈক শিল্পী সুরভি চৌধুরীর সামান্য ফষ্টিনষ্টিতেই গানের জগতকে ইতি দিলেন! নায়ককে জুমা মসজিদের ইমাম সাহেব না বানিয়ে কিছুটা রক্তেমাংশে গড়া মানুষ হিসাবে উপস্থাপন করলে মনে হয় গল্প আরো আকর্ষণীয় হবে। (যদিও ইদানিং যৌন কেলেংকারীর কারণে মসজিদের ইমাম সাহেব ও মাদ্রাসার শিক্ষকদের উপরও মানুষের আস্থা নাই।)

কোন গল্পকে রাবারের মতো টেনে লম্বা করাও যেমন ঠিক নয়, তেমনি গল্প শিকড়, ডালপালা মেলে বিকশিত হওয়ার আগেই শেষ করে দেওয়াও ঠিক নয়। যাই-হোক, এগুলো আমার একান্ত ব্যক্তিগত মতামত। আশা করি এতে আপনি কিছু মনে করবেন না।

ভালো থাকুন, পরের পর্বের অপেক্ষায় রইলাম।

২৯ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:০৮

বলেছেন: আসসালামু আলাইকুম।।।

প্রিয় ভাই,প্রিয় অনুরাগী,,,
কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করবো তাই চিন্তা করতে করতে মন্তব্যের উত্তর দিতে দেরী হলো।।। ক্ষমা চাই।।

আসলে কেন জানি আমি যা সেকেন্ড থট করেছিলাম আপনি সেই বিষয়গুলো নিয়ে আসলেন।। একদম মনের মিল হলো কিভাবে বুঝতে পারলাম না। নতুন এক পটভূমির অবতারণা করে একসঙ্গে শেষ করে দেওয়াটা কিছুটা আশ্চর্য কান্ড বটে এটা সম্পাদনা করার চিন্তা এলো।।।

গল্পের শেষে আপনি আশাকরি পেয়ে যাবেন কেন বুলবুলের মৌলিক অবস্থানের পার্থক্য অন্য কেউ থেকে ভিন্ন।।।
জীবনের অলিগলি থেকে কি পায় শুদ্ধতার সমূদয় সূদাসল।।।
আশাকরি সাথে থেকে গাইডলাইন দিবেন।।।
এভাবে পাশে থাকলে সার্থক গল্প হয়ে যাবেই।।

কৃতজ্ঞতা সেই আকাশের যে আকাশে কোন মেঘ নেই।।।।

ভালো থাকুন।।। আলোয় থাকুন।।। দোয়ারা আর্জি রইলো।।।

১০| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: সবাই যদি মানুষ হতো, তাহলে মানব জাতি সুখে শান্তিতে থাকতো। আইন, আদালত, থানা, পুলিশ, পার্লামেন্ট কোন কিছুর প্রয়োজন হতো না।

২৯ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:১১

বলেছেন:
যদি তার মধ্যে কুৎসিত বিকৃত প্রাণীর হিস্যা ও হিংস্রতা রয়েছে
তবুও তারে মানুষ বলি তর্ক বির্তক সমালোচনার উর্ধে।।।।।



আবারও ফিরে আসায় একরাশ শুভেচ্ছা।।।

ভালো থাকুন।।।

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৮

রাকু হাসান বলেছেন:


সমস্যা হচ্ছে পর্বের শুরু থেকে ছিলাম না । পুরো পর্ব পড়ার ইচ্ছাপোষণ করছি । আছ কেমন ভাইয়া ।?

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২০

বলেছেন: আলহামদুলিল্লাহ প্রিয় ভাই,,,,

খবর নেওয়ার জন্য অশেষ ধন্যবাদ।।।।। ভালোবাসা রইলো।।।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:২৫

ডঃ এম এ আলী বলেছেন: পড়তে পড়তে এখন ঘুমে চোখ ডুলু ডুলু , পরে আবার পড়তে আসব ।
শুভেচ্ছা রইল

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০০

বলেছেন: আপনার মূল্যবান সময় নিয়ে পড়ার জন্য অশেষ কৃতজ্ঞতা।।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৮

ভুয়া মফিজ বলেছেন: আপনার এই ধারাবাহিকের অনেকগুলো পর্বই পড়া হয়নি। আস্তে আস্তে সবগুলো পড়তে হবে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২২

বলেছেন: আপনার সাজেশনের অপেক্ষায় রইলুম।।।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০১

মাহের ইসলাম বলেছেন: এতো গুলো পর্ব মিস করেছিলাম।
এখন পড়ছি।
ভালো লাগছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৭

বলেছেন: অশেষ ধন্যবাদ ও ভালোবাসা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.