নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

যদি তুমি আমায় ভালোবাসো

১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৪৭


(পুরানো ডাইরীর পাতা থেকে)
যদি তুমি আমায় ভালোবাসো!!
★-★-★-★-★-★-★-★-★-

যদি তুমি আমায় ভালোবাসো-----------
তবে,বিপুল বিশাল অন্ধকার থেকে------
একবুক ভালোবাসা নিয়ে ফিরে আসবো।

যদি তুমি আমায় ভালোবাসো---
তবে,বিষাক্ত হিরোইন, ড্রাগস এর নেশা ছেড়ে ---
বিনয়,বিদ্যা ও মানব প্রেমের দীক্ষা নেবো।

যদি তুমি আমায় ভালোবাসো-------------------
তবে,ধ্বংসের পৃথিবী ছেড়ে অপরুপ-
সৈন্দযের পৃথিবীতে ফিরে আসবো।

যদি তুমি আমায় ভালোবাসো-------
তবে,যদি প্রতিক্ষীত সেই শুভক্ষণ দাও -
তবে,জীবনকে যেভাবে সাজানো যায়, সেভাবে সাজে-
প্রবাদটি প্রমান করবো।

"রহমান লতিফ"
১০.০৯.১৯৯৯

মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫৬

নজসু বলেছেন: মানুষ কত ত্যাগ স্বীকার করে ভালোবাসার মানুষকে পাবার জন্য।
এজন্য সাধনা করতে হবে।
অথচ মাত্র এক সেকেন্ডের ব্যবধানে ভালোবাসার সমস্ত বিশ্বাস উঠে যেতে পারে।
কবি, সাবধান। :)

ভালোবাসার কবিতা সুন্দর হয়েছে।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩০

বলেছেন: কাশফুল শাদা কেন―লাল চোখ ছাড়া কেউ জানে না, জানবে না!!

২| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৪

রাজীব নুর বলেছেন: কোন নারী জীবনে অত্যধিক সুখী হয়?

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৫

বলেছেন: সামান্য জিনিসে সন্তুষ্ট যে নারী

৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৪

হাবিব বলেছেন: অন্ধকারের ভালোবাসা চাইনা, আমি আলোর ভালোবাসা চাই।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৩

বলেছেন: ভাল আছি ভাল থেকো,
দিয়ো তোমার মালাখানি, বাউলের এই মনটারে।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
বিপুল ও বিশালতার মিশ্রণ আমাকে একটু টাশকিত করলো লতিফ ভাই! তারপরও কবিতা ভাল হয়েছে!

আর হ্যা, এই সকল অন্ধকার, হিরোইন আর কত যে নেশার কথা বললেন এগুলো কী কবিতা তৈরিতে সহায়ক ভুমিকা রেখেছে নাকি শুধু প্রিয়তমা?

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩

বলেছেন: টাশকি -----বিশাল দেশ বিপুল সম্পদ ,

হিরোইন আর কত যে নেশার কথা
নির্মমতা, বর্বরতা, অমানবিকতার চরিত্র ফুটে ওঠে কেবল এ তথ্যটুকুর মধ্য দিয়েই। কোনো আদর্শ, কোনো বৈরীতা এ কাজকে সমর্থন করতে পারবে না। কারণ, তা সমর্থন করলে সে আদর্শ,- সে বৈরীতা হারাবে তার অবস্থান।
অথচ প্রিয়তমা কত নিষ্ঠুর, কত অমানবিক হতে পারে যে, তার অনুসৃত কর্মধারা তৈরি করে এমনই অমানবিকতা, মানবতার অপমান!

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৬

বলেছেন: আমার কাছে সবই ভালোবাসা,
আর প্রেমের মতো ঠোটে লেগে আছে বিষাক্ত মাদক।

৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪০

রাকু হাসান বলেছেন:

একদম ঠিব বলেছেন ভাইয়া । ভালোবাসার নেশা বড় নেশা । এই প্রেম হার মানাতে পারে অন্য সকল নেশা কে । কবিতায় সেটাই পেলাম । ভালো লাগেছে কবিতা ।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩১

বলেছেন: আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে

৬| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৪

ফেনা বলেছেন: ভালবাসার সৌন্দর্যে আলোকিত হোক পৃথিবী।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৯

বলেছেন: ভালবাসার সময় তো নেই
ব্যস্ত ভীষন কাজে,
হাত রেখো না বুকের গাড় ভাজে।

ঘামের জলে ভিজে সাবাড়
করাল রৌদ্দুরে,
কাছএ পাই না, হৃদয়- রোদ দূরে।

৭| ১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২২

আরোগ্য বলেছেন: ভালোবাসার গভীরতা প্রেমিকের হৃদয়কে আচ্ছন্ন করে, অন্ধকারেও আলোর দেখা দেয়।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৭

বলেছেন: আমি কবে ঘুম থেকে জাগবো?
কবে আমার দেশে সমাজতন্ত্র ভুত তাড়াবে?
কবে মানুষ সাম্যবাদী হয়ে , জন্ম নিবে নতুন করে?

৮| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৪

আরোগ্য বলেছেন: সেদিন বেশি দুরে নয়। আশা রাখুন ভরসা রাখুন।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪

বলেছেন: নৈতিক শিক্ষার দরকার

৯| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৮

কাওসার চৌধুরী বলেছেন:



যদি তুমি আমায় ভালবাস!! এই 'যদি'-টাই ভালবাসতে, ভাল না বাসতে, ছলনা করতে মূল ভূমিকা পালন করে। এর শক্তি অনেক।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৩

বলেছেন: প্রতারণা সর্বত্র। প্রতারণা দেশে-দেশে, মানুষে-মানুষে, সকল সময়ে। সময়ের ব্যবধানে বদলেছে এর রূপ, বিস্তৃত হয়েছে এর নতুন নতুন ক্ষেত্রে। এমনকি একদিন এটা পেশায়ও পরিণত হয়েছে
সে যা হোক। প্রতারকদের মধ্যে যারা ইতিহাসের মনোযোগী পাঠক, তারা তো ইতিহাসের বই থেকে প্রতারণার ক্ষেত্রে কোনো ব্যাপক ও বিস্তৃত অনুপ্রেরণা খুঁজে পান না। কেননা ইতিহাস প্রতারককে পরাজিত আর বিজয়ীকে সৎ হিসেবে উপস্থাপন করতে ভালোবাসে।

১০| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। ডায়েরীর পাতা থেকে মানে কবিভাই বহুদিন ধরে মনে পোষণ করছে যারে।


শুভকামনা জানবেন ।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০১

বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পদাতিক ভাই।

১১| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব চমৎকার একটি কবিতা। নিজের মনের ভাবগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কবিতার প্রতিটি চরণে।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৬

বলেছেন: অবসরহীন পরিশ্রম, একঘেঁয়ে জীবন, শুকিয়ে আসা পারিবারিক জীবনে ক্লান্ত মানুষ রাসায়নিক সুখে মুক্তি খুঁজবে, সেটা খুবই স্বাভাবিক।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৭

ইসিয়াক বলেছেন: তবে তাই হোক

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৪

বলেছেন: হা হা হা ..কবি .।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.