নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞ আদালত\'\'বাবা\'\'

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮

বিজ্ঞ আদালত''বাবা''
★★★★★★★★(বাবার জন্য ''সনেট '';)

চলে গেছো বহুদূরে না ফেরার দেশে,
মহাপ্রলয় এলে যে মোর বেলা-ভূমে।
পালহীন নৌকা নিয়ে একা বয়ে চলে,
বোঝার বহর নিয়ে সাগর সকাশে।

তুমিহীনা শূন্য সবি সচলায়তনে;
জগদ্দল পাথর যে হারানোর শোকে।
নোনা জল অবিরত নয়নেতে ঝরে,
তোমার বিরহব্যাথা সহেনা পরাণে।

ভালবাসার ললাট; কালো মেঘে ঢাকা,
বাবা স্মরে প্রতিক্ষণ হাহাকার মাখা।

প্রেম, নির্মল-উদার জনক কদর্যে।
নিয়ামক রসায়নে;পুত্র দ্বিগীজয়ে।

ভবে''বিজ্ঞ আদালত ''জনক সমীপে,
মেঘদূত হয়ে পাশে সংকট সময়ে।



রহমান লতিফ
উৎসর্গঃ পৃথিবীতে বাবা হারানোর ব্যাথায় ব্যাথিত প্রতিটি হৃদয় কে।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যার বাপ হারায় সেই বুঝে বাপ হারানোর কি যন্ত্রনা,

অসাধারণ সনেট গড়েছেন বাবা'কে নিয়ে, মুগ্ধতা কথামালায়

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

বলেছেন: ধন্যবাদ সুপ্রিয়

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো চেষ্টা। সনেটের একটা প্যাটার্ন থাকে, আপনি কি কোনো নির্দিষ্ট প্যাটার্ন ফলো করেছেন? এই প্যাটার্ন সম্পর্কে সাধারণ ধারণা পাবেন এই লিংকে - সনেটের অন্ত্যমিল বৈচিত্র

কবিতার বক্তব্য ভালো। নামকরণটা তেমন ভালো লাগে নি।

শুভেচ্ছা রইল।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৭

বলেছেন: তথ্যপূর্ণ ,

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

বলেছেন: অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! খুব সুন্দর লিখেছেন। পড়তে পড়তে আমিও ফিরে গেছিলাম আমার বাবার শেষ দিনটিতে । তবে সনেটের বৈশিষ্টে একটু ঘাটতি লাগলো। যাইহোক প্রচেষ্টা সাধুবাদ যোগ্য।

শুভকামনা রইল।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

বলেছেন: আপনি সবসময় সবাইকে উৎসাহ দিয়ে যান,আসলেই আপনার মনটা অনেক উদার,সনেট লেখা আসলেই কঠিন কাজ,অনেক স্টাডি দরকার।
রুপকল্প সনেট মনে হলো একটু সহজভাবে উপস্থাপন করা যায়।।

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনার ও কাওছার ভাইয়ের লেখাগুলো কিন্ত বেষ্ট।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

আকিব হাসান জাভেদ বলেছেন: কবিতায় স্মৃতি অশ্রু গড়ালো । বাবার কথা মনে পড়লে কেনো যানি চোখে জ্বল চলে আসে । কান্না আটকে রাখতে পারলাম না । সুন্দর কবিতা ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

বলেছেন: ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন
মহাউম্মোচক

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

বলেছেন: অনেক অনেক শুকরিয়া ভাই

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: বাপ মা এক অদ্ভুত জিনিশ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

বলেছেন: ভাই সাহেব,আপনি নিয়মিত আমার ব্লগে আসেন,আমাকে অনুপ্রাণিত করেন
সুন্দর মন্ত্যবের মাধ্যমে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪

কানিজ রিনা বলেছেন: খুব ভাল লাগল, কিন্তু স্টেশন ফুট পাতের
ঘুমানো ছেলে মেয়েরা বেশীর ভাগই বাবার
নাম বলতে পারেনা যারা বলতে পারে তারাও
বাবাকে দেখেনাই, আচ্ছা ওদের বাবা হাড়ানোর
বেদনা কেমন? আপনার লেখায় ওদের কথা
মনে পরে গেল। একবার ট্রেন থেকে নামার
সময় তিন চারটা ছোট ছেলে ঘিরে ধরল
ব্যাগ এন্ড ব্যাগেেজ নামিয়ে দেবে বলে।
আমি ট্রেনের ভিতর ওদের জিজ্ঞাসা করলাম
তোমাদের বাবা নাই একজন বাবার নাম
জানেনা একজন জানে কিন্তু বাবাকে দেখে
নাই, একজন বললো পাঁচ বছর বয়সে বাবা
অন্যত্র বিয়ে করে চলে গেছে একদিন বাবাকে
দেখে চিনেছিল পিছ পিছ দৌড়াতে দৌড়াতে
বাবা বাবা বলে ডাকল কিন্তু বাবা ওকে
চিনল না। মা কোথায় থাকে মা আছে বস্তিতে
থাকে বাসায় কাজ করে, তোমাদের টাকা
কি মায়ের হাতে দাও হ্যা মাকে দেই। একজন
বললো খালার কাছে থাকি টাকা দিলে খালা
ভাত দেয় কিন্তু ঘুমনোর জায়গা নাই ইস্টেশনে
ঘুমাই।
ওদের বাবা হাড়ানোর বেদনা কেমন তা
জানতে চাইনাই। ওদের বাবারা আছে কোথায়ও
অন্যত্র ওরা জানেনা। কেন জানি নিজের
সন্তানের কথা চিন্তা করেই এটুকু বললাম
ওদের বাবা পরকীয়া করে অন্য কোথায়ও
থাকে। এত সুখেও ওদের বেদনা আমি
বুঝতে পারি। কতকত বাবারা সংশার ছেড়ে
নিজের সন্তান রেখে সুখবিলাসীতায় গা
ভাসায় সেসব ছেলে মেয়ে পিতার স্নেহ
লালন থেকে বঞ্চিত হয়ে কেমন বেদনার
বোঝা নিয়ে দিন যাপন করে তাই ভাবছি।
অনেক অনেক ধন্যবাদ আপনার লেখায়
নিজের অভিব্যক্তি রাখলাম।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

বলেছেন:
বার বার পড়লাম
মন্তব্য করতে গিয়ে চমৎকার কথা লিখে ফেললেন।
আমি মুগ্ধ আপনার প্রতিভায়।

আমি ভবিষ্যতে এ বিষয়ে বিস্তারিত লিখব

ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

কথার ফুলঝুরি! বলেছেন: আপনার বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা, লতিফ ভাই।

বাবা, মাথার উপরে যেন একটি বটগাছ ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

বলেছেন: : অনেক অনেক ধন্যবাদ ভালো লাগার জন্য। আপনারতো দারুণ প্রতিভা।

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল।

বাবাকে নিয়ে খুব সুন্দর লিখেছেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

বলেছেন: ভাইয়া সুন্দর অনুপ্রেরণাদায়ক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.