নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
কেন এত সহজেই মানুষ বিশ্বাস করি!!
★★★★★রহমান লতিফ★★★★
কেন এত সহজেই মানুষ বিশ্বাস করি!!
আহত হৃদয় বার বার লুটায়ে অবনীপরে,
হিতাকংখীরা শৈল্পিক ভাবে বোকা বানায় অবনমনে।
বেদনাতুর মনে বয়ে চলে;ভাঙাতরী নিরবধি-
কেন এত সহজেই মানুষ বিশ্বাস করি!!
কামনার মোহিত সুরে স্বপ্নের চোখে তারার দেশে দেই পাড়ি--
রঙ-চটা প্রেমের জড়ায়ু জঠরে;যৌবন যবনিকা মাড়ি।
বিশ্বাসের দ্বীপপুঞ্জে; মিথ্যার অভয়াশ্রমে,বোকা আমি ভাসি----
কেন এত সহজেই মানুষ বিশ্বাস করি!!
দূর্বল-সবল নাটকের মহড়ায় মুখোশের আড়ালে মুখাবয়ব,
আপনজনের দূর্বার আঘাতে;সূর্যমুখী ফুলের সুবাসিত অবয়ব -
বধিরত্ব নিয়ে দূর্জনের সমর্পনে; রোমাঞ্চ সৌধ গড়ি--
কেন এত সহজেই মানুষ বিশ্বাস করি!!
আষাঢ়ে গল্পের মুকুট পড়ে,দুচোখে শ্রাবণে ভাসি,
পিশাচ পাষানের কলঙ্কের দাগ; সন্তর্পণে শুকি।
আজন্ম প্রণয় সুধার খোঁজে;তৃপ্তবদনে বিষ হজম করি,
কেন এত সহজেই মানুষ বিশ্বাস করি!!
উৎসার্গ -- আমার ছোট্ট ভাই যে সবার সদা আরোগ্য কামনায় নিজকে করেছে সমর্পন, আরোগ্যসবার প্রিয় আরোগ্য
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭
ল বলেছেন: আলাইকুম সালাম ও রাহমাতুললাহি ও বারাকাতি!! "
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
নজসু বলেছেন:
প্রিয় হাবিব স্যারের জন্য-
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮
ল বলেছেন: জুম্মা মোবারক
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫
নজসু বলেছেন:
পোষ্ট কখন দিলেন টেরই পেলাম না।
যাই হোক, তবুও প্রথম হতে পেরেছি।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
ল বলেছেন: হাসলাম!!
এই হৃদয়ের পুরোটাই দিলাম।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬
নজসু বলেছেন:
প্রিয় আরোগ্য ভাইয়ের জন্য শুভকামনা।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০
ল বলেছেন: আরোগ্য, সুজন, হাবিব স্যার, রাকু হাসান, তাজুল ইসলাম আমার কতগুলো প্রিয় জুনিয়রদের নাম।।
ভালোবাসা অবিরাম!!
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭
নজসু বলেছেন:
বিশ্বাস আছে বলে ভালবাসা এখনো বেঁচে আছে ।
কবিতাপাঠে তৃপ্পি নিয়ে ফিরছি প্রিয় লতিফ ভাই।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০১
ল বলেছেন: পাওয়ায়ফুল কথা।
বিশ্বাস আছে বলে ভালবাসা এখনো বেঁচে আছে -- সহমত
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
নজসু বলেছেন:
ইয়ে বলছিলাম কি, ফুলঝুড়ি আপার আজকের পোষ্টে দাওয়াত আছে।
আমি খেয়ে আসলাম।
আগে ওখান থেকে ঘুরে আসেন, নয়তো কিছু নাও পেতে পারেন।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
ল বলেছেন: জলদি গেলাম।
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
দেশি ভাই,
আপনি সহজ সরল বাঙালি কবি, যদিও অনেক বছর যাবত ফ্যামিলি শুদ্দ বিলেতে আছেন, তবুও আপনি সহজ সরল বাঙালি।
শুক্রবার দিনে প্রার্থনা, যেন কেউ আর আপনার বিশ্বাসের অবমূল্যায়ন না করে।
আপনার জন্য নিরন্তর শুভকামনা।
কবিতায় প্লাস+++
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪
ল বলেছেন: প্রিয় ভাইকে পেয়ে পুলকিত হলাম।
সহজ সরল জীবন যদি কেটে যায় তাতেই মঙ্গল।
আপনার প্রার্থনা আল্লাহ কবুল করুন --- আমিন।
আপনাকে হৃদয়পুর থেকে প্রবল আস্থা আর ভালোবাসা।
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬
যোখার সারনায়েভ বলেছেন: আমিও ভূতের চেয়ে মানুষ বেশি ভয় পাই ।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮
ল বলেছেন: আপনি যেভাবে লিখতেছেন সেভাবেই সচেতনতার কথা তুলে ধরুন।
মানুষের জয় হবেই।
পাঠে ও মন্তব্যে নিরন্তর শুভেচ্ছা।
৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০১
সেলিম আনোয়ার বলেছেন: আরোগ্য এবং আপনাকে দুজনকেই অভিনন্দন।।
সুন্দর কবিতা।+
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯
ল বলেছেন: প্রিয় কবি,
আপনার জন্য রইল শুক্রবারের অপরাহ্নের মিষ্টি শুভেচ্ছা।
প্লাসে অনুপ্রাণিত।
১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
ব্লগার_প্রান্ত বলেছেন: সবাইকে ভালোবাসুন, কিন্তু সবাইকে বিশ্বাস করবেন না- কোন মহান ব্যক্তির উক্তি হয়তো...
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
ল বলেছেন:
আধুনিক কালের সারা জাগানো বিশ্লেষক ও পন্ডিত ব্লগার প্রান্ত মতে,
সবাইকে ভালোবাসুন, কিন্তু সবাইকে বিশ্বাস করবেন না- -- ব্লগার প্রান্ত
১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২০
ব্লগার_প্রান্ত বলেছেন:
আধুনিক কালের সারা জাগানো বিশ্লেষক ও পন্ডিত ব্লগার প্রান্ত আপনার উপাধি সানন্দে গ্রহন করিলাম
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪
ল বলেছেন:
একদিন আকাশ ছোঁয়ও
এটাই কামনা করি।
১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯
আর্কিওপটেরিক্স বলেছেন: বেঁচে আছি এটাও বিশ্বাস করতে হয়
সুন্দর.....
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬
ল বলেছেন: পাখি ভাই,
সবাইকে কমেন্টসে উৎসাহ দেওয়ার জন্য এবারের সেরা পুরস্কার আপনাকে দেওয়া হবে।
ভালোবাসা নিরন্তর।।
১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯
আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১
ল বলেছেন: সেটাই তো আমি দেহতাচি --যেহানে যাই আননার কমেন্টস পাই ইন ডিটেইলস
আপনি আবার পড়ে মন্তব্য করেন এটা খউব ভালো গুণ।
অনেক না পড়ে বলে চমৎকার আহ সাহেবের মত সৎকার।
ভালোবাসা কিন্ত রইলো এক বাক্স!! ইনটেক ভালোবাসা!!
১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ইনটেক ❤️❤️❤️❤️❤️❤️❤
লেখা পড়ে মন্তব্য না করলে লেখকের সাথে অন্যায় হয়....
তাই পড়লেই মন্তব্য করি
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
ল বলেছেন: এটা নিয়ে একটা গবেষণা পোস্ট দিয়েন -- ভালো পাঠক ও তার গুণাগুণ
♥♥♥♥
১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫
অগ্নি সারথি বলেছেন: কবিতা কম বুঝি, তার উপর শক্ত শক্ত শব্দ! যাই হোক শুভকামনা ভ্রাতা।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩
ল বলেছেন:
হা হা
আপনার আগুন ঝরা লেখার সাথে কবিতার যত কঠিন ভাষা হোক তো পানির মতো সহজ লাগার কথা!!!
আজন্ম প্রণয় সুধার খোঁজে;তৃপ্তবদনে বিষ হজম করি,
কেন এত সহজেই মানুষ বিশ্বাস করি!!------ এ দুটো লাইন তো কালকের পোস্ট ব্লাউজের প্রেমিক হৃদয় বুঝার কথা!!!.
শুভ কামনায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনাকে নিরন্তর শুভেচ্ছা প্রিয় ভাই।
১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯
জগতারন বলেছেন:
মানুষকে সহজেই বিশ্বাস করার এই বদ অভ্যাসটি আমারও আছে।
কতবার যে বিপন্ন হয়েছি এ অভ্যাসটির কারনে।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
ল বলেছেন: বিশ্বাস করা ছাড়া উপায় তো নাই -
কুকুর কামড় দিলে তাকে কামড় দেয়া মানুষকে কি শোভা পায় ---
কেউ একজন বিশ্বাসের মূল্য দিবে -- আশায় আশায় থাকি.
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
ধন্যবাদ নিরন্তর।
১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
হাবিব বলেছেন: ...
২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
ল বলেছেন: হাবিব স্যার এত ইমোর ব্যবহার কেরে ভায়া!!!
১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
নীলপরি বলেছেন: মনের কথা । মন ছোঁয়া কবিতা লিখেছেন কবি ।
তবুও বিশ্বাস করাটাই ধর্ম ।
শুভকামনা
২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
ল বলেছেন: আহ!!!
প্রিয় কবিতাবোদ্ধা --
কবিতাটা ভালো লেগেছে জেনে আপ্লুত হলাম।
তবুও বিশ্বাস করাটাই ধর্ম । -----
অতিপ্রাকৃত হৃদয় দিয়ে
বোবা কান্নায়
শক্তি হারিয়ে
বিশ্বাস করি ---
বিশ্বাস করতে হয় ---
ধন্যবাদ নিরন্তর!!
১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
হাবিব বলেছেন: সুজন ভাইয়ের জন্য
২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
ল বলেছেন: সুজন কে হারানোর কোন নতুন কৌশল কি পেলেন --?
২০| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
ল বলেছেন: অগ্নি ভাই বললো কঠিন ভাষা -
আপনি বললেন সহজ সরল ---
চিন্তায় পড়ে গেলাম----- তবুও বিশ্বাস করি সহজেই!!!
ধন্যবাদ প্রিয় রাজীব ভাই!!
২১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৫
জুন বলেছেন: আমিও খুব সহজেই মানুষকে বিশ্বাস করি ল । আমার মাথাতেই আসেনা কেউ অযথা মিথ্যা বলতে পারে
তবে আপনার কবিতাটি হয়েছে অনন্য সাধারন ।
ভালোলাগা রইলো ।
+
২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
ল বলেছেন:
কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারেন না।
এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে ----
আপনার হাত ছেড়ে দিতেও দ্বিধাবোধ করে না।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
ধন্যবাদ নিরন্তর।
২২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৭
কাজী ফররুখ আহমেদ বলেছেন: কবিতায় ৭ টি লাইক দেওয়ার ব্যাবস্থা নেই, আনলাইক করার ব্যাবস্থাও নেই, থাকলে আপনাকে ৭ টি লাইক দিতাম। মানুষ মানুষের জন্য এটি জননন্দিত শিল্পী ভূপেন জী এর গান ও কথা মালা। মানুষকে বিস্বাস করবেন প্রতারিত হবেন, ভালোবাসবেন ছলনায় হারাবেন মুল্যবান সময়। - এটি প্রকৃতির খেলা, এখানে আপনার আমার কারো হাত নেই।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
ল বলেছেন: কাজী সাহেব!!
এত শক্তিমান মন্তব্য আমর গুরু ঠাকুর মাহমুদদের স্টাইল!!!
সাত টি লাইক না হলে কি হলো সত আসমান ভালোবাসার ছোঁয়া মনে লাগলো!!!
এসো তবুও গাই গান একি সুরে -
হাতে রেখে হাত
মানুষের চেয়ে নেই কেউ বড়
নহে কিছু মহিয়ান ---
শুভ নববর্ষ!!!
২৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩
হাবিব বলেছেন:
সুজন ভাইকে ১ম হয়ে খুশি হতে দেখে ভালো লাগে.....
সুজন ভাইকে হারাতে চাইনা.........
২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫২
ল বলেছেন: এই তো কবির মহান হৃদয় ---
এইতো বিশ্বাস
এই তো ভালোবাসার আজন্ম বন্ধন ----
আপনার প্রতি স্নেহাশীষ শ্রদ্ধা!!! "
২৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই মন দিয়ে পড়লাম, ভিন্ন ধাচের কবিতা---- অনেক অনেক +++++++++++++++++++++++++++++++্
২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
ল বলেছেন: হায় হায়!!
গতকাল আপনার নাম দেখে আপনার বাড়িতে গিয়ে---
অনেকগুলো লেখা পড়ে আসলাম -- বন্ধের দিনে আপনার পিড়ামিড কবিতাটা পড়তে পড়তে আপনার ।
আমারর মায়ের নাম লাইলী আর আপনার নাম লাইলী ----
এই নামের মানুষগুলো সহজ সরল আর সুন্দরের প্রতিকৃতি।
আপনার সুন্দর মন দিয়ে পড়েছেন তাই এতগুলো লাস্যেময় প্লাস।
আপ্লুত!!! "
শুভ নববর্ষ কবি লাইলী খানম।
২৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
আরোগ্য বলেছেন: বড় ভাই শিরোনামেই নিজেকে খুঁজে পেলাম। এ যেন আমারই প্রশ্ন।
বারবার আহত হই তবুও একই ভুল করি।
কবিতায় ততোধিক বার ভালোলাগা , বিমুগ্ধ বিমোহিত।
হায় কপাল! শেষে এসে তো আমি অবাক। শিরোনামেই কবিতাটি আপন করে নিয়েছি। এখন দেখি কবিতাও আমায় আপন করলো।
অনুজের প্রতি বড় ভাইয়ের এই ভালোবাসা কৃতজ্ঞের বাঁধনে আমায় বেঁধে নিল। অনিঃশেষ ধন্যবাদ বড় ভাই।
শুভ কামনার জন্য নজসু ভাইকেও ধন্যবাদ।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০০
ল বলেছেন: ভাইয়ের মন তো ভাই ছাড়া কে বুঝে বলো!!
সে হোক " ব্রাদার ফরম এনাদার মাদার"
তাতে কি " মন মাঝি তো একি বৈঠা বায় ""
ভালো মানুষগুলো সহজেই মানুষ কে বিশ্বাস করে আর আহত হয় --- তারপর বিশ্বাস - ই - নিঃশ্বাস।
এমনই থেকে হোক যত বাধা!!
শুভ হোক আজ ও আগামী!!!
শুভ নববর্ষ!!
২৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০০
কাজী ফররুখ আহমেদ বলেছেন: ঠাকুরমাহমুদ ভাই, আমার আপন মামাতো ভাই, বড় ভাই, তিনি আমাদের জ্যামস বন্ড। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা। আপনি ঠাকুরমাহমুদ ভাইয়ের বন্ধু অর্থ আপনি আমারো বড় ভাই। ভালো থাকবেন দরখাস্ত।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৪
ল বলেছেন: ইচ্ছা করে বলি --
আয় ভাই বুকে আয়!!! একটু গলাগলি করি!!!
ধন্য আমি তোকে পেয়ে!!!
আমার এক প্রিয় ছোট ভাই, মুক্তমনা আরোগ্য কে পোস্ট টা উৎসর্গ করা সার্থক হলো ----
আজকের সেরা পাওয়া!!!
নির্বাচনে যেই জিতুক কি বা তাতে যায় আসে --
আমি তো জয় পেয়েছি সবার আগে!!
ভাই পেয়েছি!!! ভাই!!
সুখে গান গাই!!!
২৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০১
নতুন-আলো বলেছেন: কবিতা আগেই পড়েছি, মন্তব্য করতে দেড়ি হলো।
কবিতায় প্লাস++
২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৫
ল বলেছেন: এই প্রথম আপনি মন্তব্য করে আলো ছড়ালেন।
নিরন্তর শুভেচ্ছা ও শুভ কামনা।
আপনার লেখাগুলো সবাইকে আলোকিত করুক আপনি ও আলোকিত হোন এটাই নববর্ষে কামনা।।।
শুভ নববর্ষ!!
২৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭
আরোগ্য বলেছেন: ব্রাদার ফরম এনাদার
মাদার"
তাতে কি " মন মাঝি তো একি বৈঠা বায় "" , বাহ্ কি সুন্দর অভিব্যক্তি।
সবাই নতুনকে আগমন জানায়। আমি পুরাতনকে বিদায় দিতে আসবো ইনশাআল্লাহ।
নেট কানেকশন ঠিক থাকলে ৩১ তারিখ একটা কবিতা দেয়ার ইচ্ছা আছে।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১
ল বলেছেন: ইয়েস!!!
কবিতার অপেক্ষায় রইলুম!!
বেশি করে লেখ!! যেমন বেশি করে পড়!! সমান তালে চলুক!!
২৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪
ডার্ক ম্যান বলেছেন: লতিফ ভাই, আপনার কবিতার শিরোনাম পড়ে ২০১৫ সালের এপ্রিল মাসের একটা ঘটনা মনে পড়ে গেল। অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে রক্ষা পেয়েছিলাম।
একজন মানুষকে বিশ্বাস করে কিছু কথা বলেছিলাম, আর উনি আমাকে জঙ্গি হিসেবে প্রমাণ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন। এরপর থেকে কোন তথাকথিত মুক্তমনাকে আমি আর বিশ্বাস করি না ।
আপনার কবিতার জন্য লাইক
২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৫
ল বলেছেন: প্রিয় ভাই,
আমার এক বন্ধুর নব বিবাহিতা স্ত্রী তাকে জঙ্গি বানাতে চেয়েছিল ---
সময় করে আমার গল্প সোনালর স্বপ্নের অপমৃত্যু পড়লে বুঝতে পারবে!!!!
কেন তবুও মানুষ বিশ্বাস কি ---
মুক্তমনা সবাই মুখে বলে আসলে অন্তর এদের কা্ঁদায় মাড়া ---
ভালো থাকবেন ---
শুভ নববর্ষ!!
৩০| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
আহমেদ জী এস বলেছেন: ল,
আসলে পৃথিবীটা বিশ্বাস ও আস্থার ধুলোয় ধূসরিত।
বিশ্বাস হয়নি, ভাবের অমন জটিলতা নিয়ে আপনিও কবিতা লিখতে পারেন!
বছর শেষের শুভেচ্ছা।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৫
ল বলেছেন:
হা হা ----------কবি
লিখতে বসলেই জগতের ভাব আর আবেগ এসে যায়------------------
চেষ্টা করি লিখতে-------------
লেখা হয়ে যায় কয়েকটি চরণ।
বিশ্বাস এটাই-------অনেক দিনের সাধনা
শুভ নববর্ষ!!
৩১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৮
কাওসার চৌধুরী বলেছেন:
বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। গাড়ির চাকার মতো প্রতিনিয়ত ঘোরে বিশ্বাসের চাকা। তবে পেছনের দিকে নয়; সামনের দিকে। বাতাস মাঝে মাঝে তার নিজের গতি পাল্টায়। পাহাড় বা দালানের গায়ে ধাক্কা খেয়ে ঘুরে যায়। কিন্তু তারুণ্যের চাকা কখনও গতি পাল্টায় না। পেছনেও ছোটে না।
বিশ্বাসের চাকার মতো শুধু সামনের দিকে এগিয়ে যায়। বিশ্বাসে ভর করে আপনি পৃথিবী জয় করবেন এটাই স্বাভাবিক। কিন্তু এক শ্রেণীর বিশ্বাস ভঙ্গকারী তা মানতে নারাজ। তারা নিজেরা যেমন লেজ গুটিয়ে থাকে, তেমনি অন্যদেরও লেজ গুটিয়ে থাকতে উৎসাহ দিয়ে যায়।
কিন্তু বিশ্বজয়ের স্বপ্নে বিভোর বিশ্বাসীরা তা মানবে কোন দুঃখে? কেনইবা উদঘাটন করবে না বারমুডা ট্রায়াঙ্গলের অজানা রহস্য। কেনইবা এভারেস্টের মাথায় রাখবে না তাদের বিশ্বস্ত পদচিহ্ন? বিশ্বাস মানুষকে শক্তি যোগায়। যারা বিশ্বাসের মূল্য বুঝে না তা থেমে যায়।
চমৎকার কবিতা, প্রিয় 'রহমান লতিফ' ভাই।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৪
ল বলেছেন: ধন্যবাদ নিরন্তর প্রিয় ভাই,
বরাবরের মতো মনমুগ্ধকর মন্তব্য -
কবিতায় পেলো প্রাণ।
শুভ কামনা ও শুভ নববর্ষ!!
৩২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৯
শহীদুল সোহাগ বলেছেন: এই সময়ে যত কবিতা পড়ি ----------
আর যত কবি দেখি ---------
আমার মতে আপনি অনেক
শক্তিমান কবি;;;;;
সেরা কবি;;;;;;;;;
দারুণ গভীরতা আর উপমা কবিতায়!!
আমি একটা অটোগ্রাফ নিবো!!
২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৬
ল বলেছেন: প্রিয় ভাই,
আমার হৃদয় নিও --- সেরা কবি হা হা আমি তো কবি না!!!
একদিন দেখা হলে গল্প হবে ---
আবেগ ময় মন্তব্যে প্রীত হলাম।
শুভ নববর্ষ আপনাকে """ আপনিও দারুণ লেখেন!!
৩৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৭
ল বলেছেন: ছবির মতো সুন্দর মন্তব্যে আপ্লুত হলাম ""
ধন্যবাদ নিরন্তর।
শুভ নববর্ষ!!!
ভালোয় কাটুক আলোয় কাটুক আপনার আগামী।
৩৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৬
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! কবিতার থিমটা বেশ সুন্দর --
কেন এত সহজেই মানুষ বিশ্বাস করি!!
কবিতায় ভালো লাগা মিঃ ল
২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৭
ল বলেছেন: প্রিয় কবি,
আপনার এমন মন্তব্যে আপ্লুত হলাম।
ধন্যবাদ নিরন্তর! ""
শুভ নববর্ষ!!
৩৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
কবিতা, নামকরন, আর বিষয়বস্তু সব গুলিই দুর্দান্ত হয়েছে। ছবি মানানসই! কবিতায় মানব জীবনের চরম সত্য গুলি ফুটে উঠেছে.......। স্বার্থপরতা মানুষকে সব সময় পথভ্রস্ট করে তুলে, সম্পর্ক নস্ট করে দেয়। আশাহত হয় হৃদয়....
আমি কালকে রাতে আপনার এই কবিতাটা পড়তে যেয়ে হতভ্ম্ব। প্রায় একই থীম নিয়ে আমিও কালকে লিখতে বসেছিলাম।
নিন আমি যতটুকু লিখেছি নীচে তুলে দিলাম.......
কবিতা - স্বার্থপর জীবন
- নীল আকাশ
স্বার্থের প্রয়োজনে সাদা হয় কালো
আর কালো হয় সাদা।
প্রয়োজন ফুরালে রংধনুর সাত রংও
মাঝে মাঝে ফ্যাকাসে মনে হয়।
যে ভালোবাসা শুধুই অগনিত
অন্যায় আবদার করে যায়,
সেটা টিকে থাকে শুধুই সুতার আগায়।
ফুঁ দিলেই যদি উড়ে যায় আবেগ,
তাহলে সেটা আসলে কোন কালেই ছিল না।
এরই মাঝেই বেঁচে থাকতে হয় টুকরো টুকরো
চাওয়া পাওয়া, আনন্দ বেদনার হাহাকার নিয়ে,
এটাই জীবন, এটাই বাস্তবতা।
জীবন বড়ই স্বার্থপর
সময়ের দমকা বাতাসে
কখনো হাসায় কখনো বা কাঁদায়,
কখনো স্বপ্ন দেখায় কখনো বা ভেঙ্গে সব চুরমার।
বেঁচে থাকার সুতীব্র আকুতিতে
কতইনা ছল ছাতুরির আশ্রয় নিতে হয়
অগোছাল জীবন বার বার সাজালেও,
স্বার্থের ঘুঁনপোকা ঠিকই টের পেয়ে যায়
এলোমেলো করে দিয়ে যায় সব গুঁড়ো করে।
শুভ নববর্ষ আর শুভ কামনা রইল!
২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
ল বলেছেন: প্রিয় নায়ক,
প্রিয় গল্পকার,
প্রিয় মেন্টর,
প্রিয় ভাই!!!
এমন সুন্দর মন্তব্য শুধু কোমলপ্রাণ ও নীতিবাদী নীল আকাশ ভাইকে মানায় ----
থিমটা মিলে যাওয়া অবাস্তব নয় বরং একি মনমানসিকতার ব্যাপার ---
স্বার্থের প্রয়োজনে সবকিছু বদলায়
সাদা হয় কালো আর কালো হয় সাদা।
প্রয়োজন ফুরালে রংধনুর সাত রঙটায়
ফ্যাকাসে হয়ে ঝংকার করে চেতনায়।
যে ভালোবাসা অযতা আবদারে আগুন জ্বালায় চিতায়
সেটা টিকে থাকে শুধুই নাটাই ছাড়া ঘুড়ির সুতায়।
ফুঁ দিলেই যদি উড়ে যায় আবেগে,
মিকি স্বপ্নের শেষ হয়ে ভাবাবেগে
৩৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কবিতা লতিফ ভাই । মন ভাল করার মত কবিতা। আমি মানুষকে বিশ্বাস করি এবং আগামীতেও এমন বিশ্বাস নিয়েই চলতে চাই । কেউ আমাকে ঠকালে জানি সেটা তার সমস্যা । কিন্তু আমি আমার বিশ্বাসকে মর্যাদা দিই।
কবিতায় মুগ্ধতা ; পোস্টে লাইক।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় লতিফভাইকে।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪১
ল বলেছেন: ধন্যবাদ নিবেন!!
সময় জরে পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
ভালো লেগেছে জেনে খুশী হলাম।
শুভ নববর্ষ
৩৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১১
তারেক ফাহিম বলেছেন: বিশ্বাস আছে বলেই এখনও নিজের অস্তিত্ব বুঝতে পারছি।
প্রিয় আরোগ্য ভাইয়ের সর্বদায় আরোগ্য কামনা করি।
ব্লগার ল তাহলে লতিফ ভাই
আমার ভাই তোমার ভাই সেতো মোদের লতিফ ভাই
মিচিলে মিচিলে ল' ভাইর গুনগান ।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৮
ল বলেছেন: চির সবুজ তারেক ফাহিম,
নামের মধ্যে একি মায়া!!
আমার নিকটা আসলে যখন একাউন্ট করি তখন সামু সাজেশন দেয় ---
মিছিলে মিছিলে, শ্লোগানে শ্লোগানে বলি বিশ্বাস করো মানুষের চেয়ে নয় কিছু বড়!!
শুভ নববর্ষ ভাই আমার।
৩৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০
মুক্তা নীল বলেছেন: বিশ্বাস এর আরেক রুপ অবিশ্বাস। বিশ্বাস করাটা দোষের কিছু না, বরং যে অবিশ্বাসের কাজ করে তার মুখোশ উন্মোচন হয়। বিশ্বাস করেছি বলেই তো অবিশ্বাসের চেহারাটা চিনতে পারলাম। আর আমার মতে, সহজে কাউকে বিশ্বাস করি না কিন্তু যাকে একবার বিশ্বাস করি তাকে সহজে অবিশ্বাস করি না ~~এই আমার নিজস্ব মতামত। যাই হোক আপনার প্রতিটি কবিতার একেকটি বিষয় থাকে যা আমার খুবই ভালো লাগে। কবিতায় ভাললাগা রইল।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০
ল বলেছেন: সহজে কাউকে বিশ্বাস করি না কিন্তু যাকে একবার বিশ্বাস করি তাকে সহজে অবিশ্বাস করি না ~ মুক্তা নীল।
আপনি একজন সহজ সরল বাঙালি রমনী আপনি সবাইকে নিজের মতো ভাবেন এটা আপনার মহৎপ্রাণ মনের পরিচয়।
আশাকরি সবাই একদমই এমন করে ভাববে।
শুভ নববর্ষ।
আপনি কোন পোস্ট করেন না কেন???
আমি তো আপনার ভক্ত!!
৩৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২০
মনিরা সুলতানা বলেছেন: আপনার কবিতার বিষয় আমাকে মুগ্ধ করেছে !!
কবিতায় ভালোলাগা।
৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
ল বলেছেন:
কবিরাণীর এমন মন্তব্যে আপ্লুত হলাম।
শুভ নববর্ষ প্রিয় কবি।
৪০| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
শায়মা বলেছেন: সুন্দর কাব্য!
আর আরোগ্য ভাইয়ার কি হয়েছে ভাইয়া?
৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
ল বলেছেন:
কবিতা ভালো লাগায় বিমোহিত।
ধন্যবাদ প্রিয়,
হা হা আরোগ্য মানুষকে বিশ্বাস করে শুধু আহত হয়।
শুভ নববর্ষ।
৪১| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
রাকু হাসান বলেছেন:
বাহ,চমৎকার কবিতা ভাইয়া । ব্লগে অনিয়মিত হয়ে কত সব ভালো কবিতা মিস করে যাচ্ছি ।
শৈল্পিক ভাবে বোকা বানায় --দারুণ । ,মানুষের ধর্মই হয়তো অপর কে বিশ্বাস করা ,বারংবার আশা ভঙ্গ হওয়া । যদি তাই না হয়,তাহলে কেন বারবার বিশ্বাস করে যাই আমরা । অনেক ভালো লাগা কবিতায় ।অন্যসব কবিতা থেকে এই কবিতাটি আমার বেশি ভালো লাগছে ।
আরোগ্য ভাই কে উৎসর্গ করায় ধন্যবাদ ও অভিনন্দন আরোগ্য ভাইকে । আপনি আমাদের অনেক কবিতা লিখে উৎসর্গ করছেন ।যাতে নতুনরা খুব উৎসাহিত হয় ,ব্লগে মিথস্ক্রিয়া তৈরী করে যাচ্ছেন । এগুলো দেখলে ভীষণ ভালো লাগে ,আামার । আমার শ্রদ্ধা নিবেন ভাইয়া । আল্লাহ্ আপনাকে দীর্ঘজীবী করুক ।
৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৫
ল বলেছেন: প্রিয় রাকু হাসান,
সময় করে পাঠে ও স্বভাবসুলভ মন্তব্য করার জন্যে অশেষ ধন্যবাদ।
শুভ নববর্ষ।
৪২| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতা ভালো লেগেছে।
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৩
ল বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় ভাই।
শুভ নববর্ষ।।
৪৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৩:২০
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ভাই। শুভ নববর্ষ। আনন্দে কাটুক নতুন এই বছর।
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৩:২৪
ল বলেছেন: এক সুন্দর ভোরের প্রত্যাশায় ----
আললাহ আমাদের সকলের সহায় হোন। আমীন।
৪৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৭
সোহানী বলেছেন: আপনি সত্যিই অসাধারন লিখেন, সত্যিকারের কবি। আপনার অনেক কবিতা পড়েছি। তবে আমি কবিতা সত্যিই কম পড়ি। কারন এগুলো বোজার জন্য অনেক বুদ্ধি খরচ করতে হয়.........হাহাহাহাহা
০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪
ল বলেছেন: ডিয়ার,
হাই প্রোফাইল সামু সেলিব্রিটি
একরাশ ফুলেল শুভেচ্ছা!!!
অনেক কবিতা পড়েছেন - কবিতা কম পড়ি --- কি যেন বলে ডেলুউডেড,,,,,,
আমার মতে আপনি হলেন ব্লগের অন্যতম বিচক্ষণ ও বুদ্ধিমান লেখিকা।
আর আপনি তো বুদ্ধির নায়াগ্রা জলপ্রপাত।।
সবি বুঝেন সময় হলে!!!
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ থাকব।
শুভ হোক আজ ও আগামী।।
৪৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৬
মাহমুদুর রহমান বলেছেন: কাউকে সহজে বিশ্বাসকারী মানুষগুলো আজ থেকে আরও কয়েকশো বছর পূর্বে আলামীন বলে গন্য হত যার অর্থ বিশ্বাসী।
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬
ল বলেছেন: স হ ম ত ---আর এখন বিশ্বাসীরা মাইর খায় ---
দারুণ মন্তব্যের জন্য ধন্যবাদ অনিঃশেষ ।
শুভকামনা সতত!!
৪৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
ইসিয়াক বলেছেন: কি মন্তব্য করবো ?
ভাবছি
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
ল বলেছেন: রফিকুল ভাই,
আপনি কি আমাকে নিয়ে গবেষণা শুরু করে দিলেন।।।
৪৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৯
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: রফিকুল ভাই,
আপনি কি আমাকে নিয়ে গবেষণা শুরু করে দিলেন।।।
নানা তা কেন ,আপনার লেখা পড়তে আমার ভালো লাগে । আপনার পোষ্টে মন্তব্য প্রতিমন্তব্যে মাধ্যমে আমি অনেক কিছু শিখি ।প্রিয় ভাই আপনি যদি অসন্তুষ্ট হন বা বিরক্ত হন তবে আর আমি আপনাকে বিরক্ত করবো না।
শুভকামনা রইলো।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৮
ল বলেছেন: এটা তো আমার সৌভাগ্য যে কেউ ভালোবেসে অনেক সময় নিয়ে আমার লেখাগুলো পড়ছে।
আমি ধন্য।।।
৪৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৭
ইসিয়াক বলেছেন: মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। আমি হয়তো আপনাকে না বুঝে বিরক্ত করছি । আমি সন্ধ্যা থেকে কোন কাজ পর্যন্ত করতে পারিনি । এত খারাপ লাগছিলো!!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:২৫
ল বলেছেন: আপনি তো অনেক আবেগপ্রবণ হয়ে,, ভোরের পাখি,,
ভালোবাসা রইলো
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম।