নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

শপথ

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৮

শপথ
★★★রহমান লতিফ★★★

দয়ালু -দয়াময়,প্রেমময় ওগো পরম মেহেরবান --
শ্রেষ্ঠত্ব মেনে বলি তুমি যে প্রভু;মহা মর্যাদাবান।

শপথ! সৃষ্টির আদি থেকে অন্ততকালের গতির-
নিশ্চিত মানবকুল;ক্ষতিগ্রস্ততায় পতিত!

যারা ঈমান ও সৎকর্মে সঞ্চয়শীল---
সত্য ও ধৈর্য্যের প্রতি রয় সহনশীল।

অন্যের হিতে মগ্ন যাদের স্নিগ্ধ স্নায়ুকোষ,
তাহারা ব্যতীত সকল পতিত ধ্বংসোন্মুখ।

মিথ্যেচারী,জ্ঞানপাপী হতে;ওগো আমায় রাখিও সাবধান।
সরল-দ্বীনের পথে যেন দিতে পারি;ঈমানের সুস্পষ্ট অবদান।


(আদরের আরোগ্যের অনুরোধে সুরা আসরের ছায়া অবলম্বনে)

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৬

নীল আকাশ বলেছেন: আস সালামালাইকুম,
সুবনাল্লাহ, আমি তো প্রথমে এটা হাবীব ভাইয়ের লেখা মনে করেছিলাম! খুবই দুর্দান্ত হয়েছে লেখা!
লতিফ ভাই, কেয়কাটা ভুল ঠিক করে দিন। মযর্দাবান নয়, মর্যাদাবান হবে, অন্তত কালের নয়, অনন্তকালের হবে।
এত চমৎকার একটা সূরার ভাবানুবাদ কবিতায় লেখার জন্য আমার মন থেকে দেয়া ধন্যবাদ নিবেন।
আল্লাহ আপনার উপর রহমত বর্ষন করুন, আমীন।


১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৩

বলেছেন: আলাইকুম সালাম।
আপনাকে মাঝে মাঝে হারিয়ে ফেলি --- আপনি না আসলে মন ভরে না।

আপনি যেহেতু বলেছেন ভালো হয়েছে তার উপর আর কোন কথা নাই, আমি প্রফুল্ল ও সার্থক।


আল্লাহ সকলের মঙ্গল করুন।

আমিন।

সকালের শুভ্রতায় কাটুক আপনার সারাদিন।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৯

কিরমানী লিটন বলেছেন: সুনদরের সন্ধানে যাপিত জীবন, আলো হয়ে আঁধার তাড়াক আমাদের বাঁচার পথ হতে। আপনার কবিতার নান্দনিক চাওয়ার প্রান্জল প্রার্থনার মতোই। সে হাতের নিপুণ তুলির ডগায় জন্ম নিক, অযুত মানুষের নিযুত প্রত্যাশার ধ্বনি, বিশুদ্ধ করূক- সমৃদ্ধ আগামীর পথ। ভালোবাসায় শুভাশীষ কবি- শুভ সকাল

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৫

বলেছেন: আমার মনে হয় আপনি যা বলেন যা লিখেন তাই ছন্দময় হয়ে যায়।

অযুত মানুষের নিযুত প্রত্যাশার ধ্বনি --- পৌঁছে যাক কোটি হৃদয়ে হাজার বছর।


সকালের স্নিগ্ধ শুভেচ্ছা।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সুবহানাল্লাহ,

এতো সুন্দর অনুবাদমুলক কাব্য।
সকালের এমন সুন্দর উপহার পেয়ে নিজেকে ধন্যই মনে হচ্ছে।


অনেক অনেক শুভকামনা দেশি ভাই

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৬

বলেছেন: আসসালামু আলাইকুম।

আফনে কই আছলায়???
কতদিন খবর নাই।

সকাল, বিকাল দুপুর পর্যন্ত তোমার অপেক্ষায় --- ভালো থেকো প্রিয়।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৪

মুক্তা নীল বলেছেন: এই সূরার অর্থ এতো মধুর আমি আগে জানতাম না। মনটাই জুড়িয়ে গেলো। আপনার, আমার, সবার উপরই আল্লাহর রহমত দান করুন।

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১

বলেছেন: এত সুনাম এক্সপ্রেশনের জন্যে মনটা আমারো জুড়িয়ে গেলো।



ভালো থাকুন সবসময়।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩

বলেছেন: প্রিয় ভাই,
ধন্যবাদ ছাড়া কি বা আছে দেবার ---



ধন্যবাদ নিরন্তর।

দোয়া রইলো।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১

জুন বলেছেন: সুন্দর এবং প্রাঞ্জল অনুবাদ ।
অনেক ভালোলাগলো ল
+

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪

বলেছেন: ভ্রমন মানবী,


সময় করে পড়ার ও প্লাসের জন্যে কৃতজ্ঞ।



আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪

হাবিব বলেছেন: দীর্ঘ ৩ যুগ (আসলে ৩ দিন) ব্লগে অনুপস্থিত ছিলাম। এর মধ্যে কত কিছু যে ঘটে গেছে.......
শাবির ছাত্র আত্মহত্যার পোস্ট দিয়েই ডুব মেরেছিলাম। আপনি আমার ব্লগে গিয়ে খোঁজ করেছেন দেখলাম।
কি যে ভালো লাগছে। আপনার নান্দার নরকে পর্বও মিস করেছি। সমস্যা নাই পড়ে নিচ্ছি। কিন্তু গরম গরম এক মজা ........
প্রথম মন্তব্যে নীলআকাশ ভাইয়ার অমন মন্তব্যে আমিও যে কি দারুণ আনন্দ পেলাম......


আর হ্যাঁ, আপনার সূরা আসরের মন্দানুবাদ বেশ ভালো লেগেছে। আমিও অবশ্য সনেটীয় অনুবাদ করে রেখেছি।.....
পোস্টে লাইক এবং +++

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৬

বলেছেন: আপনি ছাড়া দুনিয়া আন্ধার --


ভালো আছেন জেনে ভালো লাগলো।


মন্দানুভাদ কি বুঝলাম না???

সনেট পড়ার অপেক্ষায় রইলুম!!

ভালোবাসা প্রিয় ভাই।

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

হাবিব বলেছেন:




ছন্দানুবাদ হবে......... তাড়াহুড়া করে লিখতে গিয়ে এই অবস্থা।

আপনি ছাড়া দুনিয়া আন্ধার

আমি কি ভাই চাঁদ সূর্য নাকি রাতের তারা,
এতো কেন ভালোবাস, কেন আত্মহারা?

এমন করে বললে বুকে কেমন যেন লাগে,
এমন কথা শুনলে পরে খুশির বৃক্ষ জাগে!

এ যেন এক বিনি সুতোয় গাঁথা ফুলের মালা,
অনেক দূরে তবুও যেন একই গানের পালা!

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭

বলেছেন: চাঁদের মতো কিরণ তোমার কবি
শশীর মতো তেজস্বী ---

ভালোবাসা তোমায় অহর্নিশ।

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! চমৎকার ! হাবিব ভাইয়ের কথায় ছন্দানুবাদ ভালো হয়েছে ।
ব্যতীত হবে, পারলে একটু ঠিক করে নিন।

শুভকামনা ভালোবাসা প্রিয় লতিফভাইকে।

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

বলেছেন: হাবিব ভাই তো স্টার আর আপনি সুপার স্টার,


দুজন কাছের মানুষের জন্যে দোয়া রইলো।

ধন্যবাদ প্রিয় ভাই,

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০১

আরোগ্য বলেছেন: বড় ভাই এই সুরার যথার্থ অনুবাদ ব্লগে কেবল আপনিই করতে পারবেন তাই তো আপনাকেই বলেছিলাম। তবে এতো ভালো হবে আমি নিজেও ভাবিনি।
অসম্ভব চমৎকার হয়েছে। এটা তো প্রিয়তে যাবে।

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৬

বলেছেন: আহ,,!! এতত বড় কমপ্লিমেন্টে আমি ইম্প্রেসড।


সবটুকু অবদান তোমার আল্লাহ তোমাকে রহমত দান করুন - আমি তো কেবল চেষ্টা করলাম।

তবে আমার নিজের কাছেও পড়তে ভালো লাগছে।


সবি আল্লাহর ইচ্ছা।

সুরা মুজজামমিল কাল অনুবাদ করলাম। পোস্ট দিবো কি না চিন্তা করতেছি -- জানিনা কেমন হলো!!

১১| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:২৯

আরোগ্য বলেছেন: সুরা মুজামমিলও আমার খুব পছন্দের। মুখস্ত করেছিলাম।অনেক দিন যাবৎ চর্চা নেই। ইনশাআল্লাহ আগামীকাল একবার দেখবো।

অনুবাদের জন্য শুভ কামনা। অপেক্ষায় রইলাম। শুভ রাত্রি।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:২১

বলেছেন:
ইনশাআল্লাহ,

ধন্যবাদ প্রিয় ভাই আমার।

১২| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:




শপথ অমুল্য জীবনের
শপথ ভালোবাসার
শপথ সততার
শপথ ন্যায়ের

শপথ মানবতার
শপথ ফিরে যাবার
শপথ আবার আসিব ফিরে
শপথ অনাদি অনন্তকাল অপেক্ষার ।



“ন্যায় হচ্ছে ধর্ম আর অন্যায় হচ্ছে অধর্ম”

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:২৬

বলেছেন: শপথ মাতৃস্নেহের
শপথ পিতৃস্নেহের
শপথ ভাতৃত্ব বোধের
শপথ বোনের স্নেহের
শপথ বন্ধু বান্ধবের
শপথ মানবতার
শপথ পরিতৃপ্তির
এসো মিলি গাই জীবনের - মানুষের কল্যাণের।

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০০

সোহানী বলেছেন: প্রার্থনায় ভালোলাগা।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:১০

বলেছেন: সময় করে পড়েছেন জেনে খুশি হলাম।



ভালো থাকুন।

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ সকাল ৯:০২

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর হয়েছে। চমৎকার এ প্রয়াসে অভিনন্দন!
কবিতা মানুষের মনের আয়না, সে আয়নাতে আপনার উজ্জ্বল মুখটি দেখতে পাচ্ছি।

০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৪

বলেছেন: কবিতা- শপথ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.