নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
পর্ব- ৬
পর্ব - ০১-০২
পর্ব ০৩-০৪
পর্ব -০৫
অধীবাসী জীবনের শুরুতেই যার পরিবার পরিজন নেই তাকে প্রচন্ড বিড়ম্বনায় পড়তে হয়। আর যার এক্কেবারে প্রথম পর্বে থাকে একটি যুৎসই ঠিকানার ব্যবস্থা করা। বাস্তব অভিজ্ঞতায় বলতে পারি, দুবেলা খাবার যোগানো বা ছোটখাটো কর্মসংস্থানের ব্যবস্থা কথাটা এখানে যতটা না ঝঞ্ঝাটের তার চেয়ে কয়েক গুণ বেশি দুশ্চিন্তার হল অফিসিয়ালি চিঠিপত্র আদান প্রদানের জন্য নিরাপদ স্থানের ব্যবস্থা করা।অনেক সময় দরকারী চিঠি আসার জন্য একটা ঠিকানা খুঁজে পাওয়া আর গভীর প্রবালে নুড়ি পাওয়ার সমান হয়ে যায়। এ দেশে পদার্পণের পূর্বে বিষয়টি অবগত থাকায় অহেতুক হয়রানি না হয়ে একদম শুরুতে সে দেশে অবস্থানরত আমার ফুফুতো ভাই জাহাঙ্গীর কবিরের শরণাপন্ন হই। ব্যক্তিগত জীবনে বিবাহিত ও দুই সন্তানের জনক জাহাঙ্গীর কবির ভাই অবশ্য আমাকে নিরাশ করেননি। ফলে ফুফুতো ভাইয়ের মাধ্যমে আমি প্রাথমিক সংকট থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলাম। যদিও বিয়ের পর আমি আমার ঠিকানা বদল করি।শাশুড়ি মায়ের ঠিকানাকেই আমি স্থায়ী ঠিকানায় পরিণত করি। এহেন পুরানো ঠিকানাতে ব্যাংক থেকে একটি চিঠি এলে ভাই চিঠিটি হস্তান্তরিত করতে আমার বর্তমান ঠিকানার উদ্দেশ্যে আসেন। তিনি একটা ছোটখাটো ভ্রমণ সংস্থা দেখাশোনা করেন। উল্লেখ্য আমার বিয়ের সময় ভাই পেশাগত ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেননি। কাজেই আজি শাশুড়িমা বানেছা বিবির সঙ্গে ভাইয়ের পরিচয় করিয়ে দিলাম। কথা প্রসঙ্গে শাশুড়ি মা উল্লেখ করলেন কিছুদিন আগে উনি একটি ভ্রমণ সংস্থা থেকে এয়ার টিকিট কিনেছিলেন। আজ প্রসঙ্গক্রমে বেরিয়ে এল সেদিনের সেই ভ্রমণ সংস্থাটি আমার ভাইয়ের, যার প্রোপাইটার এখন শাশুড়ি মায়ের সামনে দণ্ডায়মান।দুজন দুজনাকে আবিষ্কার করে রহস্যময় হাসি বিনিময় করলেন। আমি মূর্তির মতো পাশে দাঁড়িয়ে বিষয়টি বেশ উপভোগ করলাম। ভাইয়ের সঙ্গে আমার শাশুড়ি এমন আন্তরিক ও হৃদগত ব্যবহারে মুগ্ধতার পাশাপাশি কিছুটা আশ্চর্য হলাম। আমার শাশুড়ি ডিনারের জন্য উনাকে বেশ করে অনুরোধ জানালেও ভাইয়ের পক্ষে আর সময় দেওয়া সম্ভব ছিল না। অন্য একদিন এসে ডিনার করার প্রতিশ্রুতি দিয়ে চা- পর্ব শেষ করেই উনি বিদায় নিলেন।
এদিকে কাজের শেষে বিকাল বেলা বাসায় গিয়ে খাওয়া দাওয়া ও আনুষঙ্গিক কাজ সেরে প্রতিদিন বাঁধনের সাথে ফোনে কথা বলাটা আনার রুটিনের মধ্যে বেঁধে গেলো। সময় শেষ হয় রাত শেষ ভোর হয় কিন্তু বাঁধনের সাথে কথা বলে শেষ হয় না। একজন অচেনা নারী কতটা মায়াবী আর আদর্শবান হয় তা বাঁধনের সাথে কথা না বললে বুঝতে পারতাম না। দূরে থেকেও সে যেন থাকতো হৃদয়ের কাছাকাছি এক অতন্দ্র প্রহরী হিসাবে। সবসময় আমার খবর নেয়া,শরীরের যত্ন নিতে বারবার আদেশ, উপদেশ এগুলো নিত্যকার জীবনের পথে মসৃণতা এনে দিতো। মাঝে মধ্যে অবশ্য মা-বাবা,আত্নীয় স্বজনের খবর নেয়া এভাবেই সময়গুলো চলে যাচ্ছে। বাঁধনের ভিসার জন্য দিনের পর দিন অপেক্ষা,তারসাথে স্বপ্ন দেখা এই যেন জীবনের একঘেয়ে রুটিন।
সপ্তাহ দুয়েক পরে ইস্ট লন্ডন মসজিদে মাগরিবের নামাজ শেষ করে বাইরে আসছি পথিমধ্যে কেউ একজন আমাকে পিছন থেকে ডাকার শব্দ পেলাম। আমি প্রথম দেখাতেই চিনতে না পেরে থমকে গেলাম। মাথায় লম্বা টুপি আর গালভরা দাঁড়ি। পরিচয় পর্ব শেষ বুঝলাম সে আমাদের এলাকার তমিজ উদ্দিন। আমি অবশ্য মজা করে তাকে তাবিজ উদ্দিন বলতাম। এলাকায় প্রায় সময় সে তাসের আড্ডা মগ্ন থাকতো। এককালে লোকটি কলেজ পড়ুয়া ছিলো কিন্তু এখন কেউ দেখলে বুঝতে পারবেনা লোকটি কলেজ পড়েছে। এখন কি করছো? তমিজ ভাই আমি বিনয়ের সহিত জানতে চাইলাম। সে উওরে যা বললো তাতে আমার বোধের রাজ্যে কাঁপুনি শুরু হলো। সে নাকি বিভিন্ন বাঙালি ঘরে গিয়ে বৃটিশ বাঙালি ছেলেমেয়েদের আরবী টিউশন দেয়। এতে করে তার মাসে তিন থেকে চার হাজার পাউন্ড আয় হয়। এখন পর্ব দিগন্তে সূর্য ওঠে। কি বলে লোকটি? যে লোক কোনদিন মাদ্রাসায় যায়নি সে এখন পুরোদস্তুর মৌলভী। বিদেশে সবি সম্ভব । আমি কৌতূহল চেপে না রেখে বলেই ফেলললাম-
- জীবনে তো আপনাকে মাদ্রাসায় পড়তে দেখলাম না !
- তো কিভাবে মৌলভী হয়ে শিশুদের ইসলামি মূল্যবোধ,আকিদা, সালাত, সংযম এসবের মতো গুরুত্বপূর্ণ বিষয় পাঠদান করে চলছেন !
- আরে, সময় হলে সবি বুঝবে মিঃ বুলবুল।
- একসময় তো তুমি আমাকে তাবিজ উদ্দিন বলতে তা হয়তো তোমার দোয়া লেগে গেছে।
- কথায় বলে কোন স্থান ও কালে যা অবহেলার অন্য স্থান ও কালে তাই পূজনীয় তাই অহমিকার।
- বৃটেনে ইসলামি শিক্ষায় শিক্ষিত লোকের সংখা কম তাই আমার মতো আনখোড়া লোক সহজেই মৌলভীর খেতাব পেতেই পারি।
- কোন দেশ ও স্থানে কোন জিনিসের অভাব বা অপ্রতুলতা হলে তার কদর বেশি আর তাতে সুযোগসন্ধানীরা লাভবান হয় ।
- তমিজ উদ্দিনের কথাটা বেশ মনে ধরলো।
তার মোটিভেশনাল কথাগুলো ভাবতে ভাবতে ঘরে ফিরে এলাম। ঘরে এসে আমিতো নিতান্তই অবাক। যে ভাই একান্ত জরুরী প্রয়োজন ছাড়া আমার সাথে কথা বলেনা। দেখা করে না। সেই জাহাঙ্গীর ভাই আমার শাশুড়ীর সাথে খোশমেজাজে গল্প করে চলছে। আমাকে দেখে দুজনেই বেশ ইস্তহস্ত বোধ করলো !
২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:২৬
ল বলেছেন: হা হা।।।।
অনেক নাতিদীর্ঘ আলোচনায় জীবনের সাদা কালো ও রঙিন অংশ আলোকপাত করার অপচেষ্টা তাই এক কোপে দিলে ভুল শোধরাবার সুযোগ কমে।।।।
আগামী পর্বে তাহলে এক কোপে ঘাড় নামিয়ে দেবো নাকি ।।।।
২| ২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:২৪
ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে। চমৎকার।
শুভসকাল ।
২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:২৭
ল বলেছেন: ধন্যবাদ সব্যসাচী লেখক।।।।
সবগুলো পর্ব দেখেছেন তো??
৩| ২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:২৯
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ সব্যসাচী লেখক।।।।
সবগুলো পর্ব দেখেছেন তো??
না পড়া হয়নি সময় করে নিশ্চয়ই পড়বো ।
ধন্যবাদ
২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:৩৩
ল বলেছেন: কৃতজ্ঞতা রইলো।।।।
ইদানীং ব্লগে আপনার সরব উপস্থিতি ও বিভিন্ন বিষয়ের উপর লেখা ও মন্তব্য দেখি।
যা আসলেই ভালো লাগে।
আপনার মূল্যবান পরামর্শের অপেক্ষায় রইলুম।।
৪| ২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন: বস্ ঘাড় না অন্তত সিনা অথবা রান তবে একটু আস্তে কোপ দিয়েন আরকি - ভয় পাইছি !!!
২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৬
ল বলেছেন: Ha ha ha...
পরিবেশটা সুন্দর কোন হৈচৈ নেই।।।।
জয়পুরহাটের ডি,সি, কি কাউকে গালি দিয়েছে??
৫| ২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় লতিফ ভাই,
ভালো লিখেছেন তবে জায়গায় জায়গায় খাপছাড়া লেগেছে। যদি কিছু মনে না করেন তাহলে সময় কুলালে পরে একসময় চেষ্টা করে দেখছি কিছু জায়গা ঠিক করার ।
শুভকামনা জানবেন।
২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৭
ল বলেছেন: ওকে স্যার।।।
সময় করে সম্পাদনা করে দিয়েন।।
কৃতজ্ঞতা রইলো।
৬| ২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: এ পর্বও ভালো লাগলো । শুভকামনা
২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৮
ল বলেছেন: জাযাকাল্লাহ খাইরান আফু৷
৭| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
এখনো নোঙর পায়নি নায়ক!
ভাগ্যের দোলাচলে দুলছে - - -
একসাথে আবার পুরোটা রিভিউ দিয়ে নিলাম, স্বাদ ধরে রাখতে
শ্বাশুমারে লুল দেখলে বেচারার কি হাল হবে? ভাবলেও কষ্ট হচ্ছে!
২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৯
ল বলেছেন: প্রিয় কবি,
সাথে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা।।।
৮| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: জাহাঙ্গীর ভাই আর গল্পের কথকের শাশুড়ির খোশমেজাজে গল্পের রহস্যে পাঠকদের রেখে গল্প শেষ করলেন। গল্পটা প্রথম পড়লাম, কিন্তু মনে হয়নি- মধ্যখানের আংশিক পড়েছি।
বেশ সহজবোধ্য উপস্থাপন।
২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৯
ল বলেছেন: আপনার মূল্যবান মন্তব্য অনেক প্রেরণার।।।
পাঠে ও মন্তব্য করার জন্য অশেষ কৃতজ্ঞতা।।।
ভালোবাসা রইলো।।
৯| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: তমিজ উদ্দিন তো গ্রেট।
২৫ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০০
ল বলেছেন: মজিদ চরিত্র দেশে দেশে সমাজে সমাজে বিভিন্নভাবে পরিলক্ষিত হয়।।
সময় নিয়ে পড়ার জন্য অশেষ ধন্যবাদ।।।।
ভালো থাকুন।।
১০| ২৫ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০২
ঠাকুরমাহমুদ বলেছেন: জয়পুরহাটের ডি,সি, কি কাউকে গালি দিয়েছে?? - মানুষের ক্ষুধা থাকলে মন মেজাজ উত্তপ্ত থাকে এটি আমাদের সারদা ট্রেইনিং সেন্টার হতে শেখা।
২৫ শে আগস্ট, ২০১৯ রাত ৮:২০
ল বলেছেন: সবাই আকাম কুকাম করে আর বিশেষ শ্রেণী পেশার লোক করলেই সমস্যা.......মনে হয় যেন সে চৌদ্দ গোষ্ঠীকে গালি দিয়েছে।।।
১১| ২৫ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৪
নজসু বলেছেন:
প্রিয় লতিফ ভাই
২৫ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৪১
ল বলেছেন: আসসালামু আলাইকুম।।।
ভাই তোমার মতো আমিও ব্যস্ত তাই খবর নেয়া হয় না।
আশাকরি সবাইকে নিয়ে ভালো আছো।।।
ভালো থেকে এ-ই কামনায়।।।
১২| ২৫ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩৮
এমজেডএফ বলেছেন:
অনেকদিন অপেক্ষার পর ৫ম পর্বও পড়ার সৌভাগ্য হলো। বরবরের মতো চমৎকার!
প্রতিটি পর্বের ফিনিশিংটা আপনি খুবই সুন্দরভাবে করেন । আগামী পর্বগুলোতে শুরুতেও কিছুটা নাটকীয়তা যোগ করতে চেষ্টা করেন, তাহলে আরো সুন্দর হবে। ছোটখাটো কিছু ত্রুটি আছে, এতে গল্পের আকর্ষণ ও অর্থে কোনো ব্যাঘাত ঘটেনি।
"আগামী পর্বে তাহলে এক কোপে ঘাড় নামিয়ে দেবো নাকি"
সাবধান! এই কাজ করবেন না, সেই কোপ পরোক্ষভাবে আপনার সৃজনশীলতা ও পাঠকের ঘাড়ে এসে পড়বে ।
ভালো থাকুন, শুভ কামনা রইলো।
২৫ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৪৩
ল বলেছেন: প্রিয় ফারুক ভাই,
এই গল্পটিতে আপনার মন্তব্য না পেলে অপূর্ণতা বোধ করি।।
আসলে অনেক লেখা ফিনিসিং করা হচ্ছে না শুু বিশেষ জায়গায় এসে থেমে যায়। তবে এই লেখাটা শেষ করছি।।। সম্পাদনা করার সময় নাই, সময় করে একটু দেখে দিবেন।
ধন্যবাদ।।।।
১৩| ২৬ শে আগস্ট, ২০১৯ ভোর ৫:৩৩
তাসনুভা রায়া বলেছেন: +
২৬ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:০৪
ল বলেছেন: কৃতজ্ঞতা।।।
সময় নিয়ে পড়ার জন্য অশেষ ধন্যবাদ।।।।।
১৪| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:৪০
আনমোনা বলেছেন: আমি বেশ বড়সড় উপন্যাসের আশায় জমিয়ে বসেছি। এখন শুনছি এক কোপে ঘাড় নামানো হবে?
২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৮
ল বলেছেন: আপনার ধৈর্যের প্রশংসা করতেই হয়।।।
এক কোপে সম্ভব হবে না,,
উপন্যাস - টুপ ন্যাস কিচ্ছু না আমার কাছে মনে হয় অনেক নাতিদীর্ঘ রচনা.....
সাথে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা।।।।
১৫| ২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:১৯
মুক্তা নীল বলেছেন:
ল'ভাই ,
এবার গল্পটা অনেকদিন পর পেলাম । শাশুড়ীমা বানেছা বিবি
এবং জাহাঙ্গীর ভাই সম্পর্ক অবশ্যই রহস্যজনক !!
বুলবুল ও বাঁধনের না জানি কি হয় অপেক্ষায় রইলাম
পরের পর্বে যাচ্ছি ।
২৯ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:১২
ল বলেছেন: সময় নিয়ে পড়ার জন্য অশেষ ধন্যবাদ আফুউ।।।
ভালো থাকুন।।।
১৬| ২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৪
নীল আকাশ বলেছেন: ল ভাই।
আবার শেষে ট্যুইস্ট দিলেন?
বাধনের সাথে প্রেম কাহিনী মনে হচ্ছে মিস করেছি।
লেখা চলুক, সাথেই আছি।
মাঝখানে বেশ কিছুদিন ব্লগে অনিয়মিত ছিলাম।
২৯ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:১৩
ল বলেছেন: আপনি না থাকলে ব্লগ পাড়া নীরব থাকে।।।
ফিরে আসায় একরাশ শুভেচ্ছা রইলো।।।
১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:১৪
ডঃ এম এ আলী বলেছেন: ভালই তো এগিয়ে চলছে কাহিনী । তাবিজ মিয়ার মাসিক আয়টা মনে হয় তিন চার হাজার টাকা না হয়ে তিন চার হাজার পাউন্ড হবে । পরের পর্ব দেখতে চললাম । টাকা পাউন্ড যাই হোক গল্প চমতকার হয়েছে ও সুন্দরভাবে এগিয়ে চলছে ।
শুভেচ্ছা রইল
০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০২
ল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।।।
ভুল ধরিয়ে দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা।।।
১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১০
আহমেদ জী এস বলেছেন: ল,
বুঝতে পেরেছি জীবনের সাদা কালো ও রঙিন অংশ আলোকপাত করার চেষ্টা করছেন বিস্তারিত জানান দিয়ে।
তবে বানেছা বেগমের সাথে জাহাঙীরের খোশমেজাজের গল্প সন্দেহজনক। যেহেতু পর্বের ধারাবাহিকতা ছিন্ন করছিনে তাই
" সন্দেহ" শব্দটা যোগ করলুম।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২২
ল বলেছেন: কৃতজ্ঞতা প্রিয় সিনিয়র।।।
সময় নিয়ে পড়ার জন্য অশেষ ধন্যবাদ।।।
১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৪
মাহের ইসলাম বলেছেন: ভাই, একটু কষ্ট করে পরের পর্বের লিংক যোগ করে দিবেন। তাহলে, এক পর্ব শেষ করে সহজেই পরের পর্বে যেতে পারতাম।
আমরা যারা অনিয়মিত পড়ুয়া, অনেক দিন পরে এসে একটু কষ্ট হয়ে যাচ্ছে।
ভালো থাকবেন।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১১:১৭
ল বলেছেন:
ভাই,
দিছি .
সাথে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা।
২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৮
মাহের ইসলাম বলেছেন: ধন্যবাদ।
আরেকটা কাজ করতে পারলে ভালো হয়।
লেখার শেষে সপ্তম পর্বের লিংক দিলে, একজন পাঠক এই পর্ব পড়া শেষ করে, সরাসরি পরের পর্বে যেতে পারবে।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১১:৫০
ল বলেছেন: শেষ পর্বে সবগুলো লিংক যোগ করেছি ...........
আর কোন সাজেসনস মাহের ভায়া... ?
২১| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২৬
মাহের ইসলাম বলেছেন: না ভাই। অনেক ধন্যবাদ।
আপাতত আর কোন কিছু নেই।
আমি যেটা বলেছি, সেটা মনে হয় পরিষ্কার করে বোঝাতে পারিনি।
এই পর্বের শুরুতে ১-৫ এর লিংক দিয়েছেন।
শেষে ৭ম পর্বের লিংক দিলে, একজন এই পর্ব পড়া শেষ করে ঐ লিংক দিয়েই পরের পর্বে যেতে পারবে।
একই ভাবে প্রতিটা পর্বের লেখার শেষে, পরবর্তী পর্বের লিংক দিলে পাথকের জন্যে উপকার হবে।
শুভ কামনা রইল। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:২২
ঠাকুরমাহমুদ বলেছেন: আছি-দেখি-পড়ি কি হয় - ধারাবাহিক হিন্দি সিরিয়াল না করে এক কোপ কি দেওয়া যায়?