নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
মাটির দেশের মেয়ে!
★★★★★★★★
মাটির দেশের মেয়ে তোমার আকুলিয়া ঘন মেঘকালো কেশ,
মায়াবী কাজল দুটি চোখ যতই দেখি কাটে না মোহমায়ার রেশ।
মিষ্টি ঠোঁটর লাজুক হাসির মাঝে দেখি দীর্ঘতম সুখের সুরঙ্গ
অনাদিকাল মন মহুয়ার বনে তোমার বসতি;বড্ড অন্তরঙ্গ।
আজল ভরে পান করি জল তোমার কথার মাধুকরী সুধায়,
ভূ-স্বর্গের সহজ লাবণ্য উপচে পড়ে চোখে মুখের সারল্যতায়।
নিরব ব্যথার উপশম তুমি ওগো মৃত্তিকার আবীরমাখা সুনয়না,
যতই হোক বদনাম তবুও তোমাতেই নিবাস;লাস্যময়ী ললনা।
রুপকথার সব গল্পগুলি তোমার রূপের রাগে হার মানায়,
গুণের খনি পেয়েছো বুঝি স্বয়ং বিধাতার সিক্ত অনুকম্পায়।
জীবনের গল্প নতুন করে তোমায় নিয়ে লিখি মহাকাব্য,
দুঃখ ভারাক্রান্ত শুকনো নদী;জোয়ার জলে হয়ে ওঠে নব্য।
স্বর্বস্বত্ব সংরক্ষিত @ রহমান লতিফ, মার্চ ২০১৯
১৬ ই মার্চ, ২০১৯ রাত ১২:০২
ল বলেছেন: আসসালামু আলাইকুম,
আকতার ভাই আশাকরি ভালো আছেন। আপনার মতো সাহিত্য সমালোচকের এমন মন্তব্য নিঃসন্দেহে অনেক বড় পাওয়া।
কবিতাটি ভালোলাগায় মুগ্ধ হলাম।
২| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ১১:৫৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ হলাম।
১৬ ই মার্চ, ২০১৯ রাত ১২:০৩
ল বলেছেন: সুজন ভাই,
আশাকরি ভালো আছেন।
কবির কাছ থেকে এমন মন্তব্য প্রণিধানযোগ্য।
ধন্যবাদ নিরন্তর প্রিয় ভাই।
ভালো থাকুন
৩| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১২:৫৮
আকতার আর হোসাইন বলেছেন: ওয়া আলাইকুম আসসালাম ভাই...
কি যে বলেন... অতি নগণ্য মানুষ আমি।
নিজের ভাল লাগা নিজের মন্দ লাগা প্রকাশ করি নির্দ্বিধায়। শুধু এটুকুই। কোব লেখার সমালোচনা করার যৌগ্যতা এখনো হয়ে উঠেনি।
শুভ রাত্রি। ভাল থাকবেন। ভাল রাখবেন।
১৬ ই মার্চ, ২০১৯ রাত ১:০৭
ল বলেছেন: জ্ঞানের শেষ স্তরে মানুষকে বিনয়ী হতে শিখায় - আপনার এমন বিনয় বনত কথাগুলো হৃদয়ে নিলাম।
মানুষ কখনোই অতি নগণ্য নয় - সবসময় মানব হিসাবে গণ্য হওয়াটা কাম্য।
হোন আরো পরিণত এই কামনায়।
শুভ হোক আপনার আজ ও আগামী।
ভালোবাসা রইলো।
৪| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১:০৬
মুক্তা নীল বলেছেন: ল' ভাই , মাথায় এতো বড় ঘোমটা দিলেন, ঘন কালো কেশ, মায়াবী চোখ, মিষ্টি হাসি কিছুইতো দেখতে পেলাম না, (হা হা হা)
আরে মজা করলাম । কবিতাটা সুন্দর ও স্বছ।
জীবন কাব্যে সব সময়-ই ভালো থাকুন ।
শুভ রাত্রি। আর কি, আসসালামু আলাইকুম।
১৬ ই মার্চ, ২০১৯ রাত ১:১২
ল বলেছেন: হা হা হা ---
লাজুক লতা -
মুক্তা কি আর যায় সহজে দেখা!!!
যায় কি সুতো ছাড়া গাঁথতে মুক্তোর মালা!!
গুপ্তরূপ দেখে মেটে কি মনের জ্বালা!!
জীবন কাব্যে ভালো থাকুন --- অসাধারণ সুন্দর চাওয়া হোক পাওয়া।
আলাইকুম সালাম ও রাহমাতুললাহ প্রিয়।
৫| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১:৫০
ইকবাল সরদার বলেছেন: Live with hot temperature
১৬ ই মার্চ, ২০১৯ রাত ২:০৬
ল বলেছেন: নান্দনিক-------------------------
ভালবাস তুমি মোরে।
৬| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ২:৫৬
মাহমুদুর রহমান বলেছেন: ছবিতে ও কবিতায় রাশি রাশি মুগ্ধতা রেখে গেলাম।
১৬ ই মার্চ, ২০১৯ রাত ৩:২৫
ল বলেছেন: সুপ্রিয় কবি,
ভাললাগার বিষয়গুলো হয় একান্ত নিজস্ব
আর কাউকে মুগ্ধ করতে পারাটাতেই বুঝি কিছুটা হলেও জীবনে তৃপ্তি ঢেঁকুর তুলে ধরা যায়।
পাঠে ও আকুল করা মন্তব্যে পুলকিত হলাম।
ভালো থাকুন বেশ করে---
৭| ১৬ ই মার্চ, ২০১৯ ভোর ৬:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয়লতিফভাই ,
কবিতার প্রতি পরোতে পরোতে মাটির সোঁদা গন্ধ পেলাম । আক্তার হোসাইন ভাইয়ের সঙ্গে আমিও সহমত যে কবিতাটি পাঠ করার সঙ্গে সঙ্গে পল্লীকবি জসীমউদ্দীনের কথাই মনে পড়ে গেল । চাইনা কোন আধুনিক সভ্যতা নয় ,মাটির দেশের মেয়েরাই আমাদের গর্ব ;আমাদের ঐতিহ্য ; আমাদের ভবিষ্যৎ । সুন্দর কবিতাতে ভালো লাগা। ++
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
১৬ ই মার্চ, ২০১৯ ভোর ৬:৫৫
ল বলেছেন: শুভ সকাল হে প্রভাতফেরির যুবা,
কোন আধুনিক সভ্যতা নয়,মাটির দেশের মেয়েরাই আমাদের গর্ব;আমাদের ঐতিহ্য ; আমাদের ভবিষ্যৎ । (পদাতিকচৌধুরী)
আমার মনে হয় এটা একটা সেরা কোটেশন হয়ে গেলো.......
কবিতার চেয়ে মাঝে সাঝে মন্তব্যগুলি বেশি ভালোলাগা জানান দেয়।
৮| ১৬ ই মার্চ, ২০১৯ সকাল ৭:২০
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
১৬ ই মার্চ, ২০১৯ রাত ৮:১৭
ল বলেছেন: অফুরন্ত ধন্যবাদ প্রিয় ভাই।
ভালো থাকুন।
৯| ১৬ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫৮
আমি মুক্তা বলেছেন: দারুন! ভালো লাগল কবিতাটি! এক সবুজ গাঁয়ের সবুজ কন্যার উপখ্যান!
১৭ ই মার্চ, ২০১৯ রাত ১২:৪৩
ল বলেছেন: ধন্যবাদ ডিজুস মুক্তা ---
সবুজ গাঁয়ের সবুজ কণ্যা ঘর বাঁধুক আপনার অবুঝ মনে।
কবিতাটি ভালোলাগায় আপ্লুত হলাম।
ধন্যবাদ নিরন্তর।
১০| ১৬ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৪
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম
প্রিয় লতিফ ভাই।
মাটির দেশের মেয়েদের যেন আধুনিকতার দানব স্পর্শ না করে।
তারা এমন মায়াবী, মমতাময়ই হয়ে থাক।
১৭ ই মার্চ, ২০১৯ রাত ১২:৫০
ল বলেছেন: আলাইকুম সালাম প্রিয় অনুজ,
এখনো কিছু লোক এই ইট পাথরের শহরে মৃত্তিকার রসগর্ভে পরিপূর্ণ করে --- সবাই তো দানব নয়, কেউ কেউ বীরত্বের উৎস হয়ে ওঠে।
একজন মমতাময়ী রমনী তোমাকে আপন করে নিক এই কামনায়।
১১| ১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৮
আরোগ্য বলেছেন: গ্রামীন পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্যময় ললনা।
১৭ ই মার্চ, ২০১৯ রাত ১২:৫২
ল বলেছেন: প্রাকৃতির মতো তার হৃদয় নিংড়ানো সবুজবীথি আকৃষ্ট করে আজও আগামী --
পাঠে ও মন্তব্য করার জন্য অফুরান ভালবাসা প্রাণের স্পন্দন ভাইটাকে।
ভালোবাসা রইলো।
১২| ১৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
নীল আকাশ বলেছেন: চমৎকার কবিতা।
লতিফ ভাই, এ যেন একটানে সবাইকেই তো মাটির কাছাকাছি নিয়ে গেলেন।
সোঁদা মাটির গন্ধে ভরা কবিতার ঘ্রাণ যেন খুবই পরিচিত লাগলো!!
ধন্যবাদ।
১৭ ই মার্চ, ২০১৯ রাত ১২:৫৩
ল বলেছেন: প্রিয় গল্পকার,
মনভোলানো মন্তব্য করার জন্যে আপনিই সেরা।
আপনার শবনম কাহিনি এখনো পড়ছি!! দারুণ সব কথা আর থিম।
মুগ্ধতা রইলো।
১৩| ১৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দেশি ভাই,
প্রাণের কথাগুলো আপনি কাব্যিকভাবে বলে দিয়েছেন। আসলেই মুগ্ধতা ভাইজান
ব্যস্ততার কারণে আপনার খোঁজখবর নেয়া হয় না!
কেমন আছেন আপনি?
১৭ ই মার্চ, ২০১৯ রাত ১২:৫৫
ল বলেছেন: সৈয়দ ভাই,
আপনার এমন ভালোবাসা আমাকে প্রেরণা দেয়।
প্রাণের কথাগুলো আপনি কাব্যিকভাবে --- কি যে বলেন ভাই,,, যাক প্রবিএীর আলোয় আলোকিত হোন।
ভালো থাকুন। কাছে থাকুন।
১৪| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৮:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: মাটির মেয়ে পছন্দ করে তো? এমন মাটির গন্ধ মাখা কাব্য!
না আধুনিকতার বাতাসে মন শুধু উড়ে উড়ে যায়....
হা হা হা
১৭ ই মার্চ, ২০১৯ রাত ১২:৫৮
ল বলেছেন: মাটির মেয়ের কাব্যিক দৃষ্টিকোণে আশ্রিত হয় না এমন কাব্য --
আধুনিকতায় ও একদম নাই, শুধু ধার্মিকতার আবরণে আবৃত।
ভালোবাসা প্রিয় কবি।
ভালো থাকুন নদী ও প্রকৃতির মতো।
১৫| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:৪৯
জুন বলেছেন: মাটির মেয়েদের নিয়ে সোদা মাটির গন্ধ মাখানো কবিতায় ভালোলাগা ল
+
১৭ ই মার্চ, ২০১৯ রাত ১:০০
ল বলেছেন: মাটির মেয়ে,
মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা।
আপনাকে জানাই মৃত্তিকার সোঁদা মোহ নিমজ্জিত শুভেচ্ছা।
ভালো থাকুন।
১৬| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৩:১৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: চমৎকার একটা জসিমউদ্দিন জসিমউদ্দিন ঘ্রান আছে। আর পড়তে লেগেছে জলের মত। সাবলীল।
১৭ ই মার্চ, ২০১৯ ভোর ৪:৩০
ল বলেছেন: আহ,,,
এত উঁচু মানের মন্তব্য দেখে বাকরূদ্ধ হলাম।
জলের মতো পড়তে ভালো লাগাটা স্বস্তির সুবাতাস বইয়ে দিলো।
ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন স্বচ্ছ জলের মতো।
শুভ কামনা নিরন্তর।
১৭| ২০ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:০৭
জাহিদ অনিক বলেছেন:
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা-------------
শুভেচ্ছা মিঃ ল
২০ শে মার্চ, ২০১৯ রাত ১০:৫৯
ল বলেছেন: ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন
শুভ কামনা নিরন্তর।
১৮| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:০১
মুক্তা নীল বলেছেন: ল' ভাই,
আজ ২১শে মার্চ। বিশ্ব কবিতা দিবস।
তাই আমার প্রিয় কবিকে এই দিনের জন্য অন্তর থেকে শুভেচ্ছা রইলো। আপনি আমার প্রিয় কবি আর মুনিরা আপা কবি রাণী ।
মুনিরা আপাকেও শুভেচ্ছা জানাবো।
আপনার আরও অনেক সুন্দর লেখা পাবো, এই আশা রাখি। আর আমার মনে আছে বই দুটোর কথা, লিখবো।
আমি আপনাদের মতো কবিতা লিখতে পারি না, আমার প্রিয় কিছু লাইন পাঠালাম
প্রিয়জন চলে গেলে মানুষই ব্যথিত হয়,
আকাশ নির্বিকার, আকাশ কখনও নয়।
তোমরা মানুষ, তাই সহজেই দুঃখ পাও,
হে ঈশ্বর, আমাকে আকাশ করে দাও।
___নির্মলেন্দু গুণ
সামু আবার আগের মতো প্রাণ ফিরে পাবে।
২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৬
ল বলেছেন: Omg!!!!
Very inspiring word from a solid soul,
Much appreciated❤
কবিতা দিবসে আপনার প্রতি আলোকিত দিনের শুভেচ্ছা এবং শুভ কামনা।
১৯| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:১২
মুক্তা নীল বলেছেন: আমি পোস্ট করার পর দেখছি, আপনি নতুন একটি পোস্ট দিয়েছেন। আপনার লেখা পড়ে পড়ে ওটাতে লিখবো।
২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:১৭
ল বলেছেন: শ্রদ্ধা
২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯
ইসিয়াক বলেছেন: তোমার সহজ লাবণ্য এবং উপচে পড়া সরলতায় আমার হৃদয় মাতাল হয়
গুণের খনি পেয়েছো বুঝি স্বংয়বরা তুমি বিধাতার সিক্ত অনুকম্পায়।।
কবিতায় ভালো লাগা ,ভালোবাসা , মুগ্ধতা এবং মুগ্ধতা ।।।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৭
ল বলেছেন:
হৃদ্যতাপূর্ণ ভালোবাসা রইলো অনন্ত কাল, যুগ যুগান্তরে।।।
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ১১:৪৯
আকতার আর হোসাইন বলেছেন: বাহ, খুব ভালো লেগেছে। মাটিদের দেশের মেয়ে। আমাদের পল্লী নিয়ে লেখা। জসিম উদ্দিনের কথা মনে পড়ে গেল। তুলনা করছি না। কবিতার বিষয়বস্তু জসিম উদ্দিনের কথা মনে করিয়ে দিল।