নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

এক রমনীর গল্প

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২

এক রমনীর গল্প
★★★★★★★
বলবো এক রমনীর গল্প,যে আমায় শুদ্ধ করলো,
সরলতার সব সমীকরণ,যে আমায় বুঝিয়ে দিল।
সীমাহীন কষ্ট আর হতাশ একনিমিষে উড়ে গেল,
চির চাওয়া সুখ-ভান্ডার আচমকা মোর গৃহে এল ।

সে আমার গর্ভধারীণী নয় তবুও -তার জন্য ভালবাসা সারাবেলা-
ভাললাগার খুনসুঁটিতে সজীব করে- মরুনির্ঝর না বলা যত কথা ।
দুষ্টমিতে তার অপ্সরার মিষ্টি - ভাল থাকার রাতদুপুর,
কচি মুখে তার কথার ফুল ঝুড়ি - বাঁচার আকুল ।

শতনামে ডাকি তারে মন ভরে না: মন ভরে না-
দেখলে তাহার মলিন মুখ পৃথিবী আর চলে না।
আদর সোহাগ বাঁধ মানে না: বাঁধ মানে না-
নিত্য তাহার আবেশে সিক্ত মরুদ্যান বসুন্ধরা।

ইচ্ছে করে তার জন্য এনে দেই সব সুখের পায়রা,
কিছুতেই যেন ছায়া না দেয় ঐ চাঁদ মাখা আদুরা।

ইচ্ছে করে অনন্তকাল থাকি চেয়ে তার পানে,
দুঃখগুলো ভেসে যাক দূর ঐ সৈকতে পাড়ে।

চাতক চোখে শান্ত জল সে, সৃষ্টি সুন্দর ফুটন্ত ফুল,
অটুট বন্ধনে সাজিয়ে সংসার,ভালবাসার কুল।

চিরকাল তাই করি আরাধনা প্রভু নিরঞ্জন,
ভাল থাকুক মোর জায়া,মোর কলিজার ধন।
দুর ঠেলে সব ব্যথা,সে যেন থাকে নিরাপদ।
জায়নামাজে প্রভুর কাছে পিতার নিবেদন।

রহমান লতিফ

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কলজের টুকরোর জন্য অনেক অনেক দোয়া থাকলো। সে মানুষের মতো মানুষ হয়ে উঠুক, এই কামনা তার জন্য।

কবিতা ভালো লাগলো মিস্টার ল।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩১

বলেছেন: মাশাল্লাহ ---আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ
ভাল লাগলো খুব !
ভাল থাকবেন যখন যেখানে থাকেন !
শুভেচ্ছা !মাহমুদ ভাই

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বাবার ভালোবাসা ঝরিয়েছেন কাব্যের কথামালায়, অসাধারণ গড়েছেন ভাই, মুগ্ধতা জানবেন।

শুভকামনা বাবা মেয়ের প্রতি

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

বলেছেন: ধন্যবাদ নিরন্তন @নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৫

কাওসার চৌধুরী বলেছেন:



একজন বাবার দারুণ অনুভূতি আর সন্তানের জন্য আশীর্বাদ; আপনার মেয়ের জন্য শুভ কামনা রইলো৷ছবির এলাকাটি খুব পরিচিত মনে হ!! ভাল থাকবেন রহমান লতিফ ভাই৷

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০১

বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই, এটা মাইল এন্ড এলাকা, যেথায় আপনার পদচারনা ছিলো মনে হয় , দেশে আসলে আপনার সাথে চায়ের আড্ডা হবে। আপনি লিখে যান, আপনার লেখা খুব উঁচু মানের ।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৩

চাঙ্কু বলেছেন: আপনার কলিজার টুকরো ভাল থাকুক!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৯

বলেছেন: আপনার অপার শুভ কামনার জন্য ধন্যবাদ ভাই, আপনিও ভাল থাকুন এই কামনা।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: মেয়ের প্রতি বাবার অগাধ ভালোবাসার প্রকাশ। কবিতা ভালো লেগেছে।

শুভকামনা বাবা ও মেয়ের জন্য।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০১

বলেছেন: সব বাবার ভালবাসা বুঝি এমনই হয়, আপনাকে মোবারকবাদ জুনায়েদ ভাই

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৪

এ.এস বাশার বলেছেন: মেয়ের প্রতি অগাধ স্নেহ ও ভালোবাসা ফুটে উঠেছে।
কথামালা অসাধারণ।
সকল বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৯

বলেছেন: প্রিয় বাশার ভাই, ভালবাসা নিবেন, পৃথিবীর বুকে বাবা' মায়ের ভালবাসার তুলনা হয় না , আর বাবা হবার পর বাবা হারানোর কষ্ট তীব্র হয় যা থেকে এই লেখা, হয়তো য়ার উদ্দশ্যে এই লেখা সে বাংলা বুঝবে না তবুও মনের কথাগুলো
মাতৃভাষায় লিখে রাখলাম।

কাওছার ভাইকে ইংরেজিতে অনুবাদ করে দেওয়ার জন্য বলবো কোন একদি।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

সনেট কবি বলেছেন: আল্লাহ তার মঙ্গল করুন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনার শুভকামনা জন্যে প্রিয় পয়েট লরিয়েট।
ভালোবাসা রইলো আপনার ও আপনার তিন কন্যার প্রতি।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: ঘরে ঘরে এমন রমনী দরকার।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

বলেছেন: প্রিয় রাজীব নুর খান ভাই আপনি এত সময় ও ধৈর্য নিয়ে ব্লগের সব লেখক কে মন্তব্য, উপদেশ, ভাললাগা, মন্দলাগা জানিয়ে দেন যা সত্যি বিস্ময়কর। তাই আপনাকে আমার ব্লগের যুবরাজ মনে হয়।

ভালবাসা আপনার জন্য

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

স্রাঞ্জি সে বলেছেন:

শিরোনাম টা আরো সুন্দর আর মিষ্টি হতে পারত। যেহেতু এই কবিতাটা সন্তানের প্রতি বাবার বন্দনা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

বলেছেন: আসলেই তাই শিরোনাম টা আরো সুন্দর হতে পরতো কিন্ত হয়ে ওঠে নাই। অনেক লেখাইতো শিরোনামহীন তাতে কি হয়।
বাবার বন্দনা'' শিরোনামে অন্য একদিন লিখে হবে।

এই গল্পের শেষ চার লাইন ছাড়া আর কোথায় ও বাবার বন্দনার কথা বলা হয় নাই।
এবং আপনও শেষটুকু না পড়লে বুঝবেন না আসলে কার গল্প বলা হচ্ছে।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয় লতিফভাই,

মুগ্ধকর কবিতা পড়ে হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের বিখ্যাত, " কাটেনা সময় যখন..... " গানটি মনে বেজে উঠলো।

বাবা- মেয়ের এই মমত্ব বয়ে চলুক আবহমান । ♥♥

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

বলেছেন: প্রিয় পদাতিক ভাই,
শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার সুন্দর করে কবিতার সারাংশ তুলে ধরা মন্তব্যের জন্য
আপনাকে এই কারণে অনেক অনেক আপন মনে হয়,
একটি স্মৃতি আপনার সাথে শেয়ার করি
আমার বোনের বিবাহ পরবর্তী বিয়ের সি ডি আমরা ফ্যামেলির সদস্যরা যখন দেখছিলাম আজ থেকে ১৫ বছর আগে তখন মান্নাদেরে
তুইকি আনার পুতুল পুতুল সে ছোট্ট মেয়ে গানটা বাজছিল আর আমার বাবার দুচোখ বেয়ে সমুদ্রের জল উপছে পড়ছিল তা দেখে সবাই কাঁদছিলাম।

এটাই বাবার ভালাবাসা

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

মাহমুদুর রহমান বলেছেন: খুব খুব খুবই সুন্দর,ভালো লাগা রেখে গেলাম,ভাই।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

বলেছেন: ভাল লাগায় আপ্লুত প্রিয় মাহমুদুর রহমান ভাই

১২| ১৮ ই মে, ২০১৯ সকাল ৮:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: মেয়ের প্রতি বাবার ভালোবাসার চমৎকার প্রকাশ !

১৮ ই মে, ২০১৯ রাত ১১:২১

বলেছেন: কৃতজ্ঞতা

১৩| ১৯ শে মে, ২০১৯ রাত ১২:১৯

নীল আকাশ বলেছেন: আপনার হৃদয়ের কলিজার টুকরো ভাল থাকুক আর বাবা'র বুক ভরা ভালোবাসা পাক সারাজীবন।
মাহে রামাদানের শুভেচ্ছা রইল।

১৯ শে মে, ২০১৯ রাত ২:৩২

বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই,,,,

আপনার পরিবারবর্গের প্রতি রইলো অফুরন্ত ভালোবাসা ও দোয়া।

১৪| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

ইসিয়াক বলেছেন: খুকু
========
আয়রে খুকু আয়রে সোনা
আয়রে চোখের মণি ।
তুই ছাড়া কেউ নাইরে আপন ,
এই ভুবনে জানি ।

তুই যে আমার প্রানের সখা ,
সাত রাজারই ধন ।
তুই যে আমার আদর স্নেহের
অমূল্য রতন ।

তোর চোখেরই ছায়ায় আমি
নিত্য করি খেলা।
তোকে নিয়ে বাঁচতে চাই
আমি সারা বেলা ।

কথা যখন মুখে ফোটে
দিবা কিবা নিশি ।
তোর হাসিতে হৃদয় মাঝে
বাজে সুখের বাশি।

কি নাম দেব তোকে
কি বলে যে ডাকি !
তুই যে আমার আরেক জননী ,
মা বলে তাই ডাকি।

যেদিন থেকে তুই এলিরে খুকু
আমার জীবনে
সেদিন থেকে আমার আকাশ
আলোয় গেল ভরে ।

ভালো থাকিস খুকুরে তুই
সারাটা জীবন ।
তোর কল্যান কামনায়
সদা ব্যস্ত মন ।

চিরসুখী হও মা আমার ,
দুঃখ থাক দুরে ,
আল্লাহ তুমি দেখো
দাবি রইলো তোমার দরবারে ।

০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৫

বলেছেন: তুই যে আমার প্রানের সখা ,
সাত রাজারই ধন ।
তুই যে আমার আদর স্নেহের
অমূল্য রতন ।

-------------------মুগ্ধতা অবারিত----------------------

১৫| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৯

ইসিয়াক বলেছেন: কাল ব্লগে পোষ্ট দেব .....।
বাবা মেয়ে দুজনের জন্য অশেষ দোয়া রইলো ।

০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৪

বলেছেন: ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.