নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
কালের দীর্ঘশ্বাস
'
----------------------------------রহমান লতিফ '
★★★★★★★★
কালের মহা পরিক্রমায় সবুজেরা অসার বিফলে,
অনেক সাধের শৈশব থাকে মেক-বুকটির দখলে।
হারিয়েছে চিরতরে সকালের আগুন পোহাবার উত্তাপ খুরকুঠোর সাথে,
খুব ভোরো ছুটে চলা মক্তব পানে,আকিদা শিক্ষার আলো হাতে।
নব উদ্ভব হচ্ছে আজ,নতুনত্বের হতাশা সৃষ্টির অভিন্ন এক যন্ত্র,
অসুস্থ মানসিকতাসম্পন্ন মানুষের প্লাটফর্মে পরিণত হচ্ছে প্রজন্ম।
দামী স্মার্ট ফোন আর বাহারি অ্যাপস আজ,নাভিশ্বাসের বিষাক্ত নিকোটিন,
মুক্ত বিশ্বকোষের বিহ্বল তথ্য উপাদেয়,শিখা অনির্বাণ মনষ্কবিহীন।
শেষ বিকেলের মধুর চায়ের আড্ডা আজ হয়েছে বিলিন,
কত কর্মব্যস্ত মানুষ দিনে-রাতে বিরামহীন তবুও সুখহীন।,
নেটওয়ার্ক তৈরী হয় আজ গুপ্তচর বন্ধুদের সাথে কুলুঙ্গিন,
আসল বন্ধুতের সৌন্দর্য্য আজ মৃত্যুর দ্বীপে সলিলে বিলীন।
হারিয়েছে কিষানীর,পিঠাপুলির সকাল,ধান বানার দুপুর,
খোশগল্পের বিকাল আর কাঁথা মুড়ির রাত,
হারিয়েছে কৃষকের, কুয়াশার সকাল,গরু চড়ানোর দুপুর,
তাসের আড্ডার বিকাল,আর পুঁথি পাঠের রাত।
ভালোবাসার মধুরতা কেমন যেন ম্রিয়মান কালি-কলমের সম্পর্কটা শেষ,
প্রেমিক প্রেমিকার চিঠি সব স্মৃতি বিস্মৃতি চলে স্পর্শহীন চ্যাট অনিমেষ।
মেঘ, মানুষ, পশু,-পাখি, উদ্ভিদ প্রত্যেকটিরই জীবনচক্র শেষ হয়,
শেষ হয় যন্ত্রের জীবনচক্র-------
কালের যথাকলে পিষ্ট মননে শুধু দীর্ঘ-শ্বাসটাই রয়।
-----------------------------------------------------------------------------------
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৮
ল বলেছেন: ভাল লাগল ।
ধন্যবাদ ।
২| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মেঘ, মানুষ, পশু,-পাখি, উদ্ভিদ প্রত্যেকটিরই জীবনচক্র শেষ হয়,
শেষ হয় যন্ত্রের জীবনচক্র-------
কালের যথাকলে পিষ্ট মননে শুধু দীর্ঘ-শ্বাসটাই রয়।
.....................................................................................
জীবনচক্রের সাথে কর্মফল শেষ হয় না ,
তা দিয়ে আমাদের আগামীর পথচলা,
তাইতো আমরা কবিতা লিখি গান শুনি ।
...................................................................................... কবিতায় ভাললাগা ++
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৫১
ল বলেছেন: গল্প কথায় কল্প ছিল
মনের ভেতর আবেগ ছিল
সেই আবেগে সব ছিল
ভালোবাসার মত ও ছিল।
শুধু ছিলে না যে তুমি
এ হৃদয় শূন্য মরুভূমি।
৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৫৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা
দারুন দারুন দারুন
...........................................................................................................
একজন ভালবাসার মানুষ কি জুড়ে দেবো ?
...........................................................................................................
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৯
ল বলেছেন:
হৃদয়ের ক্যানভাসে ভাসে চিরায়ত বাংলার ছবি
৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:০৭
মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় একরাশ ভালো লাগা।
১০ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:১৪
ল বলেছেন: মন্তব্য এক বুক উচ্ছাস আর ভালোবাসা
৫| ১০ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩৫
কাওসার চৌধুরী বলেছেন:
সময়ের পরিক্রমায় কত কিছুই হারিয়ে গেছে। তবে, গত বিশ বছরে ইন্টারনেট এর বদৌলতে এ প্রবনতা ছিল চোখে পড়ার মত। কবিতায় দারুন ছন্দে প্রিয় 'রহমান লতিফ' ভাইয়ের 'কালের দীর্ঘশ্বাস' চমৎকারভাবে ফুটে উঠেছে।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩২
ল বলেছেন: গুনী জন আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। বিশ বছরে অনেক কিছু হারিয়ে গেছে।
যান্ত্রিক বিশ্বদর্শনের সাথে আমার হারিয়ে ফেলছি আমাদের নিজস্বতা।
ভালো থাকবেন।
৬| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমার সিলেটী লতিফ ভাই,
দারুণ হয়েছে কবিতাটি, মুগ্ধতা আছে এখানে
প্লাস+++
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
ল বলেছেন: সিলেটি ভাইছাব।সালাম নিবেন।
আর আমরারা লাগিয়া দোয়া করবায়।
মন্তব্যর লাগিয়া ভালাপাইলাম।
দোয়া করি ভালা থাক।
৭| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮
হাবিব বলেছেন: সুন্দর.........++
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৪
ল বলেছেন: একরাশ ভালোবাসা হাবিব স্যার।
৮| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো লিখেছেন। কিন্তু বুঝতে আমার বেশ বেগ পেতে হয়।
১১ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:৩১
ল বলেছেন: কিন্ত কেন?
বললে ভুলগুলি শুধরে নিতাম!!
৯| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো লিখেছেন। কিন্তু বুঝতে আমার বেশ বেগ পেতে হয়।
১১ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:৩০
ল বলেছেন: কেন আপনার বুঝতে বেগ পেতে হলো জানালে খুশি হবো!!!
১০| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৭
নজসু বলেছেন:
কবিতার কথাগুলি নির্মম বাস্তবতা।
১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
ল বলেছেন: মন্তব্যে এক বুক উচ্ছাস আর ভালোবাসা
১১| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লেগেছে কবিতাটি। শুভ কামনা আপনার জন্য।
১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
ল বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন
১২| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৪
ইসিয়াক বলেছেন: ছন্দে ছন্দে সুর আনন্দে
কাব্য কথার মধুর গন্ধে
হারানো যত কথামালা
এক সূত্রে সব গাঁথাপালা ।
দিনে দিনে হারায় কত
প্রিয় সুর ,প্রিয় বানী
হৃদয়ের যত দীর্ঘশ্বাস
তার পিছু নেয় তা ও জানি ।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯
ল বলেছেন: আরেকটি কবিতা হয়ে গেছে।।।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৮
আরোগ্য বলেছেন: দারুণ লিখেছেন বড় ভাই। কথাগুলো কঠিন সত্য যদিও দুঃখজনক।