নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
(দয়ালু আল্লাহর নামে)
হে চাদরে আবৃত প্রিয় মুখ!
ইবাদতের উৎকৃষ্টতায় রাত্রিতে করো দৃঢ় সংকল্প,
হতে পারে তা রাতের অর্ধাংশ তার বেশি বা অল্প।
মহাগ্রন্থে মনোনিবেশ করে সুবিন্যস্ত ও স্পষ্টতায়,
জগৎবাসীর জন্যে হেদায়েতের উৎকৃষ্ট সান্ত্বনায়।
গভীর রাত্রিতে জাগরণ মানুষের অতি প্রতিকূল,
যদিও তা বৃত্তি দলনে সহায়ক;হৃদয়ঙ্গমে পরম অনুকূল।
খোরাকের নিমিত্তে পার্থিব জীবন কাটে;দীর্ঘ কর্মব্যস্ততায়,
পরকালের আশায়;রাত্রিতে মগ্ন হও খোদার স্মরণসভায়।
উদয়াচল ও অস্তাচলের হর্তাকর্তা,উপাস্য মাতৃকায়,
অধিপতি মেনে নেই তাকে সকল কর্মক্ষমতায়।
অবিশ্বাসীর উপহাস্য;ধৈর্য্যর সাথে করো পরিহার,
বিত্ত-বৈভবের বিলাসিরা পাবে সাময়িক মনিহার।
মজুদ আছে শিকল ও অগ্নিকুন্ড,গলগ্রহ শাস্তির মর্মন্তুদ,
সেদিন পৃথিবী প্রকম্পিত আর পর্বতসমূহ হবে বহমান বালুকাস্তুপ।
এমনি করে শান্তির দূত এসেছিলো ফেরাউনের জীবদ্দশায়,
সীমালংঘনে হলো সলিল সমাধিস্থ;নিজ দাম্ভিকতায়।
অস্বীকার করে কি সম্ভব কোন ভাবে আত্নরক্ষা!
সেদিন আকাশ বিদীর্ণ,যুবা হবে বৃদ্ধ;এটাই রবের প্রতিজ্ঞা।
একাত্মবাদ মেনে যে হয় অধীকর্তার পথে সর্বোপরি অধীনত,
রাত্রির দুই তৃতীয়াংশ,বা অর্ধাংশ ও তৃতীয়াংশ হয় ধ্যানে অবনত।
দিবস ও রজনীর কঠিন হিসাব স্বয়ং পালনকর্তার,
কুরআন আবৃত্তির দায় বর্তায় একান্ত সক্ষমতার।
কেউবা অসুস্থ কেউবা দেশান্তরী আর কেউ রপ্ত সংগ্রামী সংকটে।
ক্ষমাপরায়ন প্রভু চান কুরআন আবৃত্তি সহজতর ও নিঃসংকোচে।
প্রফুল্ল চিত্তে করি নামায কায়েম,যাকাত প্রদান ও আত্মার সুখের উত্তম ঋণ অগ্রভাগে,যার নিমিত্তে বর্ধিত পুরস্কার,
ক্ষমাশীল রবে করি প্রার্থনা ক্ষমার;নিয়ামত দেন যিনি পরিশুদ্ধরতার।
(সূরা আল-মুজাম্মিলের ছায়া অবলম্বনে)
পটভুমি - হুজুরের নবুয়তের প্রথম যুগে কাফিরেরা একত্রে বসে তার জন্য মন্দ উপাধি নির্ধারণ করার পরামর্শ করলো - অতঃপর কেউ গণক,কেউ উম্মাদ,কেউ যাদুকর বলতে লাগলো কারণ তিনি বন্ধু হতে বন্ধুকে বিচ্ছিন্ন করে দেন। রাসুলুল্লাহ (সাঃ) এতে দুঃখিত হয়ে চাদর মুড়ে শুয়ে পড়েন তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ স্নেহের সঙ্গে সম্বোধন করেন হে চাদরে আচ্ছাদন কারী।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৫
ল বলেছেন: "আসসালামু আলাইকুম "
ভালো লাগা জানানোর জন্য অনেক ধন্যবাদ দার্শনিক মফিজ ভাই।
ভালো থাকুন।
২| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪০
ঠ্যঠা মফিজ বলেছেন: ওয়ালাইকুম সালাম ওয়ারহমতু্ল্লাহে।
ওয়ারহমাতুল্লাহে এইটুকো যোগ করা অনেক গুরুত্বপূণ্য। আর না হলে মৃত্য কামনা করা। আমার আগের কমনে্ট লাগন ''ল'' মিশিং দুঃখীত লাগল হবে।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৬
ল বলেছেন:
ওকে পরবর্তীতে যোগ করে বলবো --ধন্যবাদ ও শুকরিয়া।
বুঝতে পারছিলাম টাইপো হয়।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৯
আরোগ্য বলেছেন: বড় ভাই, দারুণ হয়েছে ভাবানুবাদে।
একঘন্টা আগেই সুরাটি পড়লাম। আপনি তো সুরা কাওসার এর শানে নুযুল লিখেছেন।
একবার কাফের মুশরিকদের ব্যবহারে নবীজী দুঃখিত হয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে ছিলেন তখন আল্লাহ উনাকে শান্তনা দেয়ার জন্য এই সুরাটি নাযিল করেন।
বড় ভাই আপনি আরেকবার একটু দেখে নিবেন।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৫
ল বলেছেন: খুশি হলাম --- বেশ --
দুটি একসাথে মিশিয়ে ফেলছিলাম মনে হয়।
৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫১
আরোগ্য বলেছেন: জগৎবাসীর জন্যে হেদায়েতের উৎকৃষ্ট
স্বান্তনায়।
এই স্বান্তনা মানে কী? এটা কি শান্তনা।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৬
ল বলেছেন: ঠিক করে নিলাম...
আর কোন কিছু ---চোখে পড়লে জানাবে।
কারেকশন করে দেওয়া একটা রহমতের কাজ।
৫| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:০৪
আরোগ্য বলেছেন: মর্মন্তুদ, উপাস্য হবে। বৃত্তি দলন কি দমন হবে?
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:২০
ল বলেছেন:
ধন্যবাদ প্রিয় ভাই ---
৬| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫০
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:০১
ল বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই....
৭| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় লতিফভাই,
ভীষণ ভালো লাগলো। পোস্ট প্লাস++
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২২
ল বলেছেন: প্রিয় ভাই,
শ্রদ্ধা আর ভালোবাসায় মাঝে মাঝে এক মিনিট নিরবতা পালন করি আপনার প্রতি --- হাজারো ভাললাগা আপনাতে৷
সময় করে আপনি পড়ে মন্তব্য করে উৎসাহিত করার জন্যে আজীবন সম্মাননা।
ভালো থাকুন বিধাতার কৃপা নিয়ে।
৮| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৬
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৪
ল বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই।
৯| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৫
সাত সাগরের মাঝি ২ বলেছেন: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। মাশাআল্লাহ। খুব সুন্দর কাজ করেছেন লতিফ ভাই।
ভালো লাগলো। আল্লাহ আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিন।
২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬
ল বলেছেন: আলাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
আল্লাহ আপনার দোয়া কবুল করুন - আমাদের সকলের বিপদ দুর করে দেন।
দুনিয়া ও আখেরাতের ভালো করুন। --- আমীন।
শুভ কামনা।
১০| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৭
আরোহী আশা বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন
২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬
ল বলেছেন: আল্লাহ সকলের মঙ্গল করুন। --- আমীন
১১| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৯
নজসু বলেছেন:
২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮
ল বলেছেন: Ha ha,
Thumbs Up...
Thanks to my little cute brother....
১২| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৬
জাহিদ অনিক বলেছেন: আহা ! পবিত্রার উপলব্ধি কবিতায়।
কখনো কখনো ইবাদাত হয়ে ওঠে পরম প্রেম।
২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৯
ল বলেছেন: ইবাদত পরমপ্রেম --- যদি হয়ে ওঠে তবেই সার্থকতা।
শুদ্ধতায় ভারা মন্তব্যে ধন্যবাদ কবি।
১৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর লিখেছেন।++++++
২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪
ল বলেছেন: কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমার প্রিয় মাইদুল ভাই।
ভালো থাকুন সবসময়।
১৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুরা মুজাম্মিলের ভাবানুবাদ দারুন হয়েছে।
অনেক অনেক ভাললাগা
+++++
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৮
ল বলেছেন: মাশাল্লাহ!!
ধন্যবাদ প্রিয় কবি ---
১৫| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৬
শিখা রহমান বলেছেন: সুন্দর ভাবানুবাদ। ভালো লেগেছে কবি।
শুভকামনা নিরন্তর!!
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮
ল বলেছেন: আপ্লুত হলাম কবিবর
ভালো থাকুন সবসময় ।
১৬| ২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২২
নীলপরি বলেছেন: সুন্দর লিখেছেন ।
শুভকামনা
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫০
ল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি।
আপনার বেহিসেবি ভালোবাসা কবিতাটার মন্তব্যে লেখা কবিতটা পোস্ট দিয়েছি।
পড়বার অনুরোধ রইলো।
১৭| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪
নতুন নকিব বলেছেন:
জাজাকাল্লাহ। অতি উত্তম প্রচেষ্টা। +++
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫১
ল বলেছেন:
জাজাকাললাহ খাইর ---
ধন্যবাদ ভাই।
১৮| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৭
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন। খুব সুন্দর লিখেছেন প্রিয় কবি।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫২
ল বলেছেন: আল্লাহ আপনার আমার সকলের মঙ্গল করুন৷
ধন্যবাদ প্রিয় সনেট কবি৷
১৯| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর ও গুরত্বপূর্ণ যা জীবনের অতিপ্রয়োজনীয় তাই তুলে ধরেছেন কবি কথামালায়, ভালো লাগলো কাব্য।
শুভকামনা জানবেন
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩
ল বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন ---
ভালোবাসা নিবেন প্রিয় নয়ন ভাই।
২০| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬
হাবিব বলেছেন:
জাযাকাল্লাহ খায়রান। মারহাবা।
খুব সুন্দর লিখেছেন প্রিয় সব্যসাচী।
আপনার মেহনত আল্লাহ কবুল ও মঞ্জুর করুন।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৪
ল বলেছেন: আমার হাবিব ভাইয়ের মন্তব্য না পেলে তৃষ্ণা মেঠে না।
পিপাসা মিটলো কবি।
ধন্যবাদ
২১| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই।
ভালো থাকুন।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০১
ল বলেছেন: ভালো থাকুন সদা সর্বদা।
২২| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৫
ঠাকুরমাহমুদ বলেছেন: সোবাহানআল্লাহ, ইয়ার রাব্বুল আল আমীন আপনি পালকর্তা। আপনি আমাদের সঠিক পথে পরিচালিত করুন ।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৮
ল বলেছেন: আমীন----------------------------------আমীন ---------------------আমীন
২৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৬
মুক্তা নীল বলেছেন: ভাই, আপনি আল মুজাম্মিলের যে অনুবাদ করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থভাব অতি নিখুঁতভাবে ফুটিয়ে তুলে ধরেসেন। আমি নেয়ামুল কোরআনে এই সুরার শানে নুযূল পড়েছি। তাই ই আমার কাছে আরও মূল্যবান লাগলো আপনার এই ভবানুবাদ।
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৩৩
ল বলেছেন: আপনারা এমন সৃজনশীল শৈল্পিক মন্তব্য আমাকে প্রেরণা দেয়।
আপনার প্রতিটা মন্তব্য আলাদা ভালোলাগায় পুলকিত হয় তনু মন৷
ভালো থাকুন সবসময়, হাসিখুশি সারাবেলা।
২৪| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:১৪
মনিরা সুলতানা বলেছেন: জানেন এভাবে বংলায় চমৎকার শব্দে পড়লেইনেক খানি মনে গেঁথে থাকে!!
ধন্যবাদ প্রচেস্টায়।
ভালো থাকুন , ভালো লাগায় থাকুন।
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৩৫
ল বলেছেন: অনেক খানি মনে গেঁথে থাকুক পরম মমতায়।
ভালো থাকুন আপনার কবিতার মায়ার মতো।
২৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৪
মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব ভাল হয়েছে ভাই! +++
২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৪
ল বলেছেন: হাসিব ভাই,
আপনার আগমনে খুশি হলাম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
ভালো থাকুন, রহমতে থাকুন।
২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার।
২৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৩০
ল বলেছেন: আল্লাহ সকলের মঙ্গল করুন।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৩
ঠ্যঠা মফিজ বলেছেন: খুব ভালো লাগন নাযিলের ইতিহাস জেনে।