নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
কথা রাখা না রাখার একুশ।
--------------------------------------
একুশ আসে, একুশ যায়
কেউ কথা রাখেনা হায়!!
কথা রাখার মানুষগুলো
পাহারসম উচ্চতায়
অবষাদ নিয়ে অতিশীপর
ক্লান্ত আমি নিরুপায়।
কেউ কথা রাখেনা হায়!!
ঘোমটা খুলে লেংটা নাচে
অবালবৃদ্ধবনিতায়,
বিবেকের পাঠ চুকিয়ে
শকুনেরা দিবানিদ্রায়,
কেউ কথা রাখেনা হায়!!
একুশ সেতো সরলগতি
রক্তকোষের বিনিময়ে শব্দকোষ,
বিশ্বকোষে বণর্মালার বিস্তৃতি।
একটু হলে কথা রাখিস
ভুলে কাদা ছুড়াছুঁড়ি
একুশ নয়তো হুলিখেলা
ভাইয়ের সাথে বেইমানী।
লেখক:
এম.লতিফ রহমান
২| ১৮ ই মে, ২০১৮ রাত ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: একুশ আমার অহংকার একুশ আমার বিশ্বাস।
৩| ১৯ শে মে, ২০১৮ সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৮ রাত ১০:৩৩
সনেট কবি বলেছেন: সুন্দর