নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
পত্রহীন মিতালী
♥♥♥♥♥
পত্র আজকাল হয় না লেখা আধুনিকতার চরমে,
ব্যাথিত অনেক কথা মরে যায় উৎকর্ষতার মরমে।
আজও উনুনে হয় সেই প্রিয় রান্না,পেটে সেই ক্ষুধার চাঁদ,
হৃদয়পুরে পরিবর্তনের ষোলকলা;সবলচিত্তের পূর্ণিমা রাত।
অক্ষরে বুনা আবেগের পত্তন আবশ্যক,যুগের সাথে বেমানান,
ম্যাসেন্জার,ইমো কিংবা ভাইবারে চলে যত কথা আর গান।
ডিজিটাল যুগে নেটওয়ার্কেই চলে সফলতা আহরণ,
আবেগ স্পর্শ,নিঘাত আপদ;দুঃখ বিলাস করে যায় দহন।
প্রিয়তমের সাথে কি হয়নি লেখা আবেগপ্রসূত দলিলপত্র সযত্নে?
বিশ্ব মানবতার জয়গান গাই শুধু পাথর বুকে হারিয়ে গেছে প্রযত্নে।
বেলা শেষে হয়নি বলা- বেহুঁশ নির্ঘাত সাতকাহন,
রয়ে যায় ভাষাহীন হৃৎস্পন্দনে তীরবিদ্ধ পরিস্ফুটন।
"রহমান লতিফ "
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৩
ল বলেছেন: অনেক দিন পর সনেট কবিকে পেলাম।
শুভেচ্ছা ও শুভ কামনা সতত।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৬
হাবিব বলেছেন: লতিফ ভাই কি প্রমন্তব্য করতে ভুলে গেলেন?
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৪
ল বলেছেন: ঠিক করে নিছি স্যার ---
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩১
ল বলেছেন: কবিতাটি কেমন হলো জানালেন না!! "
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২১
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৬
ল বলেছেন: প্রিয় রাজীব ভাই,
আপনি সবসময় পাশে থেকে মন্তব্য করে উৎসাহ দিয়ে যান তাই আপনাকে স্যালুট।
আপনার দিনটি কাটুক শুভ্রতার ছোঁয়ায়।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭
তারেক_মাহমুদ বলেছেন: পত্রমিতালীর বিষয়টি সত্যি দারুণ ছিল, মোবাইল ফোনে সেই আনন্দের কানাকড়িও নেই।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫০
ল বলেছেন: কখনো করেছেন পত্রমিতালী যদি ইয়েস হয় তবে শেয়ার করুন আপনার অভিজ্ঞতার কথা।
পাঠে ও চমৎকার মন্তব্যে আহ্লাদিত হলাম।
শুভ কামনা।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৮
হাবিব বলেছেন:
আপনি তো শব্দের কারিগর, যে শব্দের বুননে আজ কবিতা লিখলেন তা আমার কল্পনাতেও আসে না।
ভাল লাগার প্রকাশে শব্দের সংকট অনুভব করছি। মন্তব্য করবো কবিতার ছন্দে ......
তবে কখন সময় হবে জানিনা....
এখনি বেরোতে হবে....
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫
ল বলেছেন: হাবিব ভাই!! এটা কিন্ত মানলাম না!! শব্দ তো আসে না মাঝে মাঝে চর্চার অভাব --
তবে কবিতা বুঝি, কবিতা পড়ি সেই দুই যুগ --- একজান কবিতার পাঠক,এটাই আমার সম্বল
আপনার লেখায় কি যে মাদকতা আছে তা আপনি জানেন না যে কবিতা বুঝে সে জানে।
তবে আশাকরি একটা কবিতা পাবো!!!
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮
হাবিব বলেছেন: কবিতা অত্যন্ত ভালো লেগেছে, লাইক দিয়েছি। প্রিয়তে রাখলাম আবার পড়বো এবং সনেটীয় মন্তব্য করবো ইনশাআল্লাহ
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০২
ল বলেছেন: অত্যন্ত ভালো লেগেছে--- এই একটি বাক্য যে বড্ড শক্তিশালী ভাই।
এসো এসো গলাগলি করি তাতে যদি সুখ পাই।
সনেটিয় মিতালীর অপেক্ষায় রইলুম!!!
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৯
আর্কিওপটেরিক্স বলেছেন: মুগ্ধতার আবেশ ছড়িয়ে দিলাম.....
চোখগুলো কিন্তু
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২০
ল বলেছেন: প্রিয় পাখি ভাই,
মুগ্ধ হলাম আবেগী মন্তব্য -- আমি আবারো আবেগী হলাম
এই চোখ দুটো কিন্ত শিকারীর তাক করা বন্দুকের নল থেকে রেহাই পাবে না -----হুম।
মন্তব্যে প্রীত।
৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৪
সাইন বোর্ড বলেছেন: বাস্তবতা, আবেগ, হাহাকার সব মিলিয়ে ক্ষয়ে যাওয়া সময়কে ধারণ, অনবদ্য লেগেছে ।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
ল বলেছেন: মন্তব্যে অপার সৌন্দর্যের ছোঁয়া---
কবিত্বময় মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫০
মুক্তা নীল বলেছেন: শুভ সকাল। ভাই, দিলেন তো সকাল বেলায় ই মন খারাপ করে। বিশ বছর আগের পুরোনো স্মৃতি মনে করিয়ে দিলেন। আমদের বান্ধবীদের একটা গ্রুপ ছিলো কলেজে, এদের মাঝে দুইজন আবার ওদের প্রেমিকের কাছে আমাকে দিয়ে চিঠি (রাফ করে দিতো) লিখাতো। ৩/৪ টা চিঠি লেখার পর অবশ্য আর লিখিও নাই। আমিও কম পাজি ছিলাম না, কারণ সায়েন্স এর ছাএী ছিলাম বলে প্র্যাক্টিক্যাল ক্লাসের খাতা ওই দুইজন কে দিয়েকিছু লিখা লিখিয়েছিলাম। এখন আর সেই যুগ নাই। ভাইবার,ইমু সব বদলে দিয়েছে। আপনার এই কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আপনি সঠিক কথাই বলেছেন, প্রিয়তমের সাথে আবেগর দলিলপত্র এরা বুঝলো না। ডিজিটাল যুগের পত্রহীন মিতালী। অনেক কথা বলে ফেললাম। শুভেচ্ছা ও শুভকামনা জানবেন।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৬
ল বলেছেন: আহ!! সকাল বেলা মনটা ভরে গেলো আর এক নষ্টালজিক অনুভব করলাম আপনার মন্তব্য।
এমন কত কাহিনী এই চিঠির ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে তা অজানা। ভাবতে ভাবতে মনটা ভারী হয়ে যায়।
আপনার কথাগুলো লিখুন আপনার ব্লগে আমরা জানি আর আমারাও শেয়ার করি এমন কত কথা।
ধন্যবাদ নিরন্তর।
১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৪
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
শুভ কামনা।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৭
ল বলেছেন:
আপনাকেও ধন্যবাদ প্রিয় কবি।
পাঠে ও মন্তব্যে প্রীত হলাম।
১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৫
আরোগ্য বলেছেন: লা-জাওয়াব বড় ভাই। কবিতা পড়ে মুগ্ধ হলাম।
চিঠির আবেগ কখনোই ডিজিটাল মাধ্যমে পাওয়া যাবে না।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪০
ল বলেছেন: লা জওয়াব --- জবাব কেন নয়।
অনেক আবেগী মন্তব্যে খুশি হলাম প্রিয় ছোট ভাই।
ডিজিটাল হয়ে গেলো আমাদের মনমানসিকতা।
তবুও চলছে জীবন।
ধন্যবাদ।
১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিফ ভাই,
ভাষাহীন হৃদ-স্পন্দনে তীরবিদ্ধ পরিস্ফুটনে , আমি যে বাকরুদ্ধ!! নির্মম সত্য কবিতায় মুগ্ধতা++
ভালোবাসা ও শুভকামনা ও প্রিয় কবিভাইকে।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৯
ল বলেছেন: কবিতার চেয়ে মন্তব্য অনেক সুন্দর হয়ে যায়।
ধন্যবাদ প্রিয় দাদা ----আপনার এমন মন্তব্য আরো ভালো কবিতার জন্ম দিবে কথা দিলাম।
১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০২
মাহমুদুর রহমান বলেছেন: মন ছুঁয়ে গেল।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২১
ল বলেছেন: এম রহমান ভাই,
এত সুন্দর এক্সপ্রেশনে মন ছুঁয়ে গেলো।
ধন্যবাদ প্রিয় ভাই,
১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
ইসিয়াক বলেছেন: শুভ সন্ধ্যা
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২২
ল বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।
আপনার জন্যেও রইলো শুভ কামনা প্রিয় ভাই।
১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
শায়মা বলেছেন: ঠিকানা যা দিয়েছো খুঁজে পাইনি
আমার আঁকা ছবিটা!!!!!!!!!
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
ল বলেছেন: দারুণ টিউন এর আগে শুনি নাই -- ধন্যবাদ
ছবির মাঝে লিখা আছে আপনার নাম কবিতার সাথে বেশ মানানসই তাই বসিয়ে দিলাম।
অনুমতি কিন্ত সেলিম ভাইয়ের পোস্ট থেকে নেয়া।
আপনি আপনার মতো ছবির আঁকেন।
ধন্যবাদ।
ওয়ান মোর পিকচার প্লিজ।।
১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+ ছবিটাও সুন্দর। চমৎকার এঁকেছে শায়মা।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭
ল বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি,
কবিতার সাথে ছবিটা দারুণ মানানসই তাই নিলাম।
প্লাসে কৃতজ্ঞ।
১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন । ভালো লাগলো ।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮
ল বলেছেন: কবিতার নীলপরি,
আপনার এমন ভালো লাগায় মন ভরে ওঠে।
শুভেচ্ছা নিরন্তর।
১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন
ভাল লাগল
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৫
ল বলেছেন: পুষ্পিত শুভেচ্ছা জানবেন,
সু-হৃদয় প্রিয় কবি।
১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৮
ল বলেছেন: প্রিয় ছড়াকার ভাই,
চপনার আগমনে ছটফটিয়ে উঠে মন।
শুভ কামনা নিরন্তর।
২০| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৯
কাওসার চৌধুরী বলেছেন:
বাহ! চমৎকার যুগোপযোগী কবিতা। প্রেমিকার কাছে পত্র লেখায় যে আবেগ আসে, প্রেমের পরশ জাগে তা আধুনিক ইমো-হোয়াটসআপ দিয়ে সম্ভব নয়। চিঠির অপেক্ষা, খামের কৌতুহল, কলমের বাহারী কালি, যত্ন করে চমৎকার লেখা আর চিঠির ভাজে লুকিয়ে থাকা প্রেমিক-প্রেমিকার ঘ্রাণ, হাতের ছোয়া, চোখের জল সবই আবেগকে ছুঁয়ে যায়। এজন্য আগের দিনের প্রেম অনেক টেকসই ছিল। দেখা সাক্ষাৎ না হলেও চিঠির মাধ্যমে সম্পর্ক ঠিকে থাকতো বছরের পর বছর। এটাই প্রেম, এটাই আবেগ।
প্রিয় 'রহমান লতিফ' ভাইয়ের কবিতা মানে বিশেষ কিছু। ভাল লাগার পরশ। ++++
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৬
ল বলেছেন: প্রিয় কাওছার ভাই,
একটু আগে আপনার ব্লগ বাড়ি গিয়ে আপনার পুরানো লেখা পড়ে আসলাম।
আপনার মন্তব্য চার বার পড়লাম মনে হলো আধুনিক গদ্য কবিতা আমার কবিতার চেয়ে আবেগময় লেখা।
এত সুন্দর করে মন্তব্য করারা জন্যে অনেক ধন্যবাদ।
চিঠির অপেক্ষা---আমার বড় ভাই থাকতেন বিদেশ আর বাবা প্রতিমাসে একটা চিঠির অপেক্ষা করতেন আর আমাকে দুয়ে অন্তত দুবার পড়াতেন।
✉খামের কৌতুহল -- কখনো ভাইয়ের চিঠির মধ্যে থাকতে চেক, সবার পড়ালেখার খবর, দেশের খবর, বোনের কথা এসব আসলেই থাকতো একটা কৌতুহল।
আর কত কথা----
এক এক করে বললে শেষ হবার নয়।
আপনার টা শুনার অপেক্ষায়।
ধন্যবাদ নিরন্তর।
২১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯
নীল আকাশ বলেছেন: শুভ সকাল লতিফ ভাই,
আপনার এই কবিতা তো আমাকে নস্টালজিয়া করে ফেলল। যুগ পাল্টে গেছে, সময় দ্রুতই চলে যাচ্ছে আর তার সাথে বদলে যাচ্ছে মানুষের জীবন। এখন আর সেই যুগ নাই। ফেসবুক, ম্যাসান্জার, ভাইবার, ইমু সব বদলে দিয়েছে। আপনার এই কবিতা সেই কথা গুলিই মনে করিয়ে দিল। প্রিয়তমের সাথে আবেগের দলিলপত্রের লিখিত রূপ যে চিঠি এটা আজকালকার জেনারেশন কখনোই বুঝবে না, এই ডিজুস জেনারেশন শুধুই বুঝে ডিজিটাল যুগের পত্রহীন মিতালী। যেখানে থাকে আবেগ কম আর চাহিদা বেশী। আর চাহিদা পূরন হয়ে গেলেই সম্পর্ক যায়পাল্টে.........
আমাদের সময়ে কতটা আবেগ নিয়ে প্রিয়তম কে চিঠি লিখতাম সেটা মনে হয় আর কখনোই লিখে প্রকাশ করা যাবে না.........।
চমৎকার কবিতা আর চমৎকার আবেগের বহি:প্রকাশ। ছন্দের দারুন মিল আবারো প্রমান করলো লতিফ ভাই ইচ্ছে করলেই সব ধরনের লেখাই লিখতে পারেন!
অফ টপিক: ইদানিং অফিস টাইমে খুব ব্যস্ত থাকতে হয়। আর বাসায় বউ আর দুই ছেলেকে সময় দেবার পর কোন দিক দিয়ে যে সময় চলে যায় টেরই পাইনা। ব্লগে বসার সময় পাওয়া যায়ই না.... আশা করি নিজ গুনে এই ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন।
শুভ কামনা রইল!
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৮
ল বলেছেন: নীল আকাশ ভাই,
এত সুন্দর মন্তব্য বার বার পড়তে ইচ্ছা করছে -- এত এত সুন্দর।
সময়ের সাথে কতকিছু বদলে যায় আর সাথে সাথে বদলে না বলা অনেক কিছু রয়ে যায় পোড়া মনে যত কথা।
ধন্যবাদ অশেষ - আমি ইচ্ছা করলে সব ধরনের লেখা পড়বো কি না জানি না তবে শিখতে চাই অনেক কিছু আপনার মতো সমালোচক আর মোটিভেশনাল স্পিকারের কাছ থেকে।
২২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০২
নীল আকাশ বলেছেন: আরেকটা কথা বলতে ভূলে গেছি, প্রথম ছবিটা দারুন মুগ্ধ করেছে আমাকে। যিনি এঁকেছেন তাকে আমার হয়ে খুব করে একটা ধন্যবাদ দিয়ে দিবেন। পোষ্টে এসে প্রথম ছবিটাই দেখেছি বার বার...........। এত জীবন্ত ছবি, যেন মনে হচ্ছে চোখ দুটি কবিতা পড়ার আমন্ত্রন জানাচ্ছে...........। দারুন অভিব্যক্তি!
শুভ কামনা রইল!
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৯
ল বলেছেন: আসলেই ছবি টা কবিতার সাথে বেশ মানানসই।
শিল্পী কে আপনার কথা জানিয়ে দেবো।
২৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১
আহমেদ জী এস বলেছেন: ল,
কবিতাটি পড়ে বহু পুরোনো ডায়লগটি মনে পড়লো ---
বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ।
হুম এখন আর "পত্রহীন মিতালী" ও নেই, যা আছে তা যৌবনের চৈতালী ঝড়!
কাওসার চৌধুরীর মতোই বলি --- কোথায় যে হারিয়ে গেলো সেই চিঠির অপেক্ষা, খামের কৌতুহল, কলমের বাহারী কালি, যত্ন করে চমৎকার লেখা আর চিঠির ভাজে লুকিয়ে থাকা প্রেমিক-প্রেমিকার ঘ্রাণ, হাতের ছোয়ায় গড়ে ওঠা নিষ্কলুষ মিতালীর সাতকাহনের দিনগুলো!!!!!!!!!!!
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২০
ল বলেছেন:
ব্লগ সেরা কবির মন্তব্য টাই আলাদা ইমেজ।
আসলেই এখন আছে যৌবনের চৈতালী ঝড়।
ধন্যবাদ।
২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
আজকাল এসএমএস এর যুগ । কেউ পত্র নিয়ে ভাবে না ।
অথচ পত্র বা চিঠি যাই বলি না কেন । এর ভাষা আর অভিব্যক্তি যদি কেউ অনুধাবন করতে পারে সেই জানে এর মর্ম ।
১৬০ শব্দ কি আর পরিপূর্ন ভাবে সব প্রকাশ করা যায় ।
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২১
ল বলেছেন:
মিথ্যা তারে খুজি হারিয়ে ফেলেছি যারে ---
মন্তব্যে প্রীত হলাম।
২৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
নজসু বলেছেন:
প্রিয় লতিফ ভাই।
আশা করি ভালো আছেন।
কবিতায় আধুনিক তথ্য প্রযুক্তির আনাগোনা বেশ লেগেছে।
চিঠির ভবিষ্যত ভাবলে মনটা খারাপই হয়ে যায়।
যাদুঘরে স্থান পাবে চিঠিপত্র।
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩১
ল বলেছেন: আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, ভালো আছি।
প্রিয় অনুজ,
অবশেষে তোমাকে পাওয়া গেলো। জীবন তো এরকম -ই কত কিছু বিলুপ্ত হয়ে যায়।
শুভ কামনা করছি।
২৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
শহীদুল সোহাগ বলেছেন: আরে বাহ্।খুব সুন্দর তো!
ধন্যবাদ কবিরাজ
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩১
ল বলেছেন: ধন্যবাদ,
আপনার আবপগময় মন্তব্যের জন্য।
২৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
হাবিব বলেছেন: কবিরাজ ?????????
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৮
ল বলেছেন: ঝাড় ফুঁক তো জানি না !!!
মানুষের অভিমত সম্মান করি।
২৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৩
হাবিব বলেছেন:
হৃদয়ের জায়নামায
উৎসর্গ: প্রিয় কবির সহধর্মীনিকে......
ডাক পিয়নেরা সব ছুঁটি নিয়ে গেছে
কবে আসবে জানিনা! তুমি জানো কিছু?
এমন প্রশ্নের আজ প্রয়োজন নেই
ভালবাসা যদি থাকে চিঠি আসবেই।
হৃদয়ের গহিনে যে প্রেমের তরঙ্গ
গুনগুন করে ফুলে বেহায়া পতঙ্গ
শত মানা করি তবু ছাড়েনা সে পিছু
তুমি কি দেখে যাবে না একবার এসে?
কল্পনায় জাল ফেলি মনের গলিতে
যদি সেথা উঠে আসে মায়া ভরা মুখ
প্রেমের খামেতে দেখি তব হাসিখানি।
ডাকটিকেটের মতো এঁটে আছো তুমি
জায়নামাযসম ঐ হৃদয়ের ভূমি
শীতল স্পর্শে তখন ভুলে যাই গ্লানি!
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪১
ল বলেছেন: ডাক টিকেটের মতো এঁটে আছো তুমি ---- অসাধারন কথামালা প্রিয় কবি।
আপনার নতুন কোন লেখা পাচ্ছি না।
এত বিজি কেন হে কবি?
২৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৫
নজসু বলেছেন:
ওয়ালাইকুম আস সালাম প্রিয় লতিফ ভাই।
আশা করি ভালো আছেন।
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪২
ল বলেছেন:
আলহামদুল্লিলাহ --
আল্লাহ সকলের সহায় হোন।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা