নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

#এ_তুমি_এমন_তুমি

০৮ ই জুলাই, ২০১৯ রাত ১০:৩৩


পা' ভাঙা ডাহুকের শব্দে খুঁজে পাই-
তোমার শব্দসুর,
অন্ধকারে পড়ে থাকা জলপাইগুড়িতে পাই -
তোমার চপল পায়ের নূপুর।
খসে পড়া তাঁরার মাঝে দেখি অক্লেশে জড়িয়ে রয়েছে -
তোমার মায়াবী রূপ,
সাদা কালো, হলুদ,নীলে পাই-
তোমায় বাহারী রঙে,
জানালার পাশে নুইয়ে পড়া স্বচ্ছ আলোয় পাই-
তোমার দূতিকা,
উইপোকায় ঘুণে ধরা চিঠির বাণ্ডিলে পাই-
তোমার সুঘ্রাণ ,
সারারাত বিছানায় লেপ্টে থাকে-
তোমার বেহেস্তি দেহঘ্রাণ!!
ঊষার রক্তিম লালে উঁকি দেয়-
তোমার খেজুররসের দেহপল্লবীর বাণ,
এ তুমি এমন তুমি হওনি কভু ম্রিয়মাণ,
এ তুমি এমন তুমি ভালোবাসার অকাট্য প্রমাণ।।।



কপিরাইট @রহমান লতিফ, লন্ডন, জুলাই, ২০১৯

মন্তব্য ৪৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৯ রাত ১১:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিফ ভাই,

এ তুমি কেমন তুমি?
আমি বিস্ময়ে অভিভূত হয়ে থাকি তোমার বাহারি রুপের দিকে।++

কথা ও কাব্যে মুগ্ধতা।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় লতিফ ভাইকে।

০৮ ই জুলাই, ২০১৯ রাত ১১:২৯

বলেছেন: হা-হা-হা-

এ তুমি এমন তুমি হওনি কভু ম্রিয়মাণ,
এ তুমি এমন তুমি ভালোবাসার অকাট্য প্রমাণ।।।

২| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১২:১২

আরোগ্য বলেছেন: উইপোকার ঘুণে ধরা চিঠির বাণ্ডিলে পাই -
তোমার সুঘ্রান।

এই লাইনটা সবচেয়ে ভালো লাগলো বড় ভাই।

০৯ ই জুলাই, ২০১৯ রাত ১২:২৮

বলেছেন: উজ্জীবিত হলাম।।

ভালো থেকো অহর্নিশ।।

৩| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১২:৩৮

নীল আকাশ বলেছেন: তোমার কোমল স্পর্শে জেগে উঠবে হৃদয়ের সব কামনা
এতদিন সুপ্ত ছিল মনের গহীন চোরা কুঠুরীতে যত যাতনা!

প্রেমের কবিতা ভাল লেগেছে। কার কবিতা ভাল লাগলে এমনিতেই দুই চার লাইন আঙ্গুলে চলে আসে!
শুভ রাত্রী।

০৯ ই জুলাই, ২০১৯ রাত ১:৩৪

বলেছেন: তোমার কোমল স্পর্শে জেগে উঠবে হৃদয়ের সব কামনা
এতদিন সুপ্ত ছিল মনের গহীন চোরা কুঠুরীতে যত যাতনা!
-------------------অছাম !!!চমৎকার"""

৪| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ২:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:

০৯ ই জুলাই, ২০১৯ রাত ২:৩০

বলেছেন: ইউনিক ------আপডেটেড --------

৫| ০৯ ই জুলাই, ২০১৯ ভোর ৫:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ছবিতা দুটোই অপরূপ হয়েছে ।
আমি পাঠে ও দেখে মুগ্ধ ।
শুভেচ্ছা রইল

০৯ ই জুলাই, ২০১৯ ভোর ৬:১১

বলেছেন: ধন্যবাদ প্রিয়,

আপনার মতামতের জন্য কৃতজ্ঞতা।।।

শুভ কামনা।।। ভালে থাকুন

৬| ০৯ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১৭

হাবিব বলেছেন:
অদৃশ্যের যে বাঁধনে বাঁধলে আমায়
কি করে উপেক্ষা করি ওহে স্বপ্নকন্যা?

০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৪২

বলেছেন: বন্ধু হাবিব ইজ ব্যাক।।।


আশাকরি ভালো!!
রাজকন্যাকে মিয়ে কবিতাটা শেষ করেন।।।।

৭| ০৯ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ!! অসাধারণ কবিতা !!!

কবিতা ও ছবি ‍দুটাই রহস্যময় ! ;)
একজন কবির বৈশিষ্ট্য হল তার নিজের দৃষ্টি ও তার নিজের যুক্তি দিয়ে পাঠককে বোঝানো।


শুভ কামনা রইলো ভাই।।

০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৪

বলেছেন: ধন্যবাদ কবিবন্ধু,

এমন উদার কবির মতো দৃষ্টিভঙ্গি আপনার আছে বলেই কবিতারা জন্ম নেয়।।।



ভালোবাসা।।।।

৮| ০৯ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৩০

চাঁদগাজী বলেছেন:


ব্লগে, পাঠক থেকে আপনার বন্ধুবান্ধব বেড়ে গেছে অনেক বেশী, আপনার কবিতার থেকে আপনি কাছে লোক হয়ে গেছেন অনেক বেশী!

০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৮

বলেছেন: এমন মন্তব্য পেয়ে ঘুমের মধ্যেও হাসি আসে !!!

৯| ০৯ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগে, পাঠক থেকে আপনার বন্ধুবান্ধব বেড়ে গেছে অনেক বেশী, আপনার কবিতার থেকে আপনি কাছের লোক হয়ে গেছেন অনেক বেশী; কি লিখছেন, সেটা আজ আর ব্যাপার না, বন্ধুত্বই বড় ব্যাপার!

০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৪০

বলেছেন: আপনিওতো তেমনি এক কাছের লোক।।।

০৯ ই জুলাই, ২০১৯ রাত ৮:১৮

বলেছেন: কি লিখছি ---
গল্প, কবিতা,উপন্যাস, নোটবুক এসব যা লিখছি তা জানতে,
নজরুল, রবীন্দ্রনাথের মতো আগামী প্রজন্ম একজন রহমান লতিফকে নিয়ে গবেষণা করবে এ আমার অঙ্গিকার।


আপনি রাজনীতির কবি যতটা রাজনীতির ম্যাওম্যাও বুঝেন তার কানাকড়ি আমি বুঝবো না
এ জীবনে যত কবির কবিতা পড়েছি তার সিকিভাগ আপনি পড়েননি এটা নিশ্চিত করে বলতে পারি।।।

১০| ০৯ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:















হাত বাড়িয়ে ছুঁই না তোকে
মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না
এক কে করি দুই।

হেমের মাঝে শুই না যবে,
প্রেমের মাঝে শুই
তুই কেমন কর যাবি?
পা বাড়ালেই পায়ের ছায়া
আমাকেই তুই পাবি।

তবুও তুই বলিস যদি যাই,
দেখবি তোর সমুখে পথ নাই।

তখন আমি একটু ছোঁব
হাত বাড়িয়ে জড়াব তোর
বিদায় দুটি পায়ে,
তুই উঠবি আমার নায়ে,
আমার বৈতরণী নায়ে।

নায়ের মাঝে বসবো বটে,
না-এর মাঝে শোবো,
হাত দিয়েতো ছোঁব না মুখ
দুঃখ দিয়ে ছোঁব।

- যাত্রাভঙ্গ - কবি নির্মলেন্দু গুন

০৯ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

বলেছেন: এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী কবি গুণের কবিতাটি দেওয়ার জন্য ধন্যবাদ গুরু।।।

আপনার জন্য আফগানের মৌলবাদী, কুসংস্কারাচ্ছন্ন, যুক্তিবোধহীন পুরুষ শাসিত সমাজের কোন এক রমনীর লেখা কয়টি লাইন দিলাম।।। ভালো লাগলে আওয়াজ দিয়েন গুরু।।। ।।

--------------------------------------------------

তোমার ঠোঁটে যখন আমার ঠোঁট সেলাই হয়ে যায়
মুক্ত রেখো আমার জিবকে, অনেক না বলা কথা
অনেক না বলা ভালোবাসার কাব্য বলার জন্য
কোন রাতে স্বপ্নে যদি দেখি তোমার অনন্ত অন্তর্ধান
সকাল সূর্যের আলোর চুমোয় তামাটে আমার ঠোঁট।“
- ------

১১| ০৯ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২৪

করুণাধারা বলেছেন: আপনি অতি, অতি চমৎকার কবিতা লেখেন!!!

০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:১২

বলেছেন: আপনি আমার অতি অতি কাছের বন্ধু হয়ে গেছেন বলেই কি এমন উচ্ছ্বসিত প্রশংসা।।।

যাক ভালো তবুও ভালো।।।
ব্লগে এিষ্টার লেখিকা আমার প্রিয় আপনি তেমনি একজন।।।।


ভালো থাকুন

১২| ০৯ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৯ ই জুলাই, ২০১৯ রাত ৮:০০

বলেছেন: এগারশো কবিতায় অভিনন্দন নয়- এক লক্ষ এগার হাজার কবিতা চাই আপনার কাছ থেকে।।।



ভালোবাসা।।।


১৩| ০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৯ ই জুলাই, ২০১৯ রাত ৮:০১

বলেছেন: এ যেন ঠিক আপনার কালোকাকপর মতো!!!!


ধন্যবাদ নিরন্তর।।।

১৪| ০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৩

কাওসার চৌধুরী বলেছেন:



শুধু...........
তুমি ময় ভাবনা; কবির এই কল্পিত তুমিটা ভীষণ সুন্দরী; মায়াবী ঘাতক!!

০৯ ই জুলাই, ২০১৯ রাত ৮:০২

বলেছেন: এক লাইনে কবিতার সারমর্ম, জিস্ট, সবি তুলে দিলেন।।। মাইরি।।। সব কাজের কাজি আপনি।।।

লোকে এমনিতেই কি আপনার প্রেমে পরে।।। প্রেমিক বটে।।।


ভালোবাসা অবিরাম।।।

১৫| ০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৬

মুক্তা নীল বলেছেন:
ল 'ভাই ,
অনেকদিন পর একটি চমৎকার কবিতা পড়লাম । এখন কি মাসে একটি করে কবিতা লিখেন ? আপনার সুপ্রিয় ব্লগার কে বলেন না একটা কবিতা লেখার জন্য । আমার ধারনা উনি , রাজনৈতিক কবিতা খুব ভাল লিখতে পারবেন ।

ভালো থাকুন ও শুভকামনা ।

০৯ ই জুলাই, ২০১৯ রাত ৮:০৫

বলেছেন: হাসলাম -- আবারো হাসলাম।।।।


মাসে একটা নয় অনেক লেখা জমা আছে সময়- সুযোগ পাই না পোস্ট দেওয়ার জন্য কারণ প্রতিদিন এত এত কবিতা আসে মাইরি পড়তে পড়তে কাত হয়ে যাই।।।
এত এত কবির লেখা পড়ি কেমমে।।।। এরমধ্যে দুর্দান্ত রাজনৈতিক কবিরা আছে না।।।
সুপ্রিয় ব্লগার হয়তো ঘুমের মধ্যে কবিতা লেখে কে জানে।।।



১৬| ০৯ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

মেঘ প্রিয় বালক বলেছেন: মুগ্ধ হয়েছি প্রতিটি লাইনে লাইনে,কল্পনা করেছি প্রতিটি পলকে পলকে। আহ কবি।

০৯ ই জুলাই, ২০১৯ রাত ৮:০৭

বলেছেন: নিঃসন্দেহে আপনি একজন পৃথিবী কাঁপানো প্রেমিক।।।
এত ভাবনা, এত কল্পনা নিয়ে কবিতা যে জন পড়ে সেতো প্রেমিক কবি।।।


অবারিত মুগ্ধতা পেলাম এমন মন্তব্যে।।।

ভালোবাসা রইলো।।

১৭| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ৮:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: আওয়াজ দিলাম - - - - - বাহে

গালীব কে মসজিদে বসেই
পান করতে দাও
নয়তো ঐ ঠিকানা বলো -
যেখানে খোদা নেই।

০৯ ই জুলাই, ২০১৯ রাত ৯:০৮

বলেছেন: মানুষ দুষ্ট,
আমি উচ্চস্বরে বলি ।
মানুষ এমন একটি ফুল
এটা পুড়িয়ে দেওয়া উচিত, ,
আমি উচ্চস্বরে বলি ।
মানুষ তো মাটি ভর্তি পাখি ।
আমি উচ্চস্বরে বলি ।

------------------------------Anne Sexton-------------------------------
Anne Sexton (9 November 1928 – 4 October 1974 / Newton, Massachusetts) .....।
After Auschwitz - Poem by Anne Sexto
-----------
Anger,
as black as a hook,
overtakes me.
Each day,
each Nazi
took, at 8: 00 A.M., a baby
and sauteed him for breakfast
in his frying pan.

And death looks on with a casual eye
and picks at the dirt under his fingernail.

Man is evil,
I say aloud.
Man is a flower
that should be burnt,
I say aloud.
Man
is a bird full of mud,
I say aloud.


And death looks on with a casual eye
and scratches his anus.

Man with his small pink toes,
with his miraculous fingers
is not a temple
but an outhouse,
I say aloud.
Let man never again raise his teacup.
Let man never again write a book.
Let man never again put on his shoe.
Let man never again raise his eyes,
on a soft July night.
Never. Never. Never. Never. Never.
I say those things aloud.

I beg the Lord not to hear.

১৮| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ৯:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: Man is evil,
I say aloud.
Man is a flower
that should be burnt,
I say aloud.
Man
is a bird full of mud,
I say aloud.
-

সাবাস লতিফ ভাই সাবাস

১০ ই জুলাই, ২০১৯ রাত ১:১৮

বলেছেন: ধন্য ধন্য বলি তারে!!!

আমার এ ঘর ভাংগিল যেবা-
আমি বাঁধি তার ঘর
যে মোরে করিলো পথের বিবাগী
আমি পথে পথে তারি লাগি ফিরে।।।


ভালো থাকুন গুরু, ভালোবাসায় থাকুন।।।

১৯| ১০ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১৩

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।

১০ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৪

বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই।।


ভালো থাকুন।।

২০| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১০:৫৯

সুমন কর বলেছেন: সুন্দর। কেমন আছেন?

১৮ ই জুলাই, ২০১৯ ভোর ৬:৪৫

বলেছেন: দাদা,
আপনার আন্তরিকতায় মুগ্ধ হলাম।।।


আমি ভালো আছি।।। আশাকরি আপনিও ভালো।পরিবার পরিজন নিয়ে।।


ভালোয় কাটুক আপনার দিনগুলো এই কামনায়


২১| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০০

খায়রুল আহসান বলেছেন: সুন্দর প্রেমের কবিতা, আর ছবিটাও বড় সুন্দর!
ভালবাসা যখন কবির মনকে আচ্ছন্ন করে, তখন গোটা জগতটাকেই 'তুমিময়' মনে হয়।

২৭ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:০৭

বলেছেন: আপনি আসলেই একজন খাঁটি কবিপ্রাণ -- কবির এমন ভালোবাসায় ভরে যায় হৃদয়।




ভালো থাকুন।।।

২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫

ইসিয়াক বলেছেন: তুমি আমার প্রিয়তমা প্রেমিকা ।
সব সাধনার তুমি একমাত্র সাধিকা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭

বলেছেন: ধন্যবাদ নিরন্তর

২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:১২

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: কি লিখছি ---
গল্প, কবিতা,উপন্যাস, নোটবুক এসব যা লিখছি তা জানতে,
নজরুল, রবীন্দ্রনাথের মতো আগামী প্রজন্ম একজন রহমান লতিফকে নিয়ে গবেষণা করবে এ আমার অঙ্গিকার

সাবাস এগিয়ে যান প্রিয় ভাই
শুভকামনা রইলো

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৪

বলেছেন: ভালোবাসা রইলো ''''' ভোরের পাখি''''


পড়ার জন্য ধন্যবাদ।

শুভকামনা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.