নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

মাদক ক্লিক

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১০

মাদক ক্লিক
(বাংলা লতিফা-২)
----- ------
★★★★★★
মাদকের দংশনে ছেয়ে গেছে বাংলার প্রান্তর,
নেশার ছোবলে মৃত্যুতে ধুঁকছে লক্ষ প্রাণ।

ধ্বংস হচ্ছে পরিবার,সামাজ-সংসারে অশান্তি,
সর্বত্র শুধু তাই অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি।

দাবাগ্নির মতো ব্যাধি ছড়িয়ে,শহরের অলিতে,
চির সবুজ -শ্যামল,গ্রাম বাংলার গলিতে।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


কৃষকের ঘরে পৌঁছেছে?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫০

বলেছেন: এই মাদকের প্রসার ও ব্যাপকতা নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে।
মাদক নিয়ন্ত্রন কর্তৃপক্ষের অবহেলার কারণে মাদক ব্যবসায়ীর সংখ্যাও যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি মাদক সেবীর সংখ্যাও ব্যাপক ভাবে বাড়ছে। হাত বাড়ালেই সব ধরণের মাদক পাচ্ছে মাদক সেবীরা।

মাদক সিন্ডিকেটের ব্যবসায়ীরা সু-কৌশলে তাদের লোকজনের মাধ্যমে এই সমস্ত মাদক আমদানী-রপ্তানী করে থাকে। মাদক ব্যবসা অধিক লাভ জনক হওয়ায় মাদক ব্যবসায়ীর সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। সেই সাথে উঠতি বয়সের কোমল-মতি ছেলে-মেয়ে, যুবসম্প্রদায়সহ স্কুল-কলেজের ছাত্রী-ছাত্রীরাও মাদকে ঝুকে পড়ছে।

মাদক বিক্রি ও খাওয়ার বিষয়টি এখন ওপেন সিক্রেট। মাদকাসক্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সমাজে বিভিন্ন অপরাধ প্রবনতা বেড়েই চলেছে। বর্তমানে জুয়া খেলার প্রবনতাও বৃদ্ধি পেয়েছে। মাদকাসক্তিদের নেশার টাকার অভাবে টাকা সংগ্রহের কারণে বিভিন্ন অপকর্ম করতে বাধ্য হয়। যে কারণে বিভিন্ন চুরি-ছিনতাই, পকেটকাটাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

মাহমুদুর রহমান বলেছেন: সুবোধ কবে ফিরবে?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩

বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

স্বচ্ছ দর্পন বলেছেন: লেখা অল্প হলেও ভাবটা গভীর।
আসুন সবাই মাদককে না বলি,
খেলাধুলায় এগিয়ে আসি।

আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো ।
স্বচ্ছ দর্পন ব্লগ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩

বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৩

বাকপ্রবাস বলেছেন: সুন্দর, ষষ্টপদির বৈশিষ্ট্য কী কী?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১২

বলেছেন: পৃথিবীতে যতদিন মানুষ আছে, তাদের মন আছে, মনে জোয়ার-ভাটার খেলা আছে, প্রেম আছে, প্রকৃতি আছে, ততদিন কবিতাও আছে। অর্থাৎ কবিতার জন্মও এক অবিসংবাদী সত্য। কারণ কবিতা হচ্ছে ‘অনুভূতিসঞ্জাত এক রূপময় ভাবশিল্প’।
http://www.somewhereinblog.net/blog/farihanmahmud/29540565

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৭

প্রামানিক বলেছেন: চমৎকার লিখেছেন। ধন্যবাদ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২

বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৬

কাওসার চৌধুরী বলেছেন:



সমাসজ সচেতন হলে মাদককে তাড়িয়ে দেওয়া সহজ হবে৷

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

বলেছেন: আইন আমাদের নিয়ন্ত্রণ করে না; আইনকেই আমরা তাড়িয়ে বেড়াই, পদদলিত করি।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

বলেছেন:
ধন্যবাদ

৮| ১৪ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৩

ইসিয়াক বলেছেন: মাদকের ছোবলে ধ্বংস হলো দেশ ,
ধীরে ধীরে বিষাক্ত হলো সুস্থ পরিবেশ।
সেই মা বাবা জানে কি দূর্দশা ই না সংসারে
মাদকের ছোবল হানা দিয়েছে যার ঘরে।।

১৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৪

বলেছেন: ধন্যবাদ।।।

মাদককে না বলুন।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.