নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

সংসার

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৮




সংসার
------------"রহমান লতিফ "----------

প্রণয়ের সুতোয় গিঁট বেঁধে শুরু স্বপ্নীল নীড়,
চোখের কার্ণিশে বুনো ভালোবাসা করে ভীর।

সুখ দুঃখের অনাবিল বহমান এক পরম সারথি,
বহু ঘাত প্রতিঘাতে স্থির স্মর্তব্য নির্মাতা নিরবধি।

সাধ সাধ্যের লড়াইয়ে মাঠে-ঘাটে পরিশ্রমি কর্তা,
ঘুচাতে গ্লানি পরিণত সহায়ক;গর্বিত জননী হর্তা।

কত প্লাবনের আঘাতে বিধ্বস্ত ভাসমান ভেলা,
শক্ত হাতে আকড়ে ধরে বিমূর্ত রঙ্গীন খেলা।

দিনে দিনে কত শত ঝুট-ঝঞ্জালের নিত্য সহবাস-
বেহিসেবি সময়ে চলছে;চিরন্তন সত্য এ সংসার।

দিনে দিনে কত কিছু হয় সেকেলে আর মলিন!
ভালোবাসার সংসারে ফিরে;স্বগীয় সুখ অমলিন।


উৎসর্গ --- হাবিব স্যারকবিতায় যিনি গেয়ে যান জীবন সংসারের সমস্ত ধর্ম-কর্মের জয়গান,সময়ের সেরা উদিয়মান কবি @ হাবিব স্যার কে। ভালোবাসা ও শ্রদ্ধা প্রিয় ভাই।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০০

হাবিব বলেছেন: ছবিটা দেখেই মন ভরে গেল........

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৩

বলেছেন: হাবিব স্যার লেখাটা আপনাকে উৎসর্গ করা সার্থক।

প্রথমেই মন্তব্যে এসে আলো ছড়ালেন আপনার কবিতার আলোর মতো।


শুভ কামনা নিরন্তর।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬

সাত সাগরের মাঝি ২ বলেছেন: খুব সুন্দর.......

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪২

বলেছেন: আপানার পোস্ট টা এখনো পড়তেছি -


প্রথম আসলেন আমার ব্লগে তাই শুভেচ্ছা অবারিত।



মন্তব্যে প্রীত হলাম।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৮

হাবিব বলেছেন:




ব্লগটা ওপেন করেই ছবিটা দেখে মন্তব্য করেছিলাম........
তখনো পড়িনি কবিতাটি.......
এখন যখন মন্তব্য করতে যাব তখন শেষের কথাটা আমার কিবোর্ডের বাটনগুলোকে চেপে ধরলো.....
বললো দাঁড়া..... একটু ভেবে চিন্তে মন্তব্য কর! আরো বললো, সবাই যে তোকে এতো ভালোবামে এই ভালবাসা কি রাখতে পারবি?
আমিও চিন্তায় পড়ে গেলাম। এত সুন্দর কবিতা আমাকে উৎসর্গ করার মতো কি আমি হয়েছি....?

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

বলেছেন: তাই তো আপনি তারকা কবি -- এত ভালোবাসা শুধু আপনাকে মানায়।



ভালোয় আর আলোয় কাটুক আপনার আজ ও আগামী হে আলোকবর্তিকা।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: বরাবরের মতই সুন্দর ।

শুভকামনা ও ভালবাসা ফিরিয়ে লতিফ ভাইকে।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০২

বলেছেন: ধন্যবাদ প্রিয় চৌধুরী ভাই


বরাবরের মতো উৎসাহ দিয়ে যাবার জন্যে অশেষ কৃতজ্ঞতা।

আপনার দীর্ঘায়ু কামনা করছি।

শুভ কামনা সতত।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১১

কাওসার চৌধুরী বলেছেন:



সংসারে জ্বালা-যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে, মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়।

চমৎকার কবিতায় সংসারের এভারেস্ট জয়!! ভালবাসা রইলো প্রিয় 'রহমনাব লতিফ' ভাই।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৯

বলেছেন: আমার দুই চৌধুরী ভাই যেন আমার বিশাল বট বৃক্ষ, অবিরাম ছায়া দেয়।



কাওছার ভাই আপনি আপন আলোয় আলোকিত মানুষ আপানর মন্তব্য সবসময় প্রেরণাদায়ক।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১২

হাবিব বলেছেন:





স্বপ্নীল নীড়:


কবিতাটির স্বত্ব ত্যাগ করে আপনাকে দিয়ে দিলাম

প্রণয়ে স্বপ্নীল নীড় অর্থহীন হবে
না পেলে মনের মতো জীবন সঙ্গীনি
ঘাত-প্রতিঘাতে স্থির শান্তি প্রতিদিনি
তাঁহার ছুঁয়াতে সুখ হৃদয়ে আসবে।
প্ররিশ্রমে ক্লান্ত আমি লড়ায়ের মাঠে
জীবন সঙ্গীনি থাকে ঘাম মুছে দিতে
সতত ব্যাকুল থাকে ভাগ করে নিতে
তাই সুখ বয়ে চলে হৃদয়ের ঘাটে।

দু:খের চোটে বিধ্বস্ত ভাসমান ভেলা
এই বুঝি আমাদের জীবনের খেলা
তবু সে থাকলে করি দু:খ অবহেলা।
ভালবাসার সংসারে বেহিসাবী ক্ষণ
তাকে তবু পাশে চাই জীবনের পণ
সতত প্রিয়ার তরে ব্যাকুল এ মন!

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২২

বলেছেন: হাবিব স্যার!!
এটাই হচ্ছে আপানার জাত প্রতিভা, কবিতার ছায়ায় বসে কবিতার বুনন ক' জন পারে কে জানে?
আল্লাহ আপনার চিন্তার বিকাশ প্রসারিত করুন।


এটাই বুঝি ভালোবাসার প্রতিদান দিলেন --
যাক আমিও আপনার ভাবিকে কাবিতাটা তুলে দিবো।

ধন্যবাদ নিরন্তর।


তাকে তবু পাশে চাই +++

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০০

নজসু বলেছেন:



প্রিয় লতিফ ভাই।
অচেনা অজানা দুটি মানুষ যখন এক হয়ে নতুন জীবন শুরু করে
সে জীবনটা তারা সবকিছুর উর্ধ্বে রাখে।

মান-অভিমান, ভালোবাসা আর নতুন স্বপ্নের ডানা মেলে উড়ে চলে।

সুন্দর কবিতা। সুন্দর ভাব প্রকাশ।
হাবিব স্যারকে শুভেচ্ছা। তারা দুইজন সুখী হোক।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১০

বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই,

মন্তব্য চরম প্রাণময়তা, কবিতার চেয়ে মন্তব্য টাই বেশী সুন্দর।



তোমার দাওয়াত কবে পাবো -- নতুন বর্ষে কি নতুন কেউ আসবে শুরু কি হবে যুগলবন্দী জীবন?

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬

বলেছেন: ধন্যবাদ প্রিয় এম রহমান ভাই,


সময় নিয়ে পড়ার ও মন্তব্য করার জন্যে।


বিজয়ের শুভেচ্ছা।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭

বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব ভাই


আপনি সবসময় উৎসাহ দেন এবং সময় করে পড়ে মন্তব্য দেন যা আসলেই ভালো লাগে।



বিজয়ের শুভেচ্ছা।

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

আরোগ্য বলেছেন: বড় ভাই কবিতায় একরাশ মুগ্ধতা।
হাবিব স্যারকে অভিনন্দন।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮

বলেছেন: প্রিয় ছোট ভাই,


আশাকরি ভালো আছো?


মন্তব্যে খুশি হলাম।


বিজয়ের শুভেচ্ছা।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

আরোগ্য বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ভাই। আশাকরি আপনিও ভালো আছেন।
আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

বলেছেন: আল্লাহ সকলের মঙ্গল করুন।


আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি।


অনেক অনেক আদর, ভালোবাসা রইলো - ভালো থেকো, সুস্থ থাকে।

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভালো হয়েছে

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫০

বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা প্রিয়

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭

শহীদুল সোহাগ বলেছেন: শতাব্দীর কালজয়ী কবি!!

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৭

বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৫

ইসিয়াক বলেছেন: ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভালো হয়েছে
বহু আগে বলেছিলাম । আবেগ তখন কাজ করেনি ।ব্লগপাড়ার এবাড়ি ও বাড়ি ঘোরা ঘুরির ফাকে আপনার ব্লগ বাড়িতে এসে মন্তব্য করেছিলাম হয়তো।
তবে আজ মন থেকে বলছি কবিতা ভালো হয়েছে। আর হাবিব স্যার .....।অমায়িক মনুষ। আমার প্রথম উৎসাহ দাতা ।চির কৃতজ্ঞ আমি তার কাছে।কত কিছু শিখেছি তার কাছে। কোনদিন ও ভুলবো না তার সহযোগীতার কথা। আমি সত্যি মিস করি তাকে।
দোয়া রইলো প্রিয় ভ্রাতা।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৬

বলেছেন: মন ভরে গেল প্রিয় ভ্রাতা ...............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.