নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
দেশে দুর্নীতির বিচার হলো শুরু,
খুশিতে মন গদগদা,
দুর্নীতি তে ভাসছে স্বদেশ
দায়ী রাজনীতিবিদ আর আমলা।
এতিমের টাকা একলা খাইলো,
মিসকিনের টাকা খাইতেছে মিলিয়া,
শকুন- শাবকদের বিচার হবে
যাবে গংঙা,পদ্মা,যমুনায় ভাসিয়া।
জনতা থেকে জলবায়ু
শেয়ার,মিগ,নাইকো
সবকিছুর খবর হবে,
আমজনতা ধরবো ।
কেউ বলে সংবিধান,কেউ আঁটে ফন্দি,
দাদাবাবু এসে করে ফাইনাল সন্ধি।
খাই খাই করে সবে লুটেপুটে খাচ্ছে,
সিকিমের পথে হায় দেশটা যে যাচ্ছে।
----------------------------------------
রহমান লতিফ
০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৯
ল বলেছেন: অসংখ্য ধন্যবাদও কৃতজ্ঞতা শ্রদ্ধেয়,
অনিন্দ্য সুন্দর মন্তব্যে অাপ্লুত, শুভেচ্ছা শতত
২| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৯
শাহিন বিন রফিক বলেছেন:
সিকিমের পথে হায় দেশটা যে যাচ্ছে।
অদূর মনে হয় হবে না, তবে দিনে দিনে দেশ বড় তলানীতে যাচ্ছে।
০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪১
ল বলেছেন: একদম ঠিক কথা ৷এদের মুখোশ কোনদিনও খুলবে না৷
৩| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫১
সনেট কবি বলেছেন: ছন্দের ধার বাড়ছে।
০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৪
ল বলেছেন: অসংখ্য ধন্যবাদও কৃতজ্ঞতা শ্রদ্ধেয়
৪| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৫
চাঁদগাজী বলেছেন:
দেশের নাগরিকেরা দুর্নীতি চালু রাখতে চাচ্ছে!
৫| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৭
ল বলেছেন: অনেক মূল্যবান কথা বলছেন
৬| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০২
দৃষ্টিসীমানা বলেছেন: রম্য কবিতা এবং সাথের ছবিটি অসাধারণ , অনেক ধন্যবাদ ।
০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
ল বলেছেন: অসংখ্য ধন্যবাদও কৃতজ্ঞতা
৭| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৫
রাজীব নুর বলেছেন: এখন আর কেউ টেবিলের নিচ দিয়ে ঘুষ খায় না।
নতুন নতুন পদ্ধতি বের হয়েছে। চারদিকে অনেক ক্যামেরা তো তাই।
০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
ল বলেছেন: আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। আমিন ।
৮| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৪
নীলপরি বলেছেন: ভালো লাগলো কবিতা
৯| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৬
ল বলেছেন: অনিন্দ্য সুন্দর মন্তব্যে হৃদয়নিংড়ানো ভালোবাসা
গঠনমূলক মন্তব্য করার প্রচেষ্টা অব্যাহত রাখবেন
১০| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৩
অর্থনীতিবিদ বলেছেন: ক্ষমতায় থাকা রাজনীতিবিদদের অধিকাংশই অসৎ। অধিকাংশ সরকারি আমলা, কর্মকর্তা, কর্মচারীরাও অসৎ। এত এত অসৎ মানুষের সমাবেশ যেদেশে, সেদেশ কিভাবে উন্নত হবে? তাইতো দেশ সামনে আগানোর পরিবর্তে পিছিয়ে যাচ্ছে। পরিসংখ্যান করে দেখানো যাবে মানুষের আয় বাড়ছে, উন্নতি হচ্ছে, কিন্তু এগুলো সবই পরিসংখ্যান। আর পরিসংখ্যান মানেই প্রকৃত সত্যকে আড়াল। যাই হোক, কবিতা ভালো হয়েছে। দেশে দুর্নীতির চিত্রটা স্পষ্ট করে তুলে ধরেছেন। ধন্যবাদ।
১১| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
ল বলেছেন: ধন্য আমি
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! ভালো হয়েছে রম্য ছড়া।
শুভ কামনা রইল।