নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
স্রোতের তালে
**************
স্রোতের প্রতিকূলে ধ্বংসাত্মক,অশুভ শক্তির টাওয়ার,
স্রোতের অনুকূলে সবকিছু সুন্দর,ভয় নেই হারাবার।
আবাদযোগ্য ফসল তোলার হিড়িক সস্নেহে জনমানসে,
অনার্য দ্রাবিড়দের জীবন আজ,অন্ধকারের তিমিরে।
জলের সাথে আজন্ম বেড়ে উঠা জলজ উদ্ভিদ ও প্রাণী
তরঙ্গের চূড়ায় উঠতে চায় তারা জলে জলে বড় সাবধানি।
বিপদ সংকেত পেলে,জলদস্যূও হয় না ভয়ার্ত সমুদ্রগামী,
সৌভাগ্যের চুঁড়ায় দাড়িয়ে সুখকে জলাঞ্জলি দেয় কোন সে বিপদগামী?
ঝড়,বৃষ্টি,খরাতাপে মেলে ধরি ছাতা শক্তপোক্ত হাতলে,
নৃশংস হত্যার নৃত্য করি,বিদ্রোহ থামনোর কৌঁসুলি তালে।
স্রোতের তালে জীবনভর চলে,চিরকালিন সুখের যাত্রা,
অবনত মস্তকে মেনে নেয় অপবাদ,যতদূর বলেন কর্তা।
"রহমান লতিফ "
২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১০
ল বলেছেন: সবাই তো স্রোতের অনুকূলে চলে।
প্রতিকূলতায় কেউ টিকে থাকে না।
তাই বন্ধ হবে কিভাবে?
মন্তব্যেে প্রীত। প্রিয় ভাই আমার।
২| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯
নীল আকাশ বলেছেন: ১ম এবং ৯ম লাইনের শেষে কি দাড়ি হবে না কমা হবে?
জাস্ট আইডিয়া, ৮ম লাইনে কোন বিপদগামী না হয়ে কোন সে বিপদগামী হলে আবৃত্তি তে মনে হয় বেশি ভালো লাগতো!
আপনার কবিতাটা ভালো লেগেছে, তাই বার বার পড়লাম। উপরের কথাগুলি জন্য কি আপনি......
আমার নিজের কবিতা হলে এই জায়গা গুলি এই ভাবেই লিখতাম.......।
শুভ কামনা রইল।
২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪
ল বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
সম্পাদনার জন্যে কৃতজ্ঞ।
আপনার সাথে সহমত৷ এভাবেই হবে।
বারবার পড়ার জন্য একরাশ ভালোবাসা
৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: আহা ! সকাল বেলা হৃদয় হরণ করা কবিতা। একরাশ মুগ্ধতা রেখে গেলাম ++
তবে কয়েকটা জায়গায় একটু টাইপো আছে।
শুভকামনা ও ভালোবাসা জানবেন ।
২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭
ল বলেছেন: আহ!! এত সুন্দর এক্সপ্রেশনের জন্যে হাসলাম।
কবিতার চেয়ে মন্তব্যটাই সুন্দর ---- হৃদয় হরণ করা --- আপনি কবিতা ভালোবাসেন সেটা বুঝতে পারি।
টাইপো চোখেে পড়তেছে না।
ভালোবাসা প্রিয় ভাই
৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২১
হাবিব বলেছেন: বাহ........মনোমুগ্ধকর লেখা...........
২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯
ল বলেছেন: হাবিব স্যার ভারী দুষ্ট হয়ে গেছেন।
লেখা না পড়ে ছবি দেখে মন্তব্য করেন।
ধন্যবাদ
ডুমুরফুলের ভালোবাসা
৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০০
ল বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলে।
একরাশ শুভেচ্ছা।
৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
আরোগ্য বলেছেন: অনেক দিন পর বড় ভাইয়ের কবিতা পেলাম। খুব ভাল লাগলো। পাঠে তৃপ্তি পেলাম।
২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
ল বলেছেন: শুভকামনা
ভাল থাকুন ।
৭| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ২:১২
ইয়াসিনুর রহমান ফাহিম বলেছেন: লেখাটা বেশ ভালো লাগল। চালিয়ে যান।
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ২:২৮
ল বলেছেন: গঠনমূলক ও শক্তিমান মন্তব্য প্রীত হলাম।
আমার কবিতাগুলো পড়ার অনুরোধ রইলো ----------------------
৮| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৬
ল বলেছেন: আপনার উপস্থিতির জন্যে কৃতজ্ঞতা কবিরাজ।
৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৪
কাওসার চৌধুরী বলেছেন:
"আমি বেঁচে আছি,
এখনও দিব্যি বেঁচে -বর্তে আছি
খাচ্ছি-দাচ্ছি,গান শুনছি
জীবনের স্রোতে গা ভাসিয়ে।"........ চমৎকার কবিতা প্রিয় 'রহমান লতিফ' ভাই।
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫০
ল বলেছেন: কতদিন পরে এলে
একটু বসো।
তোমায় অনেক কথা বলার ছিল যদি শোন।।
আকাশে বৃষ্টি আসুক
গাছেরা উঠুক কেঁপে ঝড়ে।
সেই ঝড় একটু উঠূক তোমার মনের ঘরে
বহুদিন এমন কথা বলার ছুটি
পায়নি যেন।।
জীবনের যে পথ আমার
ছিল গো তোমার ছায়ায় আঁকা।
সেই পথ তেমনি আছে
সবুজ ঘাসে ঢাকা
চেনা গান বাজলো যদি
বেজেই আবার থামবে কেন।
]কতদিন পরে এলে
হার্দিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানবেন।
১০| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: মন ছুঁয়ে গেল....
শুভ কামনা রইলো।
২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
ল বলেছেন: বোধ আর বিশ্বাসের মাঝখানে কোন শুণ্যতা থাকতে নেই; দুয়ের মধ্যে ভয়ানক শত্রুর মতো নিয়তই বেড়ে উঠতে হবে বিরুদ্ধতা নিরেট দেওয়াল। চেতনার অতলে সূক্ষ্ম যন্ত্রণার মতো অনুভব,তবেই পৃথিবী প্রগতির দিকে আবর্তিত হতে পারে; রাস্তার নেড়ি কুকুরের কথা সত্যি হবে; কেননা সে জানে সেও প্রজননক্ষম
রাতের মাঝে রাত খুঁজেছি তখন আজ আর খুঁজি না। জোসনাভরা বালুমাখা মাখা পথ ধরে একটু অন্ধকার খুঁজেছি সেদিন আজ আর আমি সেই চির চেনা আঁধারের সন্ধানে থাকিনা । দক্ষিনা হালকা বাতাসে তাল পাতার পরষ্পরের ঘর্ষনে অদ্ভুদ এক সুরের সৃষ্টি হতো , তার মাঝে নেশা ছিলো যেটি আজও আছে , কিছুটা শিহরন ছিলো থাকবে সব সময় --- তবু বাতাস বহমান,
তেমনি কেউ ভালোবেসেছে তোমায়
- শুধু রাখেনি প্রমাণ।
১১| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
রাকু হাসান বলেছেন:
শেষ দুটি লাইন খুব ভালো লাগছে । হয়তো এটাই নিয়ম ধরার । চমৎকার লিখেছেন।
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২২
ল বলেছেন: ওয়ালাইকুম আসসালাম।সৃষ্টিকর্তার কৃপায় দিনটি ভালো কাটুক।
অশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা প্রিয় রাকু হাসান
ধন্যবাদ
১২| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪২
ইসিয়াক বলেছেন: ভাবছি কবিতাটি প্রথমে মুখস্থ করবো তারপর আবৃত্তি করবো ।
স্কুলে থাকতে যেমন করতাম। এখন অবশ্য সারাদিন চিল্লাচিল্লিতে গলার কাজ শেষ ।
হারমোনিাম ধরলে রিড মেলেই না ।ভোকাল কর্ড একেবারেই গেছে!
কবিতায় ভালো লাগা ।
দোয়া রইলো প্রিয় ভ্রাতা ।
২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৪৩
ল বলেছেন: আহ,,
আবৃত্তির অপেক্ষায় রইলুম কিন্তু....
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৩
নজসু বলেছেন:
হিংসা বিদ্বেষ, খুনোখুনি, হানাহানি বন্ধ হোক।
বয়ে চলুক শান্তির নির্মল বায়ু।