নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

তবুও আশায় বুক ভরা

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭

তবুও আশায় বুক ভরা
★★★★ (বাংলা লতিফা-৫)★★★★★

ক্ষণিকের এই জীবন,মৃত্যুর কাছেই সমর্পন,
তবুও আশায় বুক ভরা,আকাশ সমান স্বপন।

গড়তে চাই পৃথিবী ব্যাপ্তি সম্পদ,দ্বীপ্ত শিকড়ে
প্রজন্ম ধরে চাই থাকুক, বিলাসিতা আকড়ে ।

মুমূর্ষু অবস্থায় আচ্ছন্ন, মোহ- মায়ার ইহকাল।
ধরণীতে সুখ অন্বেষণে,বেমালুম ভুলে পরকাল।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৮

কাওসার চৌধুরী বলেছেন:



এই লোভ, মোহ আর ভোগ বিলাসীতার মানসিকতা মানুষের মনুষ্যত্বকে শেষ করে দিচ্ছে৷কবিতায় ভাল লাগা; অল্পতে অনেক বাস্তবতা৷++++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৯

বলেছেন: সময় করে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ প্রিয় গুরুজন,
অনু কবিতা আজকাল খুব জনপ্রিয় তাই এটা লেখার চেষ্টায় আছি, জানিনা কেমন হয়, আপনার প্লাস উৎসাহ জনক।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! ছোট্ট কবিতায় রূঢ় বাস্তব তুলে ধরলেন। ++

শুভকামনা প্রিয় লতিফভাইকে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১০

বলেছেন: পিশু প্রিয় পদাতিক স্যার,
আপনি সমসময় উৎসাহ ও অনুপ্রাণিত করেন যার জন্যে কৃতজ্ঞ।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

সনেট কবি বলেছেন: কবিতা ভাল লেগেছে। কিন্তু ছবিটা দেখে ভয় পেয়েছি।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৩

বলেছেন: স্যার এত ছবির মতো আমাদের বুক ধূ- ধূসর ফাঁকা কিন্ত মিছে আশায় বুকভরা ,

এত সময় কোথায় পান সবাইকে উৎসাহ দিয়ে যান।
সম্মান ও হৃদয় নিংড়ানো ভালবাসা

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩০

মাহমুদুর রহমান বলেছেন: ইদানিং কেমন জানি একটা মৃত্যু ভয় কাজ করেছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১৫

বলেছেন: মাহমুদ ভাই, মৃত্যু আমাদের চোখ ও চোখের পাতার দুরত্ব যতটুকু তার চেয়ে ও কাছে।
মৃত্যু ভয় আপনাকে ভাল মানুষ হিসাবে তৈরি করবে এটাই পত্যাশা ।
আল্লাহ আপনার হায়াত দান করুন।
আমিন

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: ক্ষনিকের এই জীবনে সম্পদ ধরে রাখার দরকার নাই।
বিলিয়ে দেওয়াই উত্তম।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

বলেছেন: সবাই তো শুধু চাই আর চাই এটাই জীবনের সাধনা হিসাবে নিয়েছে।
কাল ইলিয়াস হোসাইনের একটা কলাম দেখলাম লন্ডন থেকে কমিশন বানিজ্য করছেন এমন একজন যিনি সরকারের কিছু নয় বাট একটা পরিবারের একজন উঁচু মানের ও একটি বিশেষ পরিবারের জনৈক মহিলা ।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৪

সাহাদাত উদরাজী বলেছেন: বলার কিছু নাই।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

বলেছেন: সাহাদাত ভাই আপনি জাতিকে শুধু রন্ধন শিক্ষা নয় আরো অনেক কিছু নিজ অভিজ্ঞতা থেকে বলে থাকেন যা ঘুনেধরা সমাজ কে কিছুটা হলপও বদলাতে সাহায্য করবে।
ভাল থাকবেন
পাঠে ও মন্তব্যে প্রীত হলাম ।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: লোভ লালসা- মোহ মানুষকে অন্ধ করে দেয়। এসব থেকে বাচার জন্য লোভ লালসা, মোহ'কে বয়কটের চর্চা করা উচিত।

কবিতা ভালো লেগেছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য প্রিয় ভাই আমার।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

সৈয়দ ইসলাম বলেছেন:
আরেকটু দীর্ঘ করলেন না কেন?

ভাল লাগা সবে শুরু হয়েছিল...

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮

বলেছেন: ভাল লাগায় ভালোভাসা
এটি একটি অনু কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.