নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

কবিতার মৃত্যু নেই *****************

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩২

কবিতার মৃত্যু নেই
******************************
কবিতা তো নয় শুধু নিছক কল্পনার স্তুপ,সময়ের সাথে এযে হয়না বিলীন!
কবিতার হৃদপিণ্ডে আছে ভাষা কম্পনের সিম্ফোনি;সুর লহরী চিরকালীন।

কবিতার অন্তর্গত শব্দের শয়ানে সুপ্ত এক বিশাল পৃথ্বী,
কবিতার পরতে পরতে ছড়িয়ে আছে জীবনের রীতিনীতি।

আছে শত কোটি বছরের পান্ডুলিপির শবনম।
পোড়ামনের হাজারো স্তরে স্তরে মাখানো জখম।

শব্দের স্ফুলিঙ্গের ইথার ভেদ করে দূর্ভেদ্য পরাগরেণু,
দূরদর্শী চিন্তার প্রকাশ পাহাড় অভেদ্য পরমার্থ শুক্রানু।

স্পর্শের সুখে ঢলাঢলি করা পদ্মপুকুরে উম্মাদ সাঁতার,
কিশোর প্রেমের রঙতুলি মাখা হৃদয়জুড়ে ঘেরা কাঁটাতার।

গঙ্গার খোঁজে তন্বী নন্দিনীর নিশুতি রাতের বাহার,
কম্বলে মুড়ি দিয়ে বলা হাজারো শ্লোকের সমাহার।

কবিতায় রয়েছে দীর্ঘ হাহাকার,দীপ্তময় মহাভারত দীক্ষা,
শ্বাসত সত্য কবিতার ভাঁজে বীরপুরুষ নেয় শিক্ষা।

"রহমান লতিফ "
১১.১২.২০১৮
উৎসর্গ - কবিতার বীরপুরুষ @নীল আকাশভাইকে
উনার - তোমাকে নিয়ে লিখতে চাই! কবিতার মন্তব্যে এই লেখা ।

উনার প্রতি-মন্তব্যের চুম্বক অংশ --
এত সুন্দর একটা কবিতা এই পোস্ট এ বেঁধে রাখা খুব অন্যায় হবে। যদি পারতাম, আমি এখনই এই কবিতাটা আপনার ব্লগে থেকে সামু পোষ্ট দিয়ে দিতাম, আপনাকে জিজ্ঞেসও করতাম না। এই কবিতাটা সবার পড়ার অধিকার আছে বলে আমি মনে করি।
কতবার এই লাইন গুলি যে পড়লাম বলতে পারব না। মুগ্ধতা আর মুগ্ধতা। আমার পড়া অন্যতম সেরা কবিতা এটা....
ইনসাল্লাহ কালকে এটা ব্লগে দেখতে পাব! শুভ কামনা রইল!

মন্তব্য ৪৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

নজসু বলেছেন:

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৪

বলেছেন:






মুগ্ধ হলাম,

২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০০

অপ্‌সরা বলেছেন: কবিতায় কবিতায় কবিতার ইতিহাস! :)

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২০

বলেছেন:
কণ্ঠে কন্ঠে কবিতার ইতিহাস কত্ত নেবে?

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ ।
কৃতজ্ঞতা জানবেন শায়মা আপু ।



বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা।



একটা আর্ট দিবেন ?

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩

মাহমুদুর রহমান বলেছেন: কবিতা তো নয় শুধু নিছক কল্পনার স্তুপ,সময়ের সাথে এযে হয়না বিলীন!
কবিতার হৃদপিণ্ডে আছে ভাষা কম্পনের সিম্ফোনি;সুর লহরী চিরকালীন।

মুগ্ধকর!
কবিতায় অজস্র ভালো লাগা,লতিফ ভাই।

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৭

বলেছেন:

ভালো লাগায় অনেক অনেক মুগ্ধ হলাম


অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসা রইলো@মাহমুদুর রহমান

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩

হাবিব বলেছেন:



একটি ছোট বটের বীজ জানেনা তার ভেতরে কত বড় বৃক্ষ লুকায়িত.........
কবিতা ইতিহাস হয়ে থাক হৃদয়ে.....
গড়ে উঠুক বিরাট উদ্যান....
যেখানে কবিতা ফুল হয়ে ফুটবে......আর
কবিরা হবে তার মালি......

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

বলেছেন: অতুলনীয় লেখা------------------------


আমার পক্ষ থেকে সালাম এবং ভালোবাসা জানাবেন।
আপনার লেখালেখির হাত ভালো -----------

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

বলেছেন: ধন্যবাদ ভাই







অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ।

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৫

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

বলেছেন:


পাঠ ও মন্তব্যে -------------
অসংখ্য ধন্যবাদ @সনেট কবি

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লাগারও অতিরিক্ত ভালো লাগা।

কোন লাইনটা ছেড়ে কোন লাইনটা ধরি; প্রত্যেকটা লাইনই যেন নিজের ফ্লেভারে সুরভিত।

" কবিতা তো নয় নিছক কল্পনার স্তুপ, সময়ের সাথে এযে হয়না বিলীন !
কবিতার হৃদপিণ্ড আছে ভাষা কম্পনের সিম্ফোনি ; সুর লহরী চিরকালীন । "
মুগ্ধতা++


অপরান শুভেচ্ছা ও ভালবাসা প্রিয় লতিফভাইকে।



১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৫

বলেছেন: কবিতা সবার জন্য নয়। এজন্য নয়, কারণ- পাঠক হয়ে উঠতে গেলেও তো তাকে কবিতাটি পড়তে হবে,বুজতে হবে।

পদাতিক চৌধুরি @সেরা পাঠক আর সেরা লেখক ====

জীবনানন্দ দাশ বলেছেন যে- সকলেই কবি নয়, কেউ কেউ কবি-

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: অসাধারণ.....
কবিতার কবিতা.....
An infinite flow of words.....

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪০

বলেছেন:

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা @ Cyberspace Communications Specialist

শুভ্রতায় কাটুক আপনার অনাগত দিনগুলো।

কাউকে সামান্য ভালোলাগায় উৎসাহ প্রদান করা নিজের সৃজনশীলতার ও সুন্দর মনের পরিচয় বহন করে।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

মুক্তা নীল বলেছেন: @কবিতার পরতে পরতে ছড়িয়ে আছে জীবনের রীতিনীতি,,,,, এই কথাটা বাস্তব জীবনের ভিতরের নিহিত রয়েছে। কিছু কিছু কবিতার প্রতিরুপ যেনো আমদেরই জীবন!!!! কবিতায় ভালোলাগা রইলো।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০২

বলেছেন: মন্তব্যে অনন্য অনুভূতির ছোঁয়া @মুক্তা নীল --------



মঙ্গল করুক মঙ্গলতম এ আমার নিবেদন।
কৃতজ্ঞতা।

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৮

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী,
এই কবিতাটা ব্লগে দেখে মনটা খুব খুশি হয়ে গেল। এত অসাধারন কবিতা আমি খুব কমই পড়েছি। বিনম্র শ্রদ্ধা রইল এই কবির প্রতি আমার মতো একজন তুচ্ছ লেখক কে উৎসর্গ করার জন্য। সত্যই এটা শুধুমাত্র আমার কবিতার প্রতি মন্তব্যে মানাচ্ছিল না।
শুধু এই নীচের লাইন গুলি আবার আর বার বার পড়ার জন্য এটা প্রিয়তে নিয়ে রাখলাম।
আছে শত কোটি বছরের পান্ডুলিপির শবনম,
পোড়ামনের হাজারো স্তরে স্তরে মাখানো জখম।

গঙ্গার খোঁজে তন্বী নন্দিনীর নিশুতি রাতের বাহার,
কম্বলে মুড়ি দিয়ে বলা হাজারো শ্লোকের সমাহার।

কবিতায় রয়েছে দীর্ঘ হাহাকার, দীপ্তময় মহাভারত দীক্ষা,
শ্বাশত সত্য কবিতার ভাঁজে বীরপুরুষ নেয় শিক্ষা।


শুভ কামনা রইল!

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

বলেছেন: কৃতজ্ঞতা বাঁধনে আবারো জড়ালেন ।

আপনার মন্তব্যে আপ্লুত হলো তনু মন।

আপনার মতো বলি,
সত্য- ই কবিতার কভু মৃত্যু হয় না------------------------
কবিতা বেঁচে থাকে পাঠকদের মাঝে
আর কবি,

বেঁচে থাকে নিজ লেখার মাঝে ।

কবিতায় আপনার এই মন্তব্য বড় পাওয়া
চলার পথের পাথেয় আর বড় প্রেরণা।
জানাই আপনার প্রতি সহস্র কৃতজ্ঞতা

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০২

বলেছেন: স্বার্থপর সময়ের কালস্রোতে শুধু রয়ে যাবে এই প্রেমের কবিতা
কিন্তু থাকব না আমি কিংবা তুমি প্রিয়তমা,
তবুও রয়ে যাবে আমার বর্ণিল প্রণয়ের এই সুতীব্র আকুতি
হয়ত সুদূরে নব্য কোন প্রেমিক হৃদয় এতে খুঁজে পাবে প্রশান্তি,
অজানা শিহরন, রক্তকোষে মাদকতা আর নিটোল প্রেমের হাতছানিতে
প্রেমিকাকে ভালোবাসার অদম্য ইচ্ছার হুটোপুটি----------------------@নীল আকাশ

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৯

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! অনেক সুন্দর উপমায় সুলিখিত কবিতা।
কবিতার মৃত্যু নেই।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৯

বলেছেন: আজকের সবটুকু সাজানো কবিতার সুখ আপনাকে।





শ্রদ্ধেয় কবিরাণী@মনিরা সুলতানা

১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন: কষ্টের নাম “কবি”
আর কষ্টের ফসল “কবিতা”





সোনা দিয়া বান্ধায়াছি ঘর
ও মন রে ঘুণে করল জর জর
হায় মন রে সোনা দিয়া বান্ধায়াছি ঘর
ও মন রে ঘুণে করল জর জর
আমি কি করে বাস করিব এই ঘরে রে
হায় রে তুই সে আমার মন ।

মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায় রে তুই সে আমার মন ।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৩৫

বলেছেন: আমার প্রিয় জন, আমার গুরুর উপস্থিতি তে আকুল হলো মন।

কবিতা কষ্টের আর সুখের দুটি হয় -- সুখী কবি, শখের কবি, নেশার কবি, পেশার কবি ।

আমি কিন্ত কবি না ---
যাক আরেকটি টিউন হোক -- মরমী টিউন ---


আমার মন মজাইয়ারে
দিল মজাইয়া মুরশিদ
নিজের দেশে যাও
ও মুরশিদ ও
একে আমার ভাঙা ঘর
তার উপরে লরে চর
কখন জানি এই ঘর ভাইঙ্গা
পরে রে
আবের নেওয়ারী রে
কাঁচা বাঁশের বেড়া রে
বাজার লুটিয়া নিল
চুড়ায় রে
ও মুরশিদ ও
একে আমার ভাঙা নাও
তার উপরে তুফান বাও
পলকে পলকে উঠে পানিরে
কইয়ো দয়ালের ঠাই
এ তরীর ভরসা নাই
লাহুর দড়িয়া দিতে পারি রে।।
আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া মুর্শিদ্
নিজের দেশে যাও ।।

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৫৮

কাজী ফররুখ আহমেদ বলেছেন: “ল” লতিফ ভাই আপনি তো আমার গুরু ঠাকুর সাহবের ও গুরু, আপনাকে আমার পক্ষ থেকে ভোরের শুভকামনা দিয়ে

কবিতা কি তাই ? কবিতা কি শুধু তাই ?
(কবি বীরেন্দ্র চট্টপাধ্যায় কে মনে রেখে)

কবিতা কি তাই ?
কবিতা কি শুধু তাই ?
মনের খেয়ালে কাগজে-কলমে
. শব্দ সাজাই ?

কবিতা কি শুধু রম্য-রচনা
ফুল পাখি আর চাঁদের জোছোনা
প্রিয়ার সঙ্গে জল-তরঙ্গ
. নৌকো ভাসাই ?

কবিতা কি শুধু “ওমর খয়াম”
অথবা বিরহী যক্ষের নাম
প্রেমের অনলে একাকিনী জ্বলে
. “বিরহিনী রাই” ?

কবিতা বন্দী চার-দেওয়ালে
তোমার আমার চোখের আড়ালে
কবিতাকে আনো রাজপথে আজ
. মিছিলে চাই॥

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – অলোকনাথ দে
শিল্পী – ভূপেন হাজারিকা

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

বলেছেন:
উর্ষার জাগরণের অনুপ্রেরণা প্রিয় ফখরুল ভাই,
শুরুতে আমার সালাম নিবেন' " আসসালামু আলাইকুম"
আশাকরি পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছেন।


আপনার পাঠানো ভূপেন হাজারিকার গানটি এত ভালো লগলে যে আপনাকে মহাগুরুর উস্তাদ হিসাবে হৃদয় দিলাম।


আবারো কথা হবে।

ভালো থাকুন এই কামনায় আজকের মতো।

আল্লাহ হাফিজ।

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৭

নজসু বলেছেন:




শুভ সকাল প্রিয় লতিফ ভাই।
আর কতো ভালোবাসা, স্নেহের ঋণে আবদ্ধ করবেন?
শোধ করতে পারবো কি?

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

বলেছেন: শুভ্রতায় কাটুক প্রতিটি প্রহর।
এই কামনা।


ভালোবাসা তো ফুরায় না রে ভাইয়া।

ধন্যবাদ

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

বিজন রয় বলেছেন: কবি মরে গেলেও কবিতা বেঁচে থাকে, আর কবিতা বেঁচে থাকলে কবি মরতে পারে না।

সবশেষে সবই বেঁচে থাকে।

দারুন।
++++

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

বলেছেন: কবিদের উস্তাদের মন্তব্য পেয়ে মনটা ভরে গেলো।

আর প্লাসে অনুপ্রাণিত করারা জন্যে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্যার।

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

কিরমানী লিটন বলেছেন: অপার মুগ্ধতার অবগাহন- কবিতার মৃত্যু নেই...
বেঁচে থাকুক বিশুদ্ধ কবিতা- বিমুগ্ধ বদনে শতকোটি বছর, এভাবেই....

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

বলেছেন: আপনার স্বভাব সুলভ কবিত্বম মন্তব্যে আপ্লুত হলাম প্রিয় ছড়াকার --


কবিতা বে্ঁচে থাকুক তোমাতে আমাতে সব হৃদয়ে - হোক বিশুদ্ধ সাহিত্য সংস্কৃতির চর্চা সবখানে।




শুভ কামনা নিরন্তর।

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

আহমেদ জী এস বলেছেন: ল,



কবিতা নিছক কল্পনা নয়, কবিতার গায়ে লেগে থাকে সময়ের ছবি, তাই কবিতার মৃত্যু হয়না; পূনর্জন্ম হয় বারে বারে!

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮

বলেছেন: আহ হা কি দারুণ কথা কলি।


আহমেদ জি এস সময়ের সেরা কবি।


একটা অনুকবিতা কিন্ত হয়ে গেলো।

শুভ কামনা।

পাঠে ও মন্তব্যে প্রীত হলাম প্রিয় কবি।

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার কবিতাটি মন্তব্য ঘর থেকে সার্বজনিন হওয়াতে কবিবরকে ধন্যবাদ। কবিতা যে শ্বাসর্ত। কবিতা কবিতার কথা বলে।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫

বলেছেন: প্রিয় কবি,

আপনার এমন মমতা মাখানো মন্তব্যে মনটা ভরে গেলো।


সর্বজনীন কবিতার ডালি আর এক উজ্জ্বল কবি সুজন ভাইকে রইলো দোয়া ও শুভ কামনা।

১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

বলেছেন: খুব ভালো লাগলো মন্তব্য ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন

২০| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

অপু দ্যা গ্রেট বলেছেন:


শুধু কবিতা নয়

কবিদেরও মৃত্যু নেই

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

বলেছেন:

আপনার এমন মমতা মাখানো মন্তব্যে মনটা ভরে গেলো।

শুভকামনা ও ভালবাসা প্রিয়@অপু দ্যা গ্রেট

২১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩১

নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭

বলেছেন: বিমুগ্ধ ভালোবাসা,


পরম শ্রদ্ধা সকল শহীদ বুদ্ধিজীবিদের





মনটা ভালা নি ভা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.