নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

আজ “বিশ্ব কবিতা দিবস

২১ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩৮

কবি ও কবিতার জয় হোক
--------------------------
আজ “বিশ্ব কবিতা দিবস”। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা।ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, "এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।"

ভালোবাসা ও প্রতিবাদের ভাষা কবিতা ---------

কলকল কলতানে সহসাই জেগে ওঠা মরুময় সুপ্ত নদী,
রাতের গর্ভ থেকে বের হওয়া থালার বাটির মতো একফালি শশী,
মৃত্তিকার জঠর থেকে বের হওয়া মিহি শস্য দানার অদ্বৈত শক্তিশেল,
শব্দের শরীর সযত্নে সর্বভূক শক্তির অধিকারীকে আষ্টেপিষ্টে বেঁধে ফেলা
পৌরাণিকতার প্রলেপ বুলিয়ে দিয়ে শুভেচ্ছাদূত হয়ে
হাজিরা খাতায় আঁকড়ে ধরা নতুনত্ব,
চন্দমুখীর মাতাল মিষ্টিমুখের জয়গানে রূপকথার গল্পের অদলবদল
রূপকধর্মী ও নান্দনিকতা সহযোগে মানব সভ্যতার রূপায়ণে কালের সাক্ষী
রাজনীতি, সমাজনীতি, সমরনীতিতে বজ্রপাতের আশংঙ্কা গুড়িয়ে দেওয়া
আবেগ ও কল্পনাপ্রবণ ছন্দের উন্মুক্ত পাখায় আরূঢ় অগম্যলোকের অভিসারী
কল্পনার প্রবল অস্তিত্বের সঙ্গে একাত্ম অপরিনামদর্শী সাধানায় লিপ্ত ঠিকানহীন গন্তব্যে
স্বচ্ছ ও ঠাসা বুননে রচিত হয় কবিতারা।

#সকল কবিতা প্রেমিকদের জানাই শুভেচ্ছা --
কবিতা ছড়িয়ে যাক সকল যুগ ও জীবনে’ ---

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: আজ আমার একটা কবিতা লেখার দরকার ছিল।

২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:১৬

বলেছেন: আপনার কবিতারা সুতীব্র চিরায়ত আহ্বান দিয়ে যাক চিরকালের।

২| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: বিশ্ব কবিতা দিবসে সকল কবি, কবিতাপ্রেমী এবং পাঠক কে জানাই শুভেচ্ছা।

শুভকামনা ভালোবাসার প্রিয় ভাইকে ।

২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:৩০

বলেছেন: বিশ্ব কবিতা দিবসে সবার প্রতি রইলো আমার আন্তরিক অভিনন্দন


প্রয়াত কবিদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধাঞ্জলী।

৩| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:৫৮

মাহমুদুর রহমান বলেছেন: কবিতা হোক প্রানবন্ত।
প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু প্রীশু
জানবেন প্রিয় ভাই।

২১ শে মার্চ, ২০১৯ রাত ১১:০২

বলেছেন: এমন প্রীশুময় সৌন্দর্য কথা কবিদের আরো দু:খী করে তোলে.:::::



জ্যোৎস্নার মত আলোকিত হোক কবিতামালা।

৪| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:৫৯

আরোগ্য বলেছেন: কবিতা দিবস উপলক্ষে প্রিয় কবিকে অকবির তরফ থেকে শুভেচ্ছা জানাই।

২১ শে মার্চ, ২০১৯ রাত ১১:০৭

বলেছেন: অকবির জাদুর কাঠির ছোঁয়ায় বন্ধুত্ব আরও প্রগাঢ় হয়ে উঠল -----



আচার আচরণে অমায়িক ব্যবহারে---
একটা কথা রাখো জেনে,. .........
আরোগ্য থাকা অসম্ভব তুমি বিহনে।

৫| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১:২৩

আকতার আর হোসাইন বলেছেন: শুভেচ্ছা জানিবেন।

২২ শে মার্চ, ২০১৯ রাত ৩:১৪

বলেছেন: শুভেচ্ছা বুক ভরে নিলাম।

ভালো থাকুন, সত্য ও সুন্দরের সাথে

৬| ২২ শে মার্চ, ২০১৯ ভোর ৪:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা রইল ভাই,
'কবিতা দিবস' অমর হোক

সুন্দর কবিতা উপহার দিয়েছেন শ্রদ্ধেয় কবিবর, ভালো লাগলো কবিতার কথামালা।

শুভকামনা জানবেন ভাই সবসময়

২২ শে মার্চ, ২০১৯ ভোর ৫:০৫

বলেছেন: জয় হোক কবিতার।


ভালো থাকুন কবিতায় থাকুন।
শুভ কামনা নিরন্তর

৭| ২২ শে মার্চ, ২০১৯ ভোর ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


সামুর জন্য এটি একটি আনন্দের দিন।

২২ শে মার্চ, ২০১৯ ভোর ৫:০৭

বলেছেন: অমানিশার ঘোর কেটে সামু আলোকিত হোক আপনার বুদ্ধি দীপ্ত লেখনীর মাধ্যমে।


জয় হোক সামুর
জয় হোক রাজনীতির কবির।

৮| ২২ শে মার্চ, ২০১৯ সকাল ১১:১৫

নতুন নকিব বলেছেন:



কবিতার জয় হোক। মানবতার জয় হোক।

শুভকামনা আপনার জন্য।

২২ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১২

বলেছেন: জয় হোক নান্দনিকতার -

জয় হোক সাম্যের

জয় হোক মৈত্রীর

জয় হোক ধর্মীয় সহনশীলতার।


ভালো থাকুন।

৯| ২২ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৪১

নীল আকাশ বলেছেন: ব্লগের অন্যতম সেরা কবিকেও কবিতা দিবসের শুভেচ্ছা রইল!!

২২ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৬

বলেছেন: অহহহহহহ!!!!
ব্লগের অন্যতম সেরা কবি ---- এটা তো এক বিরাট কমপ্লিমেন্ট আমার জন্য তাও যদি হয় গল্পের রাজপুত্রের কাছ থেকে।


ভালোবাসা অবিরাম
ভালোবাসা অন্তহীন।
ভালোবাসা হোক সারাজীবনের সঙ্গী।

গল্প কবিতায় অজেয় থাকবেন।

১০| ২২ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৪৫

আহমেদ জী এস বলেছেন: ল,



বড্ড দেরী করে ফেলেছি কবিতার দিনটাকে ধরতে।
আপনার এই পোস্ট দেখেই তবে জানলুম দিনটির কথা। এবার কিন্তু আর দেরী করিনি, কবিতার দিনটাকে আপনার মতো কবিতা দিয়ে সাজিয়ে দিতে----------
বড্ড দেরী করে ফেলি সবখানে............

২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:০০

বলেছেন: মুগ্ধ হলাম আপনার কবিতা পাঠে।

লিখে ফেললাম বেখাপ্পা বেখেয়ালি কবিতা।

১১| ২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:২২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
দেশি ভাই,

কবিতা দিবসে ভালবাসা জানবেন। জানাবেন ভালবাসা আমার আব্বু ও আম্মুটিকে।
আর, আর হ্যা, আই ল্যাভু (লজ্জা মার্কা :``>> )

২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:০০

বলেছেন: আ লা ভিউ ((( সলিড মার্কা(

১২| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৮

মুক্তা নীল বলেছেন:
ল,ভাই
জুম্মা মোবারক।
অসাধারণ কবিতা লিখে শুধু আমার কাছেই না, সবার কাছেই অনেক প্রিয় আপনি। নীল আকাশ ভাইয়ের ভাষায় বলি, ব্লগের অন্যতম সেরা কবি।
ব্লগের এই দুঃসময়ে আরও বেশি করে ব্লগকে আলোকিত করে রাখুন। ব্লগের প্রতি মনযোগী হউন বেশি করে।

২২ শে মার্চ, ২০১৯ রাত ১০:৪০

বলেছেন: যেভাবে পৃথিবীকে দেখি এবং বুঝি তা সাধারণ পন্থায় লিখে ফেলি --আপনার আকাশের মত উঁচু কমপ্লিমেন্ট ছুঁয়ে গলো হৃদয়ের অন্তঃস্থল ----------



আপন মহিমায় এগিয়ে যান --



জুম্মা মোবারক।

১৩| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১০:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: দেরিতে হলেও কবিতাটি পড়লাম।

শুভেচ্ছা কবি...

২২ শে মার্চ, ২০১৯ রাত ১০:৪২

বলেছেন: জুনায়েদ বি রাহমান@সমাজ পরিবর্তনের এক বলিষ্ঠ হাতিয়ার হয়ে উঠুক আপনার লেখা --

এই কামনায়,

জুম্মা মোবারক।

১৪| ২৪ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৯

জুন বলেছেন: আপনার মত একজন একনিষ্ঠ কবিতা প্রেমীর জন্যও রইলো আমার প্রানঢালা শুভেচ্ছা ল ।
কবিতা দিবস উপলক্ষে লেখা কবিতাটিও দারুন হয়েছে ।
+

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৩:৩৫

বলেছেন: ধন্যবাদ নিরন্তর...

১৫| ২৭ শে মার্চ, ২০১৯ সকাল ১১:২৮

প্রামানিক বলেছেন: কবিতা ও কবিতা দিবসের জন্য শুভেচ্ছা রইল।

২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৮

বলেছেন: ভালো থাকুন সবসময় -- ছড়া ও কবিতায়।

১৬| ২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫০

খায়রুল আহসান বলেছেন: দিবসটিকে স্মরণ করিয়ে দেবার জন্য আন্তরিক ধন্যবাদ, যদিও আমি ট্রেন ফেল করেছি! :)
এ বিষয়ে নিম্নে আমার দু'পয়সার দু'টো লাইন (মাই টু সেন্টস)! :)
(কবিতার) "প্রতিটি শব্দ যেন একেকটি প্রবাহমান ইতিহাস!
কবির কবিতায় মানুষ খুঁজে পায় কালের বিন্যাস।"
("কবিতা অবিনশ্বর" কবিতা থেকে)

৩০ শে মার্চ, ২০১৯ রাত ১:৩৫

বলেছেন: : "প্রতিটি শব্দ যেন একেকটি প্রবাহমান ইতিহাস!
কবির কবিতায় মানুষ খুঁজে পায় কালের বিন্যাস।



-অবিনশ্বর কবিতা চিত্রিত করেছেন নিপুনভাবে--সত্যি অসাধারণ।হৃদয় ছুয়ে গেল।

১৭| ০১ লা এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৪

নজসু বলেছেন:




কবিতার প্রতিটি শব্দ হোক সকল কবির উদ্দীপনা।
জয় হোক কবি ও কবিতার।

কবিতা দিবস আছে জানা ছিলো না আমার।
কেমন আছেন আমার প্রিয় লতিফ ভাই?

০১ লা এপ্রিল, ২০১৯ রাত ১১:২২

বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৮| ০১ লা এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৪

নীলপরি বলেছেন: সুন্দর লিখেছেন । আমার পড়তে দেরী হয়ে গেলো ।

শুভকামনা

০১ লা এপ্রিল, ২০১৯ রাত ১১:২১

বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৯| ০৯ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

অন্তরা রহমান বলেছেন: কবিতাতে ফাইভ স্টার থুক্কু প্লাস!

০৯ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

বলেছেন: আপনাকে জানাই টাওয়ার অব হৃদ্মিক শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.