নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

দেশবাসীর কাছে ভারপ্রাপ্ত ছাএলীগ কর্মীর খোলা চিঠি

০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

প্রিয় দেশবাসী,

পত্রের শুরুতে আপনাদের জানাই মুজিবীয় শুভেচ্ছা, আপনার নিশ্চয়ই জানেন এই দেশ,এই জাতির মুক্তি এনে দিয়েছেন আমাদের মহান নেতা শেখ মুজিবুর রহমান আর তার উত্তরসুরি হিসাবে তাহার তনয়া শেখ হাসিনা অনেক কষ্ট করে নিজে না ঘুমিয়ে দিন রাত আপনাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন আর আমরা ছাএলীগ ছায়ার মতো প্রতিটি পদক্ষেপে উনার সেকেন্ড বাহিনী হিসাবে পুলিশ, বিডিআর এর পাশাপাশি কাজ করে যাচ্ছি আপনাদেরই জন্যে।
আমাদের লক্ষ্য একটাই বিম্পি, জামাত যাহতে আর এদেশে ক্ষমতায় না আসতে পারে।
আমাদের আজ অবধি যা অর্জন করেছি তা নিঃসন্দেহে যেকোন বাহিনীকে হার মানাবে।
আমার অনেক কষ্ট করে বিম্পির মানুষ মারার আন্ধোলন নিজেদের মতো করে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে ওদের উপর অপবাদ দিয়ে ওদেরকে চিরতরে পঙ্গু করে দিয়াছি।

ঠিক তেমনি জামাত-শিবির একাওরের দালাল দেরকে একে একে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারার জন্য শাহবাগে আন্দোলনের দাবানল হাতে আমরাই বিচারের রায় বদলাতে বাধ্য করি যা আমাদের সাফল্যের এক বিরাট অর্জন।

যুদ্ধ অপরাধীর রায় নিয়ে যখন জামাত শিবির রাজাকারের দল দেশে সংঘাত সৃষ্টি করে আমরা তাদের সব অপকর্মের হিসাব কড়ায় গণ্ডায় উসুল করে নেই যাতে আর জীবনে ওরা রাজনীতি করতে না পারে ওদের বুঝিয়ে দেই মাইরের উপর ঔষধ নাই যা আমাদেরকে করে তুলে দৃঢ় চেতা।

হেফাজত যখন ঢাকায় এসে বড় আন্দোলন করে সুবিধা আদায় করতে চেয়েছিল আমরা অনেক শক্ত অবস্থান নিয়ে একপাশ খোলা রেখে ওদের নেড়ি কুকুরের মতো করে পিঠেয়ে সবকিছু বানচাল করে দেই যা আমাদের স্বীয় কৃতিত্বের জন্য এক মাইলফলক।


বিম্পি ছাগুরা যখন খালেদ জিয়া কে জেলে নেওয়ার পর দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করে আমার তাদের ডাইরেক্ট একশন করে চিরদিনের জন্য সমাধীস্ত করে ফেলি যা আমাদের কর্মের মাঝে এক ধরনের গতি এনে দেয়।

কোটা সংস্কার নিয়ে একদল কুচক্রি যখন আমাদের মুক্তি যুদ্ধাদের অসম্মান করতে শুরু করে ঠিক তখনই ওদের বুঝিয়ে দেই এদেশে পাকিস্তানের পক্ষে কথা বলা লোকদের চিরতরে গুটিয়ে চলে যেতে হবে এদেশে ওদের ঠাঁই নাই।

মাহমুদুর রহমান নামের তথাকথিত শিক্ষিত সমাজের আনকোড়া সাংবাদিক যার মদদ এদেশে মাদ্রাসা শিক্ষা ও তাঁর কালিমা সমাজে বিভক্তি ও ধর্মীয় গোড়ামির বিরূপ প্রভাব নিয়া শুরু করে আমাদের ডিজিটাল বাংলাদেশ হওয়ায় বিরাট আর্জনের পথে কাঠা হয়ে ওঠে তখন এর বদলা নিলাম ওর শরীরের রক্ত ঝড়িয়ে যার ফলে আর কোন সংবাদপত্র ও কোন সংবাদকর্মী আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে না, আবশ্যই ইহা আমাদের কৃতিত্বের সঙ্গে আরও একটি টিউন।

নিরাপদ সড়কের নামে সাধারন ছাএদের অবস্থান আমদের যখন সংকেত দেয় দেশের কিছু অসাধু লোক শান্তি বিনষ্ট করতে চায় আমরা ওদের কপালে কলংকের তিলক পড়িয়ে বুঝিয়ে দেই এটা শেখ হাসিনার দেশ কারো কাছে মাথা নত করে না।

সচেতন দেশবাসী, আমারা একটি নতুন কিসিমের ফর্মুলা-১ নির্বাচন এদেশে প্রতিষ্ঠিত করেছে যেখানে আপনাদের কষ্ট করে ভোট দিতে হয় না আমরা তা সুচারুরুপে সম্পন্ন করি ভোটার সংখ্যা অনেক সময় বেড়ে যায় যাহা অবশ্যই আমাদের নৌকার পালে হাওয়া লেগে নুহ (আঃ) নৌকা প্রতীক হয়ে ওঠে,যা আমাদের দেশের সম্মান বাড়িয়ে দেয়

প্রিয় দেশবাসী, একটা জিনিস আপনাদের জানা উচিত ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র এবং আমাদের মুক্তি যুদ্ধে ওদের অবদান অনেক তাই আমাদের পতাকার সাথে ওদের পতাকা একসাথে বাংলার আকাশ উঠবেই এবং আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় ওদের অংশগ্রহণ আবশ্যক যা বিম্পি ছাগুরা বুঝবে না।

যতদিন বাংলাদেশ তার মানচিত্রে থাকবে ততদিন পর্যন্ত আমাদের শেখ হাসিনা নিজের মতো করে দেশ চালাবে, এদেশে থাকতে হলে গোলাম হয়ে থাকতে হবে। মনে রাখতে হবে, যার বাবার দেশ তার কথামত চলতে হবে নয়তো কোন জব,ব্যবসা বাসস্থানের সুযোগ সুবিধা দেওয়ার মতো করুনা করা হবে না।
পরিশেষ, এটা বলতে চাই আমরা এত এত অর্জনে কোন বল বা দেশী বিদেশী অস্ত্র ব্যবহার করি নাই শুধু বুদ্ধি আর মেধা দিয়েই করেছি যেভাবে আমাদের নেএী উন্নয়ন সম্ভব করে চলছেন, আপনাদের উন্নয়নের মহাসড়কের পথচারী হওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি।

ঝয় বাংলা

নিবেদক,
আপনাদের সোনার ছেলে
'' ল''
ভারপ্রাপ্ত ছাএলীগ
আন্তর্জাতিক শাখা

মন্তব্য ৩৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

বাকপ্রবাস বলেছেন: আপনাদের কাজ কারবারের গর্বে দেশবাসীর গর্ভবতী হবার যোগাড়

০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

বলেছেন: যদি তুমি চুপ থাক
তবে তুমি বেশ!
যদি তুমি রুখে দাঁড়াও
তোমার চৌদ্দ গুষ্ঠি শেষ?

২| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

সনেট কবি বলেছেন: প্রিয় কবির কন্ঠে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি কেন?

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০

বলেছেন: যুক্তরাজ্য পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ভয়াবহতায় উদ্বেগ ও অস্বস্তি প্রকাশ এটা ও কি ষড়যন্ত্রের গন্ধ?

৩| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

বলেছেন: যুক্তরাজ্য পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ভয়াবহতায় উদ্বেগ ও অস্বস্তি প্রকাশ এটা ও কি ষড়যন্ত্রের গন্ধ?

৪| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যদি হিউম্যানিটি নিয়ে থাকতে হয়, তাহলে হিউম্যানিটির আম্মুর সাথেই থাকতে হবে। মাইনা নিলাম...

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

বলেছেন: বিচারের বানী কাঁদুক,আপনি আপনার তালগাছ নিয়ে থাকুন,

ঝয় বাংলা হপে



৫| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৮

বলেছেন: বাংলাদেশে শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা করেছে পুলিশ এবং ছাত্রলীগ :অস্ট্রেলিয়া ২৪ নিউজ

শেখ হাসিনা-সজীব ওয়াজেদ জয় কিংবা ওবায়দুল কাদের চক্র গুম খুন অপহরণের ভয় দেখিয়ে দেশের গণমাধ্যমে মিথ্যাচার করেই চলছে---আফসোস

৬| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৮

সনেট কবি বলেছেন: প্রিয় কবি বাংলাদেশ মহা মানবের দেশ এখানে মানবাধিকার আলোচনা বেকার।

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৩

বলেছেন: শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা করেছে পুলিশ এবং ছাত্রলীগ যা নাকি গুজব তাহলে রিয়েল এটা গুজব হলে রিয়েল কোনট?

হায়রে বিবেক??

৭| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৬

সনেট কবি বলেছেন: শত্রুদের গুজব ছড়ানো পুরনো অভ্যাস।

৮| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫০

সাইন বোর্ড বলেছেন: সত্য কথা এভাবে বলতে নেই, গায়ে কাঁটা দিয়ে উঠে...

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০

বলেছেন: জীবিকার প্রয়োজনে বর্তমান যুগে মহিলারা স্বামী ছাড়া ঠিকই রাস্তায় বাহির হয়, কিন্তু পুলিশ ছাড়া আ.লীগ বের হয় না।

৯| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০০

জুনায়েদ বি রাহমান বলেছেন: ক্ষমতা ধরে রাখার জন্য উনারা যেকোনো পদক্ষেপ নিতে পারেন।

গদি ছাড়া যাবেনা, ছাড়লে তারেকের মতো বিদেশে থাকতে হবে।

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০

বলেছেন: এরা মায়ের পেট থেকে মিথ্যা বলার ট্রেনিং নিয়েই পৃথিবীতে এসেছে।

১০| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: |-) |-) |-) |-) |-) |-)

আপাতত হেলমেট সাফল্যের খুশিতে হাইবারনেশনে আছি!
অপদার্থ বিরোধী দলরে যেমনে সাইজ করছেন! ওয়াহ! কি আর কমু!
মাজা ভাঙ্গারে আরো মাজা ভাইঙ্গা দিতে হয় নাকি! শাস্ত্রে কয়!
তারা একের পর এক পেনাল্টি মিস কইরাও বিশ্বকাপ জিততে চায়! X(
তামশা দেখি ঘুম পাইতাছে!! |-)
ঘুম ভাংলে উত্তর দিবানে!


০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

বলেছেন: আপনি হাসালেন--
ঘুমালে হবে না -বঞ্চনা প্রতিরোধে আপনাকে দীপ্ত ও শক্ত এবং ইস্পাতদৃঢ় ও কঠিন পদক্ষেপ নিতে হবে

১১| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ঘটনা তো ভয়াবহ রুপ নিচ্ছে ল ভাই, এই ভয়ংকর কোথায় তার শেষ - - - -

এ সুখের নেই কোন সীমানা
বসন্তেরই আমন্ত্রনে জড়িয়ে গেলাম আলিঙ্গনে
সফল হলো বুঝি সাধনা।

খুশির চরণ ধ্বনি আমার প্রানে
কী আবেশ ছুয়ে যায় আমার গানে।

চিরচেনা এই যে ভুবন
শত রঙ্গে রঙ্গিন এখন
স্বর্গ হলো বুঝি রচনা।।

জীবনের যত ফুলে এখন হাসে
হৃদয়ের আঙ্গিনায় সুরভি আসে।
এ জনমেই যেন আবার
নতুন জনম হলো আমার
ফুরিয়েই গেল ভাবনা।।

আপনার জন্য আপাতত একটি বাংলা গান - আশা করি ভালো লাগবে ।

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২১

বলেছেন: নরপিচাশ অত্যাচারীদরা নিপাত হবেই ইনশাল্লাহ।

গানে ভাললাগা

১২| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪

আবু তালেব শেখ বলেছেন: বড়দা মনে হয় প্রবাসে থাকেন? নাহলে এই গন্ডির ভেতর এহেন ভাষনের সাহস করিতেন না। যাইহোক কথাগুলো ঠিক কিছুটা

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

বলেছেন: গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ,


তোমাকে বলতে হবে প্রিয় ভাই

১৩| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিফভাই,

কী করছেন বলুন দেখি, একটাও প্রতিমন্তব্য হচ্ছেনা । সবগুলিই আপনার কমেন্ট হয়ে যাচ্ছে । সবুজ বাটন কী ওখানে আসছে না।

পোষ্ট প্রসঙ্গে বলি, শেষ কয়েকটি কবিতায় কবিকে বেশ প্রতিবাদী দেখেছি, আজ আবার অন্যরুপে দেখলাম। বিশ্লেষণটি আমার কিন্তু খারাপ লাগেনি । এনিওয়ে,


শুভকামনা রইল।


০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

বলেছেন: খেয়াল হয়নি

সংশোধন জন্য ধন্যবাদ---এই কারণে আপনি আমার প্রিয়

১৪| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৪

জাহিদ অনিক বলেছেন: ছাত্রলীগ বানান ঠিক নেই, ছাএলীগ হয়েছে--

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

বলেছেন: ছাত্রলীক হবে

১৫| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০১

আরণ্যক রাখাল বলেছেন: ছাএলীগ না ছাত্রলীগ?

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

বলেছেন: ছাত্রলীক হবে

১৬| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: জঙ্গীদের চেয়ে ছাত্রলীগ ভয়ংকর।

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

বলেছেন: আপনার বলার সাহস আছে

১৭| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

মায়াবী ঘাতক বলেছেন: বাকপ্রবাস বলেছেন: আপনাদের কাজ কারবারের গর্বে দেশবাসীর গর্ভবতী হবার যোগাড় :-/ :P =p~

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৮

বলেছেন: স্বামী ছাড়া গর্ভবতী

১৮| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৪

জাহিদ অনিক বলেছেন: লেখক বলেছেন: ছাত্রলীক হবে - চাক্কা লীক হয়ে গেছে।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৩

বলেছেন: সবি কপাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.