নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
তোমাকে খুঁজে ফিরি
+++++++++++++++রহমান লতিফ+++++++++
তোমাকে খুঁজে ফিরি --অলিন্দ থেকে নিলয়ে--
আঁধার থেকে আলেয়ায়।
তোমাকে খুঁজে ফিরি - প্রিয় গান প্রিয় কবিতায়--
শব্দের সুপ্ত কর্নিয়ায়।
তোমাকে খুঁজে ফিরি--নীলাভ আকাশে,গোধূলি লগ্নে,নিস্তরঙ্গ জ্যোৎস্নায়--
মিশে থাকা শিরা-উপশিরা, রক্ত কণিকায়।
তোমাকে খুঁজে ফিরি--- পার্কের বেঞ্চে,সবুজ ঘাসের পাতায়--
বটমূলের নীচের ছায়ায়,হিজল বনের মায়ায়।
তোমাকে খুঁজে ফিরি --- বৃষ্টির শব্দে,শিশিরকণায়
চাতক পাখির ছটফট আঙ্গিনায় ।
তোমাকে খুঁজে ফিরি--হারানো স্মৃতির জলপ্রবাহে,
অসীম কল্পনায় সীমাহীন জল্পনায়।
তোমাকে খুঁজে ফিরি - শহুরে বিয়ের সানাই,গ্রামীণ ধামাইয়ের সুরে-
ডিভাইসের সবুজ বাতির তীক্ষ্ণ সিগন্যালে।
তোমাকে খুঁজে ফিরি-আমার সমগ্র অস্তিত্বে --
পরম আরাধনায়,প্রেমের বিষন্ন তানপুরায়।
মূল কবিতা--কথার ফুলঝুরি! কথার ফুলঝুরি!
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬
ল বলেছেন: কি ভাগ্য আমার
যাকে খুঁজেছিলাম সেই তুমি আজ এলে মোর ব্লগে ---
কবিতা তাহলে সার্থক।
এভাবেই এসো বারে বারে!!
ধন্যবাদ সতত।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০
আরোগ্য বলেছেন: আশা করি শীঘ্রই এই খোঁজ শেষ হবে।
বড় ভাই এর কবিতায় একরাশ মুগ্ধতা।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৯
ল বলেছেন: তাহলে দাওয়াতের অপেক্ষায় রইলুম।
আমার খুঁজার দিন শেষ - পূজার দিন শুরু।
কবিতাটা তাদের জন্য যারা এখনো খুঁজিতে ব্যস্থ!!
একরাশ ভালোবাসা।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০
অপু দ্যা গ্রেট বলেছেন:
শুধু তোমাকেই খুজে ফিরি
স্নিগ্ধ কুয়াশায়, শিশির ভেজা ঘাসে;
তোমাকেই খুজি রাস্তার ধুলিকনা আর হাটায়
আকাশের নীলের মাঝে তুমি আছো হয়ত
এ দু চোখ খুজে পাবে কি তোমায় !!!
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৯
ল বলেছেন: আরে ববাহ,,
খুব সুন্দর অনুভবের কথা ---
হয়ে গেলো একটি কবিতা -- জলদি পোস্ট হপে তো!!!
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
শায়মা বলেছেন: বাহ!! অনেক ভালো লাগা!!!
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪১
ল বলেছেন: একটা ছবি চাই!!!
একটা খুঁজাখুঁজির আর্ট চাই।।
আমার একাকীত্ব নিয়ে একটি কবিতার জন্যে।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৯
আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ বেশ....
দারুণ লাগছে
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪২
ল বলেছেন: ভাইয়ু,
পাখি ভাই আমার, ধন্যবাদ দিলুম।
ইদানিং বেশ লেখা পাচ্ছি আপনার --- ভাবছিলাম একটা কবিতা দিবেন এখানেই!!
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৪
বুড়ো হিমু বলেছেন: খুব সুন্দর হইছে
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৩
ল বলেছেন: অবারিত মুগ্ধতা আপনার মন্তব্যে --
হিমু কি বুড়ো হয় সবসময় সজীব সতেজ হোন।
।।। ব্লগে স্বাগতম।।।
৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫
কথার ফুলঝুরি! বলেছেন: ভাইয়া কি কবিতাটি বাস্তব থেকে লিখেছেন? আই মিন, আমি সেই বিষয় গুলোই নিয়ে এসেছিলাম কবিতায় যে সময়গুলো তে তার কথা আমার বেশী মনে পরে। আপনার টি জানতে ইচ্ছে হচ্ছে।
যাক' কবিতা অনেক সুন্দর হয়েছে ভাইয়া এবং আমার নাম মেনশন করার জন্য ধন্যবাদ
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৭
ল বলেছেন: হা হা!!
মিষ্টি দুষ্টমির মন্তব্য পড়ে হাসলাম কিন্ত ----
সেই বিষয়গুলো না --- একটা প্রেমিক হৃদয় কতটা ব্যাকুলতায়
------------------ প্রেয়সীর ভালোবাসা খুঁজে ফিরে
-------------------সেই অনুভবের চোখ থেকে লেখা ।
আপনার কবিতার ৩৫ নাং কমেন্টে'স দেখবেন।
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৯
ল বলেছেন: ধন্যবাদ, হে সুন্দর!!
ধন্যবাদ প্রিয় কবি,
আপনার নিজের ছবিটা তো" ক্রাশ "
হুমায়ুনের ইয়াং ভার্সন!!!
নিজের ছবিটা আপলোড করেন কবি!!!
৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৮
আহমেদ জী এস বলেছেন: ল,
তোমাকে খুঁজে ফিরি পৃথিবীর পথে পথে, গলি-ঘুপচিতে ...........
এই একটা লাইনই কবিতার ভাব সংক্ষেপ। কষ্ট করে অতোখানি না লিখলেও চলতো
আবেগীয় কবিতা। কেউ একজনকে এভাবেই খুঁজে যেতে হয় জীবনভর!
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫২
ল বলেছেন: হা হা!!!
সত্যি বলেছেন!! আরো শব্দ যে আসে
তুমাকে নিয়ে লিখতে গেলে -- শব্দরা মিছিল করে মন মগজে
তুমাকে নিয়ে লিখতে গেলে---লেখা শেষ হবে না সাত খন্ড রামায়ণে।
তুমাকে নিয়ে লিখতে গেলে--- তাবৎ পৃথিবীর ইতিহাস লিখলে ও হবে না শেষ
তোমাতেই আমার বেলা শেষ।
১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৫
নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী,
আপনার এই চমৎকার কবিতাটা পড়ে হঠাৎ করেই, আমার পুরানো একটা কবিতার কথা মনে পড়ল।
কবিতা - দেখা হলো.........
দেখা হলো -
তোমার সাথে অবশেষে
খুঁজেছিলাম আমি তোমায় পথে প্রান্তরে।
সবুজ ঘাসের উপর
হেঁটে হেঁটে কেটেছে বহুদিন।
মনে আছে তোমার সাথে
প্রথম দেখা নিচ্ছিদ্র স্বপ্ন মাঝে।
দেখা দিয়ে হাতছানি দিয়ে
হারিয়ে গেলে তুমি লোকালয়ে,
সেদিন থেকে বিবাগি মন টাকে
সযতনে লালন করে
রেখেছি ইচ্ছেটাকে মনের মাঝখানে।
কেটে গেছে সহস্র রজনী
মনে আছে সুতীব্র কামনা
তোমাকে, কাছে পাবার, একান্তে,
মিলিয়ে দেখলাম এই তুমি কি সেই তুমি
যে আছে আমার অস্তিত্বের বিশ্বাসে।
রঙধনু থেকে রং নিয়ে
রঙতুলি হাতে দাড়ালাম
ভালোবাসার অবগুন্ঠিত ডালি হাতে,
তোমার সামনে দাড়িয়ে
জানালাম, ভালোবাসি, তোমাকে।
তুমি পূর্ণ চোখে তাকালে
চোখের ভাষায় বুঝলাম
ভালোবাসা পেলো তার শ্রেষ্ঠ সম্মান,
ভালোবাসা কে বরন করলে তুমি
ভালোবাসা দিয়ে।
বন্ধ হলো এই নিরন্তর পথ চলা
বন্ধ হলো স্বপ্ন কে খোঁজা,
আমি খুঁজে পেয়েছি, তোমাকে
স্বপ্ন বাস্তবের মাঝখানে দাঁড়িয়ে।
ভালো থাকুন আর আপনার জন্য রইল শুভ কামনা!
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৪
ল বলেছেন: আপনি তো
প্রেমিক কবি,
দ্রোহের কবি ---
কি মসলিন ভালোবাসা কবিতার পরতে পরতে।!!!
ধন্যবাদ নিরন্তর প্রিয় নীল আকাশ ভাই।
১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩২
জাহিদ অনিক বলেছেন:
খুঁজে ফিরি-----------
এত যবে যাই খুঁজিতে
শেষে যদি পাই; ভাবি এই কি আমি চাই?
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৭
ল বলেছেন: কবি তো আসল যায়গায় পেরেক মেরে দিলেন।
খুঁজা শেষে কেউ কেউ রয়ে যায় অতৃপ্ত।
আপনাকে অনেক দিন পর পেলাম -- মাঝে মাঝে আসলে কৃতজ্ঞ হবো আফটার অল আপনি যুগান্তরের কবি।
প্রিয় কবি, জাহিদ অনিক এ নেইম অব ব্যান্ড!!
১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৫
আরোগ্য বলেছেন: আমার খুঁজার দিন শেষ - পূজার দিন শুরু।
আমি জানতাম না, এমন মন্তব্যের জন্য আমি লজ্জিত।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০১
ল বলেছেন: হা হা!! ---
এবার তবে তোমার পালা হে প্রিয়!! ♪♪♪♪♥♥♥
লজ্জা পুরুষ কে কি মানায় ---
পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরাণ প্রিয়!!!
চাহিতে যেমন আগেম মতো তেমনি মদির চোখো চাহিও!!!
১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৫
শায়মা বলেছেন: ছবি???
ওকে ঠিক আছে আঁকবো
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৩
ল বলেছেন: কতবার আপনার দূটি ব্লগে খুঁজ
এলাম কিন্ত মনের মতো পেলাম না।
গ্রাফোলজি বিশেষজ্ঞ আপনি।
আপনার ছবি দিলে কবিতা হিট।
১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৫
আর্কিওপটেরিক্স বলেছেন: সামুর উপর আরো টেস্ট চালাচ্ছি...
তাই ব্যস্তই বলতে পারেন...
আমি কবি নই....
এ আমার নিঃস্ফল প্রচেষ্টা মাত্র.....
আর কখন যে লিখি তারও ঠিক নেই......
জিগাসার জন্য অনেক ধন্যবাদ কবি !
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৫
ল বলেছেন: আপনি তো সব্যসাচী লেখক।।
প্রোগ্রামিং ল্যাংগুয়েজের সাথে সাথে কবিতার আবেগ দিয়ে চেষ্টা করলেই হয়ে যাবে।
যা মনে পড়ে, যা মনে আসে লিখে ফেলতে হবে।
অপেক্ষায় রইলাম।
১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৫
শায়মা বলেছেন:
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৬
ল বলেছেন: এটা কি আপনি!!!
বিষন্ন!!! একাকী!!!
আলপনা চাই!!
১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০০
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমি আর কবিতা দুই প্রান্তের ।
তবে যখন বলেছেন চেষ্টা একটা করবো ।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৭
ল বলেছেন: দ্যা গ্রেট তো সবসময় বিশাল হয়।
নামের সুবিচার চাই!! ইশতিয়ার নয় কবিতা চাই!!
১৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৫
আর্কিওপটেরিক্স বলেছেন: অবিরাম চলা নদীর মতোই প্রিয়জনের আকর্ষণ....
তাই তো খুঁজে পাই তাকে....
জীবনের বাঁকে বাঁকে....
চলতেই থাকে এ ভালোলাগা...
যেন পাহাড়ী ঝরনার ধারা.....
ঝরে ঝরোঝরো.....
ফিরে ফিরে চাই আরো...
তাই তো দিন শুরু হয় তাকে দিয়ে....
শেষটাও হয় তারই.....
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৭
ল বলেছেন: ওয়েল কাম অলওয়েজ -----------
খুব উচ্চমার্গ এই লেখাটি।
আপনার লেখা সম্বন্ধে আমার মতে, এগুলোকে শুধু লেখাই মনে হয়; কবিতা মনে হয় না।
কষ্টটা সার্থক বলেই মনে হচ্ছে!!
অসংখ্য ধন্যবাদ!
১৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৯
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি তো সব্যসাচী লেখক
সত্যি বলতে কি আমি এরকম অভিধার যোগ্য নই......
তবুও ধন্যবাদ জানাই প্রিয় কবি......
আপনার অনুরোধ রাখতেই উপরের মেঘমালা লিখলাম........
শুভকামনা নিঃশেষ....
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৭
ল বলেছেন: মেঘমালা
------------------------------------
অবিরাম চলা নদীর মতোই--
প্রিয়জনের আকর্ষণ......
ছন্দ তাল,আর সুমধুর কলতান
তাই তো খুঁজে পাই তাকে....
জীবনের বাঁকে বাঁকে....
চলতেই থাকে এ ভালোলাগা...
যেন পাহাড়ী ঝরনার ধারা.....
ঝরে ঝরোঝরো.....
ফিরে ফিরে চাই আরো...
তাই তো,
অনন্ত নক্ষত্রের মায়াভরা পথে
দিন শুরু হয় তাকে দিয়ে....
শেষটাও হয় তারই হাতে...
১৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১১
আর্কিওপটেরিক্স বলেছেন: তবে আমি ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারি
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২১
ল বলেছেন: এই রকম অদম্য বীর কে সেলুট।
চলুক কলম সাথে প্রগ্রামিং।
ধন্যবাদ সতত!!
পোস্ট দিয়েন লেখাটা একটু সম্পাদনা করে দিছি!!
২০| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন: ওকে....দেখবোনি
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৩
ল বলেছেন: ধন্যবাদ প্রিয় পাখী ভাই -
-আসল নামটা কি!!!!
২১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৪
আর্কিওপটেরিক্স বলেছেন: কিসের
কবিতার নাকি
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৭
ল বলেছেন: হা হা --
গোপন কথা থাকুক গোপনে।
ধন্যবাদ!!
২২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৮
মাহমুদুর রহমান বলেছেন: আহা! কি আবেগ!
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫০
ল বলেছেন: ধন্যবাদ নিবেন প্রিয় এম রহমান ভাই।
পাঠ ও মন্তব্যে প্রীত হলাম
২৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫৭
মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ নিবেন প্রিয় এম রহমান ভাই।
পাঠ ও মন্তব্যে প্রীত হলাম
ভালো থাকবেন।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫৪
ল বলেছেন: মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ নিবেন প্রিয় এম রহমান ভাই।
পাঠ ও মন্তব্যে প্রীত হলাম
ভালো থাকবেন
আপনার সুস্থতা কামনা করছি।
২৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:২৯
কাওসার চৌধুরী বলেছেন:
আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে, আমার মনে।
সে আছে ব’লে
আমার আকাশ জুড়ে ফোটে তারা রাতে,
প্রাতে ফুল ফুটে রয় বনে আমার বনে।।
সে আছে ব’লে চোখের তারার আলোয়
এত রূপের খেলা রঙের মেলা অসীম সাদায় কালোয়।
সে মোর সঙ্গে থাকে বলে
আমার অঙ্গে অঙ্গে পুলক লাগায় দখিন সমীরণে।
প্রিয় 'রহমান লতিফ' ভাই; দারুণ সুন্দর প্রেমিক মনের অনুভুতি। +++++++
২৫ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩৬
ল বলেছেন: প্রিয় কাওছার ভাইকে নিয়ে
আহমেদ জি এসের কথাগুলো খুব ভালো লাগলো--
সুদূর সিলেট থকে ভাষাট টানে --
-বাংলা ভাষার এমন নিবেদিত প্রাণ লোকটি
আমার একি এলাকার আমার বন্ধু ভাবতেই বুকের চাতি হাকালুকি সমান হয়ে যায়।
বিমুগ্ধ ভালোবাসা প্রিয়জন।
২৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৫
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম।
শুভ সকাল প্রিয় লতিফ ভাই।
ফুলঝুড়ি বোনের কবিতা আর আপনার কবিতা দুটোই আমাকে বোকা বানালো।
ঐ কবিতাটা পাঠ করতে করতে কি কমেন্ট করবো ভাবছিলাম।
একদম শেষে এসে দেখি আমার কমেন্ট করতে চাওয়া লাইনটাই জুড়ে আছে শেষ লাইনে।
এই কবিতাটাও পাঠ করতে করতে ফুলঝুড়ি বোনের কবিতাটার কথা মনে পড়ছিলো।
সে কথা আপনাকে জানাবো ভাবছি।
পাদটীকায় আপনিও চমকে দিলেন আমাকে।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২১
ল বলেছেন: প্রিয় অনূজ,
আলাইকুম সালাম,
ভাই বন্ধের দিনে কাজ বেশি হয়ে যায় তাই আসতে দেরী হয়ে গেলো।
ফুলঝুরি তো আমাদের মদন চাঁদ ভাইয়ের জ৷ কবিতাটা লিখলো।
আর আমি লিখলাম আমার ভাই এখন যারা খুঁজাখু্জি নিয়ে আছে।
কি সে গোপন কথা বলে দিও।
ধন্যবাদ ও শুভ কামনা।
ভালো থেকো।
২৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: সসীম থেকে অসীমের মাঝে , আলো থেকে আলেয়ার মাঝে, তোমাকে খোঁজা - ফেরার চেষ্টা চলতেই থাকুক ....
কবিতায় মুগ্ধতা । অভিনন্দন আমার বোনকে যিনি এমন কবিতা লিখতে কবিকে উৎসাহিত করেছেন।
শুভকামনা ও ভালবাসা প্রিয় লতিফভাইকে।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৩
ল বলেছেন: প্রিয় ভাই,
আপনার মন্তব্য কয়েকবার পড়লাম।
এক ভালোলাগা এমন প্রাণবন্ত মন্তব্যে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
২৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৪
ল বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
প্রিয় সনেট বিশারদ।
অনেক দিল পরে আপনি আমার ব্লগ বাড়িতে এলেন।
মনে হয় নির্বাচন নিয়ে কাজ করে সময় নাই।
২৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮
নতুন নকিব বলেছেন:
অনেক আবেগ ঝড়ে ঝড়ে পড়ছে কবিতার ছত্রে ছত্রে।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩১
ল বলেছেন: ধন্যবাদ প্রিয় নকিব ভাই,
আবেগময় মন্তব্যে আবারো আবেগতাড়িত হলাম।
ভালো থাকবেন।
শুভ কামনা নিরন্তর।
২৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৫
মুক্তা নীল বলেছেন: কি বলবো ~~~এক কথায় অসাধারণ। কাউকে পাওয়ার জন্য এই আকুতি অথবা পেয়ে হারানোর পর হাহাকার। কি যে ভালো লাগলো তা বুঝাতে পারবো না। সুখী ও দুঃখী মানুষের জন্য এই কবিতা।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
ল বলেছেন: যাক, আপনাকে খুঁজে পেলাম।
আপনি কবিতা ও গল্পে এত পয়েন্টে পয়েন্টে মন্তব্য করেন তাই আপনার ভক্ত হয়ে গেলাম।
কবিতাটা ভালো লেগেছে জেনে আপনার জন্যে একটি কবিতা লিখবো।
চপনার কাছ থেকে নিন্দার নরকের পর্ব -৫ এর মন্তব্য এখনো পাওনা।
স্পেশাল কিছু ধন্যবাদ আপনাকে !!!
৩০| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দুর্দান্ত কবিতা! বিমোহিত করে দিলেন!! এত সুন্দর কথামালা মনটা ছুঁয়ে গেল!!! একসেলেন্ট!!!!
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
ল বলেছেন: বেষ্ট ভাইয়ের মন্তব্য টি মন খুলে দিল।
আহ, বিমোহিত হলাম ভাই আমার।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিন্ত।
ভালো থাকবেন।
৩১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৯
শাহরিয়ার কবীর বলেছেন:
বেশ শক্তিশালী কবিতা !
সহজ ও সুন্দর কবিতা পড়ে অনেক ভালো লেগেছে +++
শুভ কামনা রইলো।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
ল বলেছেন: অহ মনটা ভরে গেলো।।।
আমার শক্তিমান কবি যখন এমন করে বললেন তখন তো কবিতাটা ভালো হয়েছে মনে হয়।
প্লাসে কৃতজ্ঞ।
ধন্যবাদ নিরন্তর।
৩২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩০
রাজীব নুর বলেছেন: সহজ সলর সুন্দর।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
ল বলেছেন: সহজ সরল ভালোবাসা প্রিয় রাজীব ভাইয়ের জন্যে।
ধন্যবাদ নিরন্তর।।
৩৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটি লাগছে ভাই
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৩
ল বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই,
এই লেখাটা আসলে অন্য একটি লেখার ছায়ায় বসে লেখা।
মোটামুটি ভালো লেগেছে তাতেই খুশি হলাম
একদিন হয়তো ভালো কবিতা লিখা হয়ে যাবে।
চেষ্টা করবো আপনার কাছ থেকে একদিন বাহবা আদায় করে নিতে।
পাঠে ও মন্তব্যে প্রীত হলাম।
৩৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯
হাবিব বলেছেন:
হা হা হা......., বোকা ছেলে,
আমাকে এতো খুঁজতে হয়?
এভাবে পাবে না খুঁজে!
মনে নেই তোমার! "স্বর্গ থেকে চুরি করে" গান শুনে
আমাকে তোমার বুকের ভেতর রেখেছো গুজে?
তুমি তো ভীষণ ভুলো মনা......
অলিন্দ বা নিলয়ে আমাকে পাবেনা!
আঁধার কিংবা আলোতেও পাবেনা আমায়,
আঁধারে পাই ভয় আলোতে ভীষণ লজ্জা...
আমি যে সারাক্ষণ তোমার ছায়ায়!
(সংক্ষেপিত)
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬
ল বলেছেন: জাত কবি,
কি দারুণ কথামাল।
পুরো কবিতার অপেক্ষায় রইলুম।
ধন্যবাদ হাবিব স্যার।।
৩৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪
আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্টটা দিয়েই দিলুম
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৭
ল বলেছেন: অসাধারন প্রতিভা।
৩৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
স্বর্গ্য মর্ত্য পাতাল খুঁজে
অবশেষে পেয়ে তোমাকে
অবাক বিস্ময়ে দেখি
আমিই ভালবাসী আমাকে
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৮
ল বলেছেন: ধন্যবাদ নিবেন প্রিয় কবি,
খুব সুন্দর কথামাল,
অনুকবিতা হয়ে গেলো।
ধন্যবাদ নিরন্তর কবি।
৩৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৯
ল বলেছেন: অনেক দিন পর আপনাকে পেলাম।
আশাকরি ভালো আছেন???
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
ভালো থাকবেন।
৩৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১০
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:১২
ল বলেছেন:
কৃতজ্ঞতা সহ ভালোবাসা রইলো
প্রিয় ছড়াকার।
ধন্যবাদ নিরন্তর।।
৩৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: লতিফ ভাই, ব্লগ তো মাতিয়ে রেখেছেন।
কেমন আছেন দেশি ভায়া?
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
ল বলেছেন: সেই তো আবার কাছে এলে।
এতদিন দূরে থেকে বলনা কি সুখ তুমি পেলে।।
এ কেমন ভালবাসা কে জানে
কি ভেবে গো ব্যথা দিলে এ প্রাণে।
নিজ হাতে মনি দ্বীপ নিভায়ে।
আবার নিজে দিলে জ্বেলে।।
তুমি তো আমায় ভাল চেনো।
তুমি ছাড়া কোন গান ভাবতেও পারিনা তা জেনো।
তবু যদি ভাব সবই ছলনা
সেই কথা মুখে কেন বলনা।
ঝরা মালা কেন দাও পরায়ে।
খুলিতে দাও না তারে ফেলে।।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
ল বলেছেন: আমি তো ভালা না ---ভালা লইয়া থাইক
৪০| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আমি তো কাউয়া না, কাউয়া লইয়্যা থাইকো
চাইছিলাম এমন এক শিরোনামে একটা পোস্ট দিতে!
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৪
ল বলেছেন: হা হা
৪১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৯
হাবিব বলেছেন: তোমাতেই ডুবে মরি!
২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৬
ল বলেছেন: প্রেমিক পুরুষ
৪২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৪
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতাটি, তবে লিঙ্কটা বোধ হয় এখন আর কাজ করছে না।
কবিকে এবং যার দ্বারা অনুপ্রাণিত হয়ে কবি এ কবিতাটি লিখেছেন, তাকেও, অভিনন্দন এবং শুভেচ্ছা!
এ খোঁজা অন্তহীন- আলো থেকে আলেয়ায়, তার পরে আঁধারেও!
কবিতায় ভাল লাগা + +
৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
ল বলেছেন: শ্রদ্ধাবনত চি্ওে আপনাকে ধন্যবাদ প্রিয় সিনিয়র,
কবিতাটি ভালোলাগায় আপ্লুত হলাম।
লিংক টা কাজ না করার করাণ আমার কাছে মনে হলো উনার দুটি আইডি আর লিংকের আইডিটা এখন মনে হয় একটিভ না।
শুভ নববর্ষ।
৪৩| ০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৪
ইসিয়াক বলেছেন: এই খোঁজের শেষ কোথায় ?
প্রিয় মানুষকে চরম ভালোবেসে তার মধ্যেই সব চাওয়া পওয়ার খোঁজ পাওয়া যায় হয়তো ।
তার পরেও কথা থেকে যায়...........।তবে তাই হোক খোঁজ চলুক নিরন্তর।
১০ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩৯
ল বলেছেন: আমার খোঁজাাার দিন শেষ
পুজোর দিন শুরু.....
বলে দিয়েছি তো----
কৃতজ্ঞতা৷ কবি
৪৪| ১০ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪২
ইসিয়াক বলেছেন: আবারো নতুন করে খুজুন প্রিয় কবি...।
আমি তো আগেই বলেছি....
ভালোবাসা সতত রং বদলায় ,
ভালোবাসার তাই যত্ন নেয়া চাই।
প্রেমে পড়া সেতো খুব সহজ ই মনে হয়.....
সেই প্রেমকে ধরে রাখা অত সহজ নয়!
দোয়া রইলো । প্রিয় ভ্রাতা এই বইমেলায় কি কোন বই আসছে ?
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমাকে খুঁজে ফিরি-আমার সমগ্র অস্তিত্বে --
পরম আরাধনায়,প্রেমের বিষন্ন তানপুরায়।
.....................................................................
তোমাকে খুঁজে ফিরি-আমার স্বপ্ন , শয়নে
পুস্পিত পরাগের ভাঁজে ভাঁজে
.....................................................................