নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

ক্ষমা করো সবিতা

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫১

ক্ষমা করো সবিতা
********রহমান লতিফ
****

'ক্ষমা করো সবিতা'!!.
আজও আমার পাষান আত্মা হয়নি সুপ্রসন্ন,
বিলাপরত সজল দুটি চোখ যেন সদা তন্দ্রাচ্ছন্ন,
হয়নি সব স্বপ্ন সফল, নিস্প্রভ রয়ে যায় কিছু আশা!
তাই বালুচরে অট্টালিকা রবে সরব, নিতান্তই দুরাশা --- ----

হয়তো সেবক ভেবেছো!!!
রসগল্পের পরিতৃপ্ত রসবোধে,
মুক্ত-বিহঙ্গ হয়ে মধু লেপ্টে সারা শরীর--
তবুও একপক্ষকাল দেখোনি- জখমস্নাত বুক!
তবুও একপলক দেখোনি- অশ্রুসজল চোখ!

আমিতো জেনে গেছি!!!
দুঃসাহসী যুবক হারায় না মনোবল;
প্রবল ঝড় কিংবা সমুদ্র প্লাবনে !
অতলস্পর্শী হয় সাগরসম সাহস-
আদ্যোপান্ত বিরহের ভাসমান সমুদ্রে।

নাবিক আমি!
মাস্তুল হাতে মাঝ দরিয়ায় ভেসে,
দমকা হাওয়ার দামাল তোড়ের শেষে!
তরী কখনও না পৌছায় সেই চিরচেনা তীর-ভূমিতে!
তবুও মিনতি,'ক্ষমা করো আমাকে'!!

মন্তব্য ৬২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হৃদয় ছোঁয়া কথামালা কবিতার, পাষাণ হৃদয় যে গলবেই,

মুগ্ধতা রেখে গেলাম কবিতা জুড়ে

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:২১

বলেছেন: নয়ন ভাই!!

হৃদয় ছোঁয়া কথামালা কি না জানি না তবে হৃদয় নিংড়ানো সুদীর্ঘ হতাশার আঁচলে আবৃত শব্দেরা দেয় সাগরের ঢেউ ---


হৃদয় ছোঁয়া মন্তব্যে আলাদা ভালোলাগা।


শুভ কামনা নিরন্তর।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৪৪

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ, দারুণ কাব্যগীতি; প্রিয় রহমান লতিফ ভাই।
তরী সব সময় তীরে ভীড়ে না বলেই এতো বিরহ!! এতো প্রেমের কাব্য রচনা হয়। ++++

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৪৯

বলেছেন: আমার প্রিয় লেখক,

আমার এই অকবিতাটি আপনার কাব্যিক দৃষ্টিকোণে আশ্রিত হওয়ার জন্য আপ্লুত।

বিরহ আছে বলেই নাকি প্রেম মধুর - বিরহে গাঁথা মুক্তোর মালা।

ভালো থাকুন।
প্লাসে অনুপ্রাণিত।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৫

রাজীব নুর বলেছেন: সসহজ সরল সুন্দর কবিতা।

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪০

বলেছেন: শুভ সকাল, প্রিয় রাজীব নুর ভাই,

আপনার এত ধৈর্য দেখে মাঝে মাঝে বিমোহিত হই -- এত সময় করে ব্লগে লেখালেখি ও সবাইকে গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্যে এক বিরল সম্মানে সম্মানিত ব্লগার আপনি।


শুভ কামনা, আল্লাহ আপনার নেক হায়াত দিন ও সাথে সাথে দাঁতের ব্যথার উপশম হোক।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৬

নজসু বলেছেন:



স্বীকার করিতে হইবে যে, সবিতা, পরব্রহ্ম নহেন, জড়পিণ্ড সূর্য্য।
তেজী, জ্বালাময়ী, পাষাণ।

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৮

বলেছেন: শুভ সকাল, ভোরের পাখি।

হা হা ---মজা পেলাম --


পাষাণ প্রাচীরে তুলে ধরি ✊ প্রেমের পতাকা,
যতই জ্বালা দাও ওগো প্রেয়সী সবিতা।

অশাগুলো রয়ে যায় সক্রিয় রাক্ষস
সেবা ব্রত পুণ্য তরুবীথি
চলছে অহর্নিশ
স্বার্থতরী সত্তার ঊর্ধ্বে---

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: লতিফ ভাই,
কেমন আছেন?

আজ ব্লগে ঢুকে মনে হল কোন মসজিদে ঢুকলুম। সবাই ধর্ম নিয়ে লেখছে দেখলাম। অবশেষে আপনার কবিতা দেখে পিড়তে এসে মনে হল আপনার শান্তনা প্রয়োজন, কবিতার শেষে এসে দেখি, দুঃসাহসী নাবিক প্রেমিক তো নিজেই শান্তনা দেয়ার যোগ্য।


খুবই সুন্দর কবিতা হয়েছে।


অপেক্ষা করুন। আমাদের জানান, যদি ক্ষমা না করেন তবে আমরা আন্দোলনে যাব ;)

২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৯

বলেছেন: সবাই ধর্ম কর্ম করুক -- তাইতো আমাদের চাওয়া ---
অনেকেই নামাজ, সুরা, ইসলাম, ঈশ্বর নিয়ে লেখছে দেখে ভালো লাগলো ---

আর তাজুল ভাইয়ের মনটা ভরে উঠুক সুখ শান্তিতে - সাথে আমাদেরও।

মুটামুটি ভালো আছি -- বড্ড কঠিন বিজি সিডিউল।


দোয়ার আর্জি রইলো।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৩

আরোগ্য বলেছেন: শব্দের জাদুকর আপনি বড় ভাই। কবিতায় মুগ্ধতা তবে ছবিটা আমার ভালো লাগে নি।

২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

বলেছেন: শব্দের জাদুকর --- শব্দরা মিছিল মিটিং করতে লাগলো --



একটা ছবি দাও -- এটা বদলে নিবো।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমারো তেমন প্রিয় দেশি ভায়া ;)

২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১০

বলেছেন: দেশি ভায়া -- দারুণ ভালোবাসা -- :``<<

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন: ওঁ কয়জনের কাছে চাইবেক ক্ষমা
কয়জনের মন ভেঙ্গেছেক
সংখ্যাটি কতো তাহা অতি দ্রুত জানাইবেক

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

বলেছেন: বহুত ভাবিয়া গোপাল ভার কহিলেন -- গুরুদেব আপনার হিসাব টা জাঁহাপনা অগ্রে প্রকাশ করিবেক তবেই শিষ্য তাহার হিসাব পেশ করিবেক --



অবশেষে গোপাল কহিল --- যদি মন ভালোবাসে তবে সে তো মানুষ --- একের অধিক আসে যায় মেনে নেয়া টাই নিয়ম বৈকি।

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫

হাবিব বলেছেন:

আমি কি অন্যায় করেছি ভলো?
কেন এতো ব্যথা দাও?
না না......
তুমি তো ব্যথা দাও না আমাকে!
আমি নিজে নিজেই ব্যথা পাই!
তোমাকে ভালোবাসি বলে
ভালোবেসে তোমাকে কাছে চাই বলে!

কিছু কথা না বলাই থাক,
সব বলতে পারিনি, পারবোও না কোন দিন!
কেন? জিজ্ঞেস করোনা সে কথা!
সব প্রশ্নেরই কি উত্তর দেয়াা যায়?
উত্তর জানা থাকলে তো প্রেমের ক্লাসে নকল নিতাম না!

সৃজনশীল প্রেম আমি বুঝিনা ঠিক মতো
অতো আধুনিক আমি হতে পারিনা
পারবোওনা!
ক্ষমা করো সবিতা.......
ভালো থেকো তুমি তোমার জগতে।
আর আসবো না বিরক্ত করতে.........

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৭

বলেছেন: ওরে আমার সুপার ডুপার কবি রে --- এ কি শুধাইলা মোরে --


আমিতো বেবাক অসম্ভব সুন্দর হইবেক --- ইহারইবা আমার কুবিতা থেকে আফনারটা বেবাক সুন্দর ----


দারুণ কবি --- জটিল ছবি।

পোস্ট দেন৷

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৮

বলেছেন: ধন্যবাদ প্রিয় সেলিম ভাই,


মন্তব্যে আনন্দিত হইলেম।


ভালো থাকুন সবসময়।

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৯

হাবিব বলেছেন: ছবিটা ......... :| :|

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

বলেছেন: আসতাগফিরুললাহ --- মজা নেন -- ভাবিকে বলবেক,
চোখের পর্দা করেন। ---

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৯

নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন ।
++
শুভকামনা

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪১

বলেছেন: প্রিয় সুহানি ---

আপনার ভালো লাগায় মনডা ভালা হয়ে গেলো।


প্লাসে অনুপ্রাণিত ও অনুনয়সূচক ভালোবাসা।


ভালো থাকুন, গল্প কবিতায়,জীবনের সুখসম্পদে।

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩২

হাবিব বলেছেন:




আমি যে আপনাকে ভালা পাই, তাই কইলাম.........
আপনাকে.......

কবিতা তো বড্ড...........গোছালো এবং
সুন্দর লাগলো।

কিন্তু ছবিটাতে তাকালে কবিতার সৌন্দর্য্য কমে যায়.....
চোখ আটকে যায় বুকে......

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩

বলেছেন: সবিতা কে দেখে " ক্রাশ"খেলে কবিতার মমতায় পড়বেক ---


আমিও ভালা পাই -- সবিতাও আপনাকে ভালা পায় ইদানীং --

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪২

হাবিব বলেছেন: যে ছবি টাঙ্গাইছেন তাতে কিন্তু আপনিও সমান ভাগিদার হবেন

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬

বলেছেন:

প্রেম শ্বাসত রহস্যময় -- প্রতিমার দিকে কে কেউ তাকালে নেকি আর কেউ তাকালে গুনাহ -- সবি রহস্য।


আপনাকে একটা সুসংবাদ দেই --- সুরা তারিক আপনার লেখা অবলোকন করেন আমিও সাহস করে লিখে ফেলেছি ---

১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩

আহমেদ জী এস বলেছেন: ল,



নিরাপদ আশ্রয় ছেড়ে অনিশ্চিত আরেক আশ্রয়ের খোঁজে, নোঙর তুলে এক নাবিকের পথ হারানো যাত্রা যেন!

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫০

বলেছেন: হেটস অফ!!

আপনিই কবিতার শিল্পী -কবিতার রাজ রাজর্ষী আপনাতেই রপ্ত।

কবিতার নাড়িভুড়ি বের করে দিলেন এক কথায় --- লাভ ইউ।

শ্রদ্ধা নিবেদন করলাম।

১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬

হাবিব বলেছেন: আহমেদ জী এস বলেছেন: ল,
নিরাপদ আশ্রয় ছেড়ে অনিশ্চিত আরেক আশ্রয়ের খোঁজে, নোঙর তুলে এক নাবিকের পথ হারানো যাত্রা যেন!

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫১

বলেছেন: আহমেদ জি, এস একটি নাম একটি কবিতা, একটি উপাখ্যান -

১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন:
দেখি আজ প্রথম দুটি স্তবকের একটু উত্তর করতে পারি কিনা।
আমি যখন সবিতা ...


তুমি ক্ষমার কথা বলছো! ক্ষমা!
তবে কেন তোমার আত্মা আজও অতৃপ্ত?
সজল চোখে তব কিসের আকুতি?
তোমার মনে সাধ আছে, স্বপ্ন আছে,
তুমি ময়ালসাগর পাড়ি দেবে বলেছিলে ।
সেদিনও বাঁধতে পারিনি তোমাকে,

তুমি না বিতান!
বিশ্বসংসারে যার অবাধ বিচরণ।
তব কিসের তরে তোমার হেন বিলাপ!
আমি শুধু দূর থেকে চেয়েছি তোমারে,
উঁচু আরো উঁচুতে,দূর থেকে দূরান্তরে ;
মুক্তবিহঙ্গের ন্যায়।

হা হা হা... কিছু পাগলের প্রলাপ বকলাম।
ক্ষমা করবেন প্রিয় লতিফভাই।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।


২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৩

বলেছেন: চৌধুরী ভাই,,


এটা কোন প্রলাপ নয় -- শক্তিমান এক কবির কবিতা ---


এটা পোস্ট দিয়ে দেন -- দয়া-করুণাসূচক আবেদন করলাম --- পোস্ট দেন।


দারুণ উপলব্ধি থেকে লেখা ++++

১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬

হাবিব বলেছেন: বাহ বাহ, পদাতিক ভাই, চমৎকার উত্তর কাব্য

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৪

বলেছেন: মনে হয় দাদার ছেলেবেলায় সবিতা কে কোন একসময় ভালো লেগেছিল তাই এমন মধুর কাব্য ---


অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু।

১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮

হাবিব বলেছেন: সুরা তারিক আপনার লেখা অবলোকন করেন আমিও সাহস করে লিখে ফেলেছি
---অপেক্ষায় রইলাম। শুব কামনা আপনার জন্য

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৭

বলেছেন: পোস্ট দিয়ে দিবো একসময় কিন্তু ভুল হলে আপনি সম্পাদনা করে দিবেন --- ধন্যবাদ প্রিয় কবি।


আপনার কুরআনিক সনেট দেখে ব্লগে অনেকেই আমার মতো ইসলামিক কবিতা পোস্ট দিতেছে - সবই আপনার তৈরি করা প্লট।

২০| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৭

হাবিব বলেছেন: লতিফ ভাই, আপনাকে আজকে অনেক বিরক্ত করলাম.......
মনে কিছু নিয়েন না। :|

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৩

বলেছেন: আমিতো আড্ডার মানুষ -- ভালোবাসা প্রিয় কবি

২১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা...
সবিতারা যে বড্ড লাজুক। সময়ে মুখে কিছু না বললেও শতবর্ষ পরে সেই চাহনি যে মোনালিসা হয়ে রয়।

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৭

বলেছেন: অবক্তব্য যথকথা উথলে ওঠে সময়ে অসময়ে
অসীমের হাত ধরে জীবম নদী বয়ে চলে ---
লাজুক লতার মতো বেড়ে ওঠে দীর্ঘশ্বাস
সবিতার স্মৃতিগুলো গীতিময়ী সবিস্তার।






২২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৭

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অসাধারণ।।শুভকামনা।।

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮

বলেছেন: সালাহউদ্দিন ভাই,

আপনার ভালোলাগাটুকু হৃদয়ে সুখ স্মৃতি করে নিলাম।


মন্তব্যে আপ্লুত।

ভালো থাকুন সবসময়।

২৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৮

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:১৪

বলেছেন: প্রিয় দাদা,

আপনার মন্তব্য আলাদাভাবে উল্লেখযোগ্য আমার কাছে ---- কৃতজ্ঞতা।


শুভ কামনা।

২৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৩১

মুক্তা নীল বলেছেন: সবিতা!!!
অনেক ভালোলাগা ও ভালোবাসার মানুষের কাছে নিরুপায় হয়ে গেলে ক্ষমা চাইতে হয়না। ভালোবাসার দাবীর মুখে ক্ষমা, অভিশাপ নগন্য ।

বিরহের ভাসমান সমুদ্রে না ভেসে নাবিক নোঙর ফেলবে উত্তাল ঢেউয়ের বুকে অথবা সাগরের কিনারায়।
এতো কঠিন কবিতা কিভাবে লিখে ন?জানি না, অর্থটা স্পষ্ট হয়েছে কি না।
শুভ রাত্রি ।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৩৫

বলেছেন: আপনি তো কবিতার মতোই বলে যান --

দাবীর মুখে ক্ষমা, অভিশাপ নগন্য ।
--- এত সুন্দর করে মন্তব্য করেন কিভাবে!! জানি না তবে মনে হয় আপনি অনেক গভীর ভাবের মানুষ,

২৫| ২৭ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:১৬

এস এম মামুন অর রশীদ বলেছেন: আপনার কবিতা ভালো লাগল, কিন্তু কবিতায় মডেলদের ছবি অশোভন লাগছে, কারণ এ ধরণের মডেল কবিতাকে চটকদার করে তোলে যা আত্মবিশ্বাসী কবিদের নিস্প্রয়োজন।

২৭ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৫৮

বলেছেন:
আসসালামু আলাইকুম প্রিয় মামুন ভাই,

অনেক গঠনমূলক ও শক্তিমান মন্তব্য করার জন্য ধন্যবাদ -

ভবিষ্যতে আপনার মতামত মনে রাখবো ছবিটা নিয়ে কয়েকজন মন্তব্য করেছেন যা বিব্রতকর।

মনেপ্রাণে দোয়া রইলো আপনার জন্য।

২৬| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৩

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।

২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৮

বলেছেন: ভালোলাগায় আপ্লুত, ছোট্ট একটা শব্দ ভালোলাগা অনেক বড় পাওয়া।



ধন্যবাদ নিরন্তর।

ভালো থাকুন সবসময়।

২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:০৪

জাহিদ অনিক বলেছেন:
কবিদের ক্ষমা নাই --- ক্ষমা নাই

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:০৭

বলেছেন: হাসালেন নাগরিক কবি!!
ক্ষতি কি এতটুকু মিনতি যদি রাখো!!!



অকবিতাটা কেমন হলো বললেন না তো?

২৮| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৮

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
গতকালকে আপনার কবিতাটা বেশ ভালো করে পড়েছি। বার বার পড়েছি। লতিফ ভাই আপনার কবিতার ভুল ধরার সাহস আমার নেই, তবে সাধু আর চলিত ভাষার মিশ্রনে গুরুচন্ডালী ভুলগুলি পারলে এড়িয়ে চলবেন। আপনার লেখাটার কিছু জায়গা আমি হলে কিভাবে লিখতাম সেটা নীচে দিলাম-

ক্ষমা করো সবিতা!
আজও আমার পাষান আত্মা হয়নি সুপ্রসন্ন,
বিলাপরত সজল দুটি চোখ যেন সদা তন্দ্রাচ্ছন্ন,
হয়নি সব স্বপ্ন সফল, নিস্প্রভ রয়ে যায় কিছু আশা!
তাই বালুচরে অট্টালিকা রবে নিরব, নিতান্তই দুরাশা ---

তবুও এক পক্ষকাল দেখোনি - জখমস্নাত বুক!
তবুও একপলক দেখোনি - অশ্রুসজল চোখ!

দুঃসাহসী যুবক হারায় না তার মনোবল

নাবিক আমি!
মাস্তুল হাতে মাঝ দরিয়ায় ভেসে,

তরী কখনও না পৌছায় সেই চিরচেনা তীর-ভূমিতে!
তবুও আকুতি (বা মিনতি) রেখে যাই - ক্ষমা করো আমায়!


দেরীতে মন্তব্য করার জন্য লজ্জিত। সমস্যা হচ্ছে আমি কোন কিছু পড়লে, সেটা বেশ সময় নিয়ে খুব ভালো ভাবে পড়ি। আর আমার মনে হয় সেটাই চান আপনি, তাই অনেক সময় নিয়ে কালকে এটাতে কাজ করেছি। আরেকটা মন্তব্য হবে এটার সেটা নীচে দিলাম। এস এম মামুন অর রশীদ সহ কয়েকজন ব্লগারদের কথা বিপরীতে আপনি কি করবেন সেটা নিয়ে.....।

ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৯

বলেছেন: এত সময় নিয়ে যে কারেকশন করে দিলেন এরজন্য কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নেই।


ঠিক করে নিবো।

কয় জন এমন সময় করে বলে বলুন। শুধু মনের ভালোবাসা থেকে এটা হয়।

অবিরাম অন্তহীন ভালোবাসা প্রিয় ভাই।

২৯| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৯

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
পোস্টের ছবি নিয়ে এই রকম মন্তব্য দেয়া আমাকে মোটেও অবাক করে নি। এসব ব্যাপারে বিমূর্ত ছবি দেয়া উচিৎ। ধরুণ একটা ছবি দিলেন, হাতে আঁকা বা কোন নায়িকার ছবি, পিছন ব্যাকগ্রাউন্ড। তাহলে তার চেহারা দেখার একটা অনুভূতি সৃষ্টি হয় আর নায়িকা হলে সেটা মনের ভিতরে ভিন্ন রকমের অনুভূতি তৈরি করে। কিন্তু চেহারা যখন দেখা যায়না, তখন পাঠক নিজ থেকেই একটা ফেইস ভেবে নেবে, মনের ভিতরে নিজের আকাংখা নিয়ে, ভালোবাসা নিয়ে একটা ছবি তৈরি করে। তারকার ছবি ব্যবহার করলে লেখাটা তারকার চাইতে ছোট হয়ে যায়। অথচ আপনি কত কষ্ট করে এই লেখাটা দিলেন। নিজে নিজেই নিজের লেখাটা খাটো করে ফেললেন!

আপনি আমার প্রতিটা পোস্টে খেয়াল করুন, আমি সব সময় কি রকম ছবি ব্যবহার করি। কোন ছবিতেই কি কোন মেয়ে বা ছেলের চেহারা পরিষ্কার ভাবে দেখা যায়? সব সময় মেয়েদের ছবির মুখটা কেটে বাদ দিয়ে দেই। পাঠককে ভাবতে বাধ্য করি মনে মনে নিজের মতো করে চেহারা ভেবে নিতে.......।

আমার মনে হয় আপনি এই পদ্ধতি ফলো করতে পারেন। সময় নিয়ে আমার প্রত্যেকটা পোস্টের ছবিগুলি দেখুন। সাথে সাথেই বুঝে ফেলবেন আমি কি বলছি আর আপনাকে কি করতে বলছি।

আর যে কোন সাহায্য লাগলে আমাকে বলবেন।

ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

২৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৩১

বলেছেন: এত সময় নিয়ে এত গুছানো কথাগুলো বলার জন্য আজীবন ভালোবাসা রইলো।


সবসময় এভাবেই পাশে চাই।


ধন্যবাদ নিরন্তর প্রিয় ভাই।

৩০| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৪

নীল আকাশ বলেছেন: এই বারের ছবি ঠিক আছে।

২৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৩২

বলেছেন: আপনার গাইডলাইন প্রিয় মেন্টর

৩১| ০১ লা অক্টোবর, ২০১৯ ভোর ৬:২১

ইসিয়াক বলেছেন: আহা আগে কি অন্য ছবি ছিলো !
মিস করলাম মনে হয়।
যাক কবিতা ভালো লেগেছে ....।শুভকামনা রইলো।
তবু একপক্ষকাল দেখোনি - জখমস্নাত মুখ !
তবু একপক্ষকাল দেখোনি - অশ্রসজল চোখ।

০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৪

বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.