নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

আত্মার আত্মতুষ্টি "মা"

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫২

আত্মার আত্মতুষ্টি "মা"
★★★★★★★★★(''সনেট কবিতা'';)

আমার শত সাধনা,হৃদয়ের ধন,
জনম জনমের সে,আত্মার আপন।
পৃথিবীর সেরা জন,সে মোর সুজন,
চাই শুধু চাঁদ মুখে,না লাগে গ্রহণ।

চিত্ত তার সুকুমার,বিত্তের বসতি,
যত দেখি লাগে সদ্য,অপরুপ দ্যুতি।
হাসিতে উদর ভরে,সুর মাধুকরী,
কাঁদলে শুকায় হৃদ,হুতাশ আরতি।

সৃষ্টি সেরা উপহার,সুখ সমাহার,
চাইনা যে মনিহার,হোক তা অতুল্য।
নিজে পুড়ে দগ্ধ হয়ে,করে মোরে সুখী,
প্রার্থনা প্রভুর কাছে,তার সুখ নিত্য।

আত্মার সে আত্মতুষ্টি,মাহাত্ম্য অঞ্জলি,
'মা' প্রভুর সেরা সৃষ্টি, তারে ভালোভাসি।

★★★★★★★★
এম, রহমান লতিফ

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর লিখেছেন।

শুভকামনা প্রিয় লতিফভাইকে।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৬

বলেছেন: প্রিয় আপনজন।
সুন্দর মন্তব্যে আমি আনন্দিত। ধন্যবাদ একরাশ।

২| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: 'মা' অপার মুগ্ধতা-ভালোবাসার আরেক নাম। যে মুগ্ধতা বা ভালোবাসা নিঃস্বার্থ, নির্মল...

কবিতা খুব ভালো লেগেছে। +++

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৯

বলেছেন: অসংখ্য ধন্যবাদ,
'মা'কে নিয়ে জীবনের প্রথম সনেট

৩| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি প্রাণের গভীরের এক ডাক - মা!

আহা সত্যি অতুলনীয়!

মায়ের মতো আপনা কেহ নাইরে
মায়ের মতো আপনা কেহ নাই!

+++

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৭

বলেছেন: বাহ্ সুন্দর বলেছেন

৪| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৪

স্রাঞ্জি সে বলেছেন:

ভাল লাগল কবিতা।।।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৮

বলেছেন: সুন্দর মন্তব্যে আমি আনন্দিত

আন্তরিক ভালোবাসা অবিরাম ,

৫| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৪

কাওসার চৌধুরী বলেছেন:



মাকে নিয়ে লেখা কবিতাটি বেশ ভাল লেগেছে৷মা তো পৃথিবী৷মায়ের চেয়ে আপন কিছু পৃথিবীতে নেই৷

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৩

বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম

অফুরান শুভেচ্ছা সুহৃদ

৬| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫৭

মোছাব্বিরুল হক বলেছেন: এক কথায় অসাধারণ। খুবই ভালোলাগল।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৮

বলেছেন: সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

৭| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর কবিতা।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৯

বলেছেন: অনেক খুশি আপনার সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে.....ধন্যবাদ

৮| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৮

বাকপ্রবাস বলেছেন: খুবই সুন্দর।

সনেট সম্পর্কে জানতে আগ্রহী, এটা কোন ছন্দ বা ফর্মেটে লেখা হয়েছে জানতে পারলে ভাল লাগবে।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৬

বলেছেন: 'সনেট' শব্দটি ইতালিয়ান 'সনেটো' (মৃদুধ্বনি) শব্দ থেকে আগত। সনেট হল এক ধরনের মন্ময় কবিতা । একটি মাত্র অখন্ড ভাবকল্পনা বা অনুভূতি কণা যখন ১৪ অক্ষর সমন্বিত (কখনো ১৮ অক্ষরও ব্যবহৃত হয়) চতুর্দশ পঙক্তিতে একটি বিশেষ ছন্দ রীতিতে আত্মপ্রকাশ করে, তখন তাকে আমরা সনেট বলি। ইতালিয়ান কবি পেত্রার্ক এর জন্মদাতা। বাংলা ভাষায় সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। একটি সনেটের দুটি অংশ থাকে- অষ্টক (Octave) এবং ষটক (Sestet)।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.