নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
#দৃষ্টি তোমার বড়ই মিষ্টি,
♪♪♪♪♪ (গীতিকাব্য)
দৃষ্টি তোমার বড়ই মিষ্টি,স্বর্গের সুখ-সুধা মানি,
তোমায় নিয়ে গড়ি আশার পাহাড়,হই যে বনমালী।
তুমি ছাড়া সবই শুস্ক-মরু,এ জীবন অসার জানি,
দৃষ্টি তোমার বড়ই মিষ্টি,স্বর্গের সুখ-সুধা মানি---------- (ঐ)
নেশা নেশা ঐ দুটি চোখ,বিভোর হয়ে ভাবি দিবা নিশি,
সাত রাজার ধন মণি মুক্তা,কিছু নয় তার চেয়ে দামী।
অথৈ দুঃখের সিন্ধুতে তুমি যে অন্তহীন মুক্তোর খনি,
দৃষ্টি তোমার বড়ই মিষ্টি,স্বর্গের সুখ-সুধা মানি----------(ঐ)
তোমার চপল লাজুক হাসির বিহ্বলতায় হই শিশির স্নাত,
তোমার মাঝেই তৃষ্ণার্ত মনের কামনা-বাসনা যত।
প্রেমের আলপনায় নিত্য-নতুন স্বপ্নের জাল বুনি,
দৃষ্টি তোমার বড়ই মিষ্টি, স্বর্গের সুখ-সুধা মানি----------(ঐ)
তোমার কষ্টের সুতীব্র দহনে এনে দেয় প্রশান্তির হাসি,
তোমার উচ্ছল প্রেমের নদীতে বার বার সুখস্রোতে ভাসি,
তোমার দিকেই অবিরত ছুটে চলে এ হৃদয়ের সাম্পান,
দৃষ্টি তোমার বড়ই মিষ্টি, স্বর্গের সুখ-সুধা মানি----------(ঐ)
কৃতজ্ঞতা ---নীল আকাশ ভাইকবিতাঃ মিষ্টি মিষ্টি হাসি দিয়ে.......
১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫১
ল বলেছেন: কষ্টের তীব্র দহনে সুখগুলি মরিচীকা -- হা হা।।।
মরিচীকা পড়ে আসলাম।।।
পাঠে ও জটিল মন্তব্য করার জন্য ধন্যবাদ প্রিয় ভাই।।
ভালো থাকুন।
২| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪০
আরোগ্য বলেছেন: বাহবা বড় ভাই।
কাহার তরে রচিয়া লও গান,
কি তাহার সুর, কেমনে ধরিব টান?
১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৮
ল বলেছেন: হা হা হা --- ,
কাহার তরে রচিয়া লও গান,
কি তাহার সুর, কেমনে ধরিব টান?--------------------------------------
--হায় হায়,---------------
কে জানে কে জানে কে জানে কাহার তরে।
কাহার গলাই পরাই গানের রতনহার --------
ধন্যবাদ প্রিয় ভাই।।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:১২
নীল আকাশ বলেছেন: আহ, আবার আমার এই প্রিয় কবিতাটা পড়া হলো।
আমি যদি গাতক হতাম তবে নির্ঘাত এটা নিয়ে গান বানাতাম।
প্রকৃতি থেকে সুর নিয়ে অনবদ্য ছন্দে একে বেঁধে ফেলতাম প্রণয়ের গানের আহবানে....
লতিফ ভাই, কি যে ঝামেলায় ছিলাম কয়েকদিন, ব্লগে প্রায় ঢুকতেই পারতাম না।
আপনারা সবাই মিলে আমাকে কি যে লজ্জায় ফেলে দিচ্ছেন দিন দিন!!
এত এত কৃতজ্ঞতা রাখার জায়গা কোথায় আমার ছোট্ট এই বুকে.....
এখন থেকে নিয়মিত হবার আপ্রান চেস্টা করে যাব।
খুব শীঘ্রই কথা হবে নিয়মিত আপনার সাথে।
আজ এই পর্যন্তই, শুভ রাত্রী এবং
শুভ কামনা রইল প্রিয় ভাই।
১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৩১
ল বলেছেন: এত ব্যস্ততার মধ্যেও এসে মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা।
আপনি একজন বিশাল হৃদয়ের মানুষ, মন থেকে ভালোবাসা আপনার জন্য।
আপনার কবিতাটা আজও কয়েকবরা পড়লাম।
ভালো থাকুন, শুভকামনা রইল।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:১৩
নীল আকাশ বলেছেন: ছবিটা ফাটাফাটি হয়েছে।
ধন্যবাদ।
১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৩৩
ল বলেছেন: হা হা,, শরম দিলেন।
ছবি সিলেকশনও আপনার অবদান।।
একজন লোকাল শিল্পীর গানের কথাগুলো খুব ভালো লেগেছে তাই অচিরেই গানে সুর হয়ে যাবে।।
আপনার আফসোস মিটিয়ে ফেলবো।।। হা হা
৫| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৪৯
মুক্তা নীল বলেছেন: "ল " ভাই,
আসসালামু আলাইকুম,
আশাকরি ভালো আছেন।
ভালো থাকুন সবসময়। (হা হা হা) আপনার মতো মন্তব্য করার চেষ্টা করলাম।
আমার ভাই কে উৎসর্গ করেছেন, সেজন্য আলাদা ভালো লাগা রইলো কবিতায়। আজ পদাতিক দা আমাকে আর আপনি আমার ভাইকে। দিন আজ ভাই আর বোনের।
ধন্যবাদ রইলো নীলআকাশ ভাই এর জন্য।
১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৫৫
ল বলেছেন:
আলাইকুম সালাম প্রিয় নীল নীল!!
আলহামদুলিল্লাহ ভালো আছি -আপনার কি খবর!!
আপনারা দুজন যেন সোনায় সোহাগা!!
যেমন ভাই, তেমন বোন --
গীতিকা কেমন লাগলো বললেন না!!
অযুত লক্ষ নিযুত কোটি ভালোবাসা রইলো
৬| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৪৪
মুক্তা নীল বলেছেন:
ল"ভাই,
গীতিকা চমৎকার লেগেছে। আমি আমার মতো করে মন্তব্যে
অবশ্যই করতাম। এবারতো দেখছি পুরোপুরি রোমান্টিক ধাঁচের ।
"দৃষ্টি তোমার বড়ই মিষ্টি,স্বর্গের সুখ-সুধা মানি "-----
শুভকামনা সহ শুভরাত্রি আর অনেক ভালোলাগা রইলো।
১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ২:০৬
ল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আপনার মতো মন্তব্য পেয়ে আহ্লাদিত হলাম ও শান্তি পেলাম।
ভালোবাসা অবিরাম।।
৭| ১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:১৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।
১৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৫
ল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই।
ভালো থাকুন।
শুভ কামনা।
৮| ১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০১
নীলপরি বলেছেন: বাহ। খুব ভালো লিখেছেন ।
শুভকামনা
১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
ল বলেছেন: ভালোলাগায় আপ্লুত হলাম।
বিকেলের স্নিগ্ধ শুভেচ্ছা সহ ভালোবাসা রইলো।
ধন্যবাদ[
৯| ২০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৬
হাবিব বলেছেন: এখনো মিষ্টি হাসির রেশ চলছেই!!!!
২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৫৪
ল বলেছেন: হা হা,,, সেটাই তো চলবে......
পড়ার জন্য ধন্যবাদ।।
১০| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১৪
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর আবেগ আর সেই আবেগ থেকে সুন্দর কবিতা।
২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৫৫
ল বলেছেন: ধন্যবাদ নিরন্তর প্রিয় ভাই।
১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৫
ইসিয়াক বলেছেন: আবারো মুগ্ধতা
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫২
ল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই।
ভালো থাকুন।
শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: গীতিকাব্য সুন্দর।++
" কষ্টের তীব্র দহনে এনে দেয় প্রশান্তির হাসি।" আহা কবি এ কি শোনালেন ? কে যেন জন্ম-জন্মান্তরের মহাঔষধ।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় কবি ভাইকে।