নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
যখন একাকী থাকি -
স্মৃতির পসরা ডালপালা মেলে,অতীতের পথ চেয়ে,
ভেসে যাই পাওয়া না পাওয়ার খরস্রোতা নদীতে ভেলা বেয়ে।
যখন একাকী থাকি -
ফিরে যাই সেই যোজন যোজন হারানো সময়ের পানে;
হত-বিহ্বল হয়ে উঠি দূর দিগন্তের সুরে আর গানে।
যখন একাকী থাকি-
জীবন যন্ত্রনায় আষ্টেপৃষ্ঠে ছবির ক্যানভাসে বাঁধি চোখ;
নিরালায় খোঁজে নিশি তারা,অশ্রু সাগরে ভাসায় শোক।
যখন একাকী থাকি -
পরাজিত আমি শূণ্যতায় ঝুলি ডানা খসা পাখির মতো,
আমাকে একা পেয়ে আকড়ে ধরে সব একাকিত্ব।
যখন একাকী থাকি -
আমি হতাশ হই,হিসাবের পাতা মিলাতে পারি না;
চারদিকে খুঁজে পাই শুধু অচল জীবনের বেহিসেবি যন্ত্রনা।
যখন একাকী থাকি -
মুক্ত চিন্তার বিচ্ছুরন দেখি খোলা আকাশের পাতায় পাতায়।
অনাগত দিনগুলোয় ভুলগুলি ফুল দিয়ে সাজাতে চাই।
যখন একাকী থাকি -
জীবনের ঘরগুলোয় নিজস্ব প্রবৃত্তির বিকাশ করি,
সত্যিকারেই তখন জীবনকে উপলব্ধি করতে শিখি।
------------------
"রহমান লতিফ"
উৎসর্গ ------আমার বিচক্ষণ বন্ধু @মুক্তা নীল
-- যিনি সমাজের সমস্যাগুলো বুঝেন,তা নিয়ে ভাবেন--তিনি পড়েন বেশী, ভাবেন বেশি, অনুপ্রেরণা দেন অনেক বেশি, সে তুলনায় লিখেন কম, তার পছন্দের বিষয় প্রকৃতি,জীবন ও দর্শন।
তার বিচক্ষণতা আর জ্ঞানের পরিচয় পাওয়া যায় তার চমৎকার মন্তব্য সবার লেখাতে।
তার জন্য নিরন্তর শুভ কামনা রইল।
১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৩২
ল বলেছেন: আসসালামু আলাইকুম।
প্রিয় গীতিকার, গায়ক।
শুভ সকাল।
আললাহ সকলের মঙ্গল করুন আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
ভালোলাগায় আপ্লুত হলাম।
২| ১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:২১
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: শুভ সকাল ভাই। সকাল সকাল ভালো কবিতা পড়ে মনে হচ্ছে দিনটা আজ ভালোই কাটবে।
১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৩৩
ল বলেছেন: আসসালামু আলাইকুম।
শুভ সকাল স্ব শিক্ষিত মানুষ।
আপনার এমন মন্তব্য প্রমাণ করে আপনি সহজ সরল একজন ভালো মানুষ।
কবিতা ভালো লাগায় খুব খুশি হলাম।
৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: একাকীত্বের কাব্য পড়ে মনে পড়ল জেমসের সেই বিখ্যাত গান
আসবার কালে আসলাম একা
যাইবার কালে যাব একা
মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেইলা কি দেখলা
মন বলে দুনিয়াদারী রকমারি এক খেল
পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক জেল....
কিংবা নচিকেতার সেই গান
একলা মানুষ মাতৃগর্ভে একলা মানুষ চিতায়
একলা পুরুষ কর্তব্যে একলা পুরুষ পিতায়
আর মধ্যিখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়....
একাকী কাব্যে ভাললাগা
+++
১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২২
ল বলেছেন: চমৎকার দুটি গানের চরণে মুগ্ধতা।
একাকীত্বের কাব্য ভালোলাগায় আপ্লুত।
ধন্যবাদ প্রিয় কবি।
৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৭
ইসিয়াক বলেছেন: কবিতা খুব ভালো লেগেছে।শুভসকাল
১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৩
ল বলেছেন: কবিতা ভালোলাগায় ভালোলাগা।
ধন্যবাদ প্রিয় কবি।
৫| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৩
হাবিব বলেছেন:
কবিতায় প্লাস এবং লাইক.......
যখন তুমি একা থাকো শত লোকের ভীরে
কিংবা যখন হতাশ হবে শান্তি সুখের নীড়ে
অতীতকালের কর্মগুলো মর্ম জ্বালা দিলে
খরস্রোতা নদী যদি হারায় আকাশ নীলে
পৃথিবীতে যদি ভাবো পরাজিত তুমি
কিংবা যদি শুকনো লাগে সিক্ত হৃদয় ভূমি
মিল-অমিলের অংকে তোমার না মিললে হিসাবপাতা
যন্ত্রণাতে অচল হলে বেহিসাবী জীবনখাতা
মুক্তমনের বিচ্ছুরণে খোলা আকাশ দিকে দিকে
ভুলগুলিকে ফুলবানিয়ে চাও সাজাতে জীবনটাকে?
কোন সে খোদা তোমায় বলো হতাশ হতে তুলে নিবে?
কোন সে মালিক তোমার দিলে প্রশান্তিতে ভরে দিবে?
কার ইশারায় বইবে তোমার মন মুকুরের ফুলের হাসি?
কার দয়াতে স্বজন-বন্ধু থাকবে পাশে মিলেমিশি?
সে যে সবার পালনকারী আল্লাহ বলো মুখে,
তাঁর ইশারায় থাকবে তুমি শান্তি পরম সুখে!
১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৮
ল বলেছেন: ইয়া হাবীবী ----
আপনি কবিতার পিঠে কবিতা লিখে তো অবাক করে দেন!!!
দারুণ কবিতায় মুগ্ধতা।
৬| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৮
মুক্তা নীল বলেছেন: জাযাকাল্লাহ।
কবিতাটা পড়ছিলাম। কিন্তু যখন দেখলাম আমাকে উৎসগ করা করা হয়েছে আমি তো পুরোপুরি হতবাক!!!
সামান্য কিছুদিন হলো মাত্র ব্লগে এসেছি । এরই মাঝে এতো বড় পাওয়া.....।
শুধু সৌভাগ্য বললে ভুল হবে। অনেক বড় সম্মান পেলাম।
বিচক্ষন বন্ধু এই উপাধি আপনার মতো গুনী ব্লগারের কাছ থেকে পেয়ে উৎসাহ পেলাম যেনো বিবেকের বিচক্ষনতায় নিজেকে ধরে রাখতে পারি।
দিন শেষে সবাই একা। যখন একাকী থাকি পুরনো স্মৃতিরা এসে ভর করে আমাদের মনের দুয়ারে। পাওয়া না পাওয়ার হিসাব কি সব মেলে???
তারপরও অনাগত দিনের ভুল শুধরে নিজেকে সঠিকভাবে জীবনের পায়ে দাড়ঁ করিয়ে বেচেঁ থাকি সকলেই, বেচেঁ থাকতে হয়....।
কবির কবিতায় অনেক ভালোলাগা ও শুভেচ্ছা রইলো।
কৃতজ্ঞতায় শেষ হইয়াও হইবে না শেষ ---মুক্তানীল
১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২
ল বলেছেন: দিনশেষে সবাই একা!!!
দিনশেষে রাতের দেখা!!
অবাক পৃথিবীর সবি বিস্ময় আর বিচক্ষণ বন্ধুতে চরম বিনয় ---
এত সুন্দর করে বিনয়ী মন্তব্যের জন্যে একরাশ ফুলেল শুভেচ্ছা।
কৃতজ্ঞতায় শেষ হইয়াও হইবে না শেষ,
রয়ে যাক অমলিন এই পাওয়ার রেশ।
৭| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৮
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর লিখেছেন।
১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৩
ল বলেছেন: কবির মন্তব্য বরাবরের মতোই টনিক।
ধন্যবাদ ও শুভ কামনা।
৮| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন।
আমি যখন একা একা থাকি তখন আলু সিদ্ধ খাই।
১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫
ল বলেছেন: হা হা --- আলুসিদ্ধ খান নাকি সিদ্ধ হন কে জানে।
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় স্বাধীনতাকামী ভাই।
৯| ১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন:
যখন একাকী থাকি,
কখনো চিন্তার বিচ্ছুরণ,
কখনো বেহিসাবি জীবনের যন্ত্রনা,
কখনো আঁকড়ে ধরা একাকীত্ব,
কখনো বা জীবনযন্ত্রণার ছবিতে আষ্টেপিষ্টে বাঁধন,
হতবিহ্বল হয়ে দূর দিগন্ত ছুটে বেড়ায় খরস্রোতা নদীর মতন,
স্মৃতির পসরা নিয়ে ছুটে যাই,
যোজন হারানো সময়ের খোঁজে,
অনাগত দিনগুলোর ভুলত্রুটি শুধরে নিয়ে,
জীবনকে উপলব্ধি করতে শিখি।
আহা! বেহিসাবে জীবনের গল্প গাথা পড়ে মুগ্ধ হলাম।
পোস্টে লাইক ++
অফুরান শুভেচ্ছা ও ভালোবাসার প্রিয় কবিভাইকে।
১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯
ল বলেছেন:
বেহিসাবে জীবনের গল্প গাথা -----আনাড়ি কবি ও কবিতার শিকড়ের কথা বলে দিলেন কি অনায়াসে।
আপনি কবিতা বোদ্ধা এক নিপাট ভদ্রলোক।
আপনার মন্তব্য সবাইকে আলোড়িত করে আলোজ্বলা লেখক কে নিরন্তর ধন্যবাদ।
১০| ১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: উৎসর্গের কথাগুলো বেশ লাগলো.....এমন বিচক্ষণ বন্ধু মহা মূল্যবান।
১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০
ল বলেছেন:
কবিতাটা কেমন লাগলো বললেন নাতো ব্লগ সেরা কবি!!!
বিচক্ষণ বন্ধু আপনার আমার থেকে না হোক বিচ্ছিন্ন --- ধন্যবাদ নিরন্তর।
১১| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩০
সুমন কর বলেছেন: প্রথম দিকে বেশি ভালো হয়েছে।
+।
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩
ল বলেছেন: কবিতার সুমন দা আপনার মন্তব্যের জন্য কৃতজ্ঞ।
প্রথম আর শেষ যে কোন একটি চরণ আপনার মনে স্হান পেলেই সার্থকতা।
ভালো থাকুন সবসময়।
১২| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫
মুক্তা নীল বলেছেন: এই উপাধি পাওয়ার পর কি আর বিচ্ছিন্ন হওয়া যায়???
পাশে আছি, পাশে থাকবো.....
ইনশাআল্লাহ।
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫
ল বলেছেন: বেশি বেশি করে দোয়া রইলো আপনার আগামীর জন্যে।
পাশে থাকুক প্রিয়জনেরা সোহাগ আর শাসনে।
ধন্যবাদ অনেক অনেক।
১৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩০
তারেক ফাহিম বলেছেন: কবিতার শেষের দুই পেরা যে আপনার মত করে ভাবতে পারে, তার জন্য উপরের সকল, পাওয়া না পাওয়ার হিসাব কিছুই না, সকল দুঃখের গ্লানি মুচে দিয়ে নতুন করে বাঁচার প্রেরণা যোগাবে।
কবিতা পাঠে একরাশ মুগ্ধতা।
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৭
ল বলেছেন: চির নবীন তারেক ফাহিম -
আপনি অনায়াসে স্থায়ী আসন নিয়ে নিলেন আমার মনে --
আসলেই তাই হোক সবার জীবনে আসুক শুভ ক্ষণ।
ধন্যবাদ হে ক্ষণজন্মা তরুণ।
শুভ কামনা।
১৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪
আখেনাটেন বলেছেন: খাসা লিখেছেন।
তবে একটি সমস্যা দেখতাছি ভাইজান ল, একাকী থাকলে যদি সক্রেটিস হোন, তাইলে দোকা থাকলে কি হবেক?
সাথে ব্লগার মুক্তা নীলের জন্যও শুভেচ্ছা যার জন্য এই সুন্দর ভাবমূলক লেখনি।
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮
ল বলেছেন: ইয়া হবিবী,,
কাই ফা হালুকা ---
সবাই একা এটাই সত্য --- আইছি একা যাব একা,
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৫| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০১
নীল আকাশ বলেছেন: প্রিয় লতিফ ভাই,
সালাম এবং শুভেচ্ছা।
কবিতাটা আমার খুব প্রিয় একজন আপুকে উৎসর্গ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপু সম্পর্কে যা বলেছেন আপু তারচেয়েও বেশী সচেতন এবং বিবেকবান।
একাকীত্ব নিয়ে কবিতাটা চমৎকার হয়েছে। ৬ নাম্বার লাইনে ওঠি না হতে উঠি হবে। কবিতাটা পড়ার পর নিজের মনের ভিতরে আত্ম সচেতনা জাগ্রত হয়।কবিতার ভাবটা খুব ভালো লেগেছে। হুম, এটার একটা প্রতি পোষ্ট দিতে হবে...
ভালো থাকুন সব সময়।
শুভ কামনা রইল!
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩
ল বলেছেন: আমাদের ভালোলাগায় ভালোবাসায় নীল আকাশ ভাই,
এমন সুন্দর মন্তব্য ও সম্পাদনা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
কবিতার ভাবটা ভালোলাগায় আপ্লুত।
আর হা আপনিও একটা কবিতা লিখে উনাকে উৎসর্গ করবেন কারণ উনি তার চেয়ে বেশি কিছু ডিজার্ভ করে।
ধন্যবাদ প্রিয় ভাই।
১৬| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৩
আর্কিওপটেরিক্স বলেছেন: একাকিত্ব মানুষকে ভাবনার সময়টুকু দান করে.....
কবিতায় ভালোলাগা....
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৪
ল বলেছেন: প্রিয় ভাই,
সময় করে কবিতা পাঠের জন্য ধন্যবাদ।
১৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লিখেছেন মিস্টার ল। একাকী থাকলেই মনের ভেতর অতীত উথলে ওঠে।
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:০১
ল বলেছেন:
অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় মান্যবর..........
অনিঃশেষ শুভেচ্ছা ও ভালবাসা রেখে গেলাম কৃতার্থে....
১৮| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ। কবির ভাবনাগুলো প্রজাপতির পাখার মতো হয়ে থাকে। তাই অনেক স্তবকে এসে খটকা খেয়ে বসে থাকি কবি কি বুঝাতে চেয়েছেন, আমি বুঝতে পারিনি কেন! অনেক প্রশ্নই প্রশ্ন হয়ে থাকে জিজ্ঞাসা করা হয়ে ওঠেনা কবিকে। পাঠক মাত্রই কিছু কুড়িয়ে নিতে চায় কিন্তু কি পায় পাঠান্তে যখন হিসেব করা হয় তখন গোজামিল অর্থ করে কবির স্বপ্নের ভুবনে বিচরণ করার ব্যার্থ চেষ্টায় পাঠক এক দর্শন দাঁড় করায়।
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:০৩
ল বলেছেন:
কবিতার চরণ বুঝতে অসুবিধা হওয়া কবির ব্যর্থতা বলে মেনে নিলাম....
অনেক ভাব গভীরে রয়ে যায় বলে বুঝানো যায় না ---
আপনি কবি প্রাণ আপনার কাছে জানতে চায় আর জানতে হলে আড়তে হবে প্রশ্ন করতে হবে।
ধন্যবাদ আপনার আগমনে ও মন্তব্য করার জন্যে।
১৯| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩২
ঝিগাতলা বলেছেন: Very nice poem +্
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:০৪
ল বলেছেন: Thanks a lots Dear Zigatola,
I must appreciate your kind commen.
Stay blessed!!
২০| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০১
নীলপরি বলেছেন: মর্মস্পর্শী কবিতা ।
+++++
শুভকামনা
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:০৫
ল বলেছেন:
গল্প কবিতার পরির কাছ থেকে এতগুলো প্লাসে কৃতজ্ঞ।
নিরন্তর শুভেচ্ছা ও ভালোবাসা।
২১| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪২
প্রিয় কবিতা বলেছেন: ভালো লাগল
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪৩
ল বলেছেন: প্রিয় কবিতা ---- প্রিয় মন্তব্যে প্রীত।
ধন্যবাদ ও শুভ কামনা আপনাকে ----
২২| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৯
মাহমুদুর রহমান বলেছেন: একাকীত্বের এই ভালো লাগায় হারিয়ে গেছি অনেক আগেই, নিঃসঙ্গতা আমাকে আর কখনও খুঁজে পাবে না।
কবিতায় রাশি রাশি ভালো লাগা। আর বিদ্রোহী ভৃগু দাদার মন্তব্যটা আমার বেশ ভালো লেগেছে।
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৭
ল বলেছেন: দারুণ কাব্যিক মন্তব্যে ধন্যবাদ প্রিয় ভাই।
দাদার মন্তব্যটা আসলেই টাচি।
ভালো থাকুন সবসময়৷
২৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
আরোগ্য বলেছেন: প্রতি স্তবকে ভালো লাগা রইলো। নির্দিষ্ট করে কোন একটি স্তবক উল্লেখ করতে চেয়েও পারলাম না।
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৯
ল বলেছেন:
ভালোলাগায় আপ্লুত।
প্রতি স্তবকে ভালো লাগা --- হা হা, কবিতা যেন মনে হয় তোমার মনের কথা বলে।
ভালো থেকো বেশ করে।
২৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:১৬
মেহেদী হাসান হাসিব বলেছেন: একাকীত্বকে নিয়ে খুব সুন্দর উপস্থাপন করেছেন আপনার কবিতায়। মুক্তা নীলের জন্য শুভ কামনা জানাই।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৮
ল বলেছেন: প্রিয় হাসিব ভাই,
অনেকদিন পর এলেন।
আশাকরি ভাল আছেন!!
কবিতা ভালোলাগায় আপ্লুত।
ভালো থাকুন সবসময়।
২৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩০
ঠাকুরমাহমুদ বলেছেন:
একা
একা এসেছিস একা যাবি
ভাবলে কি আর আসবি যাবি
দুঃখে কেনো একা ভাবিস
সুখে কেনো সুখ বাটিস;
আপনা কি তোর আপনা আছে
একাকী তবে ভাবিস কবে
যবে তোর মরন হবে
দিন তো শুরু তবেরে সবে ।।
***দিনতো শুরু সামনে রাত আসতেছে হয়তোবা অমাবস্যাও হতে পারে, গুরু আজ একা ভাবছেন সামনে আরো একা সময় আসবে তখন কি করবেন ভেঙ্গে গুরো হয়ে বালি হয়ে যাবেন?
***একটা রাগ ক্রোধ নিয়ে কবিতা লিখেন তো গুরু, কি যে করেন? দুঃখের কবিতা লিখবেন, একদম “বনবাসে রুপবান” এর সাথে বনবাসে পাঠিয়ে দেবো - অবস্য আপনার সাথে রুপবান থাকবে - নাকি সেও পালাবে আপনার দুঃখগাথা শুনে !!!
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১০
ল বলেছেন: হা হা -- মজা পেলাম।।
ভালো কবিতা হয়েছে গুরু।
চলুক প্রচেষ্টা।
চেষ্টা করবো আপনার কথামতো একটা লিখতে ।
দোয়া করবেন।
২৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০১
হাবিব বলেছেন: আপনার নন্দিত নরক কবে আসবে?
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪১
ল বলেছেন: ভাইজান আমার,
নামটা দেখে ভীমরি খেলাম ----
মনটা ভালো নেই
গল্পে মন বসাতে পারতেছি না যদিও ড্রাফটের কাজ বাকী --- সেটাপ করতে ভালো লাগছেনা
--- শুধু কবিতা লিখি -----
দোয়া করবেন বেশি বেশি....
২৭| ১৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:১৯
মুক্তা নীল বলেছেন: কেন ভাই ,মন ভালো নেই কেনো ? গল্পে মন বসে না , তো কি হয়েছে কবিতা লেখেন ব্লগে কিছু সময় দিন,নিজের ধর্মতে মন বসান ইনশাআল্লাহ সব ঠিক হবে। এখানে একটু পরে ফজরের আযান পড়বে । একটু একটু ভোরের আলো উঠছে
ভালো থাকবেন।
১৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৫৯
ল বলেছেন: আসসালামু আলাইকুম।।
আপনার জন্য ধর্মের কবিতা দিলাম।
১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:০১
ল বলেছেন: জীবনে আধার কেটে এভাবে ভোরের আলো আসুক!!!
মন্তব্য টা মনে দাগ কাটলো+++++++++++++++ অসীম প্লাস
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সকাল রইল ভাই।
দারুণ কবিতা গড়েছেন ভাই, একাকীত্ব অনুভবে চমৎকার উপস্থাপন কবিতার কথামালায়।
ভালো লাগলো সকাল সকাল আপনার একাকী হৃদয়ের কথোপকথন।
শুভকামনা জানবেন সবসময়