নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
নিঃস্বার্থ ভালোবাসার খুঁজে!
************রহমান লতিফ *******
কেউ হবে ক্রান্তিকালের কান্ডারী;বৃথাই এমন নিঃস্বার্থ মানুষ খোঁজা!
নিদারুণ স্বার্থ এই নশ্বর পৃথিবীর;কঠিন পাটাতনে গুঁজা।
অভিলাষে মেতে রয় প্রিয়জন-মেটাতে নিজস্ব গোপন অভিসন্ধি,
নিষিদ্ধ প্রবণতাগুলো আঁকড়ে-বাদুড়ের মতো ঝুলে যত দুরভিসন্ধি।
অতৃপ্ত বাসনায় আপন-পিয়াসীদের মাঙ্গি মঙ্গলভিক্ষার ফর্দ,
সর্বমঙ্গল কামনায় রত দরদীরা;সুযোগে ঢেলে জখমের দগ্ধ।
সংকীর্ণতায় কুক্ষিগত করে যত সুখগল্প;ঝেড়ে ফেলে সংশয় সংকল্প,
আচমকা মাথার ওপরে ছাতাটা সরে গিয়ে;আর্দ্র শরীর হয় বৃষ্টিসিক্ত।
কখনো আত্নমগ্ন আমি বিষন্ন বিকাল কিংবা উদাস আকাশে দেখি ধোঁয়ার গীতিকবিতা,
কখনো আবার স্পর্শের সুখে কাতর হৃদয়ের তীব্র দাবদাহে চাই;বিনা সুদে ভালোবাসা।
শাখাচ্যুত আমি অহর্নিশ খুঁজি সে সুজন;নিখাঁদ আন্তরিকতায় ভরপুর মহামতি,সাচ্চা,
হৃদয়ের তলদেশে চাপা আশা;কেউ কি শুনাবে নিঃস্বার্থ ভালোবাসার কেচ্ছা!
উৎসর্গ- আমার অতি প্রিয় একজন সাধারনের মধ্যে অসাধারণ মানুষ,বাগ্মী পুরুষ, নিরহংকারী, নির্ভীক,স্পষ্টবাদী,অকপটে সত্য কে সত্য আর মিথ্যা কে মিথ্যা বলতে সিদ্ধহস্ত, নীতির ঝান্ডাধারী আর ক্রান্তিকালের কান্ডারী; আমার গুরু" ঠাকুর মাহমুদ" ঠাকুর মাহমুদকে।
স্পেশাল ধন্যবাদ - নীল আকাশ ভাই কে যিনি আগামীর গুরু ।
কপিরাইট@রহমান লতিফ,লন্ডন,ফেব্রুয়ারী,২০১৯
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪২
ল বলেছেন: আরে বা, The President of United Kingdom of Bangladesh ---
ধন্যবাদ নিরন্তর,
এতগুলো প্লাসের ভোট কিন্তু আপনাকেই দিবো হে মহান প্রেসিডেন্ট।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩৮
কহিনূর বলেছেন: ভালো লাগল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪৩
ল বলেছেন: কোহিনুুর জাগলো মনে - ভালোলাগাটুকু হৃদয়ে নিলাম।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন: রহমান লতিফ (ল) ভাই, ভালোবাসা নিঃস্বার্থ হয়না, হওয়া উচিত ও না। “ভালোবাসার বিনিময় হওয়া উচিত ভালোবাসা”। যখনি ভালোবাসা নিঃস্বার্থ হয় তখনি একপক্ষ ডুবে যায় অতলান্তিক সাগরে অথবা অন্ধকার গহ্বরে যার কোনো কূল নেই তল নেই ।
***কবিতা উৎসর্গের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা, ভালো থাকুন, সুস্থ্য থাকুন আর অবসরে লিখুন - যাই মনে আসে তাই লিখুন, মন যদি লিখে শ্রান্তি পায় তো পাক না।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৮
ল বলেছেন: গুরু এখন চাঁদ ওঠে আকাশে, এখন রবী হাসে পুব দিগন্তে
সত্য সৃষ্টির সেরা মানুষের মাঝে এখন ভালোবাসা আছে -
পৃথিবীর বুকে নির্মল ভালোবাসার কোন বিনিময় হয় না শুধু ভালোবাসাবাসির জয়গান।
ভালোলাগায় আপ্লুত।
মন যদি শান্তি পায়--- এখানেই গুরুর বাণী।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৩
রাজীব নুর বলেছেন: ভালোবাসারও কি করুন অবস্থা! খুজতে হয়।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২১
ল বলেছেন: ভালোবাসা তো সোহার কাঠি রুপারকাটি --
ভালোবাসা এখন ডিজিটাল -- টাচস্ক্রীন ভালোবাসা তাই খুজতে হয় নির্মল ভালোবাসা।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩২
হাবিব বলেছেন: স্বার্থ ছাড়া ভালোবাসতে চাইনা আমি!
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা চাই
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩
ল বলেছেন: আপনি সাদাসিধা জীবনযাত্রায় অভ্যেস্ত একজন ভালো মানুষ
সবাই যদি আপনার মত উদার হতো তাহলে সেই কথাই ছিলো না।
ভালো থাকুন আমাদের হাবিব ভাই, আপনার মতো সহজ সরল।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +
উৎসর্গ করেছেন যাকে তার জন্য শুভকামনা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৮
ল বলেছেন: বেশ করে ধন্যবাদ নিবেন প্রিয় সেলিম ভাই।
শুভ কামনা পৌঁছে দিবো তার কাছে মনেহচ্ছে
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬
হাবিব বলেছেন: কবিতা যে সুন্দর হয়েছে তা তো বলিই নি
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯
ল বলেছেন: আহ হা --- মনডা ভরে গেলো স্যার --
স্যারের জন্য পৃথিবীর সকল ভালোবাসাবাসির জয়গান।
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৬
নীল আকাশ বলেছেন: প্রিয় লতিফ ভাই,
নি:স্বার্থ ভালোবাসা শুধুই পাওয়া যায় বাবা মার কাছ থেকে।
স্বার্থের প্রয়োজনে ভাঙ্গি আমরা অনায়েসে আড়ি,
স্বার্থ ফুরালেই স্বপ্নের ডানায় সুদূরে দেই পাড়ি।
আজকালকার ভালোবাসার মধ্যেও কেন জানি খুঁজে পাওয়া যার স্বার্থপরতার দুর্গন্ধ!
মাহমুদ ভাই আমার খুব পছন্দের একজন ব্লগার। উনাকে উৎর্সগ করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমি আপনার গুরুর নয়, প্রিয় ভাই এবং কাছের বন্ধু হিসেবেই থাকতে চাই।
দুর্দান্ত বাংলা শব্দের ব্যবহার! চমৎকার লাগলো কবিতার ভাষার কারুকাজ। লেখাটা ঝকঝকে লাগলো পড়তে......
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৮
ল বলেছেন: প্রিয় ভাই,
স্বার্থের প্রয়োজনে ভাঙ্গি আমরা অনায়েসে আড়ি,
স্বার্থ ফুরালেই স্বপ্নের ডানায় সুদূরে দেই পাড়ি। ----- এই দুটি চরণে তো কবিতার হাজারো শ্লোক প্রোতিত -
আপনি শুধু একজন ভালো মানুষ নয় একজন অমায়িক বন্ধুবাৎসল কর্মবীর-
চট্টলার সিংহ পুরুষ।
আপনি আছেন আমাদের ভালোবাসায়।
সময় করে মন্তব্য করার জন্য ধন্যবাদ নিরন্তর।
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪০
মুক্তা নীল বলেছেন: ভাই
কবিতায় ভালোলাগা রইলো আর ঠাকুরদার প্রতি রইলো আমার অন্তর থেকে ভালোলাগা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:০৩
ল বলেছেন: আশাকরি ভালো আছেন
কবিতায় আপনার উপস্থিতি অন্যরকম ভালোলাগা হৃদয়ে দোলা দেয়, মনে হয় কবিতাটি এই বুঝি পৃ্র্ণতা পেলো।
ঠাকুর দা নয় - ঠাকুর মাহমুদ গুরু হবে -
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
কমেন্টে “দ্যা প্রেসিডেন্ট, কহিনূর, রাজীব নুর, হাবিব মশাই (স্যার হবে না) নীল আকাশ, মুক্তা নীল সহ লতিফ ভাইয়ের প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা। ভালোবাসার নীল সাগরের স্বচ্ছ পানি আপনাদের জীবনে ছোঁয়ে যাক প্রতিদিন প্রতিসময়।
সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন, ব্যাস্ত থাকুন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:০৫
ল বলেছেন: দি সি আই পি গুরু আপনার ভালোবাসা হোক চলার পাথেয়
ছায়া হয়ে থাকুন আমাদের মাঝে
আমাদের আপন হয়ে
ভালোবাসার সবটুকু আপনাকে।
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৮
আরোগ্য বলেছেন: চমৎকার সব শব্দে সুসংগঠিত একটি আবেগঘন কবিতা বড় ভাই।
খুব ভালো লাগলো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:০৬
ল বলেছেন: আবেগঘন ভালবাসার অভাব যেন আমার ছোট ভাইয়ের না হয়।
ভালোবাসা থাকুক ঘিরে তোমাকে সারাজীবন
কেউ একজন সূদূর থেকে ভালোবাসে এই আশ্বাসবাণী স্মরণ করে সুখে থেকো ।।
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: সরি ! বিলম্বিত আগমনে আবার দুঃখ প্রকাশ করছি প্রিয় লতিফ ভাই।
সুন্দর কবিতা পড়ে মুগ্ধ হলাম। ++
একটি প্রশ্ন 'স্বাচ্ছা' মানে ঠিক বুঝলাম না।
যদি ' সাচ্চা' হয় তাহলে কেমন হয়?
শুভকামনা ও ভালোবাসা প্রিয় লতিফভাইকে।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১০:৫০
ল বলেছেন: ধন্যবাদ নিরন্তর,
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩৮
দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
পেলাস+++++++