নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

কবি মুনিরার অকাল প্রয়াণ

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩০



শেষে লেখা পর্ব -১
চলবে ---- আদৌ কি




বিলাপরত বন্ধুরা


যুক্তরা‌জ্যের কা‌র্ডিফ বাংলা একা‌ডেমির প‌রিচালক ক‌বি ম‌ু‌নিরা চৌধুরী (৩৯) সেখানে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না‌লিল্লা‌হি... রা‌জিউন)। এখন পর্যন্ত এ দুর্ঘটনার কারণ জানা‌তে পারে‌ননি মুনিরার স্বজনরা।‌ কা‌র্ডিফ পু‌লিশও এ বিষয়ে কিছু জানা‌তে পা‌রেনি।

স্থানীয় সময় রাত সা‌ড়ে আটটায় বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার কা‌র্ডি‌ফে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মুনিরা। তার গ্রা‌মের বাড়ি সি‌লে‌টের গোলাপগঞ্জ উপ‌জেলার কা‌নিশাইল।
কবি মু‌নিরার জন্ম ও বে‌ড়ে ওঠা যুক্তরা‌জ্যে হলেও বাংলা‌দে‌শের সংস্কৃ‌তি‌তে বড় করার উদ্দেশে মা-বাবা তাকে লেখাপড়ার জন্য বাংল‌া‌দে‌শে পাঠান। পরবর্তী সময়ে মুনিরা ব‌াংলায় ক‌বিতা ও গদ্য লেখা শুরু ক‌রেন। তার বেশ ক‌য়েক‌টি বইও প্রকা‌শিত হয়। তিনি তিন সন্তা‌নের জননী।
ব্রি‌টে‌নে বাংলা‌দেশি সংস্কৃ‌তির চর্চায় গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রাখা মুনিরা ছি‌লেন সেখানকার বাঙালিদের কাছে প‌রি‌চিত মুখ।
তার মৃত্যুতে প্রবাসী বাঙালিদের মাঝে শো‌কের ছায়া নেমে আসে।


মুনিরা চৌধুরী ব্লগ বাড়ি --- মুনিরা চৌধুরীর ব্লগবাড়ি

শেষ লেখা-- সামু ব্লগে--

মৃতের মাতৃমঙ্গল - মুনিরা চৌধুরী

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

দু’চোখের পাথর ছিদ্র করে গড়িয়ে পড়ে জল

পৃথিবীর প্রাচীন কবরে

হায়! এ-আনন্দধারায় আমিও জেনে যাই- বর্ষা এসেছে, তাজা জলে ডুব দেবে কঠিন কাছিম…

পাতিহাড়ে পড়ে বৃষ্টির ফুল, চকিত হরিণ ভয় নেই তোমার

আদি বর্ষায় জল আর গহীন জঙ্গলে আমরা ছিলাম আদি ভাই বোন…

সর্বদা মানুষ থাকি না তাই

অর্ধেক চাতক, চাতকিনী…

প্রতিঅঙ্গে বৃষ্টির গজল মাখি আমি আর মৃত ঠাকুর মা (সঙ্গে তাঁর ধর্মান্তরিত প্রেমিক)

হায় বর্ষা! জীবিত আর মৃতের

অনন্ত মাতৃমঙ্গল…

৬ .

স্বপ্নেরও হাত আছে, চোখ আছে, ঠোঁট আছে…

দু’বছর আগের সেই শিউলি-ফোটা ভোরেরও অবয়ব ছিল

আজ গোপন পাঁজর খুলে দেখলাম

আমার জীবনের সেই একটা মাত্র ভোরের মুখখানা কেমন শুকনো শুকনো লাগছে…

আমি সঙ্গপনে ঠাকুর মা’র পিতলের কৌটা থেকে শরৎকাল বের করে নিয়ে আসি

স্বর্গের শিশির দিয়ে ধুয়ে দেই ভোরের দুইচোখ, মথুরা বৃন্দাবনের ঘুমসমগ্র।

৮.
---------------------------------------------------------
চোখবিহীন ঘুমের সর্বত্র শুধু ঘুম

কপালের দু’পাশে সাগরের ঢেউয়ের মতই নাড়ি টিপটিপ করে

মনে হয় দুই খন্ড ভাবনার সমুদ্র

এরপর কি হলো?

না, এর আগে কি হয়েছিলো?

অবশ্য আগে-পরে বলে কিছু নেই

যাত্রা সবসময়ই বর্তমানের

নৌকা, মৃত ঠাকুরমা আর পিঙ্কি সবকিছুই বর্তমান মুহূর্তের অস্তিত্বশীল

সবকিছুই স্থিরীকৃত

স্থির আবার চলমান

ঘুমের বিপুল ননীর মধ্যে সবকিছু দোলে…

মুখে চোখ নেই, চোখের তারা নেই

আছে কেবল সর্বব্যাপী ঘুম

দুই চোখের পাতা জুড়ে ঘুমের প্রপাত I

১০টি মন্তব্য ৩টি উত্তর--+ আর উত্তর আসবে না -- এটা জীবন আর কত রঙের খেলা।

মুনিরা চৌধুরী ব্লগ বাড়ি --- মুনিরা চৌধুরীর ব্লগবাড়ি

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:



দু:খজনক সংবাদ

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

বলেছেন: এই পৃথিবীর সব আলো একদিন নিভে যাবে --

বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ---

২| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২১

রাজীব নুর বলেছেন: প্রচন্ড দুঃখজনক।

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

বলেছেন: উনার ব্লগেে আপনার মন্তব্য থাকার কথা ।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২২

নজসু বলেছেন:



শ্রদ্ধা রইল।
আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুন।

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

বলেছেন: বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।।





একটি দূর্ঘটনা কেমন করে ঝড়ে যায় মানুষ।

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

বলেছেন: উনি বলেছেন -ছায়া ডুবে গেলেে ঘরের ভেতর ঘর আর চোখের ভেতর চোখ ঘুমিয়ে পড়ে।
আত্মার শান্তি কামনায় --

৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন।

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

বলেছেন: আমিন --

৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

উনার বিদেহী আত্মার মুক্তির প্রার্থনা রইল

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

বলেছেন: বিদেহী আত্মার শান্তি কামনায়।

৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৪

হাসান মাহবুব বলেছেন: মেনে নিতে খুব কষ্ট হয় এমন মৃত্যু।

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

বলেছেন: শব্দের গভীরতা ছিলো উনার লেখায়।

লিংক দিয়ে দিছি --

৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

বিজন রয় বলেছেন: ওহ!!! আরো একটি কষ্টের সংবাদ!!
আরো একটি হারানোর সংবাদ!!

উনার আত্মার শান্তি কামনা করছি।

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

বলেছেন: উনার শেষ ব্লগ পোস্টে লিখেছেন -
দু চোখের পাতা জুড়ে ঘুমের প্রপাত ---
ঘুমান শান্তিতে মুনির ----




ব্লগ লিংক এড করে দিলাম ----

মৃতের আত্মার শান্তি কামনায়

৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০০

আহমেদ জী এস বলেছেন: ল,




এমন অপ্রত্যাশিত খবরে হতবাক ।

প্রচন্ড শক্তিশালী ছিলো মুনিরা চৌধুরীর কবিতার হাত । ব্লগে প্রকাশিত কবিতাগুলোই বলে দেয় কি গভীর মমতা ছিলো তাঁর কবিতার ঘর-গৃহস্থালীর প্রতি।

এমন নিভৃতচারিনী এক কবির অকাল প্রয়ানে ব্লগে কবিতা সম্ভারের ক্ষতি হলো মনে হয়!

প্রার্থনা, কবিতার মতো কোনও স্বপ্নের জগতে যেন স্থিত হন মুনিরা ।


১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

বলেছেন: উনি বলেছেন --
আগে পড়ে বলে কিছু নেই
যাত্রা সবসময় বর্তমানের ---


বিদেহী আত্মার শান্তি কামনায়
--আপনার কথামতো উনার ব্লগ লিংক এড করে দিলাম।

১০| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: দুঃখজনক! মৃত্যুর পূর্বে কি কবিরা কোনপ্রকার ঈঙ্গিত পান?

কবির আত্মার শান্তি কামনা করছি।

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

বলেছেন: আহ!!!
অনেক কঠিন কথা বললেন জুনায়েদ ভাই।
মৃত্যুর পৃর্বে কেন সবাই মৃত্যুর বর্তমান নিয়ে কাজ করা উচিত।


উনার লিংক জুড়ে দিলাম, পড়ে নিতে পারেন।


বিদেহী আত্মার শান্তি কামনায়

১১| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন |-)

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

বলেছেন: আল্লাহ সকলের মঙ্গল করুন।
আমিন

১২| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



সবাই কেন চলে যায় । :( :( :(

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭

বলেছেন: এটাই কঠিন নিয়ম

১৩| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন!
শেষের কথাগুলো অনেক ভালো লেগেছে, পুরো মন স্পর্শ করে দিয়েছে।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২৬

বলেছেন: আল্লাহ সকলের মঙ্গল করুন

১৪| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

প্রামানিক বলেছেন: তার আত্মার মঙ্গল কামনা করি।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২৬

বলেছেন: আল্লাহ সকলের মঙ্গল করুন

১৫| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪৯

আরোগ্য বলেছেন: উনার পরকালীন মঙ্গল কামনা করছি।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫২

বলেছেন: আমিন

১৬| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: :((

২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

বলেছেন: সকলের মঙ্গল কামনা করছি

১৭| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

সুলতানা শিরীন সাজি বলেছেন:
গত দুইদিন এ দুইটি হারানো।
ভীষন কষ্টে আছি।
প্রার্থনার ভাষা পথ খুঁজে পাচ্ছেনা।

শুভকামনা ।
বেঁচে থাকার মত সুন্দর কিছু নেই।

২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

বলেছেন: সকলের মঙ্গল কামনা করছি

১৮| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

খায়রুল আহসান বলেছেন: ভাল থাকুন তিনি লোকান্তরে...

২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

বলেছেন: আমিন

১৯| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৩০

মাহমুদুর রহমান বলেছেন: শোক সংবাদটি পড়ে মর্মাহত হলাম।

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:৫৯

বলেছেন: মঙ্গল করো মঙ্গলতর হে

২০| ১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:২৬

ইসিয়াক বলেছেন: আরেকজন মহান কবির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা ।
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন
আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন।
দোয়া রইলো প্রিয় ভ্রাতা।

১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩০

বলেছেন: সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.