নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
ডিজিটালের বাহানায়,
মানুষখেকোর জামানায়
অসভ্যতার জিঘাংসাপনায়
মানবজমিন নিরুপায়।
মানুষ নামের জাদুকরগুলো
দেউলিয়া হায় সবংশ
ধোঁকাদিয়ে বোকা সাজায়
জগৎ সংসার স্তম্ভিত।
জুজুর জোরে বাহুরবলে
মিথ্যাদিয়ে হায় সত্য চাপায়,
জীবননাশ আর হুমকি,হুলিয়ায়
প্রাণ বাঁচাতে সব চুপ য়ায়।
ছলছাতুরী, অপকৌশলে
বাগে নেয় সব যশ,খ্যাতি ,
সাজ সাজ রব তাদের তরে
ওরা সাধের সমাজপতি।
লুটেপুটে খাওয়া পাপিষ্ঠদের
প্রমাণিত যত পাপাচার,
বিচারহীনতার সংস্কৃতিতে
ক্লু লেস সব অনাচার।
রক্তচুষা পিশাচের সাজ
হত্যা করে দেয় উলঙ্গ নাচ,
কে আছে রুখবে ওদের ?
দেশ টা যে হায় বাপ দাদার।
----------******---------------
রহমান লতিফ
মে,২০১৮
লন্ডন,
০৬ ই জুন, ২০১৮ রাত ১১:৪৫
ল বলেছেন: ঠীক তাইতো:।
২| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০৭ ই জুন, ২০১৮ রাত ১১:১২
ল বলেছেন: ধন্যবাদ
৩| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:২১
লাবণ্য ২ বলেছেন: সুন্দর।
০৭ ই জুন, ২০১৮ রাত ১১:১২
ল বলেছেন: ধন্যবাদ
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৩১
ইসিয়াক বলেছেন: মোটামুটি ভালো লেগেছে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬
ল বলেছেন: ধন্যবাদ নিরন্তর।।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুন, ২০১৮ রাত ১১:২৫
বিজন রয় বলেছেন: প্রথম দিকে 'য়' খুব বেশি ব্যবহার করেছেন।
সমাজচিত্র।
+++