নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

মানবজীবন

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১:১০

কবিতা:মানবজীবন
রহমান লতিফ
-----++++++++++++++++++-------------
আজ কিংবা কাল
কুড়ি কিংবা একশত কুড়ি বছর পর,
তুমি,আমি,আমরা- সর্বজন,
চলে যাব এই মোহমায়া ছেড়ে
নশ্বর মানবজীবন।

পেরেছে কি থাকতে?
ফেরাউন, হিটলার, কিংবা তাদের দোসর,
লর্ড ক্লাইভ, আইয়ুব, মীরজাফর
দেশী কিংবা ভিনদেশী দুশমন শোষক।

মৃত্যুপথ কেউ কি পেরেছে রুখতে?
দিয়ে অর্থ, প্রত্তিপত্তি, বল,
কিংবা ঠেকিয়ে বন্দুকের নল।

পৃথিবীর তঠে এসেছেন যত
রাজা,বাদশা,সুফি, দরবেশ কত,
গিয়েছন যারা ভুবন ছেড়ে
এসেছে কি কেউ ফিরে!!
কাক,পেঁচা,কিংবা শালিক হয়ে নীড়ে?

প্রমোদ খেলায় যে রয়েছে মত্ত
ভুলে য়ায তার ও সুখ সাময়িক,
মিনিট কিংবা ঘণ্টা সর্বোচচ ।

জীবন কিংবা সুখ, যদি হয় ক্ষনিকের
তবে কেন এত হানাহানি আর দম্ভ?
সমাজ থেকে রাষ্ট্র,সীমান্ত থেকে সীমান্ত।
জন্ম থেকে জন্মান্ত।

বিঃদ::বানান ভুল ক্ষমা সুন্দর কামনীয়।

এম,রহমান লতিফ
লন্ডন, মার্চ, ২০১৮

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.