নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

বাস্তবতা থেকে বলছি

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫১

বাস্তবতা থেকে বলছি
★★-----★★★★ (পুরানো ডাইরীর পাতা থেকে)

রূপসী রাঙা মেয়ে,
ভালবাসার কথা শুনাতে এসেছো?
এই নির্জনে।

অন্তরে বিষের অনল জ্বলছে
দাউ দাউ করে!!!!
যে বিষ পান করে আমি--
তিলে তিলে নিঃশেষ হতে চলেছি,
সে বিষ আবার পান করাতে এসেছো?

জানো নাকো তুমি---
ভালোবাসা বয়ে চলছে
দুঃখের সাগর হয়ে নিরবধি।
তাইতো,
এই অধ্যায় থেকে--
আজ দুরে সরে থাকি।

অভিমান নয় তা,অভিযোগ ও নয়,
বাস্তবতা থেকে বলছি।

"রহমান লতিফ "

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০০

সাদা মনের মানুষ বলেছেন: ছ্যাকা মাইসিনের গন্ধ ;)

কবিতায় ভালোলাগা

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩

বলেছেন: জীবনে আপনি কিছু কিছু ঘটনা পাবেন, যার মাধ্যমে আপনি বাস্তব অভিজ্ঞতা থেকে এমন কিছু জিনিস শিখতে পারবেন, যা হাজার বই পড়ে কিংবা লেকচার শুনেও শিখতে পারবেন না,

২| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা ভালো লিখেছেন ।।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০০

বলেছেন: বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা স্যার আপনাকে

৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! দুরন্ত বাস্তব আরকি। কবিতা সুন্দর হয়েছে।


শুভকামনা প্রিয় লতিফভাইকে।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৩

বলেছেন: I am a man, nothing human is alien to me. [/sb

বহু ভাষাবিদ, পণ্ডিত, চিন্তাবিদ প্রাবন্ধিক ও লেখক সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
তাঁর সমস্ত জীবনের লক্ষ্য ছিলো মানবসভ্যতা ও সংস্কৃতির বিরাটত্ব ও মহত্ব নিয়ে আলোচনা। তাঁর ভাষাতাত্ত্বিক গবেষণায়ও তিনি এ জন্য তথাকথিত আধুনিক, বৈজ্ঞানিক ও সংস্কৃতি বিছিন্ন Diachronic পদ্ধতিকে মন থেকে গ্রহণ করতে পারেননি। তিনি প্রচলিত ধর্মে গভীরভাবে বিশ্বাসী ছিলেন, কিন্তু মনুষ্যত্বের মহৎ আদর্শ তাঁকে ধর্মান্ধ করেনি এ জন্য জীবনের শেষ মুহূর্তে তাঁকে নানামুখী আক্রমণের শিকার হতে হয়েছে।
সারা পৃথিবী ঘুরে তিনি মানব সভ্যতা ও সংস্কৃতির নিদর্শনগুলো হাতড়ে বেড়িয়েছেন। তিনি আজীবন ছিলেন জ্ঞান ভিক্ষু, একজন wandering Scholar।
আমার কাছে পদাতিক চৌধুরি একজন wandering Scholar।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০০

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২১

বলেছেন: ধন্যবাদ আপনার আগমনের জন্যে।
আল্লাহ সকলের মঙ্গল করুন।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: লতিফ ভাই কবিতায় আপনার আবেগ স্পষ্ট।
খুব সুন্দর আবেগ আর সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২১

বলেছেন: খুব সুন্দর করে মন্তব্য করার জন্য ধন্যবাদ খাঁন সাহেব।

৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২১

কাওসার চৌধুরী বলেছেন:



"অভিমান নয় তা, অভিযোগও নয়,
বাস্তবতা থেকে বলছি।"..................... এই দু'টি লাইনেই সব কারণ লুকিয়ে আছে। কবিতায় ভাল লাগা, প্রিয় রহমান লতিফ ভাই।

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২২

বলেছেন: আপনার মন্তব্য টু দ্যা পয়েন্টে থাকে সবসময়।

ভালোবাসা আর শুভ কামনা আপনার জন্য।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩১

রাকু হাসান বলেছেন:

"অভিমান নয় তা, অভিযোগও নয়,
বাস্তবতা থেকে বলছি।[/sb-খুব কাব্যিক লাইন ।
বিরহধর্মী কবিতা ভালো লিখেছেন ।

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৪

বলেছেন: তুমি এসে আমার ব্লগে সুবাস ছড়ালে।
মন্তব্যে প্রীত।

বুকের ভেতর সযত্নে রখি ভাইয়ের ভালোবাসা।

৮| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২১

স্রাঞ্জি সে বলেছেন:
আহত প্রেমিকদের মনে অভিমান পুষতে নাই..... অভিযোগ করতে নাই.....

দুঃখের অতৈ সাগরে ভাসতে হয়.....


কাব্যে +++

অনিঃশেষ শুভকামনা।


১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৭

বলেছেন: +++
একঝাঁক ভালোবাসা প্রিয় কবি

৯| ১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

আহমেদ জী এস বলেছেন: ল ,



হুমমমমমমম .... বাস্তবতা এমনই । জেনেশুনে পান করা বিষ ।

দ্বিতীয় লাইনের শেষ শব্দটি "এসোছো" হয়েছে । "এসেছো" করে দিন ।

২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৫

বলেছেন: ধন্যবাদ শক্তিমান কবি।
ভালোবাসা রইলো।

১০| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫০

ইসিয়াক বলেছেন: কার প্রতি এত তীব্র অভিমান ।
বিষের ঝাল যেন কবিতার পরতে পরতে।
প্রেমঘটিত কোন ছ্যাকা মাইসিন দগ্ধ করেছে কি হদয়।
পোড়া গন্ধ পেলুম মনে হলো.............।হা হা হা
দোয়া রইলো প্রিয় ভ্রাতা ।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৯

বলেছেন: হুম।।।
প্রেম আছে ব'লে বিরহ মধুর হয়।
প্রেম আছে বলে স্মৃতিগুলো সুখের হয়।।


সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ।।।

ভালোবাসা ভ্রাতা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.