নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
পর্ব - ১
পর্ব--২
******-
দেখতে দেখতে হেন্নার চাকুরি জীবনের তিনটি সোনালি বৎসর শেষ হতে চললো। সময় আপন নিয়মে বহতা নদীর মতো বয়ে বয়ে যায়। চলার পথে ছাপ রেখে যায় শত পাওয়া,না পাওয়া, হতাশা আর বেদনার।
এই স্বল্প পরিসরের কর্মজীবনে রোজী ও হেন্না দুজনের অনেক কিছুই জানা হলো। জানা হলো তাদের বর্তমান ও পৃর্ববর্তী প্রজন্মের বাঙালিদের কালচার,পারিবারিক কলহ ও পরিণতি,বিবাহিত জীবনের সুখ ও দুঃখবোধ,সন্তানের প্রতি পিতামাতার ভরনপোষণ,দায়দায়িত্ববোধ ইত্যাদি সমন্ধে এক বিশাল পাঠশালা তারা আয়ত্বে করতে সক্ষম হলো। "কিন্ত"
সফলকাম কে কতটুকুই বা হলো!!
যে কেউ পরিবেশে ও পারিপার্শ্বিকতা উপলব্ধি থেকে, যদি সেগুলোর পজেটিভ দিকগুলো অন্তরে লালন করো,তাহলে জীবন খেয়ায় অনায়াসে সাহসী নাবিকের মতো তীরে ভীরতে পারো। হোক শত ঝড় ঝঞ্ঝা,আসুক বাঁধার ঢল,মিলবে তরী সমুজ্জ্বল।
বিপরীতভাবে,নেগেটিভ দিকগুলো আয়ত্ব করো তবে ভীরুতা,শঠতা আর কাপুরুষতা তোমাকে অষ্টেপৃষ্ঠে জড়িয়ে কাটুরিয়ার মতো মানবিক গুনগুলি কুচি কুচি করে নষ্ট করে ফেলবে। ছাই ভস্ম হয়ে পোড়া মাটির উপর লেপ্টে থাকা ছাড়া আর কিছুই রবে না।
ঠিক যেমনটা ঘটেছে হেন্না আর রোজীর ক্ষেত্রে, পারিপার্শ্বিক জীবন থেকে,মানুষের অনাচার আর অবিচারের কাহিনী সচক্ষে দেখে-শুনে,বিচারিক আসনে বসে।
রোজী বেগম শিক্ষা গ্রহণ করে নিজের সংসারে আলো ছড়াচ্ছে।
অপরদিকে হেন্না অপরিণত মনোভাব আর চরম বালখিল্যতা দেখিয়ে গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিলো।
নেগেটিভ জিনিস নিজের মনে পুষে নিজে নিজেকে পুরোপুরি নিঃশেষ করে চলছে।
যেখানে, কাজের শেষে রোজীনা সরাসরি চলে যায় তার গৃহে,স্বামী,এক কন্যা সন্তান নিয়ে তার সাজানো,গোছানো,পরিপূর্ণতার জীবন।
২০০৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ব্যাচেলার ডিগ্রিধারী সোহেল রবের সাথে রোজীর বিয়ে হয় । ইংল্যান্ড পার্টনার ভিসায় ইমিগ্রেন্ট হবার পর সোহেল রবের নামকারা প্রতিষ্ঠান থেকে ACCA সম্পন্ন করে। বর্তমানে একটি ফার্মে একাউন্টেন্ট পেশায় নিয়োজিত আছেন।
দুঃখজনকভাবে ,গাঙচিল পাখির মতো ডানা মেলে গগনবিহারী হেন্না। সে কখনো কলিগদের সাথে ক্লাবে আমোদে প্রমোদে মনোহর রূপে পদ্মের মতো ভেসে যায়।
কখনো বন্ধু,বান্ধবীদের সাথে নিয়ে শীসা ক্লাবে গিয়ে অতৃপ্ত মনোবাসনা পূর্ণ করে যাকে তার ভাষায় "কোয়ালিটি টাইম পাস" বলে।
হেন্না,বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে দু'বার রোজীর ঘরে এসেছে।কিন্ত আজ অবধি রোজীর কখনো ওদের বাসায় বেড়াতে যাওয়া হয় নাই।
আগামী শনিবারে,হেন্নার, ত্রিশতম জন্ম দিন।
হেন্না ,বিগ থার্টির বিগ পার্টিতে রোজীকে আন্তরিকভাবে দাওয়াত করেছে।
হেন্না বলেছে যেমন করে হোক এইবার রোজীকে যেতেই হবে তাদের বাসায়। তার ছোট বোনেরা তাকে খুশি করার মানসে তাদের গার্ডেনে Barbecue party করতে চায়। তাদের কাছের সব বন্ধুরা আসবে তাই রোজীকে যেতে হবো।
যেহেতু রোজী কখনো হেন্নাদের বাসায় যায় নি।তাই পরিবারের সবাই চায় একমাত্র বাঙালী কলিগ তাদের বাসায় আসুক।
আরো একটা বিশেষ কারণে রোজীকে হেন্নাদের বাসায় যেতে হবে তা হলো,
-হেন্নার আম্মা রোজীর সঙ্গে কথা বলতে চান। পাশাপাশি হেন্নার কাছে মায়ের মুখের প্রশংসার কথা শুনে সব মিলিয়ে বিষয়টি তার অত্যন্ত ইন্টারেস্টিং লাগছে। সেও বিগ থার্টির জন্য এখন থেকে মুখিয়ে আছে।
রোজী তার স্বামী সোহেল রবকে বলল,
-হেন্নার বিগ থার্টির অনুষ্ঠানে তোমাকেও যেতে হবে।
- কবে বিগ থার্টির অনুষ্ঠান?
- ত্রিশ তারিখে।
- ত্রিশ তারিখে! এইরে! ঐ দিন যে আমার রিজিওনাল কনফারেন্স আছে।প্লীজ, এবারটা তুমি বরং মেয়েকে নিয়ে ম্যানেজ কর।
রোজীর একটা বহু দিনের অভ্যাস কোথায় কোন অনুষ্ঠানে,যে কোন অকেশনে সে আত্মীয়,স্বজনদের উপহার দিতে পছন্দ করে।এই অভ্যাসটা তার বাবা- মায়ের কাছ থেকেই শেখা।
রোজীর মা তাকে শিখিয়েছেন,উপহার আদানপ্রদান একদিকে যেমন সামাজিক সৌন্দর্য বাড়ায় অন্যদিকে মনের সুকুমার বৃত্তির উম্মেষ ঘটায়।বাবা জীবিত অবস্থায় সবসময় তাকে উপহার কিনে দিতেন। তার মনে আছে সে যখন কোরআন খতম করে সেদিন বাবা তার পুরো রুম গোলাপী রঙ আর গোলাপী আসবাবপত্র দিয়ে মনোরম করে দিয়েছিলেন যা এখনো মনে হলে তার চোখে অশ্রু চলে আসে।
- আসলেই বাবারা এমন হয়,মেয়েরা কিসে খুশি হবে তা কোনভাবে আন্দজ করতে পেলে তা যতক্ষণ পর্যন্ত পুরণ করতে না পারবে ততক্ষণ তাদের মনে শান্তি আসে না।
রোজী কাজের ফাঁকে কখনো শপিং এ গেলে সময় করে কিছু না কিছু উপহার কিনে বান্ধবীর জন্যে সুন্দর একটা গিফট বক্স রেডি করলো।
যাতে বিভিন্ন লেডিস আইটেম,চুলের দোলা,ক্লিপ, পারফিউম এরসাথে একটা বার্থ ডে কার্ড কিনে আনলো---
আর হেন্নার মায়ের জন্যে একটা রেশমী পশমের সুন্দর শাল কিনে আনলো। ভাবলো তার মা যখন স্পেশাল দাওয়াত দিয়েছেন তাই তার জন্যে একটা আলাদা গিফট নেওয়া উচিৎ তাতে তিনি খুশি হবেন আর মুরব্বি লোকের দোয়াও পাওয়া যাবে।
রোজী গিফট আইটেম রেডি করে,রেপিং করার আগে --
---তার স্বামীকে জিগ্যেস করলো --
এই কার্ডে কি লিখবো? একটু লিখে দাও না!!
রোজী জানে তার স্বামী সাহিত্যমনা আর শিক্ষায় দীক্ষায় তার চেয়ে এগিয়ে। তাই লেখালেখির কাজটা স্বামীকে দিয়ে এক প্রকার জোর করে করিয়ে নেয়।
---প্লিজ লিখে দাও কার্ডে ---
--সোহেল রব হেসে বলে,নিজের বান্ধবীর কার্ডে নিজে লেখো--
--'অহ্' প্লিজ'লিখে দাও---
সোহেল রব বললেন "ওকে দাও" লিখে দিচ্ছি।
সে লিখে দিলো---
সুপ্রিয় বান্ধবী,
জানি,
তুই বলবি বয়স মানে শুধুই গননার নাম্বার,
আর,
আমি বলি বয়স মানে শিক্ষাগ্রহণ,শির উঁচু করে দাঁড়াবার।
বয়সের ভারে যখন হয়ে যাবে থিতু,
সু-সময়ের বন্ধুরা তখন দিবে থু-তু।
মনে রোখো,
গৃহস্থ আর দুগ্ধ-পোষ্যে গড়া জীবন,
আলোয় কাটে প্রতিটি প্রহর,
চিত্ত পায় সুখের মরণ।
সঠিক সময়ে নির্মাণ করো ইস্পাত কঠিন পণ,
ভুলো না একটাই তো মহামতি আপন জীবন।
"জন্মদিনের শুভেচ্ছান্তে "
'রোজী'
""অহ মাই গড""
দিস ইজ আনবিলিভএবল" জাষ্ট ইমেজিং
তুমি কিভাবে জানো? হেন্না সবসময় বলে --
---এইজ ইজ নাথিং, জাষ্ট দ্যা নাম্বার ---
- মে বি ইউ আর এডুকেটেড ফরম ব্যাক হোম এন্ড ফরম দিস কান্টি দেটস হোয়াই!!
সোহেল রব হাসে আর বলে ---
--মাই ডিয়ার লাভ-
দিস ইজ কলড এক্সপ্রেরিয়ানস-
---আফটার অল-----
--আই এম, "মেইড ইন বাংলাদেশ"
(চলবে)
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০
ল বলেছেন: হাহা, স্যার
২| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
হাবিব বলেছেন: কার্ডের কথাগুলোতে পর্বটা অসাধারন হয়েছে
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫
ল বলেছেন: Made is Bangladesh --- Like you..
৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: লেখাটা বড্ড অগোছালো লাগল।
নাকি লেখা গোছানোই, আমি নিজে অগোছালো অবস্থায় আছি বলে লেখাটাকেও অগোছালো লাগলো।
হেন্নার চেয়ে হেনা সুন্দর।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
ল বলেছেন: ঠিক করে নেবো --- হেনা হলে তো বাঙালীয়ানা থেকে যায়।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর প্রয়াস। পরের পর্বের জন্য অপেক্ষায়।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
ল বলেছেন: অনুপ্রাণিত হলাম। পড়েছেন জেনে খুশি হলাম।
ধন্যবাদ প্রিয়
৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় দেশিয় ভাই,
আগের পর্বের চেয়ে এখনকার পর্বটি বেশি ভাল লেগেছে! দেখা যাক সামনে কী হয়?
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫১
ল বলেছেন: প্রিয় ভাই,
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যপর জন্যে ----
সামনে আরো নতুন কিছু আসছে --- বিগ পার্টিতে ---- কথা হপে।
কপিজ্ঞতা জানালাম।
৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লিখেছেন।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০০
ল বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ প্রিয় সনেট বিশারদ।
৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: গল্প পড়ে ভালো লাগলো ।
পরের পর্বের জন্য অপেক্ষায়।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৩
ল বলেছেন: একরাশ কবিময় শুভেচ্ছা প্রিয় কবি,
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
৮| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লাগলো। শুভ কামনা রইলো আপনার জন্য।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৫
ল বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে নেএী।
ভালো লাগায় আপ্লুত।
৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০২
পদাতিক চৌধুরি বলেছেন: দুটি বাঙ্গালী মেয়ের পৃথক সত্তা নিয়ে লেখা বেশ ভালো হয়েছে । তবে মাঝে সংলাপগুলি বড্ড এলোমেলো হয়ে গেছে। আপনি আরেকটু পড়ে এগুলো ঠিক করতে পারেন ।
শুভকামনা জানবেন।
২৫ শে নভেম্বর, ২০১৮ ভোর ৪:৫৮
ল বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই,
আপনার কাছ থেকে আরেকটু পরিস্কার দিক নির্দেশনা আশা করি।
প্লিজ বলে দিয়েন।
১০| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ২:১৭
আরোগ্য বলেছেন: বড় ভাই, সংলাপে একটু সমস্যা আছে বাকিটা খুব ভালো হয়েছে। তবে মনে হচ্ছে আগামী পর্বের কোন একটা আভাস পেলাম।
শুভ কামনা, অপেক্ষায় আছি।
২৫ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:০০
ল বলেছেন: আহ্, সমস্যা আছে!!!
ইনবক্সে বলে দিও।
১১| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: স্বল্প, তৃতীয় লাইনে পূর্ববর্তী, যে কেউ পরিবেশ ও পারিপার্শ্বিকতাকে উপলব্ধি করে যদি সেগুলির পজিটিভ দিকগুলি অন্তরে লালন করে তাহলে জীবন খেয়ায় অনায়াসে সাহসী নাবিকের মতো তীরে ভিড়তে পারে।
গড্ডালিকা প্রবাহ,
যেখানে কাজ শেষে রোজিনা চলে যায় স্বগৃহে। স্বামী- কন্যা নিয়ে তার সাজানো গোছানো সংসার।
আগামী শনিবার হেন্নার ত্রিশতম জন্মদিন। ( বারবার অপ্রাসঙ্গিক কমা চলে আসছে) এই তিনটি লাইন আমি আমার মত লিখলাম।
-- হেন্নার আম্মা আমার সাথে কি কথা বলতে চান?
-- কি বা এমন প্রশংসা আমার হল!!
....ইন্টারেস্টিং....
-- রোজি তার স্বামী সোহেল রবকে বললো যে তাকেও যেতে হবে হেন্নার বিগ থার্টির অনুষ্ঠানে।
--তার স্বামী বললেন ত্রিশ তারিখে তাদের রিজিওনাল কনফারেন্স থাকাতে উনি যেতে পারবেননা। তবে রোজী চাইলে মেয়েকে নিয়ে
অনুষ্ঠানে যেতে পারবে।
--যেহেতু অনুষ্ঠান বাসায় হবে তাই সেখানে তো ঘরোয়া পরিবেশ থাকবে......
-ঘরোয়া পরিবেশে মেয়েকে নিয়ে গেলে কোন সমস্যা হবেনা।
----আরো বাড়তি সুবিধা হিসাবে অনুষ্ঠান হবে দিনের আলোতে তাই যাতায়াতে কোন অসুবিধা হবে না।
স্বামীর কাছ থেকে অনুমতি পাওয়ার পর রোজী ভাবলো--
- "যাক" এতকরে যখন বলেছে তবে এবার না হয় যাব।
রোজী বেগম মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল হেন্নাদের বাসায় জন্মদিনের অনুষ্ঠানে যাবে।
আপাতত এই পর্যন্ত আলোচনা করি। সংলাপগুলি কে বলছে ঠিক বোঝা যাচ্ছে না। আমি লিখলে যে ভাবে লিখতাম -
হেন্নার আম্মা রোজীর সঙ্গে কথা বলতে চান। পাশাপাশি হেন্নার কাছে মায়ের মুখের প্রশংসার কথা শুনে সব মিলিয়ে বিষয়টি তার অত্যন্ত ইন্টারেস্টিং লাগছে। সেও বিগ থার্টির জন্য এখন থেকে মুখিয়ে আছে।
রোজী তার স্বামী সোহেল রবকে বলল,
-হেন্নার বিগ থার্টির অনুষ্ঠানে তোমাকেও যেতে হবে।
- কবে বিগ থার্টির অনুষ্ঠান?
- ত্রিশ তারিখে।
- ত্রিশ তারিখে! এইরে! ঐ দিন যে আমার রিজিওনাল কনফারেন্স আছে।প্লীজ, এবারটা তুমি বরং মেয়েকে নিয়ে ম্যানেজ কর।
পরের তিনটি লাইন কে কাকে বলছে ঠিক বুঝলাম না।
যাইহোক লিখতে থাকুন। পাশাপাশি বানানের প্রতি আরও সতর্ক হোন। পোস্ট দেওয়ার আগে প্রিভিউতে গিয়ে পড়ে নিশ্চিত হয়ে তবেই পোস্ট করুন। আশাকরি ক্রমশ উন্নতি হবে।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০
ল বলেছেন: প্রিয় ভাই,
কৃতজ্ঞতা আর এক আকাশ ভালোবাসা।
দারুন সম্পাদনা।
১২| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
নজসু বলেছেন:
প্রিয় লতিফ ভাই।
নিন্দার- নরকে-২ পাঠ করলাম।
দুই মেরুর দুই মানসিকতার গল্প জমে উঠবে আশা করছি।
প্রিয় লতিফ ভাই।
নিন্দার- নরকে-২ পাঠ করলাম।
দুই মেরুর দুই মানসিকতার গল্প জমে উঠবে আশা করছি।
গত পর্বে রোজিনা ওরফে রোজীকে আমি খাঁটি বাংলার মাটির মানুষ হিসেবে হৃদয়ে স্থান দিয়েছি।
আজকে রোজীর সংলাপে মাত্রাতিরিক্ত ইংরেজির ব্যবহার দেখলাম।
পরিবেশ পরিস্থিতির খাতিরে হয়তো মানানসই।
কিন্তু সে তো কথা বলছে তার স্বামীর সাথে।
দেশ, কাল ভেদে সংলাপে ইংরেজি আসাটা মেনে নিলাম।
কিন্তু রোজী বলে কথা। সেদিকটাও বিবেচনা করতে হবে।
নিজের নাম Rose মেনে নিতে না পারা মেয়েটি কথায় কথায় গটগট করে
ইংরেজি শব্দ বলছে বলুক। আপত্তি নেই।
কিন্তু ভাই, একটা বিষয় কি ।ভেবে দেখা যায় কিনা দেখবেন।
বাংলা গল্পের ভিতরে গল্পাকার যে দু'চারটে ইংরেজি শব্দ ব্যবহার করছেন তা না করলেও গল্পের
সৌন্দর্যের হানি হবে না কিন্তু।
রোজী কাজের ফাঁকে কখনো শপিং এ গেলে সময় করে কিছু না কিছু গিফট কিনে বান্ধবীর জন্যে...........
রোজী কাজের ফাঁকে কখনো কেনাকাটা করতে গেলে সময় করে কিছু না কিছু উপহার কিনে বান্ধবীর জন্যে ...........
এরকম আরও কিছু শব্দ আছে। যেমন অকাশন ইত্যাদি।
আমি আসলে বলতে চাচ্ছি গল্পের চরিত্র ইংরেজি বলে বলুক।
তবে, গল্পাকার পুরো গল্পটা বাংলায় লিখুন।
একান্ত প্রয়োজন যদি হয়েই থাকে তখন বাংলার মতো চলনসই ইংরেজি শব্দ আসলে আসুক।
সেটার যেন আধিক্য না ঘটে।
সাথে আছি।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
ল বলেছেন: প্রিয় অনুজ,
পদাতিক বাহিনীর সিপাহশালার তোমার মন্তব্যের জন্য অপেক্ষায় ছিলাম।
গঠনমূলক ও শক্তিমান সমালোচনায় প্রীত হলাম।
১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩
নীল আকাশ বলেছেন: এই পর্বও পড়া শেষ করলাম। অনেক কিছুই শিখছি দেখি........
শুভ কামনা রইল!
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪১
ল বলেছেন: ভাষাহীন।।
তাই তো বলি সবাই কেন আপনাকে এত পছন্দ করে।
ভালোলাগা সবটুকু আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭
হাবিব বলেছেন: পরতেছি