নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

@এপিটাফ

১৭ ই জুন, ২০১৯ সকাল ৮:১২

@এপিটাফ

সব মায়ার বাঁধন ছিন্ন করে কষ্টের ডিঙি বেয়ে সমুদ্দুর,
তোমার থেকে দূরে গিয়ে পরখ করবো মমত্ব কতদূর !

আজ নির্ঘুম রাত্রিতে পাহারা দেয় দীর্ঘশ্বাসের নোনাজল,
এই বুকের ভিটায় আদিম নৃত্য করে ভালোবাসার অনল।

বিশুদ্ধতম অশ্রু বিসর্জন নিয়ে করেছো বড়ই উপহাস!
চূর্ণবিচূর্ণ কাঁচের জীবনটাই যেন দুঃখের ইতিহাস।

তোমার একাকিত্বের শূন্যেতায় কষ্টের মাঝে বসবাস,
বিশ্বাস নীলে পাথর হই:এ'যে ভাগ্যের নির্মম পরিহাস।

মনের মাধুর্যে; যত ছবি আঁকা ছিল স্মৃতির ক্যানভাসে,
আজ স্মৃতির শতদল বেদনার সীমানায় অন্তিম শয়ানে।

পৃথিবীর কেউ কোনো দিন খুঁজে পাবে নাকো দগ্ধ দুঃখের ভীড়,
কাউকে দুঃখ দিয়ে নয় শুধু দুঃখ নিয়ে হোক সিক্ত শেষ সমাধির।

কপিরাইট@রহমান লতিফ,১৭ জুন ২০১৯।

মন্তব্য ৪৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৯ সকাল ৮:৫৯

জুন বলেছেন: প্রেয়সীর প্রতি অভিমানী কবিতায় ভালোলাগা রইলো ল।
+

১৭ ই জুন, ২০১৯ সকাল ৯:০৭

বলেছেন: হা হা -- প্রিয় জুনাপু,,,,

ভালো লাগায় আপ্লুত হলেম খুউব।।।


এটি একটি আষাঢ়ে কবিতা।।।। এমন অভিমান বাস্তবে নেই দিদি।।। হুম।।

আষাঢ়ের ঘন বর্ষা স্নাত বারিধারার শুভেচ্ছা রলো।।।

২| ১৭ ই জুন, ২০১৯ সকাল ৯:০৪

মুক্তা নীল বলেছেন:

ল ভাই ,

চূর্ণবিচূর্ণ কাঁচের জীবনটাই যেন দুঃখের ইতিহাস -- কবিতাটা খুব সুন্দর হয়েছে । শুভ সকাল।

১৭ ই জুন, ২০১৯ সকাল ৯:০৯

বলেছেন: আফনাকে ধন্নেব্যাদ,,,

কি আষাঢ় কি শ্রাবণ
বারোমাস।
সবসময় অনুপ্রেরণা পেয়ে থাকি আফনার কাছ থেকে।।।।

বারোমাসি শুভেচ্ছা প্রিয়জন।।।।
ভালোয় কাটুক সারাবছর।।।

৩| ১৭ ই জুন, ২০১৯ সকাল ১০:০১

নীল আকাশ বলেছেন: লতিফ ভাই,
বিরহের কবিতা কেন হে কবিরাজ?
অন্তিম শয়ানে না বলে অন্তিম নিশ্বাসে বললে ছন্দের মিল কেমন হতো?
শ্রেষ্ঠ কবিতাগুলি কেন যেন বিরহেরই হয়!
ধন্যবাদ।

১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:১০

বলেছেন: প্রিয় ভাই,
অপার সৌন্দর্যে ভরপুর আপনার গল্পের মতোই সমৃদ্ধ মন্তব্যে কৃতজ্ঞতা।।।
শ্রেষ্ঠ কবিতাগুলি হয় বেদনাবিধুর --- ভাল্লাগছে সিরিয়াসলি।।।।


অনেকদিন পর ব্লগে এলেন মনে হয়।।।
পাঠে ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।।।

নতুন গল্পের অপেক্ষায় রইলুম।।। ভালো থাকুন।।।

৪| ১৭ ই জুন, ২০১৯ সকাল ১০:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

ভিড় বানান এভাবে

ভিড় [bhiḍ়] বি. বহুলোকের এক জায়গায় বিশৃঙ্খল সমাবেশ, ঠাসাঠাসি, জনতা (রাস্তায় খুব ভিড়)। [দেশি]। ̃ .ভাট্টা বি. (কথ্য) খুব ভিড়, বিরক্তিকর জনসমাবেশ বা লোকের ঠাসাঠাসি (আমি ভিড়ভাট্টা এড়িয়ে চলি)।

১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:১১

বলেছেন: ওরেব্বাহ।।।।
এত সময় নিয়ে নিখুঁত বিন্যাসের জন্য কৃতজ্ঞতা।।।।


পাঠে ও মন্তব্য করার জন্য কৃতজ্ঞ।।।

ভালোবাসা রইলো।।।

৫| ১৭ ই জুন, ২০১৯ সকাল ১১:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর এপিটাফ

১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:১২

বলেছেন: ধন্যবাদ প্রিয় তারেক ভাই।।।

ভালো থাকুন।।।

৬| ১৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলা সিনেমার চিরো সবুজ প্রয়াত নায়ক ও কিংবদন্তী শিল্পী শাহনাজ রহমত উল্লাহ আপার ছোট ভাই জাফর ইকবাল এর কবরে (আজীমপুর কবরস্থানে) এপিটাফে বড় করে লেখা “একটু দাড়াও” কবস্থানের এপিটাফ দেখে বিষন্নতা গ্রাস করে, মনে মনে ভাবি - আমার কবরের এপিটাফে কি লেখা থাকবে “আবার আসিবো ফিরে” !!! ???

১৭ ই জুন, ২০১৯ বিকাল ৫:০৬

বলেছেন: প্রিয় গুরু,

পৃথিবীর বুকে সন্ধ্যা নেমে এলে
ভোরের স্নিগ্ধ প্রভাতের কে করে অপেক্ষা!!!
ঢাকাগামী ট্রেনও আখাউড়া স্টেশন ছেড়ে চলে গেলে
ভাবে না আমার আসবে কি ফিরে চেনা বগিতে ।
কেন মিছে বলো আবার আসিবো ফিরে
কেন এত ফিরে আসার ব্যাকুলতা!!!
মানুষের কেন এত স্বার্থপর আকুলতা!!
অদ্ভুত মানুষ!!
মৃত্যু, ভালোবাসা আর অপেক্ষা এক করে ফেলে
মরে গেলে পঁচে যায়
অপেক্ষার প্রহর শেষ হয়
ভালোবাসার নেই মৃত্যু
ভালোবাসায় নেই প্রহর শেষের চাওয়া।।।।

ভালো থাকুন।।। আলোয় থাকুন।।।

৭| ১৭ ই জুন, ২০১৯ দুপুর ১:৪৩

মেঘ প্রিয় বালক বলেছেন: কবির এপিটাফ নামক কবিতা পড়ে বিরহের সাগরে হারিয়ে গেলাম। দুঃখ আর কষ্ট পেলেই বুঝি ভিতরের অগ্নিবিষাদ ছন্দমালা প্রকাশ পায়।

১৭ ই জুন, ২০১৯ বিকাল ৫:০৭

বলেছেন: অদ্ভুত সুন্দর মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা।।।

ভালো থাকুন হে প্রিয় বালক।।


ভালোবাসা অবিরাম।।

৮| ১৭ ই জুন, ২০১৯ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১৭ ই জুন, ২০১৯ বিকাল ৫:০৮

বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই।।

সময় করে পড়ার জন্য কৃতজ্ঞতা।।।


ভালো থাকুন।।।

৯| ১৭ ই জুন, ২০১৯ বিকাল ৩:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ চমৎকার। এপিটাফ শেষ দুই লাইন অন্তর ছুঁয়ে গেল।
বিলম্বিত কমেন্ট করার জন্য দুঃখিত।

শুভকামনা ও ভালোবাসা প্রিয় কবি ভাইকে।

১৭ ই জুন, ২০১৯ বিকাল ৫:১০

বলেছেন: আহ!!!

মনটা ভরে গেলে এমন উচ্চসিত প্রশংসার বাণীতে।।।

ভালো থাকুন আজীবন।।।

ধন্যবাদ নিরন্তর।।

১০| ১৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

আরোগ্য বলেছেন: অসাধারণ হয়েছে বড় ভাই। বিশেষ করে উল্লেখ করতে চাই শেষের দু'লাইনটি। খুব ভালো লাগলো।

১৭ ই জুন, ২০১৯ রাত ১০:৪১

বলেছেন: অনেকদিন পর আমার প্রিয় ছোট ভাইয়ের মন্তব্য পেলাম।।।

শ্রদ্ধা আর ভালোবাসা প্রদশর্নের চেষ্টায় সার্থকতা।।।

ভালোলাগাটুকু হৃদয়ে নিলাম।।।

ভালো থেকো জীবনভর।।।

১১| ১৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

করুণাধারা বলেছেন: বিশুদ্ধতম অশ্রু বিসর্জন নিয়ে করেছো বড়ই উপহাস!
চূর্ণবিচূর্ণ কাঁচের জীবনটাই যেন দুঃখের ইতিহাস।


পুরো কবিতাটিই চমৎকার হয়েছে, কিন্তু এই দুটো লাইন বারবার পড়লাম। খুবই ভাল লিখেছেন ল।

++++

১৭ ই জুন, ২০১৯ রাত ১০:৪৫

বলেছেন: দুটি লাইন কোট করার জন্য আকুল হলাম প্রিয় শিশু সাহিত্যিক আপু।।।

আপনার বারবার পড়ার তৃষ্ণায় ধুঁকছে হৃদপিণ্ড।।।
এ ভালোবাসার প্রতিদান দেওয়ার নেই কোন মানদণ্ড।।।


ভালো থাকুন।।। সাধনায় থাকুন।।। সুস্থ থাকুন।।।

১২| ১৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০২

আহমেদ জী এস বলেছেন: ল,



চোখের জলে সিক্ত একটি এপিটাফ।
"সব মায়ার বাঁধন ছিন্ন করে কষ্টের ডিঙি বেয়ে সমুদ্দুর,
তোমার থেকে দূরে গিয়ে পরখ করবো মমত্ব কতদূর !"

কিন্তু এমন ভালোবাসা থাকলে পরে-
এ সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়
তবু ও মরন কেন ডেকে নিয়ে যায়, কে জানে কোথায়............


১৭ ই জুন, ২০১৯ রাত ১০:৫৩

বলেছেন:
মনপাগলের এইসব নাচনের রেশ, কেন যে হয়না শেষ!!!!
আর
এ সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়
তবু ও মরন কেন ডেকে নিয়ে যায়, কে জানে কোথায়...........


এইসব মহা কাব্যিক অদ্ভুত সুন্দর দর্শনের জি,এসিয় সুঘ্রাণ পাঠক ও লেখক হৃদয়ে আলোড়িত করে,
ভালোবাসা ও শ্রদ্ধার আসন ঘেঁষে বসে আবেগ আর মোহমায়া।।।


ভালোবাসা অবিরাম।।।

১৩| ১৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

রাকু হাসান বলেছেন:

বাহ বাহ । অনেক বেশ ক’দিন পর কবিতা পড়লাম । আবেশিত হয়ে গেলাম । দারুণ । মুহূর্তগুলো কল্পনা করতে গিয়ে ডুবে যাচ্ছিলাম । দীর্ঘ শ্বাসের নোলাজল,বিশুদ্ধতম অশ্রু বিসর্জন,--চমৎকার ।
প্রত্যেকটি লাইন +। ভাইয়া আমি তোমাকে ৯/০ দিব :) । আর ১ হলো ,হাতের তাই দিই নি :P

১৮ ই জুন, ২০১৯ রাত ২:২৯

বলেছেন: আহ!!

বিশুদ্ধ মন্তব্য কেবল রাকি হাসানকে মানায়!!!
উচ্ছসিত প্রশংসার বাণীতে মুগ্ধ হলাম।।

নয় কি ছয় নয় এমন পাগলকরা ভালোবাসায় অয়ুত,লক্ষ, নিযুত,কোটি পাওয়া হয়ে গেলো।।।

ভালোবাসা অবিরাম।।। ধন্যবাদ নিরন্তর।।।

১৪| ১৭ ই জুন, ২০১৯ রাত ৮:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কাব্য।

১৮ ই জুন, ২০১৯ রাত ২:২৯

বলেছেন: প্রিয় রম্য লেখক

সময় করে পড়ার জন্য কৃতজ্ঞতা


ভালো থাকুন।।।

১৫| ১৭ ই জুন, ২০১৯ রাত ৮:৫২

হাবিব বলেছেন: অনবদ্য................

১৮ ই জুন, ২০১৯ রাত ২:৩০

বলেছেন: ওরে আমার স্যার,,


ভালোবাসা রইলো।।।
পাঠান্তে কৃতজ্ঞতা।।।

১৬| ১৭ ই জুন, ২০১৯ রাত ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
অমন করে বেদনার জলে ডুবেই বুঝি
কালে কালে জন্মায় সব মহাকাব্য
কেন এত বেদনারা তড়পায়
কেন বেদনারা নীল ব্যাথা ছড়ায়
এপিটাফের উৎকীর্ণ লিপি
পাঠান্তে ছড়ায় ক্ষনিকের দীর্ঘশ্বাস!

নীলাকাশ ভায়ার মন্তব্য - "শ্রেষ্ঠ কবিতাগুলি হয় বেদনাবিধুর " ভাল লাগলো
জিএস ভায়ার মন্তব্যে মুগ্ধতা

+++++++

১৮ ই জুন, ২০১৯ রাত ২:৩২

বলেছেন: অমন করে বেদনার জলে ডুবেই বুঝি
কালে কালে জন্মায় সব মহাকাব্য


বিদ্রোহী কবির এমন ছন্দ কবিতায় শুধু মুগ্ধতা ছড়ায়।।।


প্লাসে কৃতজ্ঞতা।।

ধন্যবাদ প্রিয় কবি।।।

১৭| ১৭ ই জুন, ২০১৯ রাত ১১:১৭

মাহমুদুর রহমান বলেছেন: আমি চাই এই কবিতাটি ভাবিও একবার পড়ুক।

১৮ ই জুন, ২০১৯ রাত ২:৪১

বলেছেন: হা হা...

আমিও বেশ করে চাই!!
কেউ একজন বুঝুক -- খুব সহজেই, বেহায়া মনে।।।
কেউ একজন শুনুক-- যত কথা ছিল বলার এ জীবনেে।।
কেউ একজন মনে রাখুক-- ভালো মন্দপাঁচ মিশেলে।।।
কেউ একজন ডাকুক -- সেই চেনা সম্বোধনে ।।।
কেউ একজন দেখুক -- অবনীর বুকে ছুটাছুটি করি কতটা হা-হুতাশে!!!!
কেউ একজন শান্ত করুক--- অশান্তির সব বিষ ঝেড়ে মুছে।।।।
চাই শুধু কেউ একজন হায় কেউ একজন হাত বাড়িয়ে দিক নিঃসন্দেহে।।।

১৮| ১৮ ই জুন, ২০১৯ রাত ২:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:




এপিটাফ ভাল লেগেছে, তবে মনে হয়, কাছ
হতেই রয়েছে অনেক সুযোগ মমত্ব পরিক্ষার
তাই দরকার কি তা করা গিয়া দুর সমুদ্দুদুর ।
বেশী দুরে গেলে বুঝিবেন কি ভাবে
তব অভাব সে সহে কেমন করে নিরবে ।

শুভেচ্ছা রইল

১৮ ই জুন, ২০১৯ ভোর ৬:১৬

বলেছেন: ধন্যবাদ প্রিয় বোদ্ধা লেখক,

আপনার জন্য কিশোর কুমারের লিরিকস ----

চেয়েছি যারে আমি গিয়েছে সরে সরে
বেদনার কোন আধারে।।

বেলোয়ারী বাতির আলো বারে বারে নিভে গেল
প্রানের জলসা ঘরে রঙিন ফলের সরে
যে আসে যায় সে ফিরে।।

ফুরাতে ফুরাতে রাত শেষ হয়ে যাবে
তবুও জানিনা আমি ভোর হবে কিনা হবে।

বলোনা সুখের কথা প্রানে আমার লাগে ব্যাথা
চোখে জল আসে নেমে ভালবাসার নামে
জাগি রাত একা বাসরে।।

পাঠে ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।।। ভালো থাকুন।।

১৯| ১৮ ই জুন, ২০১৯ ভোর ৫:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কবরে এতো বড় এপিটাফ লেখার জায়গা কই?
কবরে এপিটাপ লিখে রেখে কী লাভ?

১৮ ই জুন, ২০১৯ ভোর ৬:২০

বলেছেন: হা হা হা....

লাভ ক্ষতির হিসাব নাইবা হলো আজ
মনের গোপন কথাগুলো বলি ঝেড়ে ফেল যত লাজ।।।।
সাড়ে তিন হাত কবর তুমি দেখো মৃৃওিকার মাঝে
ছাপা্ন্ন হাজার কবর দেখোনাকো বুকের ভিটাতে রেখেছি সাজিয়ে ।


সময় করে পড়ার জন্য ধন্যবাদ।।।

২০| ১৯ শে জুন, ২০১৯ রাত ২:৩২

ওমেরা বলেছেন: দুর ছাই!! আমার বুঝার দরকার নেই মমতা। বিরহের কষ্ট ভালো লাগে না।

১৯ শে জুন, ২০১৯ সকাল ৭:০৮

বলেছেন: আপনাকে কেন জানি মনে হয় সরলতার প্রতিমা!!

সহজ সরল স্বভাবের মানুষ আপনাকে অভিবাদন।।।


শুভ হোক আজ ও আগামী।।।

২১| ১৯ শে জুন, ২০১৯ রাত ১১:১১

সুমন কর বলেছেন: অর্থময় এবং চমৎকার। +।

২০ শে জুন, ২০১৯ রাত ১২:২৩

বলেছেন: পাঠে ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।।


ভালো থাকুন।।

২২| ১৯ শে জুন, ২০১৯ রাত ১১:৫১

মনিরা সুলতানা বলেছেন: বিশুদ্ধ অভিমান !!
ভালোলাগা কবিতায়।

২০ শে জুন, ২০১৯ রাত ১২:২৩

বলেছেন: সময় করে পাঠে ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।।



ভালো থাকুন।।

২৩| ২০ শে জুন, ২০১৯ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন লেখা চাই

২১ শে জুন, ২০১৯ রাত ২:২৩

বলেছেন: আপনি লেখেন আমরা পড়ি -------------

২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

ইসিয়াক বলেছেন: বিশুদ্ধতম অশ্রু বিসর্জন নিয়ে করেছো বড়ই উপহাস !
চূর্ণিবচূর্ণ কাচের জীবনটাই যেন দুঃখের ইতিহাস ।

এলোমেলো স্বপ্নে ভেসে যায় মন
নিজেরে হারিয়ে ফেলেছি কে জানে কখন ।।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৫

বলেছেন: পাঠে ও মন্তব্য করার জন্য কৃতজ্ঞ।।।

ভালোবাসা রইলো।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.