নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
বেহিসেবি ভালোবাসার মাশুল-
♣♣♣রহমান লতিফ ♣♣♣♣
বেহিসেবি ভালোবাসা করেছে বোহেমেনিয়ান!
জানালার পাশে ছায়া মূর্তির মতো--
নিকষ কালো অন্ধকারে ঢেকে গেছে সমকাল,
কৃষ্ণরাতে আলেয়ারা উপহাসে;প্রণয়ের আকাল।
নিষ্পলক দু'চোখে বিমূর্ত আবছায়া --
চঞ্চল প্রেমে সীমাহীন মাতাল ধুপছায়া।
তবুও
ভালোবাসার আগুন লেগেছে মনে--
অনন্তকাল ধরে জ্বলে পুড়ে!
তারপর এক দীর্ঘশ্বাস প্রস্রবণ-- ?
অমাবস্যায় ঢেকে গেলো স্পন্দিত পূর্ণিমার শশী,
ঝড়ে গেলো অব্যাক্ত মধুচন্দ্রিমার নক্ষত্ররাজি!
ঠিকানা হয়েছে,অনিশ্চয়তার আশ্রমে---
জানি,
আর কোনদিন খুঁজে পাবো না গন্তব্যের রেখা,
পাবো না অমিত আলোর দেখা!
অবিমিশ্র আলো আঁধারির ধ্রুপদী লড়াইয়ে,
বোহেমেনিয়ান আমি;খুঁজবো বেহিসেবি ভালোবাসা।
মূল কবিতা-- "স্বপ্নিকা সূর্যমুখী লেখিকা" বিশিষ্ট কবি ও গল্পকার নীলপরি
১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৯
ল বলেছেন: আপনার জন্যে বেহিসাবি আরাম কামনা করছি।
আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুন।
ধন্যবা৷
২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো কবিতার কথামালা,
ভালোবাসার আসলে হয় না মরণ, কেবল রং বদলায়।
শুভকামনা জানবেন সবসময়
শুভ সকাল
১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০
ল বলেছেন:
ভালোবাসার নয় মরণ
রং বদলয় সারাক্ষণ।
দারুণ মন্তব্যে ভালোলাগা।
শুভ কামনা ও ভালোবাসা প্রিয় নয়ন ভাই।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৭
চাঁদগাজী বলেছেন:
মুল কথা 'নীলপরী'র? উনার কবিতাগুলো বেশী রোমান্টিক! আমি ভয়ে কমেন্ট করি না
১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫২
ল বলেছেন: হা হা -
জ্বী - মূলকথা উনার, উনি আসলেই রোমান্টিক প্রেমের কবি।
উনি তো বললো আপনর কমেন্ট'স পেলে নাকি ভয় পায় ---
ভয়কে জয় করুন একটা কমেন্ট করে।
ভালো থাকুন সবসম৷।
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৩
হাবিব বলেছেন:
বেহিসাবি ভালোবাসা হৃদয়পটে আঁকা থাকে
কে বা এমন প্রেম বিলাসী প্রেম বিলাবে রোজ আমাকে?
কার সে মুখের তরল হাসি সরল মনের পুকুর ঘাটে
ভালােবাসার উষ্ণ চাদর কে জরিয়ে বসবে খাটে?
ভালোবাসার ফাগুনখানি ঢালবে যখন প্রেম আগুনে
তখন কেমন অনুভূতি হবে বলো তোমার মনে?
কবিতায়+++
১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৪
ল বলেছেন: কে বা এমন প্রেম বিলাসী -
প্রেম বিলাবে রোজ আমাকে?
আপনার কবিতার পিঠে কবিতা সবচেয়ে ভালো লাগে --- দারুণ প্রতিভাবান তরুণ প্রজন্মের কবি।
পোস্ট দেন।
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: বোহেমিয়ান আমি খুঁজবো বেহিসাবী ভালবাসা
বাহ!
দারুন লাগলো জবাবী কাব্য!
+++++++++
১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬
ল বলেছেন: বিদ্রোহী কবি আমার,
আপনার এমন শক্তিমান মন্তব্যে আপ্লুত হলাম।
প্লাসে অনুপ্রাণিত।
ভালো থাকুন বেহিসাবি।
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৫
ইসিয়াক বলেছেন: শুভ সকাল।খুব সুন্দর
১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৭
ল বলেছেন: আসসালামু আলাইকুম।
পাঠে ও মন্তব্যে প্রীত।
আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বেহিসাবি সুখে থাকুন।
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯
শিখা রহমান বলেছেন: বোহেমিয়ান ভালোবাসার কাব্য ভালো লাগলো। সুন্দর শব্দমালা!! শেষের চারলাইন খুব ভালো লেগেছে।
শুভকামনা কবি। ভালো থাকুন বেহিসেবী ভালোবাসায় ও কবিতায়।
১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১
ল বলেছেন: আহ!!
ভালোবাসি যার কবিতা সেই মানুষের মন্তব্যে আলাদা ভালোলাগা।
পাঠে ও মন্তব্যে অনেক অনেক প্রীত।
আপনিও জানাই শুভ কামনা,
ভালো থাকুন,
মঙ্গলময় থাকুন,
সাচ্ছন্দ্যবোধে থাকুন,
সুস্থ থাকুন,
সুন্দর থাকুন,
বেহিসাবি সুখের সংসারে
নিয়ে থাকুন সবসময় ভালোবাসা।
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭
বৃষ্টি বিন্দু বলেছেন: বেহিসাবি ভালোবাসায় ভেসে যাক আত্মগ্লানি।উর্বর হোক যাপিত জীবন।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২
ল বলেছেন: দারুণ কাব্যিক মন্তব্যে বৃষ্টি ঝড়লো মরুদ্যানে।
ফিরে আসায় ধন্যবাদ কবি।
শুভ কামনা।
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪১
সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল ভালবাসার কবিতা ।
১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫১
ল বলেছেন:
ভালো লাগায় আপ্লুত।
সময় করে পাঠে ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২১
আহমেদ জী এস বলেছেন: ল,
প্রথম পংক্তিমালায় যেখানে ভালোবাসা বেহিসেবি, সেখানে ভালোবাসার আকাল হবে কি করে ? সেখানে তো উপচে পড়ার কথা!
আকাল হবে শেষের স্তবকে যেখানে ভালোবাসা খুঁজতে হয় কবিকে!
ভালো হয়েছে কবিতা। বসন্ত আসি আসি, এবারে ভালোবাসার বসন্ত এসে হাওয়া দিক কবির বাতায়নে।
১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫
ল বলেছেন: ভালোবাসার আকাল নয় - প্রণয়ের আকাল,
সব ভালোবাসায় হয় না সুখের মিলম এটাই আকাল। ---
কবিতা ভালো হয়েছে জেনে খুশি হলাম।
আপনি আপন মনে করে এসে একটা সাজেশন দিয়ে যাওয়াতে কৃতজ্ঞতা।
ধন্যবাদ প্রিয় কবি।
১১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: বোহেমিয়ান ভালোবাসার কাব্যে মুগ্ধতা। ছবিটা ভারি চমৎকার লাগলো । কবিতার একেবারে হৃদয় আত্মা।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় লতিফভাইকে।
১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫১
ল বলেছেন: প্রিয় ভাই,
আপনার বোহেমিয়ান ভালোভাসায় আমিষের ছড়াছড়ি দেখি প্রতিটি মন্তব্যে।
এত সুখের কথা শুধু আপনার কাছ থেকেও পাই।
ভালো থাকুন সবসময়।
১২| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২১
মুক্তা নীল বলেছেন: এতো প্রেম, এতো আবেগ, এতো বেহিসেবি ভালোবাসা........ কই পান? অবশ্য কবি বলে কথা।
সীমাহীন মাতাল প্রেমের ভালোবাসার দহনে জলেপুড়ে মরে যাওয়ার
সুখ আছে ---আমার কাছে।মধুচন্দ্রিমার নক্ষত্রযদি ঝড়েও পড়ে,
সেই নক্ষত্র কালক্রমে আসবে ভালবাসার ভিন্ন ভিন্নরুপে মধুচন্দ্রিমার
সাক্ষী হয়ে হয়ত রাতের আকাশে ঝিলমিল করবে।
যেখানে বোহেমেনিয়ান ভালোবাসা আছে, সেখানে ভালোবাসা কখনও হারায় না।
আমি আমার মতো করে মন্তব্যে করলাম, ভুল হলে শুধরে দিবেন
শুভকামনা ও আপনার জন্য দোয়া রইলো।
১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৪
ল বলেছেন: অহ!! অদ্ভুত সুন্দর!!
আমার আইডিয়া সত্য আপনি আসলেই জিনিয়াস।
দারুণ কাব্য হয়ে গেলো আপনার কবিতা আমারটা থেকে ঢের সুন্দর । ++++
সীমাহীন মাতাল প্রেমের ভালোবাসার দহনে --
জলেপুড়ে মরে যাওয়ার সুখ আছে।
ধুচন্দ্রিমার নক্ষত্রযদি বা কদাচিৎ ঝড়েও পড়ে,
সেই নক্ষত্র কালক্রমে আসবে ভালবাসার ভিন্নরুপে
মধুচন্দ্রিমার সাক্ষী হয়ে হয়ত রাতের আকাশে ঝিলমিল করবে।
যেখানে
বোহেমেনিয়ান ভালোবাসা আছে,
সেখানে
ভালোবাসা কখনও হারায় না।
রয়ে যায় আবেগ,আহ্লাদ,উষ্ণতায়,
শিলালিপিতে লিপিবদ্ধ পরম মমতায়।
পোস্ট দেন।
১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:১৮
মুক্তা নীল বলেছেন: আমি হাসছি......
কিভাবে লেখেন? এতো তাড়াতাড়ি। অনেক সুন্দর, সুন্দর, সুন্দর
কথা দিলাম, যতই কঠিন কঠিন কবিতা লিখেন না কেন আমি আমার মতো করে সরল ভাবে মন্তব্য করার চেস্টা করবো এবং করে যাবো।
১৭ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৪:০৭
ল বলেছেন: হা হা --- হাসলাম একা একা আমিও --
আপনি সরলতার প্রতিমা ---
যা লিখে যাই কেন জানি পড়তে নিজেরও ভালো লাগে তাই লিখি কিন্ত আমি কবি না।
আপনিও লিখুন বেশি বেশি।
১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৩১
আরোগ্য বলেছেন: কবিতা অবশ্যই চমৎকার। কিছু খুব প্রিয় শব্দের প্রয়োগ ভালো লাগলো। কিন্তু আশার আলো নিভে যাওয়াতে ব্যথিত হলাম।
১৭ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৪:০৯
ল বলেছেন: সব প্রেম গড়ে নাতো সুখের বাসর
সব ভালোবাসা জানি হয় না অমর।
ভালোবাসা তো এমনি হয়।
১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৩২
আরোগ্য বলেছেন: প্রোপিকটা খুব ভাল হয়েছে।
১৭ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৪:১১
ল বলেছেন: বেহিসেবি ভালোবাসা বয়ে চলে
আদি থেকে অন্ত ---
তোমার চোখ এড়িয়ে যায় না
হোক কোন বিষয় অতি সুক্ষ!!
জিনিয়াস নাম্বার ওয়ান।
১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৭
জুন বলেছেন: হিসাব টিসাব করে কি ভালোবাসা হয় ল ??
তবে কবিতায় অনেক ভালোবাসা
+
১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩১
ল বলেছেন: হা হা --- আসল শিরোনাম টা আপনার জন্য পরিবর্তন করে দিলাম -
বেহিসাবি ভালোবাসার মাশুল ----
পাঠে ও প্লাসে কৃতজ্ঞ।
১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯
জাহিদ অনিক বলেছেন:
সত্যি ভালোবাসা বেহিসেব।
কবিগুরু তাই একইভাবে বলেছেন,
'আমার খেলা যখন ছিল তোমার সাথে তখন কে তুমি তা কে জানত!'
১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৩
ল বলেছেন: প্রিয় নাগরিক কবি,
ভালোবাসা বেহিসেবি আর তার মাশুল দিতে হয় কড়ায় গন্ডায়।
তবুও ভালোবাসা বাসি আর এত মাখামাখি।
ভালোয় কাটুক আপনার দিনগুলো।
১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৯
মাহমুদুর রহমান বলেছেন: আমি বেহিসেবি ভালোবাসা খুজতে বের হয়েছিলাম,দেখলাম প্রতিটি ভালোবাসার পেছনে লুকিয়ে আছে এক আকাশ স্বার্থ।
তারপর?
তারপর আমি কাল্টি মারলাম।
১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪০
ল বলেছেন: মাহমুদুর রহমান ভাই,
হিরা মানিক খুঁজতে না যাওয়া ভালো।
খুঁজতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলে কি করা।
পাঠে ও মন্তব্যে প্রীত।
ভালো থাকুন।
১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
দৃষ্টিসীমানা বলেছেন: হু জুনের মন্তব্যটি আমার অনেক ভাল লাগল ।
১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪১
ল বলেছেন: কবিতাটা কেমন হলো বললেন না।
২০| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
দৃষ্টিসীমানা বলেছেন: আর হ্যাঁ ছবিটা কিন্তু বেশ ভাল লাগল ।
১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪১
ল বলেছেন: ছবিটা কবিতার অন্তর আত্মা।
২১| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪
ঠাকুরমাহমুদ বলেছেন: যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি ।
- চিনিকম চিনিকম চিনিকম - কি বুঝলেন গুরু ???
১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯
ল বলেছেন: গুরু বুঝলাম ভালোবাসায় চিনি কম।
গুড় দিয়ে েেেবো চিনির বদলে -- ব্যবসায়ী মানুষ বিকল্প অফার করতে হবে।
২২| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০
মুক্তা নীল বলেছেন: আমিতো কবিতা লিখি নাই। মন্তব্যটাই যেনো কিভাবে লেখা ছাড়া ছাড়া ভাবে হয়ে গিয়েছে। কবিতা লেখার দুঃসাহসও আমার নেই।
আমি শুধু আপনার কবিতার ব্যাখ্যা আমার মতোন করে দিয়েছি।
আপনার সৃষ্টিতো আপনারই, যা অতুলনীয়।
আপনার মতো কবি আমি ইহ জনম কেন, পর জনমেও হতে পারবো না। চাইলেই কবিতা লেখা যায় না, কবিতার ভেতর নিজেকে তৈরি করবো সেই যোগ্যতা আমার কখনও হবে না।
১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫১
ল বলেছেন: প্রতিটি মানুষের একটা ইউনিক গুণ আছে তা কেউ ভাগ করতে পারে না।
বাঙালি স্বভাব কবি। আমাদের ভূ প্রকৃতি আমাদের কবি করে তুলে।
আপনি আপন যোগ্যতায় মহান।
২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বেহিসেবি ভালোবাসার কাব্যে হারিয়ে গেলাম। এত হতাশা কেন কবি? গন্তব্য হয়ত একদিন ঠিকই খুঁজে পাবেন।
১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৫
ল বলেছেন: প্রিয় ভাই,
আমি হতাশ হয় হিসেবের পাতায় চোখ রেখে।
আপনার সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম।
২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১০
সূচরিতা সেন বলেছেন: অনেক ভালো হয়েছে ল দাদা।
১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৬
ল বলেছেন: মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের অপরটি ছলনার
- পিথাগোরাস
পাঠে ও মন্তব্যে প্রীত।
ভালো থাকুন।
২৫| ২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
নীলপরি বলেছেন: ভীষণ সুন্দর লিখেছেন ।
কবিতায় ++++++++
আমার কবিতার সাবজেক্টটা নিয়ে লিখে পোষ্ট করেছেন দেখে আমি আপ্লুত হলাম । তবে , আমার দেখতে দেরী হয়ে গেলো । দুঃখিত ।
ধন্যবাদ জানবেন কবি ।
শুভকামনা
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৪
ল বলেছেন: অনিঃশেষ ধন্যবাদ কবি সোহানি,
সবার এই রকম হয়, সবসময় ব্লগে আসা হয় বা এতে দুঃখিত হবার কিছু নেই।
কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম।
ভালো থাকুন।
২৬| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩
নীলপরি বলেছেন: সুহানি ।
প্রতিউত্তরে ধন্যবাদ
২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৪
ল বলেছেন: সুহানি ---- সুহৃদ, সুহাসিনী।
ভালো থাকুন ---
২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৫
অলিভিয়া আভা বলেছেন: ভালোবাসা বেহিসাবি হলে প্রচণ্ড সুখে মরে যাওয়া যায়।
কবিতা ভালো লেগেছে। ভালো থাকুন
২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯
ল বলেছেন: আমরা দরকার হলে সবার সামনে ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে চুমু খেতে পারি, আবার স্বার্থে আঘাত লাগলেই সেই মানুষটার সব স্বপ্ন নষ্ট করে একা করে চলে যেতে পারি
আমরা সব জানি, আর সব জেনেই ভুল গুলো ...
আমরা মানুষগুলো একদম অন্য রকম, স্বার্থবাদী, বেহিসাবী ----------------
ধন্যবাদ জানবেন।
শুভকামনা
২৮| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০২
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লেগেছে.....
২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৫
ল বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম।
ভালো থাকুন।
২৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: আসসালামু আলাইকুম।
পাঠে ও মন্তব্যে প্রীত।
আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বেহিসাবি সুখে থাকুন।
ওয়া আলাই কুমুস সালাম লতিফ ভাই ।
শুভকামনা
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৩
ল বলেছেন: ধন্যবাদপ্রিয় ভাই।।।।
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৯
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
আপনার কবিতা পড়ে দিন শুরু করলাম।