নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত এক মৃত্যুপুরীতে!

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৬



অদ্ভুত এক মৃত্যুপুরীতে!

**********রহমান লতিফ **********

অদ্ভুত এক মৃত্যুপুরীতে,বল্লম বিদ্ধ নিথর দেহ,
শকুনের ক্ষুধার্ত সুতীক্ষ্ম নখরে;নির্বাক পরাহুত ।

সৃষ্টির সেরা জীব;বিষাক্ত নাগিনীর চেয়েও ভয়ংকর,
ভালোবাসার পোষা ময়না-পায়রাগুলি হারিয়েছে তীর্থঙ্কর।

ধর্ষিতার আত্মচিৎকারে;প্রেতাত্মাদের অদ্ভুত নিরবতা,
বেঁচে থাকার নতুন সমীকরণ খুঁজতে যাওয়াই বৃথা।

স্কুল কলেজ পালিয়ে কচি সোনামুখ আজ সিনেমা পাড়ায়,
নেটে ঘেটে আচানক পুরুষ নিয়ে যায় আবদ্ধ কামরায়।

বদলে যাওয়ার প্রতিযোগিতায় শহর,গ্রাম নদী,অরণ্যে,
ডোরাকাটা বাঘের হয়নি ঠাঁই জঙ্গলের সরল উদ্যানে।

নষ্টদের নিয়ে সাগর লিখলে তবুও হবে কি শেষ?
লিখতে হবে ভ্রস্টরা যদিও হবেনা কভু নিরুদ্দেশ।

মৃতের আত্মার নৃত্য দেখেছো কি দূর আকাশপটে?
ভুলগুলি শুধরে লাবণ্য আবীর মাখো নিজ গৃহের পাদদেশে।



কপিরাইট@রহমান লতিফ



মন্তব্য ৭৩ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩

বিজন রয় বলেছেন: মানুষই কি সবচেয়ে খারাপ পৃথিবীতে?

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৯

বলেছেন: মানুষ হলো সৃষ্টির সেরা জীব।
আবার
এই মানুষ -ই অন্যের যত অনিষ্ট করতে পারে অন্য প্রাণী তা সহজে পারে না।


মানুষ তার মান ও হুঁশ ঠিক রাখলে এত সমস্যা পৃথিবীতে হতো না।

মানুষ সুন্দরবন ধ্বংস করছে বাঘ কিন্ত মানুষপর ক্ষতি করতেছেনা।


পাঠে ও মন্তব্যে ধন্যবাদ প্রিয় কবি।

২| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর কবিতা। কয়েকটা টাইপো আছে, ঠিক করে নিন।

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩১

বলেছেন: ইউ আর অলওয়েজ মাই বেষ্ট ব্রাদার্স।


হ্যাপি নিউ ইয়ার।

ধন্যবাদ --- ঠিক করে নিলাম।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৫

বিজন রয় বলেছেন: সবকিছু নষ্টদের অধিকারে দেওয়া যাবে না।
আমাদের ভুলগুলি সুধরে নিতে হবে।

এই কবিতাটিকে কি আমি রাজনৈতিক কবিতা বলতে পারি?

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪১

বলেছেন: দাদা আপনি কবিতা বিশেষজ্ঞ।।।।

কবিতা হলো জীবনের দর্পন।

এই লেখার মূল বিষয় হলো বদলে যাওয়ার এত অহম প্রতিযোগিতায় যেন,
আগে নিজের ঘর ঠিক করি, নিজেকে শুধরে নেয় তবেই মঙ্গল।
এটাকে রাজনৈতিক নয়
বরং বিবেকবোধের কবিতা বললে কি মন্দ হবে!!

৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪১

নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন লতিফ ভাই,
দুর্দান্ত এক কবিতা দিলেন রে ভাই!

বাস্তবতা আজ এতটাই ভয়ানক, তাকে ছন্দে বাঁধতে কবিতার ভাষাও যেন হার মানে তার কাছে.....
যাপিত জীবন কেটে যায় অসহ্য দু:সহ যন্ত্রনা বুকে চেপে রেখে......

অনুগ্রহ করে দুইটা বানান ঠিক করে দিন,
১। আবদ্ধ কামরায়
২। লিখতে হবে ভ্রস্টরা

ধন্যবাদ আর শুভ কামনা রইল, প্রিয় কবি ভাই।

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫১

বলেছেন: আসসালামু আলাইকুম আমার নীল আকাশ ভাই,
আশাকরি ভালো আছেন! মনটা কিছুটা হালকা হবে এই কবিতা পড়ে আশাকরি।।।

কবিতা ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।

ভালোবাসার পোষা ময়নাগুলি হরাতে দেবো না আমরা ভাতৃত্ববোধ রাখবো মনেপ্রাণে।



বানানগুলো শুধরে দেওয়ার জন্য কৃতজ্ঞ।
আপনিতো কবিতাবোদ্ধা এই কবিতাটা কি রাজনৈতিক মনে হয়??

৫| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৭

অপু দ্যা গ্রেট বলেছেন:

ভুল গুলি শোধরানো গেলে ভাল ই হতো

পৃথিবীকে সুন্দর করে সাজাতাম

নতুন ভাবে সব নতুন করে

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩

বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা অপু ভাই।


নতুন বছরে প্লান করি ভুলগুলি ফুল করে সাজাই।


পাঠে ও মন্তব্যে নিরন্তর শুভেচ্ছা প্রিয় ভাই।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবন যখন স্বার্থপরতায় হারিয়ে ফেলে বিবেক
নেমে আসে অন্ধকার গাঢ়
লোভ মোহ কামের কুয়াশায়
ঢাকে সত্যের সূর্য

হতাশায় সুনাগরিকেরা হেচকি তোলে
মেলে না ভরসা এক ঢোক জল!

কবিতার পাঠ প্রতিক্রিয়া :)

+++

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৮

বলেছেন: ওয়াও!!! কি দারুণ অভিব্যক্তি!! কি দারুণ প্রকাশ।
কি চমৎকার কাব্যকথন মুহূর্তে লিখে ফেললেন।




ব্লগ সেরা জাত কবির এমন প্লাসে ভরসা পেলাম।

শুভ নববর্ষ।

ধন্যবাদ নিরন্তর।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০

পবিত্র হোসাইন বলেছেন: ভয় পাইছি !!!!
ভয় দেখান কেন ?

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০

বলেছেন: ভাই হসুম না কান্দুম বুঝতে পারতেছি না।

এই বল্লমের আঘাতে কিন্ত সত্যি সত্যি নোয়াখালীতে চার সন্তানের জননীকে ইহলৌকিক মায়া ত্যাগ করতে হয়েছে।




কবিতা কেমন লাগলো।বললেন না তো!!!!


নববর্ষের শুভেচ্ছা।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০

সুমন কর বলেছেন: দারুণ লিখেছেন। +।

০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

বলেছেন: পাঠে ও মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রিয় দাদা।


নববর্ষের শুভেচ্ছা।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা

০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

বলেছেন:
ধন্যবাদ অবারিত।



নতুন বছরের শুভেচ্ছা প্রিয় সনেট কবি ।

১০| ০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

ব্লগার_প্রান্ত বলেছেন: তাও মানুষ স্বপ্ন বোনে !
+++

০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

বলেছেন:

আলোকিত হোন আপন আলয় ---




মন্তব্যে কৃতজ্ঞ।

১১| ০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

মুক্তা নীল বলেছেন: শুভ সন্ধ্যা। কঠিন কবিতা!!! পড়লাম ২ বার। গভীরভাবে চিন্তা করলে কতটা খারাপ লাগে, মানুষের বিবেক বিবেচনা কোথায় গিয়ে দাড়িয়েছে? মানুষ যেনো বেঁচে থেকেও প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করছে। বাঘের যেমন জংগলে ঠাঁই হয় না, ঠিক তেমনই সেই মানুষের কি ধরনিতে ঠাঁই হয়....... মেনে নেওয়া আর মনে নেওয়ার মাঝে পড়ে থাকা। ভালো লাগা রইলো অনেক।

০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

বলেছেন: আপনার মন্তব্যের জন্যও অন্তর থেকে ভালোলাগা ---

মানুষের বিবেক বিবেচনা কোথায় গিয়ে দাড়িয়েছে ---বিবেকের কারণে মানুষ পশুর থেকে পৃথক সত্তা। মানুষ যখন নিজের পশুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে বিবেক দ্বারা পরিচালিত হয়ে সৎভাবে দৈনন্দিন জীবনযাপন করে, তখনই সে ‘আশরাফুল মাখলুকাত’ হিসেবে বিবেচিত হয়। তাই তো পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি, স্থলে ও সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি; তাদের উত্তম রিজিক দান করেছি এবং আমি যাদের সৃষ্টি করেছি তাদের অনেকের ওপর তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি।’ (সূরা বনি ইসরাইল, আয়াত: ৭০)


ধন্যবাদ।

ভালো লাগায় খুশি হলাম।

১২| ০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম।
প্রিয় লতিফ ভাই কেমন আছেন?
ব্যস্ততার কারণে নিন্দার নরকের সর্বশেষ এপিসোডটা এখনও পাঠ করা হয়ে উঠলো না।
পাঠ তো ইনশায়াল্লাহ করবোই। দোয়া করবেন দ্রুত যেন চাপ ও কাজমুক্ত হতে পারি।
মনে হচ্ছে আমি নিজেই যেন রয়েছি অদ্ভুত কোন এক মৃত্যুপুরীতে।

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩১

বলেছেন: আলাইকুমু আলাইকুম।


কাব্য পাঠে অসংখ্য ধন্যবাদ ।

এক আকাশ শুভেচ্ছা


দোয়া করি দ্রুত চাপ ও কাজমুক্ত হও ---------আমীন


১৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। বিপ্লবি কবিতা।

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৭

বলেছেন:

অসংখ্য ধন্যবাদ কবি -----




বিপ্লবি কবিতা নাকি---শিকল ভাংগার কবিতা -------------


রফিক আজাদ বলেন:

‘মানুষ’ শব্দটিও ক্রমশই
বিলুপ্ত হয়ে যাচ্ছে-
পথের পরিবর্তে ‘রাস্তা’
মানুষের পরিবর্তে ‘লোক’
ব্যবহৃত হয়ে আসছে আজকাল,
‘মানুষ’ ক্রমশ স্থায়ীভাবে
অভিধানে চলে যাচ্ছে-

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৪

বলেছেন: ধন্যবাদ @রাজীব নুর ভাই



ভালো লাগায় খুশি হলাম।

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:০১

নীল আকাশ বলেছেন: আপনিতো কবিতাবোদ্ধা এই কবিতাটা কি রাজনৈতিক মনে হয়??
না লতিফ ভাই, এটা আমার কাছে একেবারেই সাধারন জীবনধর্মী একটা কবিতা মনে হয়েছে। এখানে কবির জীবন নিয়ে,বর্তমান সমাজ নিয়ে, পারিপার্শ্বিকতা নিয়ে আত্ম উপলব্ধিই ফুটে উঠেছে লাইনে লাইনে....
যার কাছে রাজনৈতিক মনে হয়েছে তার কাছেই জিজ্ঞেস করুন না, কেন এইরকম মনে হয়েছে?
ধন্যবাদ।

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৯

বলেছেন: আবারো সময় করে এসে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ---
হৃদয়ের গভীর থেকে এক নির্মল ভালোবাসা।।
মন্তব্যের মাঝে মনে হয় লুকিয়ে আছে ---
প্রথম স্পর্শের সুখে কাতর কোন প্রেয়সীর ছবি।


আপনার কাছে সব বিষয়ে জানতে ভালো লাগে বড় আপন আপন মনে হয় তাই আপনাকে বলা।

কেউ কেউ তার মতো করে কবিতা ইন্টারপ্রিটেশন করলে লেখকের দায়বদ্ধতা নয়।
একি লেখার মিনিং একেকজনের কাছে একেক রকম মনে হয়, মনে হতে পারে।

তবে আপনার আমার ভাবনা চিন্তা এক ও অভিন্ন এটাই জানলাম।

অনেক অনেক ভালোবাসা।

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৮

নীলপরি বলেছেন: বাস্তবের কবিতা । ভালো লাগলো ।

শুভকামনা

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১:০১

বলেছেন: আপনার মতো গুণী কবির আর্শীবাদ পেলে সান্ত্বনা খুঁজে পাই।



এক শুভ্র ভোরের স্নিগ্ধ শুভেচ্ছা।

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫২

কাওসার চৌধুরী বলেছেন:



প্রিয় রহমান লতিফ ভাই।
কবিতায় সময়টা উঠে এসেছে চমৎকারভাবে। প্রযুক্তি আর প্রগতির অন্ধকার দিক। ++++
শুভ নববর্ষ।

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১:২০

বলেছেন: ধন্যবাদ প্রিয় কাওছার ভাই।।


আগেও বলছি আজ ও বলছি ইউ আর অলওয়েজ টু দ্যা পয়েন্ট --
ম্যান অব পারফেকশন।



বিমুগ্ধ ভালোবাসা আপনাকে।

ভালো থাকুন, সুস্থ থাকুন৷

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ২:৫৮

সূচরিতা সেন বলেছেন: অন্যরকম লাগল কবিতা। শুভরাত্রী শ্রদ্ধেয় ল' দা।

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪১

বলেছেন: অন্য রকম টা কি জানলে খুশি হতাম।
আপনি তো কবি কবির মন্তব্য অবশ্যই প্রাণীধানযোগ্য।


আপনার সব কবিতাই আমি পড়ি যদিও সবসময় মন্তব্য করা হয়ে ওঠে না।

বেশি বেশি কবিতা পড়ুন, কবিতা লিখুন -মন্তব্যে জানিয়ে যান মনের কথা।


শুভ নববর্ষ।
শুভ হোক আগামী

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:






শোনা গেল লাশকাটা ঘরে
নিয়ে গেছে তারে;
কাল রাতে ফাল্গুনের রাতের আধারে
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাদ
মরিবার হল তার সাধ।


- (আট বছর আগে একদিন, মহাপৃথিবী/ কবি জীবনানন্দ দাশ)

গুরু আপনাকে আমার প্রিয় একটা কবিতার পাঁচ লাইন পাঠালাম। দেশে থাকলে আপনাকে নিয়ে এখন নাস্তা করতাম (দই চিড়া খেজুরের গুড়) রাতে কিছু ডক্স তৈরি করতে হয়েছে তাই রাত জাগা এই অধমের, এখন নাস্তা করে ঘুমোবো, অফিসে যাবো দুপুরে। ভালো থাকেন আর অন্ধকারের কবিতা লিখেন। আমিও কিছু অন্ধকারের কাহিনী লিখবো।

***ভালো কথা শুভ নববর্ষ



০৩ রা জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৫৯

বলেছেন: ও, এম,জি,

একটু আগে আপনার কথা ভাবছিলাম ---


সেই প্রিয়জন, আমার আপন,আমার শ্রদ্ধা আর সম্মানিত গুরু।


ভালোবাসা অবিরাম।

অন্ধকারে কবিতা ও গান হোক নতুন বছরের অভিধানের পাতায় পাতায়।


ইনশাআল্লাহ একদিন নাস্তা নয় হেববি মিল খাবো দুই ভাই মিলে!!! এটাই চাওয়া।

ভালো থাকুন সবসময়, আমাদের মনের গহীনে জৈবিক আলোড়ন সৃষ্টি করে। - হা হা।

২০| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৫

জাহিদ অনিক বলেছেন:
সত্যি নষ্টদের নিয়ে সাগর লিখলেও যেন শেষ হবে না।
কবিতায় বাস্তবিক চিত্র তুলে ধরেছেন। ভালো লাগলো মিঃ ল
শুভেচ্ছা

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩

বলেছেন: প্রিয় নাগরিক কবিয়াল


আপনার যুক্তিনিষ্ঠ মন্তব্যে খুশি হলাম।


ধন্যবাদ নিরন্তর।

২১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল লিখেছেন নষ্ট সময় নিয়ে।
++++++++++

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫

বলেছেন: প্রিয় মাইদুল সরকার ভাই



সময় করে পাঠে ও আপনার মূল্যবান মন্তব্যের জন্যে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।


ভালোবাসা নিবেন।

২২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৫

তারেক ফাহিম বলেছেন: কবিতায় পাঠকদেরতো বিবেকবান বানিয়ে দিলেন। B-)

কবিতায় বাস্তবতার মিল আছে।

প্রথমে নিজেকে সুধরাতে হবে।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬

বলেছেন: চির সবুজ তারেক ফাহিম ভাই

সময় করে পাঠে ও আপনার মূল্যবান মন্তব্যের জন্যে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।


ভালো থাকুন, আলোয় থাকুন।

শুভ কামনা আপনাকেও।

২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪০

স্রাঞ্জি সে বলেছেন:

কবিতাটা পড়ে কি বুঝলাম তা পাঠকের দৃষ্টি দর্শন বৈকি। কবিতায় যদি বলি সব নষ্টদের হাতে যায়। তাহলে কেন আমরা নষ্টদের হাতে অপরুপ প্রকৃতিটা তুলে দিব। ______

এগারো নং সারিতে লিখেলে হবে নাকি লিখলে হবে।

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪

বলেছেন: দাদা এত কঠিন মন্তব্য!!!

কেন আমরা নষ্টদের হাতে অপরুপ প্রকৃতিটা তুলে দিব--- কারণ তো একটাই দাদা ওরা অসীম ক্ষমতাবান।

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৫

বলেছেন: কারেকশন করে দেওয়ার জন্য স্পেশাল ধন্যবাদ দাদা।

২৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: বাস্তবতা.....

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৬

বলেছেন: বাস্তবতা কবিতায় আর প্রোগ্রামিং এ ---


ধন্যবাদ নিরন্তর প্রিয় ভাই।

২৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

হাবিব বলেছেন:


স্বপ্ন দেখি নিয়ত আমি নতুন করে বাঁচার,
মানুষ হয়ে প্রভুর কাছে পূত হয়ে ফেরার....

অসাধরণ কবিতায় লাইক ৫ টা.........

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৭

বলেছেন: শুভ অপরাহ্ন প্রিয় ভাই।

আপনি ভালো লোক আল্লাহ আপনার সহায় হোন।


৫ টা লাইক --- হাসলাম কিন্ত।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২৬| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিফভাই,

কবিতা কেমন হয়েছে বলার অপেক্ষা রাখেনা; 19 টি লাইকই তার প্রমান । তবে আজ আর কোন কমেন্ট করলাম না। সরি নিজের অক্ষমতার জন্য।

নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন রইল।

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৩

বলেছেন: হা হা হা ---এক বিশাল হাসি দিলাম -- অট্টহাসি হেসে বলি ---


মৌনতাই নাকি বড় অস্ত্র তার এমন ব্যবহার কয়জন জানে!!!! পারফেক্ট লেখকের এখানেই পরিচয়।


শুভেচ্ছা ও অভিনন্দন বুক ভরে নিলাম।

২৭| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৩

নতুন নকিব বলেছেন:



আহ! আমরা যদি সত্যিকারের মানুষ হতে পারতাম!
যদি থেমে যেত বোবা কান্না, হৃদয়ে হৃদয়ে রক্তক্ষরন!

কবিতায় +++

০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

বলেছেন: দারুণ দু'টি চরণ লিখেছেন --



পাঠে ও মন্তব্যে প্রীত হলাম।

ধন্যবাদ অনিঃশেষ।।। ।

২৮| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৫

কালীদাস বলেছেন: পলিটকাল ব্যাকগ্রাউন্ড; মোটামুটি লাগল কবিতাটা। তবে বুঝতে পেরেছি প্রায় পুরাটাই, এর মানে আপনি কম জটিলতার সাথে প্রকাশ করেছেন B-) থ্যাংকু :)

কমেন্টটা আরেকটা কারণে করা। আপনি তো দেখা যায় আমার চেয়েও পুরান ব্লগার। ইন্যাক্টিভ ছিলেন নাকি অনেক বছর?

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫

বলেছেন: পলিটকাল ব্যাকগ্রাউন্ড ----হা হা, না সে রকম কোন ব্যাকগ্রাউন্ড নেই -----------মানবতাই বড় ধর্ম।

ইন্যাক্টিভ ছিলেন নাকি অনেক বছর? ------------পাঠক ছিলাম,আরেকটা আই ডি থেকে কিছু লেখছিলাম
বাট সেই আইডি কাজ করতেছেনা --আর লেখাপড়া,রিসার্চ,চাকরি,প্রবাস জীবনের ঝামেলায় ছিলাম তবে ৫ টি ডায়েরি লিখে রাখা--


শুভ হোক পথচলা,পাঠে ও মন্তব্যে অনিঃশেষ শুভেচ্ছা প্রিয় এলিট ভায়া।

২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আসতে দেরি হয়ে গেল প্রিয় দেশি ভাই,

দেশ নিয়ে এমন ব্যাপক অর্থসমৃদ্ধ কবিতা আজকাল চোখে পড়ে না। অসম্ভব ভাল হয়েছে।
দেশের অনাচেকানাচে ঘটে চলা অনাকাঙ্ক্ষিত সকল নির্মম ঘটনাগুলোর বাস্তব রূপ আপনার কবিতায় ফুটিয়ে তুললেন লতিফ ভাই। প্রতিবাদ হোক নিজ অবস্থান থেকে নিজের সর্বাত্মক চেষ্টায়।
অসংখ্য ধন্যবাদ ভাই।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২১

বলেছেন: ব্যাপক অর্থসমৃদ্ধ কবিতা----যা মনে ধরে তাই লিখে যাই,দেশ,সমাজ,পারিপার্শ্বিকতা আমায় টানে,
এমন উৎসাহ দেওয়ার জন্যে বন্ধু তোমাকে নিরন্তর ধন্যবাদ।




শুভ হোক পথচলা,পাঠে ও মন্তব্যে অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসা অহর্নিশ।

৩০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০০

মাহমুদুর রহমান বলেছেন: কবিতা অত্যান্ত সুন্দর হয়েছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৪

বলেছেন:

সময় করে পাঠে ও আপনার মূল্যবান মন্তব্যের জন্যে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।


ভালোবাসা নিবেন@মাহমুদুর রহমান

৩১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

হাবিব বলেছেন: কেমন আছেন লতিফ ভাই?
আরোগ্যর কোন খবর জানেন?

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৫

বলেছেন: আসসালামু আলাইকুম ----------


ভালো আছি ভাই -----



আরোগ্যর কি হয়েছে ----জানি না তো ?

৩২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৬

আরোগ্য বলেছেন: আসসালামু আলাইকুম বড় ভাই। আশাকরি ব্লগ পরিবারের প্রিয়জনরা সকলে ভাল আছেন।
অসাধারণ একটি কবিতা। শব্দের ব্যাপারে বলার অপেক্ষা রাখে না। আপনিতো নিজেই একজন শব্দ ভাণ্ডার।
অনেক ভালোলাগা রেখে গেলাম।
নতুন কবিতাটি পড়ে হাবিব স্যারের ব্লগে হাজিরা দিয়ে যাই।

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৫১

বলেছেন: সময় করে পাঠে ও মূল্যবান মন্তব্যের জন্যে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ভালোবাসা।

৩৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪

আহমেদ জী এস বলেছেন: ল,



নষ্ট সমকালের কবিতা।
কিছু ভুল থাকে যা শোধরানোর বাইরে! এর পরেও হয়তো মানুষ অদ্ভুত এক স্বপ্ন দেখে, সকালের!

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৬

বলেছেন: প্রিয় কবি,
আপনার আগমনের জন্যে কৃতজ্ঞতা --

নষ্ট সমাজ, নষ্ট মানুষ, আমরা নষ্ট হতে হতে বাঘের অভয়আরণ্য বিনাশ করতে চলছি --- আর নিজকে সাধুবাদ দিই।


আরেকটা প্রসঙ্গে বলা - আপনি বিচক্ষণ ও বুদ্ধিমান লেখক পাশাপাশি আঁতুড় ঘর থেকে আতশবাজি সবকিছু জানেন তাই প্রশ্ন হলো
এই কবিতাটাকে কি কোন বিবেচনায় রাজনৈতিক কবিতা মনে হলো?? আপনার মতামত আশা করছি!!!

৩৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫

শিখা রহমান বলেছেন: অদ্ভুত সুন্দর পঙ্কতিমালায় বর্তমানের ছবি এঁকে দিলেন কি অনায়াসে!!

আপনার এই কবিতাটা কি যে আশ্চর্য সুন্দর হয়েছে। একটু ঈর্ষা মিশ্রিত একরাশ ভালোলাগা আর মুগ্ধতা রইলো।

শুভকামনা প্রিয় কবি।

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬

বলেছেন: এত সুন্দর করে মন্তব্যে আবেগ তাড়িত হলাম।

আপনি আমার দেখা অন্যতম কবি এই ব্লগের আর আমার লেখা আপনার এমন ভালোলাগা জানানোতে খুবই খুশি হলাম।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৩৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দুর্দান্ত এক কবিতা পড়লাম।
ধন্যবাদ জানবেন।

০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

বলেছেন: এমন করে আলোড়িত মন্তব্যে আপ্লুত হলাম।

ধন্যবাদ আপনাকেও সময় করে পড়ার ও মন্তব্য করার জন্য।

৩৬| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৯

ইসিয়াক বলেছেন: এখন অস্থির সময় ।
জাগ্রত হোক বিবেকবোধ ।
জয় হোক মানবতার ।

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১০:২৯

বলেছেন:
হে প্রগাঢ় পিতামহী,আজো চমৎকার ?
আমিও তোমার মতো বুড়ো হবো-বুড়ি চাঁদটারে আমি
ক’রে দিবো কালীদহে বেনোজলে পার;
আমরা দুজনে মিলে শূন্য ক’রে চ’লে যাবো জীবনের প্রচুর ভাঁড়ার। ..........।কবি জীবনানন্দ দাশ


মন্তব্যে অনিঃশেষ শুভেচ্ছা প্রিয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.