নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
নিঃসন্দেহে 'মা' পৃথিবীর সবচেয়ে মধুর ও জনপ্রিয় নাম।এই জগৎ সংসারের শত দুঃখ,সুখের খেলায় সন্তানের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ জননী স্বাগীয় সুধা।৷মা কথাটি খুবই ছোট্ট কিন্তু এর গুরুত্ব ও ব্যাপ্তি অপরিসীম।এই দুনিয়ার আলো, বাতাস,দেখতে পাই যার জন্যে তিনিই মা।একজন মমতাময়ী কত যে কষ্ট করে তার সন্তানকে পৃথিবীর আলোর মুখ দেখান তা অবশ্যই জন্মদাত্রী মা ছাড়া আর কেউ বলতে পারবে না। শুধু নামেই বড় নয়,মমতা আর ক্ষমতায় তাবৎ পৃথিবীর সবকিছু থেকে প্রবল ক্ষমতার অধিকারী হলেন মা। যুগে যুগে পৃথিবীর সব ধর্মে,সব সাধক,সব যাজক,সব রাজা বাদশা,রথী,মহারথী,মাকে দিয়েছেন অমরত্বেরও মর্যদা।বর্তমান কর্পোরেট যুগে সবকিছুই বাণিজ্যিক আর রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়। মা শব্দটা ও তার ভয়াবহ হিংস্র-শিকার।
ইদানীং মা শব্দের অপ-প্রয়োগ,বাহারি স্লোগান শোনতে শোনতে বাকরুদ্ধ হয়ে যাই। মনে হয় নকলের যুগে এই প্রিয় নামটি-ই বুঝি তার সরলতা,সৌরভ ও মাধুর্যতা হারিয়ে ফেললো।
-যেমন শুনি কেউ গেয়ে উঠে,
আমার মা, তোমার মা!
মানবতার মা! মহান মা!
কেউ বলে আবার বলে
আমার মা! আমাদের মা!
গনতন্ত্রের মা। উন্নয়নের মা! কল্যাণের মা!
দেশের মা! দশের মা! নদের মা! সমুদ্রের মা! ভাতের মা!ভাষার মা! ভোটের মা!
আশার মা!নেশার মা!
আসল মা! নকল মা!
এক গুষ্টি আবার গেয়ে উঠে,
---মায়ের হাতে দেশ,পথে আছে দেশ।
----মা তুমিই বাংলাদেশ।
অপর পক্ষ যুক্তি তুলে,
আমার নেত্রী,আমার মা,
মাকে আমার রাখবে জেলে সাধ্য কোন হালার না?
---আপোষহীন মা, তুমি মানেই গনতন্ত্র।
কত রঙ আর কত ঢংগে মাকে উপস্থাপন করে তা ভাষাহীন।
হযরত মুহাম্মদ (সঃ) এক হাদীসে বলেছেন,
“ যে ব্যক্তি মা অথবা বাবার চেহারার দিকে একবার মায়ার নজরে, মহব্বতের নজরে তাকায় । তার আমল নামায় একটি কবুল হজ্বের সওয়াব দেওয়া হবে।”
এক সাহাবী প্রশ্ন করলেন হে আল্লাহর রাসুল, কেউ যদি এক হাজার বার এই ভাবে তাকায়? রাসুল (সঃ) উত্তর দিলেন, তার আমল নামায় এক হাজার কবুল হজ্বের সওয়াব দেওয়া হবে । (সুবাহানাল্লাহ )
ধনী হোক আর হত দরিদ্র হোক মা একজন মহীয়সী নারী।মায়ের জন্য ছেলের ভালবাসা আছে আর থাকবে এটাই নিয়ম, যতদিন চন্দ্র, সূর্য নিজ কক্ষপথে চলবে।যতদিন রইবে পৃথিবীর মানচিত্র। মা ছেলে এমন নজীর বিহীন ভালবাসা সব সমাজে, সব সময় পরিলক্ষিত হয়।
বায়েজিদ বোস্তামির কাহিনী আমরা কমবেশি সবাই জানি।
একদিন বায়েজিদ বোস্তামীর মা গভীর রাতে হঠাৎ ঘুম থেকে জেগে পানি খেতে চাইলেন। বালক বায়েজিদ পানি আনতে গিয়ে দেখলেন কলসিতে পানি নেই। বায়েজিদ গভীর রাতে বহু দুরের ঝর্ণা হতে পানি নিয়ে এসে দেখলেন মা আবারো ঘুমিয়ে পড়েছেন। কিন্তু তিনি মায়ের ঘুম না ভাঙ্গিয়ে সারারাত পানির গ্লাস হাতে মায়ের শিয়রের কাছে দাঁড়িয়ে প্রতিক্ষায় রইলেন কখন প্রিয় মায়ের ঘুম ভাঙে আর কখন পানি চেয়ে বসে এভাবেই এক সময় রাত কেটে ভোরের আলো এলো। মা ঘুম থেকে জেগে দেখলেন তার প্রাণপ্রিয় ছেলে বায়েজিদ তখনো শিয়রের পাশে দাঁড়িয়ে আছে গ্লাসে হাতে পানি নিয়ে।মায়ের প্রতি এই ভক্তি আর ভালোবাসা দেখে মা মনে আবেগ তাড়িত হয়ে কেঁদে বুক ভিজিয়ে দেন।এমন শ্রদ্ধা মায়ের জন্যে দেখে মা অশ্রুসজল চোখে সেদিন বায়েজিদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন যার ফলশ্রুতিতে হযরত বায়েজিদ বড় হয়ে বিশ্ব বিখ্যাত আউলিয়াদের একজন হয়ে গেলেন।
এখনো কত শত বায়েজিদ বোস্তামীর মতো মায়ের সাথে আচরণ করে যাচ্ছে সে রকম কাহিনী আমাদের দৃষ্টির সীমানায় আসে না।
এইতো কিছুদিন আগে রোহিঙ্গা ছেলে মা'কে মাথায় নিয়ে নাফ নদী পাড়ি দিয়ে মাইলের পর মাইল হেঁটে বাংলাদেশ প্রবেশ করে।
মা ছেলের ভালোবাসা কোন প্রতিদান চায় না। নিঃস্বার্থ ভালোবাসা। সফেদ ভালোবাসা।
দু'চারটা বিচ্ছিন্ন কাহিনী অবশ্য আছে যা আমাদেরকে পীড়া দেয়।যেমন ধরুন মা কে কোন মানব শিশু বৃদ্ধশ্রমে রেখে আসে বাবা মা কে বিভিন্নভাবে অপবাদ,অপমান করে যা মোটেই কাম্য নয়।
পবিত্র কোরআন আল্লাহ বলেছেন,
তোমরা কোন অবস্থাতেই পিতামাতার সাথে "উফ" শব্দটা ব্যবহার করো না। তাই আমরা যেন মায়ের সাথে কোনক্রমেই খারাপ আচরণ না করি। মায়ের সাথে কোন কিছুর তুলনা না করি।মাকে ভালোবাসি।মায়ের ভালবাসা সবসময়ই হয় অকৃত্রিম,নির্মল প্রকৃতির মতো।মায়ের হৃদয়ের সব ভালবাসা থাকে তার সন্তানের জন্যে। সেই প্রমাণ মা যে কোন অবস্থা দিতে পারে।সন্তানের জন্যে মায়ের ত্যাগ পৃথিবীর ইতিহাসে অজস্র,আর মায়ের জন্যে সন্তানের ত্যাগ হাতেগোনা নগণ্য।
তাই বলি,
যতই তোমায় ভাসুক ভালো
পৃথিবীর কোন জন,
মায়ের চেয়ে আপন বলো
কে সেই জন?
ভালোবাসার অপর নাম হোক মা। ভালোবাসি মা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৪
ল বলেছেন: আসসালামু আলাইকুম প্রিয় নীল আকাশ ভাই,
অনেক পুরনো লেখাটা ড্রাফটে ছিলো - পোস্ট দিলাম,
লেখাটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মায়ের নাম নিয়ে যে হারে বাণিজ্য চলছে তার একটু তুলে ধরা।
ধন্যবাদ নিরন্তর।
ভালো থাকুন।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছবিটা দেখেই আমার সন্দেহ হয়েছিল এটা সঠিক ঘটনা নয়। পরে ইন্টারনেট সার্চ করে সত্যতা পাই। এখানে যে কাহিনী বর্ণনা করা হয়েছে তা ডাহা মিথ্যা। আর এর আগে মৃতদেহর জন্য শকুনের অপেক্ষারত ছবির ফটোগ্রাফারের সাথে মিল রেখে এই ছবির ফটোগ্রাফারেরও ভূয়া ডিপ্রেশনার গল্প বানানো হয়।
view this link
তবে মা-কে নিয়ে লেখাতে সহমত...
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৬
ল বলেছেন: ছবির বিষয়টা আসল নয় আসল হলো মায়ের নামে কি চলছে তার কিছুটা এলোমেলো চিন্তা তুলে ধরা।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৩
আহমেদ জী এস বলেছেন: ল,
পোস্টের বক্তব্য বোধগম্য। যত্রতত্র "মা" শব্দটির ব্যবহার নিশ্চয়ই মা এর প্রতি শ্রদ্ধা রেখে নয় , বরং স্বার্থসিদ্ধির মোক্ষম হাতিয়ার হিসেবেই করা হয়।
আসলে "মা"য়ের তুলনা "মা"-ই। তাকে কোনও গন্ডির ভেতরে আটকে রাখা শুধু দুরূহ-ই নয়, অকল্পনীয়ও।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৭
ল বলেছেন: ধন্যবাদ খুব সুন্দর করে স্বভাবসুলভ অমায়িক মন্তব্য করার জন্য।
মায়ের তুলনা মা- ই ---
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় লতিফভাই,
বেশি পড়ার সুযোগ হয়নি। সময় নিয়ে আবার আসছি। তবে সেই টুকুতেই পোস্টে লাইক ।
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৮
ল বলেছেন: ভালো থাকুন সবসময়।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৪
ডাব্বা বলেছেন: ছবির গল্পটি সত্য নয়।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৯
ল বলেছেন: ছবির গল্প টা সঠিক না হলেও মায়েরা এমন করে সন্তানের জন্য জীবন উৎসর্গ করে তা নিঃসন্দেহে বলা যায়।
পাঠে কৃতজ্ঞতা।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১
মা.হাসান বলেছেন: বক্তব্য অত্যন্ত সত্য। চাটুকারেরা অনেক রকমের মা আবিষ্কার করেছে। মা মাই। পোস্টে সত্যিকারের লাইক।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১১
ল বলেছেন: শক্তিমান মন্তব্যে প্রীত হলাম।
মায়ের আসন কেউ নিতে পারে না, মা তো মা- ই তাই মায়ের নাম নিয়ে ব্যবসা আর অপ রাজনীতি বিষয়ের কাটা মনে হয়।
পাঠে ও মন্তব্য করার জন্যে ধন্যবাদ।
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
এদিকে আমি আমার মার সাথে কঠিন ঝগড়া করেছি। এখন নিজেরই খারাপ লাগছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৩
ল বলেছেন: কঠিন ঝগড়া টা কঠিন ভালোবাসা দিয়ে মিটিয়ে দেন।
আপনাকে কি রাগ মানায় - আমাদের শান্ত নদীর মতো রাজীব ভাই।
ভালো থাকুন।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫০
প্রামানিক বলেছেন: মায়ের ভালোবাসা নিঃস্বার্থ হয় অথচ এখন কিছু স্বার্থ লোভী মায়ের দোহাই দিয়ে নানান রকম স্লোগান দিয়ে মাকে বিতর্কিত করে থাকে। চমৎকার একটি বিষয় নিয়ে লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩২
ল বলেছেন: গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ প্রিয় ছড়াকার।
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৬
নীলপরি বলেছেন: চিরকালীন বিষয় । ভালো লিখেছেন ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩০
ল বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫১
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম।
প্রিয় লতিফ ভাই কেমন আছেন?
আমিও কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম যে পানিতে এক হরিণ শাবক ভেসে যাচ্ছে।
একটা কুমির এগিয়ে আসছে ওটার দিকে।
হঠাৎ মা হরিণ ছুটে এসে কুমিরের সামনে থামলো।
কুমির বাচ্চাটাকে বাদ দিয়ে মা হরিণকে আক্রমণ করলো।
ভিডিওটা দেখে মনে হলো পশুদের মায়েরা যদি এমন হয়, তাহলে আমাদের মায়েরা আমাদের জন্য কত ভাবেন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩১
ল বলেছেন: আলাইকুম সালাম প্রিয় ভাই,
আলহামদুলিল্লাহ ভালো আছি।
তোমার মন্তব্যের উপর আর কোন কথা নেই।
মা তো মা- ই।
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩
আরোগ্য বলেছেন: মায়ের সাথে কি কারো তুলনা হয়। আমাদের তো আবার বড় খালা ও মামীকে বড় আম্মু ও ছোট মা শিখানো হয়েছে। এসব ডাক খুবই অপছন্দ করি এখন কিন্তু চাইলেই বাদ দেয়া যাবে না। এ ধরনের ডাক কেবল মা বাবার জন্যই বরাদ্দ রাখা উচিত। অন্যকে ডাকলে তারা এই ডাকের মর্যাদা দিতে পারে না।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩২
ল বলেছেন: বিষয়টি আসলেই সীমাবদ্ধ থাকা উচিৎ মা আমার মায়ের মধ্যে।
ভালো থাকুন।
১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:১৭
মুক্তা নীল বলেছেন: ল"ভাই ,
কেমন আছেই?
আপনার এই লেখাটার সুবাদে সকল মায়েদের জানাই শ্রদ্ধা ও সম্মান । আসলেই, মা তো মা -ই।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৩৩
ল বলেছেন: আসসালামু আলাইকুম,
আলহামদুলিল্লাহ ভালো আছি - আশাকরি আপনিও ভালো?
পৃথিবীর সকল মায়েদের জানই বিনম্র শ্রদ্ধা সেই সাথে একজন মমতাময়ী রমনী হিসাবে আপনাকেও জানাই সহস্র শুভেচ্ছা ও শুভ কামনা।
১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:২৪
মুক্তা নীল বলেছেন:
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৩৫
ল বলেছেন: আহ হা ---কৃতজ্ঞতার বাঁধনে জড়ালেন --
একটা দাবি নিয়ে বলি সময় করে আপনার মতামত ই -মেইল দিয়েন --- [email protected]
ধন্যবাদ নিরন্তর।
১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫২
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা রহমান লতিফ ;
মা নিয়ে আসলে যত বলি কম বলা হয়। আপনার লেখায় ভালোলাগা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩১
ল বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৩
নীল আকাশ বলেছেন: শুভ সকাল ভাই,
মায়ের গুরুত্ব আর সম্মান কতটুকু সেটা বুঝানোর জন্য নীচের হাদিসটাই যথেষ্ঠ-
ছবিটার কথা আগে একবার শুনেছিলাম। আজকে নিজের চোখে দেখার পর আমি নিজে পুরোপুরি স্তব্ধ হয়ে গেছি।
চমৎকার একটা বিষয় নিয়ে লিখেছেন।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!