নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন ও স্বপ্নভঙ্গ

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৮

স্বপ্ন ও স্বপ্নভঙ্গ

স্বপ্ন,
জীবনের সুচনা থেকে শেষ,
মানুষ স্বপ্নের বিনিসুতার মালা বুনে অশেষ।
স্বপ্ন সাজায়,স্বপ্ন উড়ায়,স্বপ্নের ডিঙি নিয়ে, কল্পনার ফানুস ভাসায় অবশেষ।

স্বপ্নেরা কারো সাথে লুকোচুরি খেলে,
কারো কাছে এসে যায় অনায়াসে।
স্বপ্নেরা কারো কাছে থেকে যায় অধরা,
কারো কাছে ধরা দেয় সহস্ররূপে সহসা।

কারো কাছে জয়ের স্বপ্নে বিভোর আকাশছোঁয়া,
কারো কাছে বাঁচার স্বপ্নে বিশাল আকুলতা।
স্বপ্ন নিয়ে কেউবা আকুতিতে সহিংসতায় পুড়ে,
স্বপ্ন নিয়ে শত বেদনাহত হৃদয়ে ব্যাকুলতা ঝরে ।

স্বপ্নভঙ্গ,
পৃথিবীর পরে হয় কত স্বপ্নভঙ্গ,
কত প্রাণ স্বপ্ন ভঙ্গের বেদনায় হয় ক্ষত,
কেউ কি রাখে তাহার হিসাব?
কেউ তো জানে না বেদনা বয়ে চলে কত বক্ষ।

কেউ কেউ স্বপ্নভঙ্গের বেদনায় নীল হয়ে বেছে নেয় নির্বাসন,
কেউ কেউ আবার করে দেয় আপন জীবন কলিতেই অবসান।

স্বপ্নভঙ্গের সাথে পঙ্গু হয়ে,কেউ কেউ পরাজয়ে হয়ে ওঠে বধির-অন্ধ।
স্বপ্নভঙ্গের কাছে শুধরে নিয়ে,কেউ কেউ ফুটায় জীবনে আলো।


'রহমান লতিফ '
সেপ্টেম্বর ২০১৮

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৩

আরোগ্য বলেছেন: যেখানে জীবন আছে সেখানে মৃত্যু আছে।
যেখানে স্বপ্ন আছে সেখানে স্বপ্নভঙ্গ আছে।
আর এই ভাঙা গড়া নিয়েই জীবন।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৮

বলেছেন: জীবন ভরে যাক। হাসি আর আনন্দে

ভালো থাকুন। সৃজনে থাকুন।।

২| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: খুব সুন্দর প্রকাশ স্বপ্ন ও স্বপ্নভঙ্গের কথা ও কাব্য।


শুভকামনা জানবেন ।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪২

বলেছেন: অনুপ্রাণিত হলাম @পদাতিক চৌধুরি

৩| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কত স্বপ্ন আসে, যায়। হাড়িয়ে যায়।।। কত কিছুই ভাবি।।। বলার শেষ নাই।


আসলেই জীবন বড্ড জটিল

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৭

বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রিয় --
আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মর্মরে ... তবে বাস্তবতা হচ্ছে,
জীবনের শত বাধা পেরিয়ে শেষ পর্যন্ত শৈশবে লালিত সেই স্বপ্ন দুঃস্বপ্নের চোরাবালিতেই হারিয়ে যায়।

৪| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর ।।।। আবার খুব সহজ। সুন্দর।।। সব মিলিয়ে। ভালো।।

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৩

বলেছেন: হাজারো স্বপ্নের মাঝে যেমন ভয়ের-কষ্টের স্বপ্ন থাকে, তেমনি থাকে আনন্দের ----
অসংখ্যবাদ ধন্যবাদ প্রিয় শুভ কামনা সব সময়

৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১১

কাওসার চৌধুরী বলেছেন:



মানুষের জন্মের সাথে মৃত্যুর নিবিড় সম্পর্ক বিদ্যমান। মৃত্যুর কথা জেনেও আমরা তা ভুলে যাই। খুব সুন্দর লিখেছেন প্রিয় রহমান লতিফ ভাই। ভাল থাকুন সব সময়।

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৪

বলেছেন: জীবন আছে, তাই স্বপ্ন‌ও আছে;[/sb
দোয়া করি আপনাকে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাক এ জীবন যাপনে যদি কোনো জটিলতা থাকে তা দূর হয়ে যাক



ভাল থাকুন , আন্তরিক শুভেচ্ছা

৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১১

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১২

বলেছেন: সময় করে পাঠে ও মন্তব্য করার জন্য কৃতজ্ঞ।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৪

নজসু বলেছেন: সুন্দর বিশ্লেষণ করেছেন প্রিয়।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৪

বলেছেন: ধন্যবাদ প্রিয় অনুজ।
সনেট কবিকে নিয়ে লেখাটা ভাল লাগলো।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: স্বপ্নই জীবনের চালক...
অর্থ, প্রতিপত্তি মানুষ চাই বটে...
কিন্তু মূল সেই সপ্নই....

স্বপ্নের কোনো রঙ নেই...
পূরণ হলে রঙিন না হলে সাদাকালো.....

সুন্দর কবিতায় ছোঁয়া দিয়ে গেলাম....

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

বলেছেন: পুরানো কবিতায় ভালোবাসার ছোঁয়া দিয়ে যাওয়ায় কৃতজ্ঞতা।



আবারো আমি আপনার কবিত্বময়তা দেখলাম।
হয়ে যাক আরেকটি কবিতা ----

স্বপ্নের কোনো রঙ নেই...
পূরণ হলে আকাশচুম্বী রঙিন
না হলে সাদাকালো কিংবা ধূসর নীল .




৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

বিজন রয় বলেছেন: এই কবিতাটি আমি আগে পড়েছিলাম, কিন্ত কথা বলা হয়নি।

ছবিটি দারুন।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

বলেছেন: দাদা,
আমার লেখায়
আপনার মন্তব্যের জন্য চাতক পাখির মতো ছটফট করে এ মন।


আফটার অল কবিদের শিক্ষক আপনি!!


সময় করে দু এক লাইন লিখার বিনীত অনুরোধ করি।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

বিজন রয় বলেছেন: এখানে দেওয়া প্রথম প্লাসটি আমার!

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

বলেছেন: আপনি সব কবিতা পড়েন সেটা বিশ্বাস করি ---


তবুও ভালো মন্দ বললে মনটা শান্তি লাগবে।



ধন্যবাদ ও শুভ কামনা দাদা।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

বলেছেন: ধন্যবাদ নিরন্তর প্রিয় কবি।

১২| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

ইসিয়াক বলেছেন: স্বপ্ন এবং স্বপ্নভঙ্গের কাব্যিক ঝর্ণাধারা । মনের মাঝে খরস্রোতা নদী সম বয়ে গেল দুঃখ সুখের বিলাপ অংশ হয়ে ।
স্বপ্ন দেখা , নিজের স্বপ্নপূরণের আকুলতা এবং তা ভেঙে যাওয়া ,প্রত্যেকটি মানুষেয় যাপিত জীবনের ই অংশ ।
তাই প্বথিবাটা এত সু্ন্দর । মোহময় , আনন্দময়। স্বপ্ন নিয়েই মানুষ হাজার দুঃখ ভুলে পৃথিবীতে বেঁচে থাকে।
আশা মানুষকে বাচিয়ে রাখে ।
কবিতা ভলো লেগেছে।
দোয়া রইলো প্রিয় ভ্রাতা

২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩৬

বলেছেন: আপনার নির্মল দোয়ার জন্য ভালোবাসা৷।।

ভালো থাকুন৷৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.