নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

ধর্ম ও ধৃষ্টতা

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:৫৭



ধর্ম ও ধৃষ্টতা
**********

ধর্ম নিয়ে কুকর্ম চলে সকল সমাজ সংসারে
ধর্মের ঢোল পিটিয়ে কেউবা সুজন সাজে,
ধর্মের নামে শত কোটি টাকা কেউ লোপাট করে
ধর্ম কে পুঁজি করে একদল ফ্যসাদ করে।

ধর্মেকে ছলাকলে দুষ্টের রাজনীতি চলে,
স্বার্থের খেলা ছলে অনেক আদর্শের বলী ঘটে।
বক ধার্মিক নেতাদের সমন্বিত কৌশলের ফাঁদে,
অসহিষ্ণু মনোভাব নিয়ে সহিংসতা পুশে।

তন্ত্রে- মন্ত্রে ঝারফুঁকে পীরের তখতে সমাসীন,
যাদু আর কুটকৌশলের বশে ভক্তদের মিছিল।
নিজের জন্য কি রুখতে পারবে মৃত্যুর তীর?
লাজ-ভয় নাই তার ভয়াবহ পরিণতির।

কুরআন, বাইবেল, বেদ,রামায়ণ বা ত্রিপিটকে
মানবের কল্যাণে সব ধর্মযাজক গায় একসুরে,
তবে কেন মনুষ্য হীনমন্যতা সমাজ সংসারে?
কেন হায় মজলুমের কান্না গগন জুরে?

ঐক্য হোক ছুড়ে ফেলে সব অনৈক্যকে
ব্যবচ্ছেদ করে রাগ-অনুরাগ আস্তকুঁড়ে
ধৃষ্টতা উদ্ভব হয় কুসংস্কারের আস্তানাতে
মৃত্যু নয়তো অজেয় নগণ্য মানুষ কি বুঝে?

কর্ম ই হোক বড় ধর্ম, মানবতার জয়ে
মানব গোষ্ঠী মিলি সব এক কাতারে,
গাই গান একি সুরে, ভেদাভেদ সবি ভুলে
দৃঢ় হোক বন্ধন কায়া আর মায়ার ডোরে।

রহমান লতিফ
২২.০৭.২০১৮

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:১১

কাওসার চৌধুরী বলেছেন:



মোল্লা,পীর, পাদ্রী,পুরোহিত বসেছে যেন ধর্মের দোকান খুলে,
আমিত্ব তে মগ্ন সবাই ঐশি বাণী ভুলে ।
মসজিদে যাই পড়তে নামাজ দেখি আমার জুতোজোড়া নাই!
খোদার কি জুতোর দরকার ? তা অবশ্যই না ।
তবে নিশ্চয়ই চলে গেছে কোন ভন্ডের পায় ।
ভক্তের দেয়া ভোগ রাঁতের আঁধারে বল কোন্ দেবতা খায় ?
ভন্ডে ভন্ডে ছড়াছড়ি এক ভন্ড অন্য ভন্ডের ভাই, কেবল দেখি ভন্ডের
হাঁট দুচোখ মেলে যে দিকে তাকাই ।

কবিতায় বাস্তবতার ছাপ আছে; ভাল লাগলো, রহমান লতিফ ভাই ++++++++

২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:১৮

বলেছেন: মন্তব্যে অসংখ্য ধন্যবাদ কাওসার চৌধুরী ভাই

আপনি সবসময় চমৎকার মন্তব্য করেন,
আপনি সিলেটের গর্ব

৩| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল ভাই। :)

৪| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:৪৫

বলেছেন: ধন্যবাদ হাসু মামা
হা হা হা

৫| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ২:৪০

সূচরিতা সেন বলেছেন: সুন্দর কাব্য।

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১২

বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য অনুপ্রাণিত

৬| ০১ লা আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৯

স্রাঞ্জি সে বলেছেন:
ধর্মের যাঁতাকলে পড়ে সব শেষ।

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১২

বলেছেন:
আপনার মন্তব্য সবসময় ব্যতিক্রমী এবং চমৎকার
ধন্যবাদ স্রাঞ্জি সে

৭| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: ধর্ম হলো এক শ্রেনীর মানূষের কাছে ব্যবসা।

৮| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১০

বলেছেন: সহমত---রাজীব নুর ভাই

৯| ০২ রা আগস্ট, ২০১৮ ভোর ৫:০৮

সেলিম আনোয়ার বলেছেন: শুধু ধর্ম নয় সব নষ্টের অধিকারে।

সীমাহীন লোভ .........

ধর্মও একটা ব্যবসা......আবার বঙ্গবন্ধু......জয় বাংলা....মুক্তিযদ্ধের চেতনা সব।

আফসোস.......বাজলে চললেই হলো শুরু হয় ব্যবসা...অবৈধ ব্যবসা ।

১০| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

বলেছেন: একমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.