নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
আন্ধা রে আন্ধা
★★★★★★(গীতিকাব্য)★★★★
★★★★★★★★★★★★★★★
আন্ধা রে আন্ধা,মরিচিকার চাকচিক্যে আন্ধা,
'দু'দিনের দুনিয়ার আলোক ভ্রমে পথভ্রমা।
বুঝলি নারে ঘনিয়ে এলো সন্ধ্যা,
এ দুনিয়া প্রেমের ফাঁন্দে বান্ধ্যা।
ইঠ-পাথরে বেড়ায় রঙিলা,বানাইয়াছো বৃন্দাবন
রুপ রসে মইজা ভাবছো জগৎ মাঝের চন্দন।
ফুরুত করে দম ফুরালে,কে শুনবে তোর কান্দন?
কাল ঘুমে আচ্ছন্ন হয়ে, দুনিয়ার মোহে ধুন্ধা,
এ দুনিয়া প্রেমের ফাঁন্দে বান্ধ্যা-----------------(ঐ)
লোভ লালসার নিপুণ করিশমায়,গড়েছো নন্দন
লাজ লজ্জা নাইরে,করো বাপে-ভাইয়ে পরনিন্দা,
খোয়াব থেকে উঠে দেখো,ভাঙলো সাঁজের মায়া,
সুখ পাখিরে ধরতে মশগুল, সকাল থেকে সন্ধ্যা।
এ দুনিয়া প্রেমের ফাঁন্দে বান্ধ্যা-------------(ঐ)
পাপ-পূন্যের নিদানেকালে,সহায় তো কেউ হবে না,
যতই করো বাহানা,রুদ্রনিঠুর মৃত্যুই শেষ ঠিকানা।
কালিমা মুছে অন্তরাত্মা করো ঔদার্য আর সাচ্চা,
বাঁচার নেশায় ব্যকুল হয়ে,করছো মিছে ধান্দা?
এ দুনিয়া প্রেমের ফাঁন্দে বান্ধ্যা----------------(ঐ)
রহমান লতিফ
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭
ল বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য। ভালো থাকুন
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর গীতিকাব্য হয়েছে, প্রিয় লতিফভাই।
শুভকামনা জানবেন।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭
ল বলেছেন: আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ চৌধুরি ভাই
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৯
এ.এস বাশার বলেছেন: অসাধারন গীতি কাব্য। ভালো লাগা রেখে গেলাম।
প্রীতি ও শুভেচ্ছা নিরন্তর।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৫
ল বলেছেন: ধন্যবাদ প্রিয়
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
রাজীব নুর বলেছেন: সব মিলিয়ে বলা যায় ভালো হয়েছে।
আসলেই সব মানুষ আন্ধার মধ্যেই আছে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮
ল বলেছেন: সব মিলিয়ে ধন্যবাদ
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাহ! খুব সুন্দর কথামালা গানের, সুন্দর গান গড়েছেন ভাই, দারুণ হয়েছে।
শুভকামনা রইলো আপনার জন্য
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫
ল বলেছেন: আন্তরিক ধন্যবাদ সুপ্রিয় @নাঈম জাহাঙ্গীর নয়ন ,
ভালবাসা অহর্নিশি
শুভকামনা সর্বক্ষণ।
৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৭
ইসিয়াক বলেছেন: মিছেমায়া বাহুডোর,
জীবন হলে সাঙ্গ মোর।
সেদিন কি কেউ খুঁজবে মোরে?
হারাবো যখন অনেক দূরে।
নিয়ম কি তবে, এই নিয়তি
একদিন ফুরাবে জীবনের বাতি।
৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩
রূপম রিজওয়ান বলেছেন: প্রথমত ইসিয়াক ভাইকে ধন্যবাদ।ওনার মন্তব্যের সুবাদে সাম্প্রতিক মন্তব্যের ঘরে পোস্টটার নাম দেখে কৌতূহলবশত এখানে আসা।গুণীদের লেখা নিয়ে আমার মতন বাচ্চা-কাচ্চাদের কমপ্লিমেন্ট করাটা বোধহয় বেখাপ্পা শোনায়।
এটুকু বলব,ভক্ত বনে গেলাম আর সেই সাথে প্রিয়তে নিলাম।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬
স্রাঞ্জি সে বলেছেন: সুখপাঠ্য কাব্য। ভাল লাগা জানিয়ে গেলাম।