নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

নব-পণ

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০১




নব-পণ
★★★★★

অভিযোগ দেবো না বলবো না কোনো অপরাধী-
দু'কুলে দু'জনার বসতি সেতো নিয়তির রীতি,
মহাজনের জাগতিক সকল কঠিন বিচার
মাটির মানুষের সাধ্য নেইতো বুঝার ।

বেহিসাবি মন আজও দিন-রজনীতে ভাবে-
নিজেরই অজান্তে কখনো বা দু'ফোটা অশ্রু ঝরে,
জীবন্ত মানুষ আমি মনে হয় আসলে তা মিথ্যে,
অন্তর পুড়ে দগ্ধ বিষাক্ত বেদনার নীলে।

বিধাতার বিধান বুঝে আছে কে মালি?
যতই চেষ্টা করুক চাপা দিতে অশ্রু-নালী
ঝাপসা স্মৃতি মন পুড়িয়ে দেয় অনিমেষ
মর্মে মর্মে মানে ললাটের বিধি-রেশ ।

জীবননদীর বাঁকেবাঁকে আসে কতোশত ঝড়-
একুল-ওকুল দু'কুল হরিয়ে পথভ্রান্ত দেহবশেষ
মেনে নেয়া বড়ই কঠিন এযে বড় বিষম-দায়
বিষ খেয়ে বিষ হজম মৃত্যুর মুখে গান-গায়।

বেদনায় পুড়েপুড়ে অঙ্গার এ মন-
ভাঙ্গনের সুরে আর কাঁদে না এখন,
যতই সয়েছি ব্যথা -হয়েছি পাথর
মেনেছি বিষাদসিন্ধু -হইনি কাতর।

হার না মানা লড়াই করে বিরামহীন পথ-চলা
হারিয়ে ফেলেছি যা বৃথাই তারে স্মরণ করা,
ললাটের লিখন মেনে তাই বুনি নতুন স্বপন
মালিকের ইচ্ছা শিরধার্য এটাই নব-পণ।


রহমান লতিফ
২৫.০৭.২০১৮

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১১

পদাতিক চৌধুরি বলেছেন: লতিফভাই,

সুন্দর কবিতা হয়েছে। শেষ চার লাইনতো জীবনের মন্ত্রশক্তি। ++

হৃপ্রীশু রইল।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৭

বলেছেন:
আপনার কাছ থেকে প্রথম মন্তব্য পেয়ে-বিনম্র শ্রদ্ধা,
ভালবাসা---যুদ্ধ হোক মানুষের মাঝে প্রকৃত সত্যের মাঝে।

২| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৩

স্রাঞ্জি সে বলেছেন:


শপথনামা বেঁচে থাকুক আজীবন।

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

বলেছেন: আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে
চাঁদ কুল জোছনার গান আর নয়,
ওগো প্রিয় মোর খোলো বাহু ডোর ----

৩| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ২:১১

কাওসার চৌধুরী বলেছেন:



কবিতায় অনেক সত্য উপলব্ধি আছে; আছে নিজেকে নতুন করে চেনার উপায় ৷অনেক ভাল লাগার একটি কবিতা +++

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

বলেছেন: অনুপ্রেরণীয় মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ @কাওসার চৌধুরী

৪| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১২

রাজীব নুর বলেছেন: কেউ কি টের পেলেন! মনে হলো ভুমিকম্প হলো। নাকি ভুল অনুভব করলাম!

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

বলেছেন: মন্তব্য পড়ে হাসতে হাসতে আমিই অজ্ঞান হয়ে গেলাম

আফসোস

৫| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:

ওয়াহ!! খুব আচ্ছা হুয়া....

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

বলেছেন: খুব ভালো লাগলো আপনার মউচাকতুল্য অভিব্যক্তি

বহত শুকরিয়া

৬| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । +

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৩

বলেছেন:
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ---
ব্লগ প্রিয় পয়েট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.