নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
পুরানো ডাইরির ✋পাতা থেকে -----প্রায় ২১ বছর আগের লেখা যখন কচি মনে প্রেম ছিল।
√√√√√√√√√√√√♥♥♥√√√√√√√√√√√√√√√√ ♥♥♥√√√√√√√√√√√√√√
''প্রেম ''
♥♥♥
প্রেম দু' অক্ষরে তুচ্ছ এক শব্দ,
তার মাঝে রয়ে গেছে অনাবিল আনন্দ।
তার মাঝে আছে সমুদ্রের মতো জল,
আছে বৃষ্টির মতো বারিধারা।
তার মাঝে আছে হাসি ও কান্না,
আছে অনেক অনেক বিষন্নতা,নীরবতা।
তার মাঝে রয়ে গেছে হাজারো স্বপ্ন,
আছে হাজরো বছরের খুজে পাওয়া সুখ।
তার মাঝে আছে আকর্ষণ, বিকর্ষণ,
রয়ে গেছে শান্তি সুখের পরিপূর্ণতা।
তারিখ---১০.০৯.১৯৯৭
এম,এল,রহমান
উৎসর্গ আমার একান্ত প্রিয় ব্লগার রাকু হাসানযাকে আমার কাছে একটু ভিন্ন মনে হয় তার সমালোচনা ও উৎসাহ প্রদান করার চমৎকার শক্তি ও শব্দবাণ প্রায় প্রতি ব্লগারকে যা আমাকে আকৃষ্ট করে।
১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪০
ল বলেছেন: প্রিয় চৌধুরী ভাই,
সালাম ও শুভেচ্ছা নিবেন।
আপনার মন্তব্য সবসময় অনুপ্রাণিত করে।
ভালোবাসা
২| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৫
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সুন্দর কবিতা
১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪২
ল বলেছেন: অনেক পুরানো লেখা -আপনি সুন্দর বলাতে ভালো লাগলো
অনেক ধন্যবাদ নিবেন।
আপনার দিন কাটুক সব সুন্দরের হাত ধরে।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: রহমান ভাই,
সত্যি প্রেম দুই অক্ষরের । কিন্তু এর ব্যাপ্তি, বিশালতা-সাগর, আকাশ থেকেও বেশি।
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৬
ল বলেছেন: পৃথিবীতে প্রেম আছে বলেই পৃথিবীটা অদ্ভুত সুন্দর - জয় হোক নির্মল প্রেমের।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৬
হাবিব বলেছেন: প্রেম শুরু হয় নতুন গজিয়ে উঠা উদ্ভিদের মতো করে, যতই দিন যাই যথাযথ পরিচর্যায় তা হয়ে উঠে বিশাল বট বৃক্ষসম।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০০
ল বলেছেন: হাবিব স্যার সত্যি আপনার নামের উপযুক্ত মন্তব্য করলেন - সবকিছু যেমন পরিচর্যা প্রয়োজন প্রেমও তাই।
ফলবান বৃক্ষ কিংবা শুস্ক অরণ্য মানব নিজের মত করে গড়ে তিলে প্রেমের রাজ্য।
এসো গাই প্রেমের গান ★★★;
৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪১
বাকপ্রবাস বলেছেন: হাজারো, আকর্ষণ, বিকর্ষণ (টাইপো)
খুব সুন্দর, অনেক আগের লেখা কিন্তু পড়ে মনে হল এইতো এখনই লেখাল হল, টাটকা
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
ল বলেছেন: ধন্যবাদ প্রিয় দাদা ভাই, জগদ্বিখ্যাত ছড়াকার,
আপনার মনপুরায় টাটকা প্রেম বিরাজ করুক সবসময়।
ভালোবাসা।
৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: প্রেম ঘুচিয়ে দেয় ব্যবধান। কেবল ভালোবাসা পারে আকাশ আর জমিনের মিলন ঘটাতে। সেজন্য বোধ হয় বৃষ্টি নামে সৃষ্টি হয় অনবদ্য কবিতা। প্রেমের কবিতা।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
ল বলেছেন: শ্রদ্ধার কবি,
আপনার কবিতা কালের বিস্ময় অবাক করে শত পাঠক মন।
সবসময় আপনার কবিতা আর খায়রুল আহসানের কবিতা আমকে মুগ্ধ করে।
মন্তব্যে প্রীত।
সালাৃ ও শুভেচ্ছা নিবেন
৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫২
মেহেদী হাসান হাসিব বলেছেন: প্রেম মানুষকে পূর্ণতা দান করে। মনের সৌন্দর্য বর্ধিত করে। ভাল লিখেছেন।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
ল বলেছেন: প্রিয় হাসিব ভাই,
খুব সুন্দর মন্তব্য করেছেন।
প্রেম হীন জীবন অসার, মৃত।
হোক জয় প্রেমের।
প্রেম আছে বলেই পৃথিবীর বুকে দেয় প্রানের হাতছানি।
ভালোবাসা
৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৭
কিরমানী লিটন বলেছেন: জয় হোক সত্যিকারের প্রেমের। কবিতায় ভালোলাগা .।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
ল বলেছেন: কিরমানী ভাই ----ছোট্ট করে ছড়িয়ে দিলে প্রেমর কিরণ।
মন্তব্য ও ভালোলাগায় আপ্লুত।
ভালোবাসা ♥♥♥
৯| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩২
আরোগ্য বলেছেন: খুব ভাল লিখেছিলেন।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
ল বলেছেন: প্রিয় সুহৃদ,
আপনার ভালোলাগায় প্রীত।
আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ♥♥♥
১০| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২১
আকিব হাসান জাভেদ বলেছেন: সবচেয়ে বড় সত্য হলো প্রেমের মরা জ্বলে ডুবে না । সুন্দর কবিতা ।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
ল বলেছেন: কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলো সে মরে নাই --
জয়তু প্রেমের।
গল্প কবিতা গানে প্রাণ ভরে ওঠে প্রেমের রঙে।
ধন্যবাদ নিবেন খুব বেশি।
মন্তব্য করার জন্য কৃতজ্ঞ
১১| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ সুন্দর আপনার সদ্য যৌবনে পা দেওয়া জীবনের কবিতা। অমর গাঁথুনি মনে বয়ে বেড়ান আজীবন ।
পোস্টটি উৎসর্গ করা হয়েছে প্রিয় রাকুকে উদ্দেশ্য করে। অভিনন্দন ছোট্ট ভাইটিকে।
শুভকামনা প্রিয় লতিফভাইকে।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
ল বলেছেন: প্রিয় দাদা,
শারদীয় শুভেচ্ছা।
আপনার মন্তব্য করার নিজস্বতা আর নতুনভাবে বলার নেই যেমনটা আছে রাকু হাসানের।
আপনার প্রতিটি চরণ হৃদয়ের মাঝে প্রেমের আবাহন ছড়িয়ে দিলো।
ভালো থাকবেন প্রিয়জন।
১২| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৬
লাবণ্য ২ বলেছেন: অসাধারণ!
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
ল বলেছেন: লাবণ্য ছড়ানো মন্তব্যে আপ্লুত হলাম।
ভালোবাসা ♥♥♥
১৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০২
রাকু হাসান বলেছেন:
বাহ বাহ সত্যি কল্পনাতীত শ্রদ্ধাভাজন ‘লতিফ’ ভাইয়া । আমার মতো নবীন ব্লগারকে এত সুন্দর অভিব্যক্তির কবিতা উৎসর্গ করলেন
আমি এত পরে পড়লাম !! আলোচিত ব্লগে দেখেই চলে আসলাম কবিতায় ,এসে চমকে গেলাম । কবিতাটি ২১ বছর আগের ! সেটাও একটা চমক । আদুরে সুন্দর করে ডায়রিতে লিখেছিলেন । সেটা দেখেও ভালোলাগছে ।
আমাকে নিয়ে আপনার অতি ইতিবাচক ধারনা মুগ্ধ করেছে । একজন ইতিবাচক মানুষ না হলে অসম্ভব এটা ।
আমি আবারও শ্রদ্ধাপ্লুত হলাম গুণী ‘লতিফ’ ভাই!!
লেখায় ও মন্তব্যে আরও যত্নশীল হতে হবে আমার । আপনার এই সম্মান ধরে রাখার জন্য । কবিতা সব সময় আমার ভালোবাসার ভালোলাগার জায়গা । আর সেটা যদি মহান প্রেমের হয় তাহলে তো কথাই নেই ।
তার মাছে রয়েছে হাজারো স্বপ্ন
আছে হাজারো বছরের খুঁজে পাওয়া সুখ--পুরো কবিতাটির সাথে েএই দুটি লাইন অনেক অনেক কাব্যিক অনুভূতিতে হানা দেয় ।
@পদাতিক ভাইয়া ভালোবাসা ও ধন্যবাদ নিবে । ভালো থেকো ।
অনেক বেশি শ্রদ্ধা ও ভালোবাসা ভাই । থাকুন অনেক দিন অামাদের মাঝে । আমি আপনাদের ভালোবাসায় থাকতে চাই ,বেড়ে উঠতে চাই । বুকভরা ভালোবাসা রইল ।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
ল বলেছেন: প্রিয় রাকু হাসান,
এত বিনয়ী শুধু তোমাকেই মানায়।
কখনো কথা হয় নাই দেখা হয় নাই তবুও এত আপন এত হৃদয়ের টান শুধু প্রেম আর ভালোবাসায় সম্ভব।
মনে প্রাণে দোয়া আর ভালোবাসা রইল।
১৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫০
সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল প্রেম বিশ্লেষণ ।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
ল বলেছেন: আপনার ভালোলাগায় আপ্লুত হলাম,হলাম কৃতজ্ঞ।
ভালোবাসা নিবেন।
১৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
মনিরা সুলতানা বলেছেন: বাহ ! চমৎকার।
পুরনো ডায়রির পাতার ভাঁজে এ যেন সময় কে লুকিয়ে রাখা।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬
ল বলেছেন: চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে একরাশ শুভেচ্ছা।
দেখতে দেখতে জীবনের অপরাহ্ন চলে আসে পুরানো ডাইরীর পাতায় পাতায় রয়ে যায় শত সমৃদ্ধশালী স্মৃতি।
ভালোবাসা নিবেন ♥♥♥
১৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর পোস্টে ভালো লাগা জানিয়ে গেলাম।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৭
ল বলেছেন: বেশ করে ধন্যবাদ প্রিয়।
ভালোলাগায় আপ্লুত।
১৭| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন: ৯০ এর দশকে একটি উপন্যাস পড়ি যার নাম সম্ভবত এমন ছিলো “ভালোবাসা প্রেম নয়” লেখক সম্ভবত সুনীল গঙ্গোপাধ্যায়, ঊপন্যাস ও লেখকের নাম উভয়ই সম্ববত !!! বিস্তারিত জানার জন্য গুগলের সাহায্যে নিতে ইচ্ছে করছে না।
আমরা সারা জীবন প্রেমের জন্য তৃষ্ণার্ত হই - যখন প্রেম এসে মাথায় পরে তখন মনে হয় এই প্রেম আসলে ৫ টনি বোঝা ছাড়া আর কিছুই না !
ল (লতিফ রহমান) ভাই প্রেম আসলে সমগ্র বাংলাদেশ ৫ টন নামক ঘাতক ট্রাকের বোঝা বইকি আর কিছু নয় !!!
১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৯
ল বলেছেন: আমরা সারা জীবন প্রেমের জন্য তৃষ্ণার্ত হই - যখন প্রেম এসে মাথায় পরে তখন মনে হয় এই প্রেম আসলে ৫ টনি বোঝা ছাড়া আর কিছুই না !
বস ভালোবাসা নিবেন
১৮| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: প্রেম অমর।
আর এই প্রেমকে নিয়ে লেখা কবিতাখানি অমর হয়ে থাকবে আশা রাখছি।
ধন্যবাদ জানাই প্রিয় ব্লগার বন্ধুকে। ভাল থাকুন।
১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৫১
ল বলেছেন: গোল্ডেন হ্যান্ডশেকে প্রিয় ব্লগার বন্ধু
ভালোবাসা নিবেন
১৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৬
আর্কিওপটেরিক্স বলেছেন: প্রেম দুই অক্ষরের হলেও এর বিশালতা হৃদয়ের চেয়ে বড়....
প্রেম এক অনাবিল, স্নিগ্ধ সুন্দর অনুভব....
মনোলোভা কাব্যে মুগ্ধতা....
১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৫
ল বলেছেন: প্রিয় প্রগ্রামার,
আপনি আমার এত পুরনো পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করে যাওয়ার জন্যে কৃতজ্ঞ।
ধন্যবাদ নিরন্তর।
২০| ২৪ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৩১
ইসিয়াক বলেছেন: প্রিয় লতিফ ভাই ,
আপনার সুন্দর হাতের লেখাটি আমি সংরক্ষণ করে রেখেছি ।
সরাসরি দেখা হলে অটোগ্রাফ নিতে পারতাম । কিন্তু সেটা তো কখনো সম্ভব নয় কোনদিনই ।
যাক ছবি টুকু সংরক্ষিত থাক নিজের কাছে।
কবিতা পড়িনি আবার আসবো তখন পড়বো ।
দোয়া রইলো ।
২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৬
ল বলেছেন: আপনার সাথে দেখা হবে - ইনশাআল্লাহ শীঘ্রই।।।
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৩
কাওসার চৌধুরী বলেছেন:
প্রেম মাত্র দু'অক্ষরের শব্দ; কিন্তু এর ক্ষমতা অসীম। চমৎকার অভিব্যক্তি রহমান লতিফ ভাই।