নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
রাত পোহাবার আগে
----------------****--------
যদি ভোরের সৃর্য লাল আভা ভেদ করে গগন আলোকিত করার আগে -
শুনতে পেতাম পৃথিবীর বুকে নেই একটাও মিথ্যাবাদী রমণী!
তবেই ধরণী পেতো আলোকউজ্জ্বল নৈস্বর্গীক রূপ,
সমূলে বিনাশ হতো নিরাশা-নিদারুণ।
যদি রাত পোহাবার আগে শুনতে পেতাম-
তটিনীর বুকে নেই কোন লালসাময়ী ললনা,
দেখতাম ভূ'স্বর্গে, লাবণ্য ছড়ানো রওশন অন্তহীন।
নশ্বরের কোলে ঢলে পড়তো সুখ অনাবিল।
যদি শুভ সকালে শুনতে পেতাম-
মৃওিকার বুকে নেই কোন দাম্ভিক অহংকারি নারী,
পসরা সাজাত প্রেমপদ্ম,সুদূরে মেলতো ডানা গাঙচিল।
সমাধিত হতো সুদর্শনের যত বেদনা-ব্যাকুল।
যদি রবির পূর্বাহ্নে শুনতে পেতাম-
ধারার বুকে নেই কোন সার্থবাদী নন্দিনী,
সৃষ্টির সুখের উম্মাদনায় হতাশ আর গ্লানি হত শেষ
তেপান্তরের পথে ক্লেশ আর শোক হত নিঃশেষ ।
নারী যদি ঢেলে দিত সবটুকু মমতা
তবেই রমণীয় গুনে সৃষ্টি হতো নবদ্বীপ,
দিনান্তে নিশান্তে শুনা যেত না হরষ-বিষাদ
দীপ্ত তিলকে ঢেকে দিত সুপ্ত সংঘাত ।
দেবীরা যদি এই ধরায় হত সুশীলা
তৃষ্ণা মেটাতো কামুক পুরুষ রেখে শৃঙ্খলা,
মনের মুকুলে অংকুরিত হত সবুজের বীজ
ঈষৎ ভিন্ন তবু মানব বাজাতো সুখের বীণা।
রহমান লতিফ
২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
ল বলেছেন: ধন্যবাদ স্যার
২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
ল বলেছেন: নারীর এখন স্বেচ্ছাচারিতায় মেতেছে
প্রজন্ম যার নাম দিয়েছে আবার ব্যক্তিস্বাধীনতা!!!
২| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৬
স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন
মন্দ হয়নি কবিতা। চলনসই।
২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২১
ল বলেছেন: ধন্যবাদ কবি
৩| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১:০৫
কাওসার চৌধুরী বলেছেন:
দিন শেষে পরন্ত বেলার সাক্ষী হয়ে,
ভোরের শিশিরের অশ্রুকনা নয়তো
প্রকৃতির সবুজ হয়ে এসো।
চলে এসো বৃষ্টির কোন এক সন্ধ্যায়,
ভেঁজা মৃত্তিকার স্যতস্যাতে গন্ধ হয়ে।
জমিনের বুকে লেপ্টে থাকা
পৃথিবীর মায়া কান্না হয়ে চলে এসো।
জ্বোৎস্নার এক ফালি আলো হয়ে এসো,
বিষাদে জড়ানো ক্লান্ত রাতের পর
এক টুকরো আঁধার হয়ে এসো!!
আপনার চমৎকার কবিতার, প্রতিউত্তরে এই ছোট্ট কবিতাটি দিলাম; কবিতায় মুগ্ধতা রইলো।
শুভ রাত্রি, রহমান লতিফ ভাই।
২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
ল বলেছেন: মেডিয়াভেল স্টাইলে কবিতা--এক আশ্চর্য অনুভূতির আশ্চর্য প্রকাশ
মুগ্ধতা!!! মুগ্ধতা!! মুগ্ধতা!!!
৪| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
অত্যন্ত মনোরম।
২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২০
ল বলেছেন: বিনম্র শ্রদ্ধা
অনুপ্রাণিত
৫| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
ল বলেছেন: অসংখ্য ধন্যবাদ।।।।।।।।।
৬| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
নীলপরি বলেছেন: সুন্দর লিখেছেন ।
৭| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
ল বলেছেন: কৃতার্থ
৮| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৯:২১
ঠাকুরমাহমুদ বলেছেন: স্বপ্ন যদি স্বপ্ন হয় কথায় কথায় মিলবে রত্ন
২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:১২
ল বলেছেন: হাহা
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর হয়েছে।