নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত ডায়েরী

১৯ শে মে, ২০১৯ রাত ২:৩৮


অসমাপ্ত ডায়েরী ------------------------

এ'যে মনের গোপন কুঠুরিতে জন্মাবধি লুকায়িত;অসমাপ্ত ডায়েরী,
হৃদয়ের চোটে লেখা;বিকৃত যৌনতৃপ্তি,গর্ভনিরোধ,শরীর বৃত্তীয় শায়েরী।

শহুরে কটেজের রুদ্ধ আস্তানায় চলে জমকালো আসর,
কোষের ভাঁজে ভাঁজে ঘের বাঁধে;পাপের বিনাশী বাসর।

নিষিদ্ধ চরিত্র রূপদানে অহরহ চলে বিশুদ্ধ অত্যাচার,
ভাগীদার সকল জমিদার;অন্তরালে নারকীয় অনাচার।

অশুভ বিবেকের হীন চরিতার্থে গণিকাবৃত্তি বৈধ শিল্প,
নিপীড়িতের দুর্দশা বুঝি নিতান্তই অন্তঃসারশূন্য।

নৈতিক নৈরাজ্যের অভিশাপ থেকে যায় সশ্রদ্ধ অমূল্য,
নষ্ট,ভ্রষ্ট,পাপিষ্ঠের মানদন্ডে পুরুষ-নারী নয় কি সমতুল্য!

হে ঈশ্বর!
মানবরূপী কামুক খদ্দের' দানবেরা আজ ফিরে যাক বাড়ি,
শুদ্ধ ঘোষণায় বন্ধ হোক;অভিশপ্ত রক্ত কণিকার আহাজারি।


"রহমান লতিফ"
লন্ডন,এপ্রিল,২০১৯
ছবি- নেট

মন্তব্য ৪৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৯ রাত ২:৪৪

মেঘ প্রিয় বালক বলেছেন: সুন্দর।

১৯ শে মে, ২০১৯ রাত ২:৫৩

বলেছেন: কোথায় হে সুন্দর ----হা হা হা,,

ধন্যবাদ নিরন্তর

২| ১৯ শে মে, ২০১৯ রাত ৩:২১

চাঁদগাজী বলেছেন:


লন্ডনে লেখা? ভেবেচিন্তে, প্রস্তুতি নিয়ে পড়তে হবে!

১৯ শে মে, ২০১৯ ভোর ৪:০৫

বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলুম,,

৩| ১৯ শে মে, ২০১৯ রাত ৩:৩৬

মেঘ প্রিয় বালক বলেছেন: সুন্দর কবি ও তার কবিতার কথামালা।

১৯ শে মে, ২০১৯ ভোর ৪:০৮

বলেছেন: আবারো ফিরে এসে মন্তব্য করার জন্য ধন্যবাদ।।


কথাগুলো আপনারা ভালো লেগেছে জেনে প্রীত হলাম।।

ভালো থাকুন।

৪| ১৯ শে মে, ২০১৯ ভোর ৫:০৮

কালো যাদুকর বলেছেন: আপনার কাব্য প্রার্থনা কবুল হোক। ভাল লেগেছে।

১৯ শে মে, ২০১৯ ভোর ৫:৫৬

বলেছেন: ব্লাক ম্যাজিশিয়ান,

আল্লাহ সকলের মঙ্গল করুন,,,,,


পাঠে ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।।।

ভালোবাসা রইলো।।

৫| ১৯ শে মে, ২০১৯ সকাল ৭:৩১

পথিক প্রত্যয় বলেছেন: বেশ গভীর কবিতা । বুঝতে হলে প্রকৃত পাঠক হওয়া চায়

১৯ শে মে, ২০১৯ সকাল ৭:৪৭

বলেছেন: মুগ্ধ ও অভিভূত হলাম এমন গভীর মন্তব্যে,,

ভালোবাসা জানবেন।
শুভ কামনা নিরন্তর।।

শুভ সকাল।।

৬| ১৯ শে মে, ২০১৯ সকাল ১০:৪১

নীল আকাশ বলেছেন: লেখাটার ভাব ধরতে পারলাম না। যে কঠিন কঠিন শব্দ, অনেকগুলি অর্থই জানি না। পরে সময় করে এসে আবার পড়ে দেখব।
ধন্যবাদ।

১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৫১

বলেছেন: কি যে বলেন,,,,আপনার কাছে যদি কঠিন শব্দ মনে হয় তবে তো শেষ,,,,....

দেখি আপনি ভাবটা নিয়ে কি বলেন তবে বুঝতে পারবো লেখাটি লাইনে আছে কি না!!


ভালোবাসা রইলো।

৭| ১৯ শে মে, ২০১৯ সকাল ১০:৪২

ওমেরা বলেছেন: পাপ যে করে সে পাপী , নারী আর পুরুষ যেই হোক । ধন্যবাদ।

১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৫২

বলেছেন: পাপীকে নয়, পাপকে না বলি,,
রমজানে আত্মশুদ্ধি হোক।।


ভালো থাকুন।।
শুভ কামনা নিরন্তর।

৮| ১৯ শে মে, ২০১৯ সকাল ১০:৪২

নীল আকাশ বলেছেন: ছবিটা ভালো লেগেছে। এখানে যে অনেকই মন্তব্য করছে, আসলে কে এটার অর্থ বুঝেছে?

১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৪

বলেছেন: লেখকের কাছে থেকে যাব অন্তনিহিত তাত্পর্য -- হা হা

৯| ১৯ শে মে, ২০১৯ সকাল ১১:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সভ্যতার শুরু থেকেই চলে আসছে পতিতাবৃত্তি। কালক্রমে পুরুষশাসিত সমাজ তাকে স্বীকৃতি দিয়েছে। কেন দিয়েছে ? নিজের মনের মাঝে বসবাসকারী পশুটির জন্য। এভাবে সে করে বিকৃত রুচির চর্চা। ঘরে থাকুক না বউ, সংসার, সমাজ !

তবে কেউ সেই কিশোরীর আর্তনাদ শোনে না, সমাজের আড়ালে তা চাপা পড়ে যায়। আর্তচিৎকার থাকুক বৈধ নামক সামাজিক স্বীকৃতিতে বন্দি !

রূপক কবিতাটির জন্য অসংখ্য ধন্যবাদ :)

১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৫

বলেছেন: ওরে বাবা,,,,,,এককথায় সার্কাস সার্কাস --লুল

যাক একজন অন্তত সবটাই বুঝতে পারলো ★★★★★

১০| ১৯ শে মে, ২০১৯ সকাল ১১:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার ইচ্ছের সত্য পূরণ হোক হে কবি !

পঙ্কিলতার সাগর থেকে উঠে আসুক সমাজ.....

১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৮

বলেছেন: বিনম্র শ্রদ্ধা হে গুণী,,

সমাজ সুন্দর হোক সকল সুন্দরের হাত ধরে।।


আবারে এসে ধন্য করে গেলেন৷

ভালোবাসা রইলো

১১| ১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৪

মুক্তা নীল বলেছেন: একজন নারীর জন্য সবচেয়ে বড় অসম্মানজনক পেশা হচ্ছে এটি। শিক্ষিত অশিক্ষিত , ধনী গরীব কেউ স্বেচ্ছায় বা অনিচ্ছায় এই পেশায় আসছে। আমরা সবাই চাই এই পেশাটা নির্মূল হোক, সবাই সুন্দর একটি জীবন খুঁজে পাক।
আর হ্যাঁ, এত কঠিন করে কবিতা লিখেন কেন। আপনার কি জিলেপি খুব প্রিয়? ভালো থাকুন সব সময়।

১৯ শে মে, ২০১৯ বিকাল ৫:১১

বলেছেন: ইউ আর বেস্ট!!
আপনি তো দেখি একদম কবিতা বোদ্ধা,,,,
খুব সহজেই বিশ্লেষণ করে দিলেন। পৃথিবীর বহু দেশে এ পেশাটাকে শিল্প হিসাবে আয়ের উৎস ভাবে যা আসলেই শকি্ং।।

সবাই সুন্দর জীবন খুজে পাক, সত্য ও সুন্দরের বুদ্ধিবৃত্তিক বিকাশ হোক।।
আচ্ছা এখানে কঠিন শব্দগুলো কি একটু বলেন না!!!

জিলাপি একদম ভালো লাগে না এই মিষ্টি খেলে তো অসুখ বিসুখের ভয়।। তবে কড়া চা পছন্দ।।।

রমজানের সকল রহমত বর্ষিত হোক।।

১২| ১৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:১২

জাহিদ অনিক বলেছেন:
কবিতায় বলে যাওয়া কথাগুলো সত্য ও তিক্ত, শেষ দুইলাইনের প্রার্থনাও বেশ শুদ্ধ। তবুও কবিতাটা কোথায় যেন ঠিক খেই হারিয়ে ফেলছে। যেন কিছু একটা নেই--- নেই।

শুভেচ্ছা মিঃ ল

১৯ শে মে, ২০১৯ রাত ৯:১১

বলেছেন: হে সুপার সাধক কবি,,,

আপনার মূল্যায়ন যথার্থ ---

কোথায় যেন খেই হারায় তাইতো অসমাপ্ত আত্মজীবনী শেষ হয় না --
প্রার্থনায় যদি শুদ্ধতা নিয়ে আসে তবেই সৌভাগ্য।।
ভালোবাসা অবিরাম।।

১৩| ১৯ শে মে, ২০১৯ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা অত্যন্ত মনোমুগ্ধকর।

১৯ শে মে, ২০১৯ রাত ৯:১২

বলেছেন: প্রিয় ব্লগুং যুবরাজ,

আপনার ভালোলাগায় সার্থকতা খুঁজে পেলাম।।।।

ভালো থাকুন।। রমজানের রহমত বর্ষিত হোক।।

১৪| ১৯ শে মে, ২০১৯ রাত ৯:৫৭

ব্লগার_প্রান্ত বলেছেন: কবিতা ভালো হয়েছে। রাশানরা সোভিয়েত আমলে দেখিয়েছিলো, কিভাবে পতিতাদের এই নরক থেকে মুক্তি দেয়া যায়

২০ শে মে, ২০১৯ রাত ১:০৮

বলেছেন: প্রিয় ভাই,
সময় করে পড়ার জন্য ধন্যবাদ।।।

রাশিয়ান মেয়েরা এখন এ পেশায় অন্যতম চাহিদা রাখে। ডিজিটাল যুগে এখন এটা বন্ধ হবে না -
বহু দেশে অনেক জমিদার -যেমন প্রশাসন, পুলিশ, সাংবাদিক, নেতারা এসবে অন্তরালে থেকে ভাগ বসায় ।

শুদ্ধ হোক মানবতার।।।

ভালো থাকুন।।

১৫| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:৩৩

মাহমুদুর রহমান বলেছেন: হিংসা হয় হিংসা।এতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেন।সত্যিই হিংসা করার মতো।
মুগ্ধতা রেখে গেলাম।

২০ শে মে, ২০১৯ রাত ১:১১

বলেছেন: হা হা হা --সত্যি লজ্জা পেলাম,,,,

সাজিয়ে গুছিয়ে নয়,,
মনে যা আসে বন্ধু তাই বলি কই -
এমন ভালোবাসার প্রকাশে
শুধু ঋণী হই।।।


ভালোবাসা অবিরাম।।

১৬| ২০ শে মে, ২০১৯ রাত ১:৩৪

কাওসার চৌধুরী বলেছেন:



লন্ডনে বসে লেখা এজন্য আমি অনেক পরে, শেষ রাতে বেশ কয়েকবার মনযোগ দিয়ে পড়তে পড়তে কমেন্ট করতে আসলাম। কবিতাখানি মনের মণিকোঠায় বাইন্ধা রাখলাম। মুগ্ধ হওয়ার মত একখান কাব্য।

২০ শে মে, ২০১৯ ভোর ৬:২২

বলেছেন: হা হা হা --
এটা তো নিশুতি রাতের কাব্য নয় হে লেখক তারপরও কেন বেছে নেও একাকী রাতে!!!
কবিতাটি কি সত্যি ভাবটা ফুটে ওঠে নি???

যাক -- মজা নিলেন তো মজা পেলাম।।।। ভালো থাকুন।।

১৭| ২০ শে মে, ২০১৯ রাত ৩:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
ছবিটা কবিতার সাথে মানায় নি।

ক্লাসিক্যাল লন্ডনী (সিলেটি) মাইয়া চাই।

২০ শে মে, ২০১৯ ভোর ৬:২৫

বলেছেন: হা হা হা -

ক্লাসিক্যালরা তো ফাস্ট বোলার নয় ওরা দূর্লভ স্পিনার --
ওদের স্পিনের ঘুর্ণিতে টিকে থাকা দায়।।
সামলাতে পারবেন তো --; হা হা হা।।।


১৮| ২০ শে মে, ২০১৯ ভোর ৬:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নিষিদ্ধ চরিত্র রূপদানে অহরহ চলে বিশুদ্ধ অত্যাচার,
ভাগীদার সকল জমিদার;অন্তরালে নারকীয় অনাচার।

...................................................................................
জীবনের নাটক , কবিতা সবই তো আমাদের জীবন চিত্র
অখানে ( আইন ) কি করবে ভাই ???
...................................................................................

২০ শে মে, ২০১৯ ভোর ৬:৩৬

বলেছেন: ওরে বাহ!!!!
বড় কঠিন জীবনবোধের জিজ্ঞেসা করলেন!!!!

মনে হয় শরিয়া আইনের আওতায় নিয়ে এলে সমাধান পাওয়া যাবে।।
বিয়ে করে ভোগ করতে দোষের কিছু নেই।
ইরানের বিভিন্ন অঞ্চলে গণিকালয়ে বিবাহের মাধ্যমে ভোগের সুযোগ আছে।।।
কত বিচিত্রিতা পৃথিবীর বুকে।


সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।।। ভালো থাকুন।।

১৯| ২০ শে মে, ২০১৯ সকাল ৯:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিফভাই,

উদ্দেশ্য যাই থাকুক, দেখলাম এক টুকরো শব্দের ঝলকানি। বরাবরের মতই সুন্দর।++

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।

২০ শে মে, ২০১৯ বিকাল ৪:৪৪

বলেছেন: হে ঈশ্বর,
দাদাকে দীর্ঘজীবী করো।।।

ইদানীং কি ভুল কম হচ্ছে নাকি দাদা, কোন কারেকশন দেন না।।


ভালো থাকুন।।

২০| ২০ শে মে, ২০১৯ রাত ৮:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: জন্মাবধি , ,
শারীর বৃত্তীয় বলাটাই কাম্য,

কিছু মনে করবেন না প্লিজ। আপনি বললেন বলেই টাইপোগুলো লিখলাম।

২০ শে মে, ২০১৯ রাত ৯:১৭

বলেছেন: দাদা,
আপনি ভুল ধরিয়ে না দিলে বরং মনে কিছু করবো।
প্লিজ সবসময় ভুলগুলো ধরিয়ে দিবেন।

ধন্যবাদ শতত।

২১| ২০ শে মে, ২০১৯ রাত ৮:৫৮

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।

২০ শে মে, ২০১৯ রাত ৯:১৮

বলেছেন: প্রিয় কবি,

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।।।
ধন্যবাদ নিরন্তর।।।

২২| ১০ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৩০

মাহের ইসলাম বলেছেন: ছবিটা খুবই সুন্দর হয়েছে।

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:১৯

বলেছেন: আরও লেখার মূলভাবটা অস্পষ্ট!!!! -- হা হা।।


কৃতজ্ঞতা ভাই আমার।।

২৩| ০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৮

ইসিয়াক বলেছেন: বাস্তব সত্য কথা যা ফুটে উঠেছে কবিতার পরতে পরতে।
ঘুনে ধরা সমাজের এই রকম ভন্ডামীগুলো কবিতায় আরো বেশি তুলে আনুন ।
নতুন কবিতা চাই ।
আর একটা কথা বাবা কবিতাটি আমি আপনাকে উৎসর্গ করলাম । কিন্তু কেন জানি না কাউকে জানাতে ইচ্ছা করলো না । শুধু আপনাকে বললাম প্রিয় ভ্রাতা।
দোয়া রইলো ।

০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১০:৩২

বলেছেন: কৃতজ্ঞতা প্রিয় ভ্রাতা।

২৪| ০৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:০২

ইসিয়াক বলেছেন: হঠাৎ নীরার জন্য
- সুনীল গঙ্গোপাধ্যায়---আমি কী রকম ভাবে বেঁচে আছি
বাস স্টপে দেখা হলো তিন মিনিট, অথচ তোমায় কাল
স্বপ্নে বহুক্ষণ
দেখেছি ছুরির মতো বিঁধে থাকতে সিন্ধুপারে–দিকচিহ্নহীন–
বাহান্ন তীর্থের মতো এক শরীর, হাওয়ার ভিতরে
তোমাকে দেখছি কাল স্বপ্নে, নীরা, ওষধি স্বপ্নের
নীল দুঃসময়ে।

দক্ষিণ সমুদ্রদ্বারে গিয়েছিলে কবে, কার সঙ্গে? তুমি
আজই কি ফিরেছো?
স্বপ্নের সমুদ্র সে কী ভয়ংকর, ঢেউহীন, শব্দহীন, যেন
তিনদিন পরেই আত্মঘাতী হবে, হারানো আঙটির মতো দূরে
তোমার দিগন্ত, দুই উরু ডুবে কোনো জুয়াড়ির সঙ্গিনীর মতো,
অথচ একলা ছিলে, ঘোরতর স্বপ্নের ভিতরে তুমি একা।

এক বছর ঘুমোবো না, স্বপ্নে দেখে কপালের ঘাম
ভোরে মুছে নিতে বড় মূর্খের মতন মনে হয়
বরং বিস্মৃতি ভালো, পোশাকের মধ্যে ঢেকে রাখা
নগ্ন শরীরের মতো লজ্জাহীন, আমি
এক বছর ঘুমোবো না, এক বছর স্বপ্নহীন জেগে
বাহান্ন তীর্থের মতো তোমার ও-শরীর ভ্রমণে
পুণ্যবান হবো।

বাসের জানালার পাশে তোমার সহাস্য মুখ, ‘আজ যাই,
বাড়িতে আসবেন!’

রৌদ্রের চিৎকারে সব শব্দ ডুবে গেল।
‘একটু দাঁড়াও’, কিংবা ‘চলো লাইব্রেরির মাঠে’, বুকের ভিতরে
কেউ এই কথা বলেছিল, আমি মনে পড়া চোখে
সহসা হাতঘড়ি দেখে লাফিয়ে উঠেছি, রাস্তা, বাস, ট্রাম, রিকশা, লোকজন
ডিগবাজির মতো পার হয়ে, যেন ওরাং উটাং, চার হাত-পায়ে ছুটে
পৌঁছে গেছি আফিসের লিফ্‌টের দরজায়।

বাস স্টপে তিন মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ।।

০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

বলেছেন: ওষধি স্বপ্নের৷.... নীল দুঃসময়ে

জীবনানন্দ, সুনীল, মহাদেব সাহা..... কবি প্রাণ।।।। ভালোলাগার।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.