নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

জয় হোক মানবের,ক্ষয় হোক দানবের

১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:২২



১৯৭১ সালে হেনরি কিসিঞ্জারসহ মার্কিন নীতিনির্ধারকেরা বাংলাদেশকে যে ‘তলাবিহীন ঝুড়ি’ বা ‘বাস্কেট কেস’ বলেছিলেন, এর পেছনে অর্থনীতির চেয়ে রাজনীতি ছিল বেশি। এরই ধারাবাহিকতায় জাস্ট ফাল্যান্ড ও জে আর পার্কিনসন যখন বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে ২০৩ পৃষ্ঠার একটি বই লিখে ফেললেন, তখন তা যথেষ্ট গুরুত্বও পেয়ে গেল।

জনপ্রিয় ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান অনলাইনে ২০১৬ সালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রতিবেদক জন পিলজার বাংলাদেশকে একটি কারাগারের সঙ্গে তুলনা করেছেন।
পিলজারের প্রতিবেদনের শিরোনাম ছিল ‘দ্য প্রিজন দ্যাট ইজ বাংলাদেশ’।

তবু বলি জয় হোক,
স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের,
মৌলবাদের বিরুদ্ধে মানুষের লড়াইয়ের,
একনায়কতন্ত্রের অভিশাপ থেকে সুশাসনের
জয় হোক মানবের,ক্ষয় হোক দানবের
জয় হোক কল্যাণের,মৌলিকত্বের
একটি কল্যনমুখি রাষ্ট্রের বিনির্মাণ হোক সবার ব্রত।
আগামী প্রজন্ম কে একটি মাদকমুক্ত,ভেজালমুক্ত,
নকলমুক্ত,নেশামুক্ত,প্রগতিশীল দেশ উপহার দেই
কউকে ব্যাঙ্গ ব্রিদ্রুপ করার সুযোগ না দেই।

এম, রহমান লতিফ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এদেশের শাসকগণ আমাদের কে পালাক্রমে দরিদ্র করে রেখেছ।

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

বলেছেন: সহমত ভাই আমার

২| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪২

আহমেদ জী এস বলেছেন: ল ,



একটি কল্যানমুখি রাষ্ট্র বিনির্মানের কথা বলেছেন । কিন্তু সে নির্মান কাজের রাজমিস্ত্রীরা নিজেরাই তো এক একটি দানব ! কি করে কি হবে ?


১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

বলেছেন: হা হা
উপায় কি?

৩| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৪

চঞ্চল হরিণী বলেছেন: 'কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ কি করে হবে?' আহমেদ জী এস ভাইয়ের প্রশ্নটাই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারাগারের সাথে তুলনার বিষয়ে যদি অল্প হলেও একটু বিস্তারিত কিছু লিখতেন ভালো হত। ধন্যবাদ।

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

বলেছেন: চোখ রাখবেন
লিখবো

৪| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৯

শামচুল হক বলেছেন: আহমেদ জী এস ভাই যা বলেছে তার উপরে আমার আর কথা নাই।

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

বলেছেন: সহমত

৫| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৬

রাজীব নুর বলেছেন: হারুন কিসিঞ্জারের কথার দারুন জবাব দিয়েছিলেন হুমায়ূন আহমেদ।

১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

বলেছেন: লিংক দিয়েন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.