নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
সময়ের প্রলাপ
---------------------------"রহমান লতিফ "
♪♪♪♪♪♪
সময় তুমি পাগলা ঘোড়া,
সময় তুমি ওড়াল হাওয়া।
সময় তুমি নোঙর তুলে,
সমান তালে ভেসে যাওয়া।
সময় তুমি বাঁধন হারা
সময় তুমি অতন্দ্র-প্রহরী,
সময় তুমি অনাহত!
আনন্দ বেদনার সুর লহরী।
সময় তুমি আঁচল মাঝে সোনার চাবী,
সময় তুমি হৃদয় মাঝে সময়ের দাবী ।
কতজন এলো গেলো সময়ের পালে,
কতজনে রেখে গেলো কত আক্ষেপ।
আমারও সমর্পনের এসেছে সন্ধিক্ষণ,
ধেয়ে আসছে ঐ সময়ের শেষ-লগন ।
-----------------------------------------------------------------
০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
ল বলেছেন: মন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা দাদা।
২| ০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
আরোগ্য বলেছেন: সময়ের প্রলাপ ভাল লাগলো। শেষ লাইনটি চিরন্তন সত্য।
সময়কে নিয়ে আমারও একটি কবিতা আছেকালের প্রবাহ।
০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
ল বলেছেন: প্রান্তরে আজ নতুনের ডাক
চেনা পৃথিবীতে আসে বৈশাখ
দুপুরবেলা আকাশ যখন নীল
করুণ সুরে ডাকে শংখচিল
মন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা ছোট ভাই@আরোগ্য সময়ের সেরা কবি
৩| ০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
মাহমুদুর রহমান বলেছেন: কবিতা অনেক সুন্দর হয়েছে।জীবন খুবই সংক্ষিপ্ত।সুতরাং এই সংক্ষিপ্ত সময়টুকু আমাদের কাজে লাগানো উচিৎ।
০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
ল বলেছেন: শৈল্পিক ও নান্দনিক মন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা
৪| ০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
নজসু বলেছেন: কথায় বলে, সময় গেলে সাধন হবে না।
সময় এমন এক জিনিস।
শেষের লাইনটা খুব মারাত্মক লাগলো।
সময়েরও সময় শেষ হয়ে আসছে।
কখনও ভাবিনি এভাবে।
কবিতা ভালো লেগেছে।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:০০
ল বলেছেন: আগামীর সম্ভাবনার সম্রাট কবি @নজসু
এতকাল পাশাপাশি আছি তবু চিনতে পারিনি সময়কে।’
মন্তব্যের জন্য নিরন্তর শুভেচ্ছা
৫| ০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: লতিফ ভাই,
অসাধারণ হয়েছে। প্লাস+++
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৪
ল বলেছেন: চমৎকারভাবে মন্তব্যের জন্য ---
জীবন ও কাব্য চেতনায় ব্যাপক ও গভীর অনুভূতির সঙ্গে মিলিয়ে মিশিয়ে একাকার করেছেন
কৃতজ্ঞতা জানাই @সাধনার কবি সৈয়দ তাজুল ইসলাম
৬| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
রাজীব নুর বলেছেন: সময় (স ম য়)
অনেক সময় দরকার আমার।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪২
ল বলেছেন: আর সেজন্যই দরকার পর্যাপ্ত ঘুম ও নির্দিষ্ট সময় পর পর কাজ থেকে বিরতি
৭| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১:৪০
কাওসার চৌধুরী বলেছেন:
এই 'সময়'কে বুঝতে পেরে যত্ন করার সময় আমাদের নেই। যদিও সবাই জানি জীবন থেকে প্রতিনিয়ত সময় কমছে। চমৎকার ভাবনা 'রহমান লতিফ' ভাই।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৪
ল বলেছেন: চমৎকারভাবে মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাই @কাওসার চৌধুরী
৮| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৮
রাকু হাসান বলেছেন:
সময়ের পালে হাওয়া খেতে খেতে এভাবেই সময়ের স্রোতে ভেসে যাব । দারুল লাগলো ভাইয়া ।
০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:০৭
ল বলেছেন: ধন্যবাদ @রাকু হাসান
"হে পথিক জীবনে চলার পথে পরিচয় বানাতে হবে,নতুবা তলিয়ে যাবে সময়ের স্রোতে।"
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
৯| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ১ তারিখ কবিতাটি চোখেই পড়েনি। ভালো লিখেছেন। বা আমি ভিজিট করিনি
।ভালো লাগলো বেশ
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০০
ল বলেছেন: ধন্যবাদ প্রিয়
১০| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: কবিতাটি সুন্দর হয়েছে।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০০
ল বলেছেন: ধন্যবাদ প্রিয়
১১| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৭
ইসিয়াক বলেছেন: সময় নিয়ে সুন্দর ভাবনা । চমৎকার কাব্য গাঁথা ।
ভালো লাগলো প্রিয় ভ্রাতা ।
আর কামালের কালো দিনগুলো পড়ছি ।সময় লাগবে ......।কি আশ্চর্য এক নিঃশ্বাসে আমি চার পাঁচশো পাতার বই পড়া লোক এখন একটু বড় পোষ্ট পড়লে হাপিয়ে উঠছি । প্রযুক্তি আমাদের অলস বানিয়ে দিচ্ছে মনে হয়।যা হোক ......।শুভকামনা।
০২ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২২
ল বলেছেন: ধন্যবাদ৷ নিরন্তর
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
স্রাঞ্জি সে বলেছেন:
সময় বড়ই বিচিত্র। সময়ের স্রোতে কেউ ভাসে কেউ স্থির দাঁড়িয়ে থাকে৷
চতুর্থ পারায় প্রথম লাইন, গোলো হয়ে গেছে, গেলো হবে মনে হয়।
কবিতায় +++