নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
বাস্তবতা থেকে বলছি
★★-----★★★★ (পুরানো ডাইরীর পাতা থেকে)
রূপসী রাঙা মেয়ে,
ভালবাসার কথা শুনাতে এসেছো?
এই নির্জনে।
অন্তরে বিষের অনল জ্বলছে
দাউ দাউ করে!!!!
যে বিষ পান করে আমি--
তিলে তিলে নিঃশেষ হতে চলেছি,
সে বিষ আবার পান করাতে এসেছো?
জানো নাকো তুমি---
ভালোবাসা বয়ে চলছে
দুঃখের সাগর হয়ে নিরবধি।
তাইতো,
এই অধ্যায় থেকে--
আজ দুরে সরে থাকি।
অভিমান নয় তা,অভিযোগ ও নয়,
বাস্তবতা থেকে বলছি।
"রহমান লতিফ "
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩
ল বলেছেন: জীবনে আপনি কিছু কিছু ঘটনা পাবেন, যার মাধ্যমে আপনি বাস্তব অভিজ্ঞতা থেকে এমন কিছু জিনিস শিখতে পারবেন, যা হাজার বই পড়ে কিংবা লেকচার শুনেও শিখতে পারবেন না,
২| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো লিখেছেন ।।
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০০
ল বলেছেন: বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা স্যার আপনাকে
৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! দুরন্ত বাস্তব আরকি। কবিতা সুন্দর হয়েছে।
শুভকামনা প্রিয় লতিফভাইকে।
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৩
ল বলেছেন: I am a man, nothing human is alien to me. [/sb
বহু ভাষাবিদ, পণ্ডিত, চিন্তাবিদ প্রাবন্ধিক ও লেখক সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
তাঁর সমস্ত জীবনের লক্ষ্য ছিলো মানবসভ্যতা ও সংস্কৃতির বিরাটত্ব ও মহত্ব নিয়ে আলোচনা। তাঁর ভাষাতাত্ত্বিক গবেষণায়ও তিনি এ জন্য তথাকথিত আধুনিক, বৈজ্ঞানিক ও সংস্কৃতি বিছিন্ন Diachronic পদ্ধতিকে মন থেকে গ্রহণ করতে পারেননি। তিনি প্রচলিত ধর্মে গভীরভাবে বিশ্বাসী ছিলেন, কিন্তু মনুষ্যত্বের মহৎ আদর্শ তাঁকে ধর্মান্ধ করেনি এ জন্য জীবনের শেষ মুহূর্তে তাঁকে নানামুখী আক্রমণের শিকার হতে হয়েছে।
সারা পৃথিবী ঘুরে তিনি মানব সভ্যতা ও সংস্কৃতির নিদর্শনগুলো হাতড়ে বেড়িয়েছেন। তিনি আজীবন ছিলেন জ্ঞান ভিক্ষু, একজন wandering Scholar।
আমার কাছে পদাতিক চৌধুরি একজন wandering Scholar।
৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০০
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২১
ল বলেছেন: ধন্যবাদ আপনার আগমনের জন্যে।
আল্লাহ সকলের মঙ্গল করুন।
৫| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০১
রাজীব নুর বলেছেন: লতিফ ভাই কবিতায় আপনার আবেগ স্পষ্ট।
খুব সুন্দর আবেগ আর সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২১
ল বলেছেন: খুব সুন্দর করে মন্তব্য করার জন্য ধন্যবাদ খাঁন সাহেব।
৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২১
কাওসার চৌধুরী বলেছেন:
"অভিমান নয় তা, অভিযোগও নয়,
বাস্তবতা থেকে বলছি।"..................... এই দু'টি লাইনেই সব কারণ লুকিয়ে আছে। কবিতায় ভাল লাগা, প্রিয় রহমান লতিফ ভাই।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২২
ল বলেছেন: আপনার মন্তব্য টু দ্যা পয়েন্টে থাকে সবসময়।
ভালোবাসা আর শুভ কামনা আপনার জন্য।
৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩১
রাকু হাসান বলেছেন:
"অভিমান নয় তা, অভিযোগও নয়,
বাস্তবতা থেকে বলছি।[/sb-খুব কাব্যিক লাইন ।
বিরহধর্মী কবিতা ভালো লিখেছেন ।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৪
ল বলেছেন: তুমি এসে আমার ব্লগে সুবাস ছড়ালে।
মন্তব্যে প্রীত।
বুকের ভেতর সযত্নে রখি ভাইয়ের ভালোবাসা।
৮| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২১
স্রাঞ্জি সে বলেছেন:
আহত প্রেমিকদের মনে অভিমান পুষতে নাই..... অভিযোগ করতে নাই.....
দুঃখের অতৈ সাগরে ভাসতে হয়.....
কাব্যে +++
অনিঃশেষ শুভকামনা।
১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৭
ল বলেছেন: +++
একঝাঁক ভালোবাসা প্রিয় কবি
৯| ১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
আহমেদ জী এস বলেছেন: ল ,
হুমমমমমমম .... বাস্তবতা এমনই । জেনেশুনে পান করা বিষ ।
দ্বিতীয় লাইনের শেষ শব্দটি "এসোছো" হয়েছে । "এসেছো" করে দিন ।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৫
ল বলেছেন: ধন্যবাদ শক্তিমান কবি।
ভালোবাসা রইলো।
১০| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫০
ইসিয়াক বলেছেন: কার প্রতি এত তীব্র অভিমান ।
বিষের ঝাল যেন কবিতার পরতে পরতে।
প্রেমঘটিত কোন ছ্যাকা মাইসিন দগ্ধ করেছে কি হদয়।
পোড়া গন্ধ পেলুম মনে হলো.............।হা হা হা
দোয়া রইলো প্রিয় ভ্রাতা ।
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৯
ল বলেছেন: হুম।।।
প্রেম আছে ব'লে বিরহ মধুর হয়।
প্রেম আছে বলে স্মৃতিগুলো সুখের হয়।।
সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ।।।
ভালোবাসা ভ্রাতা...
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০০
সাদা মনের মানুষ বলেছেন: ছ্যাকা মাইসিনের গন্ধ
কবিতায় ভালোলাগা