নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
পক্ষাঘাতগ্রাস্থ সমাজ,
ক্যান্সারে আক্রান্ত কিশোরীর শরীর,
রোগা,হাড্ডিসার, বিদগ্ধ তনু শ্রী-হীন
বসন্তী হাওয়া সেথায় বড্ড প্রেমহীন।
বাসন্তীর সন্ধ্যাসাঝে এখন আর
রামুদা,নারায়ণ-রা- আসে না,
যমপুরীরে জয়তুর গান
তামাশার হাট বৈ কিছু না।
এখানে কতদিন জ্বলে না পিদিম
হয় না জারি সারি ভাটিয়াল,
পানের বাটায় মরচে ধরা
আসে না রাতে ঝিনুক তারা ।
নির্বিকার দুচোঁখ আঘাতে হতবিহ্বল
কর্ণকুহরে ভাসে পরাজয়ের গ্রহণ,
বহুগামিতায় বুঝি ঘটে নৈতিক স্খলন
লজ্জায় নতশির বুঝে পাপের কুফল ।
তিমির রজনী কাটে নিদ্রাহীন,স্বপহীন
শেষ কি হবে অভিশপ্তের ঘোর সংকট?
পরাজিত জীবনের গ্লানি
খুঁজে জীবনের ব্যাকরণ।
০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৩
ল বলেছেন: ধন্যবাদ অপরিসীম
২| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন: জীবনের আরেক অর্থ অপেক্ষা !!!
০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৮
ল বলেছেন: মনের খোরাক বলে কথা
আন্তরিক ভালোবাসা , প্রিয়।
৩| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৫
ল বলেছেন: জন্মলগ্ন থেকে এক বিশেষ পরিবেশের মানুষের কালো দিকগুলো তুলে ধরার প্রয়াস।
ধন্যবাদ অপরিসীম
৪| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৭
ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই ল, আমার নিখোজ সংবাদ পুনরায় পোষ্ট দিতে হয়েছে, দয়া করে আরেকবার আমার লিখাটি যদি দেখেন । ধন্যবাদ ।
০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৪
ল বলেছেন: ভাল লিখেছেন
৫| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাই, কোটা সমস্যা মাথায় খুব জ্বালা দিচ্ছিলো তাই লেখাটা কর্তব্য হয়ে পড়েছে, ধন্যবাদ, আপনার লাইক মিস করেছি আগের পোষ্ট মুছে নতুন করে আবার পোষ্ট দিয়েছি তাই ।
৬| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৪
আকিব হাসান জাভেদ বলেছেন: জিবনের ব্যাকরণ ভুল হলে ও ক্ষমা যোগ্য । তবে অর্থহীন জীবনের ভুলের কোন ক্ষমা নেই। সুন্দর লিখেছেন সঠিক শব্দ গাথায় ।
০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৭
ল বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।
৭| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
৮| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:০২
ল বলেছেন: বুক ফেরে কলিজা ভক্ষন অত:পর উল্লা
ধন্যবাদ স্যার
৯| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:০০
রাজীব নুর বলেছেন: মনে হয় কবি অনেক হতাশায় ভূগছেন।
১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:৫৩
ল বলেছেন: ল বলেছেন: হা হা
কেন এমন মনে হল?
১০| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৬
সনেট কবি বলেছেন: সুন্দর।+
১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৯
ল বলেছেন: ধন্যবাদ স্যার
১১| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১:৩৫
অর্থনীতিবিদ বলেছেন: জীবনের গ্লানি যদি পরাজিতই হয় তবে জীবনের ব্যাকরণ খুঁজে লাভ কি?
১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:১২
ল বলেছেন: কর্ম্ম তোমার হাতে, ফল কিন্তু তোমার অদৃষ্টের হাতে। কেউ বা বলে- ঈশ্বরের হাতে। ঈশ্বরে বিশ্বাস করো বা না করো- কথাটা হলো, তোমার কর্ম্মের ফল- তোমার হাতে নেই। তবে তোমরা জিজ্ঞেস করবে- তাহলে কর্ম্ম করে লাভ কি? কারন এও সত্য যে- তুমি তোমার কর্ম্মের অনুসারী ফল পাবে। তুমি ধান বুনলে ধান পাবে, গম তো আর পাবে না
জীবনে কিছু জিনিস আছে, যার উপর তোমার পূর্ণ নিয়ন্ত্রণ আছে; আর কিছু জিনিস আছে, যেগুলোর উপর তোমার কোন নিয়ন্ত্রণ নেই
তাই খুঁজে জীবনের ব্যাকরণ
১২| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ৭:২৩
সিগন্যাস বলেছেন: প্লাস দিসি
১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:১২
ল বলেছেন: ধন্যবাদ স্যার
১৩| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১১
অর্থনীতিবিদ বলেছেন: লেখক বলেছেন: কর্ম্ম তোমার হাতে, ফল কিন্তু তোমার অদৃষ্টের হাতে। কেউ বা বলে- ঈশ্বরের হাতে। ঈশ্বরে বিশ্বাস করো বা না করো- কথাটা হলো, তোমার কর্ম্মের ফল- তোমার হাতে নেই। তবে তোমরা জিজ্ঞেস করবে- তাহলে কর্ম্ম করে লাভ কি? কারন এও সত্য যে- তুমি তোমার কর্ম্মের অনুসারী ফল পাবে। তুমি ধান বুনলে ধান পাবে, গম তো আর পাবে না
জীবনে কিছু জিনিস আছে, যার উপর তোমার পূর্ণ নিয়ন্ত্রণ আছে; আর কিছু জিনিস আছে, যেগুলোর উপর তোমার কোন নিয়ন্ত্রণ নেই
তাই খুঁজে জীবনের ব্যাকরণ
রাগ করেছেন নাকি? রাগ করে থাকলে দুঃখিত।
১৪| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০১
ল বলেছেন: জন্মলগ্ন থেকে এক বিশেষ পরিবেশের মানুষের কালো দিকগুলো তুলে ধরার প্রয়াস।
ধন্যবাদ
রাগ করার কিছু নাই।
ভালোবাসা
১৫| ১৫ ই মে, ২০২০ রাত ১০:৫৬
ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় কত জীবন ভেসে উঠে! জীবনের গতি কোথাও থমকে আছে শুরু থেকেই!
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:১২
শাহরিয়ার কবীর বলেছেন: জীবনের ব্যাকরণ নিয়ে ভালো লিখেছেন+