নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

শিষ্টাচার ও তার প্রয়োজনীয়তা

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৮




শিষ্টাচার
------------------------------------------------
শিষ্টাচার যাকে ইংরেজীতে বলে Etiquette; good manners; formality.
মানুষ আর পশুর মধ্যে পার্থক্য নিরূপন হয় তার আচার ব্যবহার আর আচরণের মধ্যেই মার্জিত ব্যবহার,শালীন কথাবার্তা, নীতিমালার মধ্য থেকে কাজকর্মে, চলনে-বলনে, আচার-আচরণে অপরের সাথে সম্পর্কের যে সন্তুষ্টির পরিচয় দিয়ে থাকে,তাই শিষ্টাচার বা আদব-কায়দা বা ভদ্রতা আর এমনই লোককে বলা হয় ভদ্রলোক। আর
সেচ্ছাচারিতায় শিষ্টাচার খোঁজা বৃথা আস্ফালন।

বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়-A tree is known by its fruit.
রাষ্ট্রের সমগ্র বিভাগ থেকে সমাজ এমনকি পরিবার সর্বক্ষেত্রে শিষ্টাচারের গুরুত্ব অপরিসীম।
পরিবারকে বলা হয় শিষ্টাচারের সুতিকাগার যেখান থেকে বড় ও বয়স্কদের সম্মান করতে শেখা হয় যার প্রভাব সারা জীবন বয়ে চলে।

উদাহরণসরুপ বলা যায়, একটি যৌথ পরিবারের বড় কে সম্মান দেয়া ও শ্রেনীভেদ রেখে কথা বলা শেখায় যেমন ছোট ভাই চাইলেও কখনো বড় ভাইকে বলতে পারবেনা "আমার একটা বিয়ে করার খুব দরকার " যা একান্ত নিজস্ব বন্ধুদের বলতে পারে এই মানবিক আচরণ যেখানে ঔদ্ধত্যকে পরিহার করে মার্জিত,রুচিসম্মত বৈশিষ্ট্য অর্জন করে তা হলো পরিবার।আর পরিবারিক এই শিক্ষার দৈন্যতা অপরের সুবিধা-অসুবিধা, মতামত ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনে বালখিল্যতা সৃষ্টি করে।

যে কোন সংগঠন, ক্লাব, কমিটি, চ্যানেল,ব্লগ, টিভি, প্রত্রিকা,চালাতে গুরুত্ব দেয়া হয় শিষ্টাচারের যেখানে ম্লান হয়ে উঠে একক সিদ্ধান্ত ফলে সৌজন্যতাবোধ, বিনীতভাব স্বার্থহীন ও কোমলতার বিকাশ ঘঠে ।
ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনায় এবং নেতৃত্ব প্রদানে শিষ্টতার পরিচয় দেয়া ও তা মনেপ্রাণে বহন করা হলে কল্যানমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব যা বর্তমানে আমাদের একান্ত অপরিহার্য।

ইংল্যান্ডে কোন টিকিট, বাস বা ট্রেনে দেখা যায় কোন নির্দেশনা ছাড়া সবাই যার যার মতো করে লাইনে দাঁড়িয়ে শৃঙখলা বজায় রাখে যেখানে কোন ঠেলাঠেলি নেই,নেই কোন মারামারি যা তাদের শিষ্টাচারের প্রকাশ করে।
কিছুদিন আগে ইংল্যান্ডের উপ-প্রধান মন্ত্রীর একটি কম্পিউটারে সেক্সুয়াল কিছু তথ্য পাওয়াতে উনি পদত্যাগ করে যা অবশ্যই দেশটির আইনের প্রতি শ্রদ্ধা ও শিষ্টাচার মুলক আচরণ।

প্রকৃতপক্ষে এটা বলা হয় যে, শিষ্টতা ভীরুতা, শঠতা নয়, বা চারিত্রিক দুর্বলতাও নয়,
শিষ্টাচার মানব চরিত্রের একটি মহৎগুণ বা অন্তরের অলংকার যা বাহ্যিক ভাবে দেখা যায় না।

শিষ্টাচারের প্রয়োজনীয়তা ঃ
----------------------------------------
১)কথাবার্তায় ও আচার-আচরণে মার্জিত রুচি ও সুন্দর মনের পরিচয় দিতে,

২) পারিবারিক,সামাজিক ও রাষ্ট্রীয় জীবনকে সর্বাত্মক সুন্দর করে তুলার জন্যে।

৩)জাতিতে জাতিতে বিরোধ, দ্বন্দ্ব থেকে পরিত্রান পেতে।
৪) সমাজে ও রাষ্ট্রে সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করার জন্যে

৫) অপরের সুবিধা-অসুবিধা, মতামত ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করে চলার জন্য।

৬)শোভন, সুন্দর ও প্রীতিময় আদব-কায়দার অনুশীলন করতে।

৭)ব্যাক্তি স্বাধীনতা বজায় রাখতে ও গনতান্ত্রিক পথ সুগম করে তোলার জন্যে।

৮) জাতিকে নতুন প্রাণ স্পন্দনে অনুপ্রাণিত করে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে প্রয়োজন সৌজন্য ও শিষ্টাচারের অনুশীলন।

৯)মানব জীবনের সার্বিক কল্যাণে শিষ্টাচারের স্থান অতি উচ্চে।

১০)শিষ্টতার মধ্য দিয়েই আমরা আদর্শ সমাজ গঠন করতে পারি।

যে মানুষ যত বেশী জ্ঞানী সে মানুষই তত ভদ্র ও বিনয়ী, যা কোন অর্থ বা ঐশ্বর্যের সাথে তুলনা করা যায় না।
যদি সমাজের প্রতিটি শ্রেনী- পেশার মানুষ তার নিজ নিজ কর্মে শিষ্টতা বজায় রাখে তবেই আমাদের জীবনের সর্বক্ষেত্রে সুখ অর্জন করা সম্ভব।

"রহমান লতিফ "

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৭

রাকু হাসান বলেছেন:

সুন্দর পোস্ট । আমাদের শিষ্টাচার দিনদিন খারাপ হচ্ছে । তবে কি পরিবার তাঁর সেই দায়িত্ব পালন করছে না । আগের দিন মানুষ যতটা সম্মান করত একে অন্যকে ,তাঁরা বলত আমাদের কাছ থেকে ততটা পাইনি । আাবার আমার মনে হয় আমরা যতটা সম্মান করে অাসছি ,শিষ্টাচার দেখিয়েছি বর্তমান আগত প্রজন্ম থেকে ততটা পাচ্ছি না । সমস্যাটা কোথায় আমাদের ।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০০

বলেছেন: বিশ্বস্ততা ও সত্যনিষ্ঠতা আর একনিষ্টতর অভাব আমাদের সমস্যা

২| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশে শিক্ষা ব্যাবস্থায় পাঠ্য বইয়ে জরুরীভাবে “শিষ্টাচার ও তার প্রয়োজনীয়তা” নিয়ে গল্প প্রবন্ধ ছেপে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া দরকার তা না হলে ভিষণ ২০৩০ হবে ভয়ংকর অপদার্থ শিক্ষা বিমুখ এক জাতি - বর্বর বাংলাদেশ !!!

গুরু, লিখে রাখুন আজ তারিখ ২৪-১০-২০১৮ আমার কথা ।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০১

বলেছেন: Very trueগুরুজী

৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১:০২

আরোগ্য বলেছেন: বড় ভাই গুরুত্বপূর্ণ পোস্ট।
আমার মনে হয় যৌথ পরিবার কমে যাওয়াতে শিষ্টাচারের পরিমাণও কমে যাচ্ছে। যৌথ পরিবারে আদব কায়দার প্রতি অনেক গুরুত্ব দেয়া হয় আর পর্যবেক্ষণ করে শিষ্টাচার রপ্ত করতে সুবিধা হয়।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২৪

বলেছেন: VERY GOOD POINT
MY LITTLE MASTER

৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৬

রাজীব নুর বলেছেন: তেরী আখোকী কুছ কসুর নেহি, মুঝেই খরাব হোনা থা । (বাংলা কি হবে ? তোমার চোখের দোষ নেই, আমিই খারাপ হতে চেয়েছিলাম ?)

২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

বলেছেন: Excellent interpersonal skills

৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: চেয়ারটি কই গেলো?

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৬

বলেছেন: রাজা উজির নাজির প্রজা একসনে মিলিয়ে গেছে!!!

৬| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০২

আখেনাটেন বলেছেন: অামাদের সমাজ-ব্যবস্থাও কিছুটা দায়ী এর জন্য। নীতিহীন সমাজে শিষ্ট থাকতে পারাটা বিরাট চ্যালেঞ্জ।

চমৎকার পোস্ট লতিফ ভাই।

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৫

বলেছেন: অশেষ ধন্যবাদ

৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৫

ইসিয়াক বলেছেন: বুঝতে পারছি না এই এতো গুরুত্বপূর্ণ লেখাটি ব্লগে দেখতে পাচ্ছি না কেন ? ফেসবুক হয়ে সার্চ দিতে তারপর খুঁজে পেলাম।
শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। ....।পরে বিস্তারিত মন্তব্য করবো।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২১

বলেছেন: এটা আরেকটু ঘষামাজা করে নতুন করে পোস্ট দিবো -- আপনার ভালো লেগেছে জেনে।।।

কৃতজ্ঞতা কবি।।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৭

ইসিয়াক বলেছেন:

সেটিং এ কোন সমস্যা ?

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২২

বলেছেন: ঠিক আছে মনে হয়।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.